What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Self-Made কাব্য মাল্য (2 Viewers)

কাব্য মাল্য
০৪/০৪/২০২০


সেদিন দুজনে ঘুরতে গিয়েছিলাম কাব্যের বারান্দায়।
হাতে হাত ধরে হাটতে হাটতে হঠাৎ করেই দেখলাম
শুকিয়ে যাওয়া অসংখ্য শব্দ পড়ে আছে মেঝে জুড়ে।
তোমার হাত ছেড়ে আমি দু'হাতে সেগুলো তুলে উপরে ছিটিয়ে দিলাম,
বাতাসে ভাসতে ভাসতে তারা তোমার আর আমার শরীর ছুঁয়ে
আবার মাটিতে গিয়ে পড়তে থাকলো,
আমি আবার সেগুলো দু'হাতে উড়িয়ে দিলাম, এবং উড়াতেই থাকলাম।
হঠাৎ খেয়াল করলাম, কয়েকটি শব্দ তোমার চুলে আটকে আছে,
আমি সেগুলোকে আর নিচে পড়তে দিলাম না,
একটা একটা করে ছাড়িয়ে তোমার খোঁপায় সুন্দর করে সাজিয়ে দিতে থাকলাম।
এরইমধ্যে কখন যে দিনের আলো ফুরিয়ে গেলো
বুঝতেই পারিনি।
তুমি ফিরে যাবার তাগাদা দিতেই
আমি দু'হাত ভরে তুলে নিলাম যদ্দূর সম্ভব শব্দগুলো।
ঘরে ফিরে সেগুলো সাজিয়ে সাজিয়ে বানাতে থাকলাম কাব্য মাল্য
কিন্তু মালার একটি যায়গায়
দুটো শব্দের মাঝে কিছুটা শূন্যতা চোখে পড়লো,
কিছুতেই সে শূন্যতা পূরণ করা যাচ্ছেনা।
হঠাৎ তুমি আমার পাশে এসে বসে
কিছুক্ষণ বিস্ময় দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকলে,
আবার কিছু না বলেই উঠে চলে যেতে থাকলে আমার পাশ থেকে,
আমি তোমার চলে যাওয়া দেখতে গিয়েই লক্ষ্য করলাম
তোমার আঁচলে একটি শব্দ আটকে আছে।
আমি দৌড়ে গিয়ে তোমার আঁচল থেকে শব্দটাকে ছাড়িয়ে নিয়ে
কাব্য মাল্যের শুন্য যায়গায় বসিয়ে দিলাম,
মুহুর্তের মধ্যে শুকনো শব্দগুলো তাজা হয়ে উঠলো
আর কবিতার মালা দিয়ে সুন্দর সুবাস বেরিয়ে
ঘরটাকে সুবাসিত করে দিলো।
আমি সেই সুবাসের মোহ নিয়েই চিন্তা করতে থাকলাম,
তুমি কি তোমার হাত ছেড়ে শুকনো শব্দগুলো তুলে ধরাতে
আমার উপর অভিমান করে আছো!
আমি চিন্তাক্লিষ্ট মনে শুয়ে পড়তেই দেখলাম
তুমি দরজা আটকে টেবিল থেকে শব্দের মালাটা দু'হাতে তুলে
আমার উপর ঝাপিয়ে পড়লে,
আর ভালোবাসায় ভরিয়ে দিলে আমার প্রতিটি রন্ধ্র।
 
ভালোবাসার সুধা

বিষাদের রঙ নাকি নীল,
আচ্ছা কোন নীল? গাঢ় নাকি হালকা!
গাঢ় নীলই হবে হয়তো,
গাঢ় নীল তোমার খুব পছন্দ ছিলো
তাই বোধহয় তুমি আমাকে একরাশ
বিষাদ উপহার দিয়েছিলে।
ভালোবাসার মানুষকে তো প্রিয় জিনিসটাই সবাই উপহার দেয়।
আমি তাই একটুও কষ্ট পাইনি,
সযতনে আগলে রেখেছি বুকের ভিতরে
অনুভবে যে তোমারই পরশ পাই।
বন্ধ করে রেখেছি অনুভূতির সবগুলো জানালা
যেন অন্য কারো ভালোবাসা আমায় স্পর্শ করতে না পারে,
আমি তোমাতেই সঁপেছি আমার পুরোটা স্বত্বা।
তোমার দেওয়া বিষাদের মাঝেই যে মিশে আছে
ভালোবাসার সুধা।
Not bad at all keep writting

অমানুষের আত্মকথন
১৭/০৪/২০১৯ (প্রথম প্রহর)

আমি মানুষ হতে পারিনি, অমানুষের প্রেতাত্মা আমায় গ্রাস করেছে
আমি মানুষ হতে পারিনি।

আমি যদি মানুষ হতাম, বাসর রাতেই হিংস্রের মতো ঝাঁপিয়ে পড়তাম তোমার শরীরে
তোমার ইচ্ছা অনিচ্ছার তোয়াক্কা না করেই
খুবলে খেতাম তোমার শরীর,
নখের আঁচড়ে ছাপ রেখে দিতাম পৌরুষত্বের, মনুষ্যত্বের
আমি মানুষ হতে পারিনি।

আমি যদি মানুষ হতাম, আঙ্গুলের ছাপে মনুষ্যত্বের মানচিত্র আঁকতাম তোমার চোয়ালে
হাতটি ধরে হ্যাঁচকা টানে কাছে এনে বলতাম
এ হাত শুধু আমার হাত ধরার জন্য, দ্বিতীয় কোন মানুষের নয়,
আমি মানুষ হতে পারিনি।

আমি যদি মানুষ হতাম, মুষ্টিতে তোমার চুলগুলো ধরে
আছড়ে ফেলতাম উঠোন মাঝে,
তপ্ত খুন্তির চুম্বনে ভালোবাসার ছক কষতাম
তোমার শরীরের প্রতিটি রন্ধ্রে,
আমি মানুষ হতে পারিনি।

আমি মানুষ হতে পারিনি, তাই পথের বেওয়ারিশ কুকুরের মতো
আর্তনাদ করি তোমাদের আড়ালে, সমাজের আড়ালে
ডুকড়ে কাঁদি, নিরবে নিভৃতে
আমি মানুষ হতে পারিনি।
Thats good one. Do you any book?

"দে দৌড় "
১০/০৬/২০১৮ (দুপুর ২:৩০)

দে দৌড়, দে দৌড়
কর্মকাঠি, হুটোপুটি
টাকা পয়সা, গয়নাগাটি
উর্ধ্বপানে করছি সবাই ছুটোছুটি;
বাঁধতে ঘর, দে দৌড়
গড়তে জীবন, দে দৌড়
দে দৌড়, দে দৌড়।

সম্মুখ পানে ছুটছি শুধুই ছুটছি
কত প্রহর কেটে গেছে দেখিনি, শুধুই ছুটছি
পেছন পানে তাকিয়ে দেখি,
ঘরটা দুরে ফেলে এসেছি;
কপাল চাপড়ে দুশছি মোরে
ছুটছি তবু ছুটছি।

করবি কি আর, হারিয়ে দুয়ার
উর্ধ্বপানে এগিয়ে থাকতে
দে দৌড়, দে দৌড়।

উর্ধ্বপানে ছুটছি শুধুই ছুটছি
কত সঙ্গী হারিয়ে গেছে দেখিনি, শুধুই ছুটছি
পেছন ফিরে তাকিয়ে দেখি,
জীবনটাকে ফেলে এসেছি;
কপাল চাপড়ে দুশছি মোরে,
ছুটছি তবু ছুটছি।

করবি কি আর, হারিয়ে প্রহর
সম্মুখপানে এগিয়ে থাকতে
দে দৌড়, দে দৌড়।
Aftrr reading its seems quiet interesting

Not bad at all keep writting
নিঃসঙ্গতা


কেন জানি নিজেকে খুব নিঃসংগ লাগছে
চারদিকে কত শত মানুষ, তবু বড় একা।
আশেপাশে কত চেনা মানুষ, তবু যেন কেউ আমার নয়।
কাছে থাকলে নাকি ভালোবাসা বোঝা যায়না,
আমার আমিতে আজ সত্বার অভাব।
কোলাহলে পূর্ণ চতুর্দিক, তবু নিস্তব্ধ পৃথিবী
মনেহয় চিৎকার করে বলি, আমি বড় একা।
তোমার কানে কি পৌছবে আমার আর্তনাদ??
আমি সত্যই বড় একা।

আমার অস্তিত্ব জুড়ে কতটা তোমার বসবাস-
সেটা বোঝানোর ক্ষমতা হয়তো বিধাতা আমায় দেয়নি,
তাই নিঃশেষ হয়ে গেলেও বলতে পারিনা, তুমিবিনে আমি অচল।
আজ সকলের সাথে কত রঙ্গের কথা বলি,
তবু যেন মনেহয়, আমার কথা শোনার কেউ নেই।
শুনতে কি পাও তুমি, আমার দীর্ঘশ্বাস??

চারপাশে সুন্দরী ললনাদের ভীড়, তবু নারী শরীরের ঘ্রাণের অভাবে-
আমি উন্মাদ হয়ে ছুটে বেড়ায়
কোন ললনার শরীরে খুজে পাইনা
আমার কাংখিত সুবাস।
তবে কি আমার ঘ্রাণেন্দ্রিয় আমার সাথে বিশ্বাস ঘাতকতা করছে!

আমার বিলুপ্ত সত্বা আশ্রয় নিয়েছে তোমার পিঞ্জরে,
তুমিহীনা তা কিভাবে খুজে পাই বলো!!
নিজেকে আজ বড় একা লাগে।
তোমার সান্নিধ্য আমাকে কতটা উজ্জীবিত করে-
সেটা বোঝানোর ক্ষমতা আমার নেই।

আমার অক্ষমতা তিলে তিলে নিঃষেশ করে দেয় আমার আমিকে।
ক্রোধের বশবর্তী হয়ে যখন তোমাকে তিরস্কার করি-
জগতের সকল ঘৃণা আমাকে কুড়েকুড়ে খেতে থাকে,
তবু বোঝাতে পারিনা, তুমিবিনা শুন্য এ হৃদয়।
আজ একাকিত্ব আমাকে অসহায় করে দেয়।
Sometimes loneliness turns into depression
 
বিষন্মাতাল
১১/০৪/২০২০ (সকাল)


ওগো সর্পিনি, তোমার দংশনে হৃদয় আমার
নীল হয়ে আছে, মধুর জ্বালায় অস্থির।

আমি এদিক ওদিক তর্পে বেড়াই
তোমার খোঁজে রাত্রি কাটাই,
নির্ঘুম চোখে আকাশের দিকে
তাকিয়ে থাকি হাজার তারার মাঝারে।

হয়তো তোমায় পাবো সেথায়
সেই আশাতে দিন গুলো যায়,
কালের খেয়া তির খুঁজে মরে
অকুল সাগর মাঝারে।

তুমি দেখা দাও মোরে, ক্ষনিকের তরে
বিষের জ্বালা আর সইতে পারিনারে।।
 
এক ছিটা রোদ আর তোমার হাসি
১৫/০৪/২০২০ (সন্ধ্যা)




আড় চোখে তোমার স্তনের বিভাজিকা দেখার নেশা
আমাকে সর্বদাই আচ্ছন্ন করে রাখে,
আমি সুযোগ পেলেই আড় চোখে তাকিয়ে দেখি
আর ভালোবাসার জাল বুনি,
তুমি টের পেলে একটা দুষ্টুমির হাসি ছুড়ে দাও আমার দিকে
আমি সেটাকে লুফে নিয়ে পালিয়ে যাই তোমার চোখের আড়ালে,
কিছুক্ষণ পর আবার কোন ছুতোয় ফিরে আসি
আর আড় চোখে চেয়ে দেখি।

মাঝে মাঝে তুমি বুঝেও না বুঝার ভান করে
আমাকে উপভোগ করো,
আমিও সেটাকে লুকিয়ে রেখে
দু'জনে লুকোচুরি খেলি।

আজ বিকেলের শুরুতেই তুমি যখন খাটে বসে
নিচে বসা আমাকে ডাক দিলে,
আমি ঘাড় ঘুরিয়েই তোমার স্তনের বিভাজিকা দেখতে যেয়ে
চোখ জোড়া আটকে গেলো তোমার এলো চুলের উপর,
যেখানে ঝিমিয়ে পড়া বিকেলের রোদ
এক মোহময় ছবি এঁকে চলেছে,
আর তোমার এলো চুলের ফাঁক গলে বেরিয়ে আসা কিছু রোদের ছিটা
তোমার ঠোঁটের উপর শিশিরের ন্যায় লুটোপুটি খেয়ে
হাসছে তোমারই সাথে।

আমি সেই হাসির মোহে ভুলে গেছি তোমার স্তন বিভাজিকার কথা,
শরীরে মিশে থাকা প্রেম।
এখন আমি প্রেম খুঁজে পাই
প্রকৃতির মাঝে মিশে থাকা তুমি
আর তোমার রোদেলা হাসির ঘ্রাণে।
 
ভাল্লাগেনা...
০৬/০৫/২০২০ (শেষ বিকেলে)



ভাল্লাগেনা ঘরে বসে কাব্য নামের বাদ্যটাকে
ভাল্লাগেনা বারান্দাতে ভাত শালিকের কথা শুনতে,
ভাল্লাগেনা আকাশের ওই তারার পানে চেয়ে থাকতে
ভাল্লাগেনা তোমায় বিনে পূর্নিমারই ছোঁয়া নিতে।

ভাল্লাগেনা বিকেল বেলা মাঠের ঘাসে পা বোলাতে
ভাল্লাগেনা সন্ধ্যে বেলা সাদা বকের দল যায় যে উড়ে,
ভাল্লাগেনা নানান রঙ্গের প্রজাপতি উড়ছে দেখে
ভাল্লাগেনা তোমায় বিনে ফুলের ঘ্রাণে মুগ্ধ হতে।

ভাল্লাগেনা সকাল বেলা শিশির ফোটা ধানের শীষে
ভাল্লাগেনা কোকিলের ঐ মধুর কন্ঠে গান শুনতে,
ভাল্লাগেনা দূর পাহাড়ে মেঘের দল ঐ যায় যে ভেসে
ভাল্লাগেনা তোমায় বিনে ঝর্না জলে স্নান করতে।

ভাল্লাগেনা কিছুই আমার, অস্থিরতায় সময় কাটে
ভাল্লাগেনা তোমায় ছাড়া, সাগরটাকেও তুচ্ছ লাগে।।
 
আতর মিয়াদের দিনলিপি
২৬/০৮/২০২০ (সন্ধ্যা)



আতর মিয়া কাতর হয়ে
বসে ছিলো সন্ধ্যায়,
সারাদিনের ক্লান্ত শরীর
দুচোখ ঘুমের বন্যায়।
উপায় নেই, মহাজনের
আসতে হবে দেরি,
চোখে পানির ঝাপটা মেরে
অপেক্ষাটাই করি।
মহাজনের বাসায় নাকি
আজ এলাহি কারবার,
শ্বশুর বাড়ির লোক এসেছে
বাজার সদাই দরকার।
মনু মিয়াকে সাথে নিয়ে
গেছেন তিনি বাজারে,
বললেন তুই বসে থাক
আসছি একটু পরে।
সেই থেকে ঠায় বসে আছে
ঘন্টা তিনেক যাবৎ,
ঘরে একটু চাউলও নাই
দুচোখ ছলৎ ছলৎ।
অবশেষে ন'টা বেজে
মনু মিয়ার হাক,
মহাজনের মেজাজ খারাপ
পায়নি হাঁস আর শাক।
তাইতো তিনি আজকে আর
হবেননা এ মুখো,
আমার কাছে কুড়ি টাকার নোট
আছেই মাত্র দুটো।
এই নে ভাই এটা দিয়ে
চাল কিনে বাড়ি যা,
কালকে ঠিকই মহাজন
দিবেন তোর টাকা।
ঝড়ের বেগে দোকান থেকে
চাল আর আলু কিনে,
ঘরে যেয়ে দেখে তার
বাছা গেছে ঘুমিয়ে।।
 
নারী
০৮/১১/২০২০

তুমি নারী
তাই তোমার ঠিকানা একমাত্র বাড়ি।
সবার জন্য চুলায় তুমি
চাপাও ভাতের হাড়ি,
তবু একটুখানি বিস্বাদ হলেই
খাইতে থাকো ঝাড়ি।
মানব শিশু জন্ম দিয়েও
পাওনা মনুষ্যত্ব,
তোমার বেলাতেই হাজির হয়
রাজ্যের সব তত্ত্ব।
কিসের বাড়ি! কিসের গাড়ি!
কিসের বাহাদুরি!!
সব কিছুই মূল্য হারায়
যদি না থাকো পাশে নারী।।
 
অমরত্বের সন্ধানে
০৫/১২/২০২০


কাব্যলতার জন্ম দিয়ে
অমর হয় কবি,
আর ভালোবাসার জন্ম দিয়ে
মরে যায় প্রেমিক।
আমি তাই কবিত্বকেই বেছে নিলাম,
দু'হাতে আলগোছে সরিয়ে দিলাম
প্রেমিকের আসনখানি।

আমি অমর হতে চাই
যে অমরত্ব আমাকে বাঁচিয়ে রাখবে
মহা প্রলয় অব্দি,
যে অমরত্ব প্রতিনিয়ত প্রসব করে যাবে
ভালোবাসার ভ্রূণ, শতাব্দীর পর শতাব্দী।
 

Users who are viewing this thread

Back
Top