What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Self-Made কাব্য মাল্য (2 Viewers)

তৃষ্ণার্ত হৃদয়
২৮/২৩/২০১৯ (দুপুর ১২ঃ১৫)


আমি ছুটে চলি পথে প্রান্তরে, রুক্ষ শুষ্ক মরুভূমির মাঝে
একটু জলের আশায়, ভালোবাসার জল
দেবে আমায়! একটু ভালোবাসার জল।
বিশ্বাস কর, আমি এক ফোঁটা পান করেই
কাটিয়ে দিতে পারব কয়েক মাস, হয়তো বছরও।
দাওনা কয়েক ফোঁটা, তৃষ্ণায় যে হৃদয়টা ফেটে যাচ্ছে।
বিশ্বাস কর, এ জীবনে আর চাইবনা,
তবে পরজনমে তুমি চাইলেও অন্য কাওকে দিতে পারবেনা
তোমার ভালোবাসার জল।
আমি বিধাতার কাছ থেকে স্বর্গীয় সকল সুখের বিনিময়ে চেয়ে নিব
তোমার হৃদয়ের সবটুকু ভালোবাসার জল,
ফোঁটায় ফোঁটায় পান করব অনন্ত কাল।
তৃপ্তির হাসি ছড়িয়ে দিব স্বর্গের প্রতিটি ঘাসে,
এঁকে দিব চুম্বন তোমার ললাটে।
তখন তুমি শত চেষ্টা করেও আমাকে আটকাতে পারবেনা,
তোমার শরীরে লেপে দিব ভালোবাসাড় প্রতিটি কণা।
 
Last edited:
অমানুষের আত্মকথন
১৭/০৪/২০১৯ (প্রথম প্রহর)

আমি মানুষ হতে পারিনি, অমানুষের প্রেতাত্মা আমায় গ্রাস করেছে
আমি মানুষ হতে পারিনি।

আমি যদি মানুষ হতাম, বাসর রাতেই হিংস্রের মতো ঝাঁপিয়ে পড়তাম তোমার শরীরে
তোমার ইচ্ছা অনিচ্ছার তোয়াক্কা না করেই
খুবলে খেতাম তোমার শরীর,
নখের আঁচড়ে ছাপ রেখে দিতাম পৌরুষত্বের, মনুষ্যত্বের
আমি মানুষ হতে পারিনি।

আমি যদি মানুষ হতাম, আঙ্গুলের ছাপে মনুষ্যত্বের মানচিত্র আঁকতাম তোমার চোয়ালে
হাতটি ধরে হ্যাঁচকা টানে কাছে এনে বলতাম
এ হাত শুধু আমার হাত ধরার জন্য, দ্বিতীয় কোন মানুষের নয়,
আমি মানুষ হতে পারিনি।

আমি যদি মানুষ হতাম, মুষ্টিতে তোমার চুলগুলো ধরে
আছড়ে ফেলতাম উঠোন মাঝে,
তপ্ত খুন্তির চুম্বনে ভালোবাসার ছক কষতাম
তোমার শরীরের প্রতিটি রন্ধ্রে,
আমি মানুষ হতে পারিনি।

আমি মানুষ হতে পারিনি, তাই পথের বেওয়ারিশ কুকুরের মতো
আর্তনাদ করি তোমাদের আড়ালে, সমাজের আড়ালে
ডুকড়ে কাঁদি, নিরবে নিভৃতে
আমি মানুষ হতে পারিনি।
 
Last edited:
আমি আমার স্বত্বার হত্যাকারী
১৬/০৫/২০১৯ (বেলা ১১:৩০)


আমি বৃষ্টির প্রতীক্ষায় বসে ছিলাম খোলা প্রান্তরে
প্রখর রৌদ্রকে বললাম "ভাই একটু খবরটা পৌঁছে দিবে?
আমি আর কতকাল তার জন্য বসে থাকব!!"
রৌদ্র বলল "কেন, আমার সাহচর্য কি তোমার ভালো লাগেনা!"
আমি দোটানায় পড়ে গেলাম, আমি যে কারো মনে কষ্ট দিতে চাইনা।
রৌদ্র আমার মনের কথা ঠিকই পড়ে ফেললো,

আমি জানি এখন আমাকে আর তোমার ভালো লাগছে না,
ঐযে তোমার কপাল থেকে ঝড়ে পড়া ঘাম আমায় চিৎকার করে বলছে
"তুমি এখনো কেন যাচ্ছোনা?"
কিন্তু আমার যে কিছুই করার নেই,
মেঘদূত না আসা পর্যন্ত যে আমার যাওয়া বারন।
এখন আমি কি করে যাব বলো!!

তবে মেঘদূত কখন আসবে?
আমার যে আর তয় সইছেনা,
আমি বৃষ্টির পরশ চাই...

কি জানি কতক্ষনে আসবে...
আগে তো তাঁর আসতে বেশী সময় লাগতো না,
তবে এখন নাকি তাঁর আসার পথে তোমরা অনেক প্রতিবন্ধকতা তৈরি করেছো,
তাই হয়তো তাঁর আসতে দেরি হচ্ছে।
বৃষ্টি কে যদি এতই ভালোবাস, তবে মেঘদূতের পথ থেকে কাঁটা সরিয়ে নিচ্ছনা কেন!
উপরন্তু কাঁটা বিছিয়েই যাচ্ছো।
তোমরা কি জাননা, বৃষ্টি হচ্ছে সবুজ রাজ্যের রাজকন্যা।
মেঘদূত এলাকা পরিদর্শন করে নিরাপত্তার নিশ্চয়তা না দেওয়া পর্যন্ত
বৃষ্টির যে আসার অনুমতি নাই।
জানোই তো, সবুজ রাজ্যের কেউ তোমাদের মতো নিয়ম ভঙ্গ করেনা।

আমি হতাশ হয়ে মাথায় হাত দিয়ে নত মস্তকে বসে রইলাম।
হঠাত কোত্থেকে মিষ্টি হাওয়া এসে কানে কানে বললো,
"ঐ যে দেখো আসছে মেঘদূত, বৃষ্টিও যে তোমার সাথে মিলনের জন্য
উন্মুখ হয়ে বসে আছে। তোমার জন্যই তো তাঁর এতো অপেক্ষা করতে হয়।"
আমি প্রত্যুত্তরে কিছুই বলতে পারলাম না,
আমি যে আমার নিজেরই স্বত্বার হত্যাকারী...
 
Last edited:
কাব্য মাল্য


তোমার ছুড়ে দেওয়া শব্দগুলোকে কুড়িয়ে আমি একটা মাল্য গেঁথেছি
কাব্য মাল্য,
কথার পিঠে কথা, শব্দের সাথে শব্দ জুড়ে অনুভূতির সুতো দিয়ে;
ঐযে তুমি আকাশের দিকে কিছু শব্দ উড়িয়ে দিয়েছিলে,
সেখান থেকেও ধরেছি দু একটা। শুধু আনতে পারিনি বুকের জমিন খুড়ে
গেঁথে যাওয়া শব্দগুলোকে।
আনতে পারিনি বললে ভুল হবে, আমি আনিনি
ওগুলো আনলে যে বুকটা একেবারে শুন্য হয়ে যাবে।।

তোমার দুচোখের ক্যানভাসে জলরঙে আঁকা নীরব কথাগুলোকেও
গেঁথে নিয়েছি স্বযতনে, আর তোমার ঠোঁটে লেগে থাকা কথা টাকে
লকেট বানিয়ে ঝুলিয়ে রেখছি। দেখ কি সুন্দর দ্যুতি ছড়াচ্ছে।।
শৈশবে পুকুরে ভাসিয়ে দেওয়া নৌকাটা যেভাবে লাল পদ্মে আটকে গেছিলো
ঠিক সেভাবেই তোমার কথা দিয়ে গাঁথা মালাটা আমার বাহু জড়িয়ে আছে,
এই কাব্য মাল্য নিয়ে আমি তোমার বাড়ির পাশের মেঠোপথ ধরে
ঘুড়ির মতোই উড়ে আসছি, সুতো ছিড়ে তোমার উঠোনে পড়বো বলে।
তুমি বারান্দা থেকে দৌড়ে এসে আমাকে কুড়িয়ে নিয়ে তোমার আকাশে উড়াবে
আর আমি উড়তে উড়তে তোমার উতফুল্য হাসি দেখবো।
 
Last edited:
হ্যাঁ, সেই পাহাড়টা
যেখানে ছোট্ট বুনোফুল তুলে তোমার নাকে নাকফুল পড়িয়ে দিয়েছিলাম
ছোট্ট হলুদ ফুল, পানিতে ভেসে যাবে বলে তুমি
ঝর্ণার জলে স্নান করতে চাচ্ছিলেনা, আমি আবার পাহাড়ের চুড়ায় উঠে
আরেকটা ছোট্ট হলুদ বুনোফুল নিয়ে আসতেই তুমি রাজি হলে,
নিজেকে সঁপে দিলে ঝর্ণার কাছে, সারা অঙ্গে ভালোবাসা জড়িয়ে
ছড়িয়ে দিলে আমার শরীরে। আমি সেই থেকে আর স্নান করিনা।
যদি শরীরে লেগে থাকা তোমার সে ভালোবাসা ধুয়ে যায়।
আজ তুমি আমার থেকে অনেক দূরে, আমার সীমানা ছাড়িয়ে
শৈশবের লুকোচুরি খেলার মতো কোথায় যে তুমি লুকোলে,
আমি আর তোমায় খুঁজে পেলাম না।

আমার আকাশ থেকে সূর্যটা ডুবে গেছে অনেক আগেই
আকাশে নেই কোন তারা, শুধুই ঘোর অন্ধকার।
আমাকে নিয়ে যাবে এই অন্ধকার থেকে!!
দোহায় লাগে, তুমি আর লুকিয়ে থেকোনা।
আমার হাতটি ধরে এই আঁধারের মাঝ থেকে নিয়ে যাও।
আমি আলোর মিছিলে তোমার হাতটি ধরে আঁধারের বিরুদ্ধে
প্রতিরোধের পাহাড় গড়বো। রঙ্গিন ফুল দিয়ে রাঙ্গিয়ে নিব আমাদের জীবন।।
 
তোমায় ভালোবাসি
৩১/০৭/২০১৯ (অপরাহ্ন)

ছোট্ট করে বলতে পারি
তোমায় ভালোবাসি,
আকাশের ঐ চাঁদ দেখে নয়
তোমার মুখে তাকিয়ে আমি
দেখি চাঁদের হাসি।
ছোট্ট করে বলতে পারি
তোমায় ভালোবাসি।

যখন ভাসি আঁধার কালো
দুঃখ কষ্টের ভেলায়,
তোমার হাসি আলোকিত করে
হতাশাগ্রস্ত আমায়।
তিরহীন ঐ সাগর মাঝেও
যখন তোমায় ভাবি,
বহুদূর থেকে তির যেন বলে
এইতো আমি আছি।
ছোট্ট করে বলতে পারি
তোমায় ভালোবাসি।

শুন্য পকেটে হাত দিয়ে যখন
হেটে চলি ফুটপাতে,
সারা দুনিয়া তখন যেন
অট্টহাস্যে মাতে।
কানে কানে এসে তুমি বলে যাও-
তোমার দুনিয়া আমি
শুন্য পকেট! কি'বা আসে যায়
এইতো আমি আছি।
ছোট্ট করে বলতে পারি
তোমায় ভালোবাসি।
 
Last edited:
স্বপ্নীল অনুভূতি

তুমি আর আমি খুব কাছাকাছি বসে ছিলাম
মাঝখানে শুধু ইঞ্চি দুয়েক ফাঁক ছিলো।
কথার পিঠে কথা চড়িয়ে
সময়টাকে দীর্ঘ করার নিদারুণ প্রচেষ্টা ছিলো,
তবু নিষ্ঠুর সময় কেন যেন
খুব দ্রুতই আমাদের ফাঁকি দিয়ে পালিয়ে গেলো,
তবু সাহস করে বলা হলনা
"তোমার হাতটা একটু ধরি?"
জানো! আমি সেই থেকে প্রতিদিন স্বপ্ন দেখি,
তোমার হাত ধরে বসে থাকার স্বপ্ন,
তোমার ললাটে ছোট্ট করে চুম্বন এঁকে দেওয়ার স্বপ্ন,
ভালোবেসে তোমার খোপায়
ছোট্ট একটি গোলাপ গুজে দেওয়ার স্বপ্ন।
আমি আজো স্বপ্নেই বসে আছি,
বাস্তবে ফেরা আর হলনা আমার।
 
Last edited:

Users who are viewing this thread

Back
Top