What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Self-Made কাব্য মাল্য (2 Viewers)

রঙ্গিন মোড়কে ভালোবাসা
12/02/2018 (2:20, প্রথম প্রহর)

এসোনা হাত বদল করি কষ্টগুলোকে,
পুরনো কষ্টের একঘেয়েমিতে বড় অস্বস্তি লাগে.

কষ্টের বিনিময়ে কষ্ট নিবো,
পুরাতন কষ্টের জায়গায় হেসে খেলে বেড়াবে নতুন কষ্ট
আর অনুভূতিরা পাবে টাটকা স্বাদের অনুভব.
এ হৃদয় যে কষ্টের নিরাপদ ভূমি.

কেন? কষ্টের রং পাল্টাবে, স্বাদ পাল্টাবে
কষ্ট পাল্টাবেনা কেন!!
আসলে তুমি শুধু তোমার কষ্টগুলো আমাকে দিতে চাচ্ছ,
কিন্তু আমার কষ্টগুলো নিতে চাচ্ছনা.

ঠিক আছে, নাহয় তাই করো
তোমার কষ্টগুলো আমাকে দিয়ে দাও,
আমি নতুন কষ্টের স্বাদ নিয়ে নির্ঘুম রাত্রি কাটাব.

আচ্ছা, কষ্টের বিনিময়ে কিছু ভালোবাসা নেবে?
কথা দিচ্ছি, বিনিময়ে আমি একটুও ভালোবাসা চাইবোনা,
শুধু তোমার কষ্টগুলো দিলেই হবে.
তোমার একান্তই নিজের কষ্টগুলো,
নব্য যৌবনের পুষ্ট কষ্ট, মোড়ক ছাড়া রঙ্গিন কষ্ট.

আচ্ছা ভালোবাসাগুলো কি তোমাকে রঙ্গিন মোড়কে সাজিয়ে দিতে হবে!
আসলে আগে কখনো ভালবাসা বিনিময় করিনিতো,
আচ্ছা কোন রঙ্গের মোড়কে দিব বলতো?

একটা কাজ করি,
ভালোবাসাগুলো তোমাকে একটা নীল মোড়কে সাজিয়ে দিই.
তাহলে কেউ বুঝতেই পারবেনা কষ্ট দিলাম নাকি ভালবাসা!!

হা হা হা...
ভয় পেওনা, আমি তোমাকে ভালোবাসাই দিব,
মোড়কের আবরণে কষ্ট দেবনা.
 
Last edited:
কষ্ট জল...
30/01/2018 (রাত্রি 10:10)

কেউ কি নিবে আমার কাছ থেকে
দুফোটা নোনা জল?
হলফ করে বলতে পারি
খাদ নেই কোন, নিখাদ অতি
খাটি কষ্টের নির্যাস থেকে
গড়ানো অশ্রু জল.

নেবেকি কেউ দুহাত পেতে?
ভালোবাসায় গড়া কোমল পাত্রে,
চাইলে নাহয় বিনিময়ে তুমি
দিয়ে যেও অভিমান.
দোহাই লাগে তবু নিয়ে যাও
দুফোটা অশ্রু জল.

বহুদিন ধরে, বহু রাত জেগে
জমিয়েছি শত কষ্ট.
হৃদয়ের মাঝে অতি গোপনে
পিষেছি তাহা অতি যতনে,
অনুভূতিহীন ছাকনিতে ছাকা
দুফোটা নোনা জল.

নেবেকি কেউ আমার কাছ থেকে?
দুফোটা কষ্ট জল...
 
Last edited:
অপেক্ষার প্রহর
16/02/2018 (রাত্রি 11:00)

তোমার হাসিতে যন্ত্রণা ঝড়ে পড়ে
এই হৃদয় গহিন থেকে,
তবু মন চায় হাসো তুমি
দেখি নয়ন জুড়িয়ে.
নাহয় যন্ত্রণার কাদা মাটি
প্রলেপ দিবে হৃদয়ের পরতে পরতে,
তবু তুমি হাসো...

তোমার হাসির দমকা হাওয়ায়
যদি উড়ে যায় কষ্টের কিছু ঝরা পাতা!
আমি সে আশায় আজো-
রাত জেগে বসে রই.
তুমি হাসির কম্পন তোল তোমার ঔষ্ঠদ্বয়ে,
যদি সে কম্পনে আমার হৃদয়ের ভীত নড়ে যায়-
তবে যাক না...
আমি ধ্বংসস্তূপের মাঝে বসে-
অপেক্ষায় থাকবো তোমার,
জানি এ জনমে পাবনা
তবু পরজনমের তরে অপেক্ষার প্রহর গুনি.
 
Last edited:
সুখের মোকাম ...

সুখ নেবেগো সুখ?
হরেক রকম সুখ আছে,
সাদা মোড়কে রঙ্গীন সুখ
মেলার ভীড়ে চোখে চোখ রেখে
ভাসিয়ে দেওয়া দুষ্টু সুখ.
মিষ্টি হাসির বাকাঁ ঠোঁটে
বুকে ঝড় তোলা কোমল সুখ.
মাথার চুলে চিরুনি চালানো
আঙ্গুলে উড়ানো চোরা সুখ.

সুখ নেবেগো সুখ?
নীল মোড়কে লুকিয়ে রাখা
সাদা রঙ্গের নিখাদ সুখ,
মাঝ রাত্তিরে ঘুম ভেংগে যাওয়া
তরুণ হৃদয়ের বরুণ সুখ.
একলা বিকেলে নির্জনতায়
লুকিয়ে থাকা যুবকের সুখ.
হতাশাগ্রস্থ পিতার বুকে
জমাট বাধা কঠিন সুখ.
ভরা মজলিশে চুপটি করে
বসে থাকা কোন বৃদ্ধের সুখ.

সুখ খুজছো সুখ?
চাইলেই তুমি লুফে নিতে পারো
বিনিপয়সার মোকাম থেকে,
গুচ্ছ গুচ্ছ ছড়িয়ে থাকা
রাশি রাশি খাটি সুখ.
 
Last edited:
চমৎকার কাব্যমালা।

এভাবেই চলুক।
সাথে থাকার জন্য ধন্যবাদ মামা.
ইনশাআল্লাহ চলতে থাকবে
 
ডেকোনা আমায়
26/02/2018 (রাত্রি 8:00)


সুন্দরীতমা, তুমি আর ডেকোনা আমায়,
তোমার বাঁকা চোখের চাহনীতে
আমি যে উন্মাদ হয়ে যাই।

কেন বলো বাড়িয়ে দুহাত
ডাকছো আমায় অযথা?
আমি নিজের কাছেই শপথ করেছি
ভালোবাসার কবিতা আর লিখবোনা।
দোহাই লাগে, তোমার ঐ মিষ্টি হাসির ফাঁদে
আমাকে আর ফাঁসিয়ো না।

ভালোবাসা ভেবে
নীল জলে যেদিন স্নান করেছিলাম,
সেদিনই বুঝেছি, নীল জলাধার বেদনারই ছদ্মাবরণ।

কেন আবার ডাকছো বলো-
খোলা চুলের কেতন উড়িয়ে?
আমি যে মেঘ আর চুলের অবয়ব
আলাদা করতে পারিনা।
বজ্রাঘাতের ভয়ে আমি আজও
ঘর থেকে বের হতে পারিনা।

দোহাই লাগে, আমাকে আর বিষন্নতায় ডুবিয়ো না।
তোমার খসে পড়া আঁচল দিয়ে-
যখন ঢাকতে গিয়েছিলাম তোমার নগ্ন বক্ষ,
বুঝতেই পারিনি সেখানে ছিলো সুপ্ত আগ্নেয়গিরি!!
যার উদ্গিরিত লাভায়-
ঝলসে গেছে আমার হৃদয়।
সে ক্ষত শুকিয়েছি বহু কষ্টে,
কিন্তু দাগগুলো যে এখনও আমাকে কাঁদায়।

প্রিয়তমা, দোহাই লাগে আমাকে আর ডেকোনা,
আমার হৃদয়ের ক্ষত আমি আর প্রকাশ্যে আনতে চাইনা।
 
Last edited:
সকল ভাষা সৈনিকদের প্রতি উৎসর্গ করছি.


আহ্বান ...
নয় ফাল্গুন, বেলা এগারোটা ত্রিশ



ভাষা দিবসের প্রভাত ফেরির সুখ মিশ্রিত গান
ফুল হাতে লাখো নর-নারীর কলতান মুখর প্রাণ ।
নাম সর্বস্ব শ্রদ্ধায় মোরা ভাসাই শহীদ মিনার
কেউ রাখেনা খবর কোন শহীদের আত্মার ।
ক্ষুধার জ্বালায় কাঁদছে দেখো লাখো বঙ্গসন্তান
কোটি টাকার পুষ্প করি নর্দমাকে দান ।
মিথ্যে ভালোবাসার পুষ্পে সাঁজায় শহীদ মিনার
কে রাখে খবর কেমন আছে শহীদের পরিবার !
বলতে শুনেছি জীবনটা আমার হবেই নাকি বৃথা
যদিনা আমি বলতে পারি শহীদের কবর কোথা ।
নির্বোধ তুমি বলতে কি পারো শহীদের পরিবার-
কোথায় আছে, কেমন আছে, জোটে কি তাদের আহার?
ভাষার জন্য দিয়েছিল যারা নিজের তাজা প্রাণ
আজ তাদের কবরে দাঁড়িয়ে গায়ছো বিজাতীয় সব গান !
বাংলা ভাষায় কথা বলতে হয়েছে রক্ত প্লাবণ
আজ সেই ভাষাকেই করছো তোমরা প্রতিনিয়ত ধর্ষণ !
এসো প্রতিরোধ করি মিশ্র ভাষার, নিজেরে শুধরায়
নইলে কেমনে শান্তি পাবে শহীদের আত্মায় ।
 
Last edited:
নিবেদন ...


হৃদয়ে লেগেছে দোলা,
বলনা আজ তোমায় দিব
কোন ফুলের তোড়া!!

সাজিয়ে রেখেছি গোলাপ, রজনী
সাজিয়ে রেখেছি বেলি,
খোঁপায় তোমার পরিয়ে দিব
একগুচ্ছ চামেলী।

আরো যদি চাও দিব তোমায়
বন ফুলের মালা,
বকুল ফুলের মালা গেথে
কাটিয়ে দিয়েছি বেলা।

নেবে কি বলো বর্ষা ভেজা
কদম ফুলের তোড়া!
চাইলে আরো দিতে পারি
গন্ধরাজের শোভা।

তোমার জন্য রোপেছি বাগানে
মাধবী লতা, কামিনী।
চাইলে আরো রোপণ করবো
পলাশ, শিমুল, শেফালী।

আজকে তোমায় নিতেই হবে-
একগুচ্ছ ফুল,
কিছুতেই যেন বলোনা তুমি-
যা ছিলো সবই ভুল।
 
Last edited:
কিবা আসে যায়!!!


আমার রাত্রি গেছে বিনিদ্র
তাতে কিবা আসে যায়!
সকালটা তো শুভ্রতা দিয়ে
আমায় মুগ্ধ করে দেয়।

শৈশব কেটেছে বন্দী ঘরে
তাতে কিবা আসে যায়!
যৌবনে আমি মুক্ত বিহঙ্গ,
এবার বাধবে কে আমায়।

কৈশোরে আমি অজ্ঞ ছিলাম
তাতে কিবা আসে যায় !
কর্মজীবনের খানাখন্দ-
আমায় ঠিকই শুধরে দেয়।

যৌবনের প্রত্যুষ ছিলো নিঃসঙ্গ,
তাতে কিবা আসে যায়!
মধ্য যৌবনে দুটি হাত আমায়-
সুখের পরশে মাতায়।

বৃদ্ধ বেলা যদি কাটে হেলায়?
তাতে কিবা আসে যায়!
স্মৃতিগুলোকে কাধেঁ লয়ে তবে
পাড়ি দেব অজানায়।
 
Last edited:

Users who are viewing this thread

Back
Top