What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Self-Made কাব্য মাল্য (1 Viewer)

দহন
২২/০৪/২০২১ (সন্ধ্যা)


তোমার আকাশ অনেক বড়
আমার কেন ছোট!
তুমি উড়াও ইচ্ছে ঘুড়ি
আমি কুড়াই ক্ষত।।

তোমার সকাল পাখির সুরে
মিষ্টি হাওয়ায় দোলে,
আমার সকাল ঝিম ধরা কাক
শুকনো পাতার কোলে।

তোমার চোখে অনেক স্বপ্ন
আমার কেন অশ্রু!
তুমি হাসো খিলখিলিয়ে
আমি তাড়াই পশু।

তোমার দুপুর গাছের ছায়ায়
ভালোবাসার গল্প,
আমার দুপুর তপ্ত দাহে
কষ্ট মাপার যন্ত্র।

তোমার দেহে কামের বায়
আমার ঘামে সিক্ত,
তুমি হাটলে শিউলি ঝরে
আমার পায়ে রক্ত।

তোমার রাত্রি স্বপ্নে মোড়ানো
আমার কাটে নির্ঘুম,
তুমি দেখ তারার মেলা
আঁধারে আমার চিন্তার ধুম।।
 
আহ্বান
০৯/০২/২০২১ (রাত্রি)


আয় চলে হুট করে
হাটবো তোর হাত ধরে,
জেগে থেকে কাটাবো রাত
ঝিঁঝিঁ পোকার ডাক শুনে।

আয় চলে হুট করে
বদ্ধ দুয়ার খুলে,
বিকেলটা রাঙ্গাবো ঠিক
মেঘনার পাড়ে বসে।

আয় চলে হুট করে
পিছুটান ঝেড়ে ফেলে
সাজাবো তোকে আমি
জোসনার আলো দিয়ে।

ডাকি তোরে খুব করে
তবু কেন থাকিস দূরে!
হৃদয়টা শুন্য আজো
ভরিয়ে দে ভালোবেসে।
 
শান্তির খোঁজে
০৬/০২/২০২১



শান্তিটাকে খুজতে যেয়ে
ঘুরছি পথে ঘাটে,
কোথায় শান্তি, কোন গলিতে!
শুধাই যারে তারে।

সারাদিন যায় শান্তির খোঁজে
রাতেও নাই নিস্তার,
নরম বিছানা আর বালিশেও
শান্তি মেলা ভার।

তবু খুঁজি শান্তিটাকে
রাত দুপুরে শরীর হাতড়ে,
ক্ষনিকের তরে শান্তি পেলেও
অস্থির বাকি রাত।

দূর থেকে দেখি শান্তিতে তুমি
কাছে গেলেই হাওয়া,
বৃথাই গেলো সিংহ জীবন
অযথাই আসা যাওয়া।

মোটা কাঁচের চশমা দিয়ে
দেখি এখন শুয়ে শুয়ে,
হৃদয় মাঝেই শান্তির বাস
তুমি আমি দেখিনা ছুঁয়ে।।
 
অপেক্ষা
১৩/০১/২০২১

এই যে দেখ একলা পথে
হাটছি আমি একটু মিছে,
সত্য হলো যখন তোমার
হাতটা থাকে আমার হাতে।

এইযে আকাশ তারায় ভরা
চাঁদের আলোয় ভূবন হাসে,
তুমি বিনে মিথ্যে সবই
সাথে থাকলে চিত্ত দোলে।

সর্ষে খেতে সোনার ঢেউয়ে
প্রেমের হাওয়া লাগে বুকে,
তুমি নেই তাই প্রেমও নেই
মিথ্যে সবই আমার কাছে।

পাখির কন্ঠে মধুর সুরে
উড়তে চায় মন মেঠোপথে,
মিথ্যে সবই মিথ্যে আজি
তুমি আবার কবে আসবে!!
 
Last edited:
"দে দৌড় "
১০/০৬/২০১৮ (দুপুর ২:৩০)

দে দৌড়, দে দৌড়
কর্মকাঠি, হুটোপুটি
টাকা পয়সা, গয়নাগাটি
উর্ধ্বপানে করছি সবাই ছুটোছুটি;
বাঁধতে ঘর, দে দৌড়
গড়তে জীবন, দে দৌড়
দে দৌড়, দে দৌড়।

সম্মুখ পানে ছুটছি শুধুই ছুটছি
কত প্রহর কেটে গেছে দেখিনি, শুধুই ছুটছি
পেছন পানে তাকিয়ে দেখি,
ঘরটা দুরে ফেলে এসেছি;
কপাল চাপড়ে দুশছি মোরে
ছুটছি তবু ছুটছি।

করবি কি আর, হারিয়ে দুয়ার
উর্ধ্বপানে এগিয়ে থাকতে
দে দৌড়, দে দৌড়।

উর্ধ্বপানে ছুটছি শুধুই ছুটছি
কত সঙ্গী হারিয়ে গেছে দেখিনি, শুধুই ছুটছি
পেছন ফিরে তাকিয়ে দেখি,
জীবনটাকে ফেলে এসেছি;
কপাল চাপড়ে দুশছি মোরে,
ছুটছি তবু ছুটছি।

করবি কি আর, হারিয়ে প্রহর
সম্মুখপানে এগিয়ে থাকতে
দে দৌড়, দে দৌড়।

বাস্তব জীবনগাথা, চমৎকার মামা...

'কপাল চাপড়ে দুষছি মোরে, ছুটছি তবু ছুটছি।' - আসলেই তাই...
 
সাদা তুলো উড়ছে
মেঘগুলো দুলছে,
তোমায় কাছে পেতে
মনটা মোর কাঁদছে।

ঝড়ো হাওয়া বইছে
নাও গুলো দুলছে,
তোমায় দেখার আশায়
চোখে জল ভাসছে।

সন্ধ্যা নামছে
পাখি ঘরে ফিরছে,
তোমার পরশ পেতে
বুকে ঝড় বইছে।
 
সাদা তুলো উড়ছে
মেঘগুলো দুলছে,
তোমায় কাছে পেতে
মনটা মোর কাঁদছে।

ঝড়ো হাওয়া বইছে
নাও গুলো দুলছে,
তোমায় দেখার আশায়
চোখে জল ভাসছে।

সন্ধ্যা নামছে
পাখি ঘরে ফিরছে,
তোমার পরশ পেতে
বুকে ঝড় বইছে।

চমৎকার...
 
প্রেমের সন্ধানে
০৬/০১/২০২২

আমি কিছু নিখাঁদ প্রেমের সন্ধানে ঘুরে বেড়াচ্ছি,
ঘুরে বেড়াচ্ছি ইথারের প্রতিটি স্তরে
সময়ের প্রতিটি মুহুর্ত জুড়ে।

আমি ঘুরে বেড়াচ্ছি অনন্তকাল ধরে
সুরের মূর্ছনা ছিটিয়ে, কাব্য মাল্য হাতে নিয়ে।
ঘুরে বেড়াচ্ছি কিছুটা প্রেমের সন্ধানে
একেবারেই খাঁটি কিছু প্রেম,
যে প্রেমের প্রতিটি ভাঁজে ভালোবাসার স্নিগ্ধতা জড়ানো।

আমি কিছু প্রেমের সন্ধানে ঘুরে বেড়াচ্ছি
তোমার হৃদয়ের গহীনে গচ্ছিত রাখা
নিখাঁদ প্রেমের সন্ধানে।

আজ আমি প্রেম খুঁজে বেড়াচ্ছি
শুধু প্রেম।
ক্রেন দিয়ে টেনে তোলা বাস্কেটে ডেব্রিসের মাঝে,
পে-লোডারের বাস্কেটে এনে ফেলে দেওয়া আধা ভেজা বালুর মাঝে,
কন্টেইনারের ছাদে উড়তে থাকা পতাকার
লাল বৃত্তের মাঝে।

আমি প্রেম খুঁজে বেড়াচ্ছি
মেঘনার পাড়ে স্নান করতে আসা
নব যৌবনার ঠোঁটে,
বারংবার আছড়ে পড়া
প্রতিটি ঢেউ এর বাঁকে।
 
তোমার তরে-২
১১/০২/২০২২

চলতি পথে প্রথম দেখায়
থমকে গেল হৃদয়,
ভালোবাসার সেই যে শুরু
শেষ হবেনা বোধহয়।

তোমার ছবিই আঁকা হৃদয়ে
তোমার সুরেই গান,
তুমি বিনে কাব্যগুলো সব
হারিয়ে ফেলে প্রাণ।

তোমার হাতেই সুখের পরশ
তোমার ছোঁয়ায় প্রাত
তোমায় ভেবেই কাটে অবলীলায়
নির্ঘুম সারারাত।

তোমার চোখেই দেখি ভবিষ্যৎ
বুনি স্বপ্নের জাল,
হারিয়ে যদি ফেলি তোমায়
মিথ্যে হবে মহাকাল।
 

Users who are viewing this thread

Back
Top