What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Self-Made কাব্য মাল্য (1 Viewer)

খুব চেনা চেনা...
২৬/০৭/২০১৯

তোমাকে আমার খুব চেনা চেনা লাগছে
কোথায় যেন দেখেছি,
হয়তো স্বপ্নে, নয়তো অতীতের কোন মেঠোপথের ধারে
সারি সারি বুনোফুলের মাঝে।
আচ্ছা তখন কি আমি তোমার হাতে হাত রেখেছিলাম!
বুনেছিলাম কি কাব্যলতা ভালোবাসার সুরে!
আচ্ছা, সেখানে কি ছিলো কোন প্রতিশ্রুতি?
বিরহ বিনাশী শর্তহীন মিলনের!

ছিলো হয়তো, নয়তো কেন হবে বলো দেখা,
চোখে চোখ রেখে বায়বীয় কাব্যের মেলা!

কি আশ্চর্য দেখ, তোমার আমার নেই কোন হারাবার ভয়,
এতটুকুতেই খুশি, যদি কখনো আবার ক্ষনিক দেখা হয়।
ক্ষনিকের জন্য ভুলে যাব
তুমি আর আমি অন্য কারো ভালোবাসায় বন্দী।

কি ভয় হয়! যদি কোন ভুল হয়ে যায়...
হা হা হা
কিসের এতো ভয় বলো?
হলোই নাহয় ক্ষনিক চুম্বন, এর বেশী কিছু নয়।
 
ভালোবাসার সুধা

বিষাদের রঙ নাকি নীল,
আচ্ছা কোন নীল? গাঢ় নাকি হালকা!
গাঢ় নীলই হবে হয়তো,
গাঢ় নীল তোমার খুব পছন্দ ছিলো
তাই বোধহয় তুমি আমাকে একরাশ
বিষাদ উপহার দিয়েছিলে।
ভালোবাসার মানুষকে তো প্রিয় জিনিসটাই সবাই উপহার দেয়।
আমি তাই একটুও কষ্ট পাইনি,
সযতনে আগলে রেখেছি বুকের ভিতরে
অনুভবে যে তোমারই পরশ পাই।
বন্ধ করে রেখেছি অনুভূতির সবগুলো জানালা
যেন অন্য কারো ভালোবাসা আমায় স্পর্শ করতে না পারে,
আমি তোমাতেই সঁপেছি আমার পুরোটা স্বত্বা।
তোমার দেওয়া বিষাদের মাঝেই যে মিশে আছে
ভালোবাসার সুধা।
 
Last edited:
পাগল
৩১/0৮/২০১৯ (সকাল)


পাগল পাগলন করছো কেন!!
পাগল কিন্তু আমরা সবাই,
কেও পাগল ভালোবাসার
কেওবা আবার শুধুই টাকার,
আবার বন্ধু আড্ডা বিনা আমরা
পাগল হয়ে যাই।
পাগল পাগল বলছো কারে!
পাগল কিন্তু আমরা সবাই।

কর্তৃত্ব ধরে রাখতে
অনেক পাগল এই না ভবে,
পরের ধনে বাহাদুরি
করছে কতো পাগল জানি!!
শান শওকত বাড়াতে যেয়ে
নীতি খেয়ে পাগল হাসে,
আবার সততার চাপে পড়ে
মরছে পাগল হাসফাসিয়ে।
পাগল পাগল করছো তুমি!
পাগল কিন্তু আমরা সবে।

ডানে পাগল, বামে পাগল,
সামনে পিছে সবাই পাগল,
মানসিক রোগীকে তবে
পাগল বলছো কেন সবে!!!
পাগল পাগল করছি কারে?
পাগল আমরা সবাই ভবে।
 
একলা আমি
০৮/০১/২০২০ (প্রথম প্রহর)



এই আছি বেশ একলা আমি
রাতের তারায় স্বপ্ন বুনি,
চন্দ্রালোক গায়ে মেখে
ভুলেই যাবো নেই যে তুমি।

চলছি তো বেশ একলা আমি
পথের বাঁকে কাব্য রচি,
ধুলো উড়িয়ে অতীতটাকে
ঢেকে দিয়েছি দূরের তুমি।

হাসছি দেখ একলা আমি
গাছের শাখায় গল্প রচি,
পাতায় পাতার ছোঁয়ায় দেখ
হচ্ছে যে প্রেম অতীত তুমি।

কাঁদছি দেখ একলা আমি
শুন্য হৃদয় মরুভূমি,
হাসি গান আর কাব্যগুলো
হারিয়ে যাচ্ছে, কোথায় তুমি!!
 
Last edited:
নিস্ফল আহবান
১৬/০১/২০২০ (রাত্র ৯ঃঃ০০)

অনন্তকাল ধরে তোমায় আমি ডাকছি
সেই যবে প্রেমের কুড়ি উকি দেওয়া শুরু করলো
ঠিক তখন থেকেই।
কতই বা আর হবে বয়স তখন!
খুব বেশী হলে ষোলো,
যুবক নই, তখন আমি কিশোরই।

যৌবনে পদার্পনের পরেও
আমি অন্য কাওকে ডাকতে পারিনি,
পারিনি স্বপ্নের আঙ্গিনায় আঁকতে
অন্য কারো প্রতিচ্ছবি।

ডাকতে ডাকতে যখন গলা শুকিয়ে যায়
তখন দীর্ঘশ্বাসে গলাটা ভিজিয়ে নিই,
তারপর আবার ডাকতে শুরু করি
ডাকি আর ভাবি, একদিন তুমি শুনবে ঠিকই।

তোমাকে ডাকতে ডাকতে কখন যে
ফাঁকি দিয়ে পালিয়ে গেলো যৌবনের দিনগুলি,
বিশ্বাস কর, তোমাকে ডাকার নেশাই এতোটাই বিভোর ছিলাম যে
আমি বুঝতেই পারিনি।

আজ জীবনের এই ক্রান্তিলগ্নে বসে
এখনো আমি তোমাকেই ডেকে চলেছি,
লোকে বলে আমার কন্ঠস্বর তারা নাকি শুনতে পায়না
কিন্তু তোমাকে ডাকার শব্দ, আমার এতোটুকুও কমেনি...
 
Last edited:
ভুল

৩১/০১/২০২০ (সকাল ১০:৪৫)


ভুল ভুল সব ভুল,
চাওয়া গুলো ছিলো ভুল
যা পেয়েছি তাও ভুল!

অজান্তে তোমার দিকে
তাকিয়ে থাকা, সেটাও ভুল
তোমার ঠোঁটে প্রশ্রয়ের
মুচকি হাসি, সেটাও ভুল!

হৃদয় মাঝে শীতলতার
চাদর বিছানো করুণ ভুল,
কান্নার জলে কষ্ট ধোয়ার
বৃথা চেষ্টার নিদারুণ ভুল।

স্বপ্নে বসে হাতে-হাত রেখে
গল্প করার অল্প ভুল,
নিরাশ চিত্তে নদীর পাড়ে
একলা হাটার সুপ্ত ভুল।

আমার মাঝে তোমার বসত
ভুল, ভুল, সে মহা ভুল।
 
Last edited:
এবারের বইমেলায় একটা বই বের করে ফেলেন।
এবারে তো আর সম্ভব না মামা। আল্লাহ যদি তৌফিক দেয় তো আগামী বছর চেষ্টা করবো
 
ইচ্ছে

২২/০২/২০২০ (রাত্রি ১০ঃঃ৫০)



ইচ্ছেগুলো শুধু ইচ্ছে নয়
হাসি কান্নার রসদ ও কিন্তু বটে,
ইচ্ছেগুলো তোমার আমার
ভালো লাগা আর ভালোবাসাতেও সাজে।

ইচ্ছেগুলো শুধু ইচ্ছে ভেবে
ফেলে রেখ না অবহেলিতের দ্বারে,
ইচ্ছেগুলো স্বজন ক'জনার
স্বপ্নগুলোকে বাস্তবের পথে তোলে।

ইচ্ছে যদি শুধু ইচ্ছেই হয়
নাই কো তাহার কানাকড়িও মূল্য,
ইচ্ছেগুলোকে করতে হবে
জীবনের সমতুল্য।

ইচ্ছেগুলোকে সাজিয়ে গুছিয়ে
বানাও তোমার পথ,
ইচ্ছেই তবে নিয়া যাবে তোমায়
চড়িয়ে সফল রথ।
 
অসম্ভব সুন্দর সব লেখনী।

চালিয়ে যান মামা।
 

Users who are viewing this thread

Back
Top