What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Self-Made কাব্য মাল্য (2 Viewers)

নিঃসঙ্গতা


কেন জানি নিজেকে খুব নিঃসংগ লাগছে
চারদিকে কত শত মানুষ, তবু বড় একা।
আশেপাশে কত চেনা মানুষ, তবু যেন কেউ আমার নয়।
কাছে থাকলে নাকি ভালোবাসা বোঝা যায়না,
আমার আমিতে আজ সত্বার অভাব।
কোলাহলে পূর্ণ চতুর্দিক, তবু নিস্তব্ধ পৃথিবী
মনেহয় চিৎকার করে বলি, আমি বড় একা।
তোমার কানে কি পৌছবে আমার আর্তনাদ??
আমি সত্যই বড় একা।

আমার অস্তিত্ব জুড়ে কতটা তোমার বসবাস-
সেটা বোঝানোর ক্ষমতা হয়তো বিধাতা আমায় দেয়নি,
তাই নিঃশেষ হয়ে গেলেও বলতে পারিনা, তুমিবিনে আমি অচল।
আজ সকলের সাথে কত রঙ্গের কথা বলি,
তবু যেন মনেহয়, আমার কথা শোনার কেউ নেই।
শুনতে কি পাও তুমি, আমার দীর্ঘশ্বাস??

চারপাশে সুন্দরী ললনাদের ভীড়, তবু নারী শরীরের ঘ্রাণের অভাবে-
আমি উন্মাদ হয়ে ছুটে বেড়ায়
কোন ললনার শরীরে খুজে পাইনা
আমার কাংখিত সুবাস।
তবে কি আমার ঘ্রাণেন্দ্রিয় আমার সাথে বিশ্বাস ঘাতকতা করছে!

আমার বিলুপ্ত সত্বা আশ্রয় নিয়েছে তোমার পিঞ্জরে,
তুমিহীনা তা কিভাবে খুজে পাই বলো!!
নিজেকে আজ বড় একা লাগে।
তোমার সান্নিধ্য আমাকে কতটা উজ্জীবিত করে-
সেটা বোঝানোর ক্ষমতা আমার নেই।

আমার অক্ষমতা তিলে তিলে নিঃষেশ করে দেয় আমার আমিকে।
ক্রোধের বশবর্তী হয়ে যখন তোমাকে তিরস্কার করি-
জগতের সকল ঘৃণা আমাকে কুড়েকুড়ে খেতে থাকে,
তবু বোঝাতে পারিনা, তুমিবিনা শুন্য এ হৃদয়।
আজ একাকিত্ব আমাকে অসহায় করে দেয়।
 
Last edited:
উপলব্ধি 2


ভুলগুলো মোর যতনকরে রেখে দিও তুলে
অশ্রু যেন যায়না দেখা দুই নয়নের কুলে,
ভালোবাসা যদিওবা হারিয়ে যায় ভুলে
মিছেই তারে খুজতে গিয়ে ভুলনা নিজেরে।

ভুল মানুষের ভালোবাসা ভুলের মাল্য গাঁথা,
ভুল বুঝিয়ে কাছে টেনে বাধবে বিষের বাসা.
ভুল সাগরের জোয়ারেতে যদি ভাসাও গা-
ভুগবে তুমি, বুঝবে সেদিন, কতযে সর্বনাশা।

সুখ পাখিদের ডানায় ভেসে উড়ছো তুমি হেসে
দুখী তোমার স্বজন ক-জন কাঁদছে একা বসে,
স্বজন বিনা সুখ চিরদিন রবেনাক সাথে
দুঃখ তোমায় টেনেহিচড়ে নামাবে ঠিক নিচে।

আপন ভেবে যারে তুমি টেনে নিলে বুকে
কাল সে ঠিকই শানিত ছুরি বসিয়ে দিবে বুকে,
মনে রেখো, আপনজনা পর হয়না কভু
পরকে যদি আপন করো, ধুকবে শুধু শুধু।
 
Last edited:
তবুও আমি পথ চলি
১২/০২/২০১৮ (সন্ধ্যা ০৭:১০)

অবশেষে চলতে শুরু করল থমকে যাওয়া জীবন
পিছনে পড়ে রইলো, আমার আহবান.
তোমার বাঁকা চোখের চাহনীতে ঢাকা পড়েছে-
আমার অসংখ্য পদচিহ্ন;
যেখানে গড়ে ওঠার কথা ছিলো-
অবগাহনের পাঠশালা.
কিন্তু আজও দুর্বোধ্য রয়েগেলো তোমার - আমার
ছুড়ে দেওয়া সব চুম্বন রেখা;
তোমার স্তনের পাদদেশে আঁকা হলোনা
ভবিষ্যতের তটরেখা.
তবু আমি পথ চলি, ভবিষ্যতের কোন এক পথের বাঁকে-
গড়ে তুলবো মধ্য রাতের ঘুম ভাংগা নিরবতার-
দুর্বোধ্য শব্দগুলোর গবেষনাগার.
আমি আজো পথিক, এখনো খুজে পাইনি
কাংখিত পথের বাঁক, ছাদ হয়ে দাঁড়িয়ে থাকা বটবৃক্ষ.
চলতি পথে কুড়িয়ে নিচ্ছি, বাস্তবতার পান্ডুলিপি,
আর ছড়িয়ে ছিটিয়ে থাকা নির্জীব অনুভূতি;
হয়তো গবেষণায় বেরিয়ে আসবে -
ক্ষতবিক্ষত অসংখ্য প্রেমিক হৃদয়ের হাহাকার,
অথবা কোন ছিন্নপত্রের অংশবিশেষ.
 
Last edited:
ফাঁকি
১৬/০৩/২০১৮ (সন্ধ্যা ৭:০০)

আমার একটা বন্ধু পাখি ছিলো,
প্রতিদিন সে আমাকে গান শুনাতো;
কিন্তু পাখিটাকে আমি কোনদিন দেখতে পেতামনা.
কতবার বলেছি "পাখি এসো আমরা সবুজের মাঝে দেখা করি ";
পাখি শুধু বলতো "আসবো একদিন,
তোমায় নিয়ে সবুজ পাহাড় পাড়ি দিব."
কিন্তু পাখি তার কথা রাখেনি.
দেখা করার সময় হলেই পাখিটা গান বন্ধ করে-
কোথায় যেন হারিয়ে যায়.
আমি আর পাখিটাকে ডাকবোনা,
তবু তার কন্ঠের গান যেন হারিয়ে না যায়.
আমি পাখির কন্ঠে গান শুনবো
আর কল্পলোকে পাড়ি জমাবো;
দুজনে মিলে উড়ে উড়ে ছুয়ে যাব
পাকা ধানের শীষ,
আর ঝর্নার জলে স্নান করে-
বসন্তের হাওয়ায় জুড়াবো শরীর...
 
Last edited:
স্বপ্নগুলো ঢেকে যাচ্ছে ধুলোর আস্তরণে
দিগ্বিদিক জ্ঞান শুন্য ছুটছি সবাই মিলে,
শিক্ষার কুপিতে তেলের জায়গায় শোভা পাচ্ছে জল
জ্ঞানের জায়গায় মস্তিষ্কে বোঝাই হচ্ছে মল.
জ্ঞানের আলো জ্বলছেনা তাই আঁধার চারিদিকে
ভবিষ্যতের স্বপ্নগুলো হয়ে যাচ্ছে ফিকে.

জাতি হলে জ্ঞান শুন্য, নেতার কি যায় আসে!!
আরে মুর্খের দল, নেতারই তো আসল মজা
বুঝিয়ে দিয়ে সাত - পাঁচ, যা - তা
ভোটের বাক্স ভরে নিয়ে, লুটবে মজা তাতে.

জ্ঞানী - গুনী সব বড় পাপী
ভোটের কালে হিসেব কষে, ভাংবে বিজয় কাঠি,
তাই জ্ঞানের দ্বারে ঝুলিয়ে দিচ্ছে বিশাল একটি তালা
মূর্খ নামক পুকুর জলে জুড়াবে জাতির জ্বালা.
লুটতরাজের বাকি আছে ঢের, দেখতে পাবি তোরা
ভাইয়ে ভাইয়ে বাঁধবে কোন্দল, লাগবেনা আর জোড়া.
তবু তো ভাই কারো কানে বাজেনা বিপদ ঘন্টা
আমরা সবাই তবে কি ভাই, হারিয়েছি বুঝার মনটা!
আমরা শুধু নিজের স্বার্থে ডুবে আছি ঘুমে
গোল্লায় যাক জাতি, তাতে আমার কি যায় আসে??
মাঝ সাগরে জাহাজ যদি যায়গো ডুবে জলে
বাঁচবে কি ভাই একটি প্রাণও! চিন্তা করো সবে.
এখনো বলছি সময় থাকতে, জেগে উঠো সবাই
জাতিটাকে বাঁচাতে হবে, আর নেইতো কোন উপায় ...
 
Sei collection
থ্রেড পরিদর্শন করে মন্তব্য করার জন্য ধন্যবাদ মামা। এই কবিতাগুলোর একটাও সংগ্রহীত না, এই অধমের নিজের রচিত
 
থ্রেড পরিদর্শন করে মন্তব্য করার জন্য ধন্যবাদ মামা। এই কবিতাগুলোর একটাও সংগ্রহীত না, এই অধমের নিজের রচিত
Khub Valo. Aro ache?
 
Khub Valo. Aro ache?
আসিতেছে মামা, সময় আর সুযোগ হলে লিখি আর পোষ্ট করি. তাই অপেক্ষা করতে হবে
 
মুখোশ
০৮/০৫/২০১৮ (দুপুর ২:৩০)


মুখোশের আড়ালে মুখোশের খেলা
তোমার আমার যান্ত্রিক মেলা.

ছুটছি শুধু দিগ্বিদিক
মুখোসকে মুখোশ জানায় ধিক.
মোরা আজ ব্যস্ত মুখোশের যত্নে
হৃদয়টাকে ফেলে আস্তাকুড়ে;
মুখোশ হাতে মুখোশের তাড়া
তোমার আমার যান্ত্রিক মেলা.


মুখোশ খুলে পড়ছি মুখোশ
ভুলে যাই শুধু নিজেদের দোষ,
নিঃশর্ত মুখোশের আড়ালে
খেলা করে শুধু স্বার্থের জোস.
সবই শুধু মুখোশের খেলা
তোমার আমার যান্ত্রিক মেলা.


মুখোশ চর্চায় মুখোশ হাসে
মুখোশের আড়ালে ভালোবাসা কাঁদে,
লোভের বসতি এতো যে তীব্র
মুখোশ খুলতে তবু হাত কাঁপে.
মুখোশে মুখোশে ভালোবাসার খেলা
তোমার আমার যান্ত্রিক মেলা.


মুখোশ খুলি, মুখোশ গড়ি
সত্য দিয়ে পুতুল খেলি,
মুখোশ ছাড়া আমরা যেন
অচল যন্ত্রের ছবি.
মুখোশে ভাসে স্বপ্নের ভেলা
তোমার আমার যান্ত্রিক মেলা.
 
Last edited:

Users who are viewing this thread

Back
Top