What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Self-Made কাব্য মাল্য (1 Viewer)

স্মৃতির মোড়ক
০১/০৪/২০২২




ক্লান্ত চোখে অবিরত দুলছে ঘুমের রেশ
তোমার কথা মনে পড়তেই লাগছে আমার বেশ।

ছুটির শেষে স্কুল গেটে আড়ে তোমায় দেখা
আজকে আমার খোলা বারান্দায় লাগছে বড় একা।
কোথায় তুমি, কার বাহুতে খুঁজছো প্রেমের প্রীতি
দূর থেকে সেই চাহনিগুলো এখন সবই স্মৃতি।
শুনেছি তোমার বাচ্চা দুটো, হয়েছে অনেক দুষ্ট
আমার কিন্তু সঙ্গী জোটেনি, নেই কো তাতে কষ্ট।
পার্কে বসে হাতটি ধরে কথা বলার সখ
পূরণ হয়নি, হয়েছে কি তাতে! পালিয়ে যায়নি রথ।
তোমার হাতের ছোঁয়া লাগা ফেলে দেওয়া কলমে
ভালোবাসার পরশ পেতাম, রেখে দিয়েছি যতনে।
আজকে যখন একলা আমি, আকাশ ভরা তারায়
তোমায় খুঁজে পাইনা, মিছে স্মৃতির ভীড়ে হারাই।
ভেবোনা আবার কষ্টে আছি, বিরহ বদনে
তোমার স্মৃতি আমার সাথী, শয়নে স্বপনে।।
 
উপেক্ষা (একটি হাবিজাবি কাব্য)
০৯/০৪/২০২২

বহুদিন পর দূর হতে তোমায় দেখলাম
চেহারাটা কিন্তু তোমার আগের মতোই আছে,
নাকি কিছুটা পরিবর্তন হয়েছে জানিনা,
অবশ্য জানার বা জানতে চাওয়ার ইচ্ছেও হচ্ছেনা।
দ্বিতীয়বার না তাকিয়েই অন্য প্রান্তে পা চালালাম,
হৃদয়ের মাঝে কিছু অনুভূতি অনেক্ক্ষণ ধরে
হাতড়ে হাতড়ে খুঁজে না পেয়ে অবশেষে ক্ষান্ত দিলাম।
চলতি ভূবনেই হারিয়ে গেলাম নিজের অজান্তে।

হঠাৎ করে একটা নারী কন্ঠ শুনে থমকে গেলাম
"দেখেও না দেখার ভান করে চলে এলে যে!"
ফিরে তাকিয়ে বললাম- কাছে যাওয়ার কোন প্রয়োজনীয়তা আছে কি!
"তোমার হৃদয়ে আমার প্রয়োজনীয়তা নিঃশেষ হয়ে গেছে বুঝি!!"
- কেন নয়? অনুভবের সকল দরজা বন্ধ করে তবেই না বেঁচে আছি।
নয়তো আজকের এই আমার দেখা পেতে কিভাবে!
আমার অনুভবের দরজায় তালা মেরে চাবির গোছাটা
অতীতের জঙ্গলেই ফেলে এসেছি,
যেন অনাকাঙ্ক্ষিত অনুপ্রবেশের দায়ে সত্বা বিকোতে না হয়।
 
ভালোবাসা কি!!!
১০/০৪/২০২২




ভালোবাসার সংজ্ঞা খুঁজতে খুঁজতে
পেরিয়ে গেলো চল্লিশটি বসন্ত,
অস্থির হৃদয় পুড়িয়ে তামাটে করে দিলো
সমসংখ্যক চৈত্রের তাপদাহ।
তবু খুঁজে পেলামনা, আজও জানা হলোনা
ভালোবাসা কি!
খুঁজে পাওয়া গেলোনা
রক্ত করবি।

ভালোবাসার সংজ্ঞা খুঁজতে খুঁজতে
হারিয়ে ফেলেছি অনুভূতি,
আঁধারে ছেয়ে আছে
ছানি পরা অন্তর্দৃষ্টি।

আচ্ছা ভালোবাসা আসলে কি!
কাছে টেনে ছুড়ে ফেলা! নাকি অভিনয়ের ডালি!!
নাকি প্রেম মাখা ছুরি দিয়ে
চিড়ে ফেলা হৃদয়ের ছবি!

আমি এখনো খুঁজে ফিরি
ভালোবাসা কি!!
 
ভাঙ্গা কুলো
০৪/০৫/২০২২




তুমি আমার ভাঙ্গা কুলো
নয়তো যেন তেন
একটি কোনায় ফেলে রাখি
হারিয়ে যাওনা যেন,
দূর বহুদূরে সবকিছু ফেলে
লাগে যখন একা
তখন তোমায় কাছে টানি
কাটাই বিষন্নতা।

তুমি আমার ভাঙ্গা কুলো
নয়তো যেন তেন
কাছে থাকলে বিরক্ত লাগে
তবে নও অপ্রয়োজনীয়,
কিছুটা হলেও মায়ার বাঁধন
আছে তোমার সাথে
তাই দূর দূর করে তাড়িয়ে দিতে
কেমন যেন লাগে।

তুমি আমার ভাঙ্গা কুলো
নয়তো যেন তেন
ভালোবাসা! সে তো অন্য কারো
তুমিও পাবে কিছুটা হয়তো,
একাকী সময় তোমার স্মৃতি
পরে আমার মনে
তাই ফেলিনা তোমায়, রেখে দেই
কোন এক ছোট্ট কোনে।
 
বৌদি
০৬/০৫/২০২২




তুলতুলে গাল তোমার
চোখে লাল চশমা,
কুঞ্চিত কপোলে
ভালোবাসার রোশনা।

লাল চোখের চাহনিতে
রাগী সে কি মায়া,
এলোচুলে ভেসে ওঠে
গোধুলীর ছায়া।

রাঙা ঠোঁটে লেগে আছে
প্রেম বায়ু আহা,
ছুড়ে দাও চুম্বন
দেখিওনা ঝাঁটা।

প্রতিদিন দেখি তোমায়
ঝাড়ু দিতে উঠোনটা,
বুঝনা যে কেন তুমি
অস্থির এই হৃদয়টা।

একদিন দেখে ফেলে
রাগী দাদার চোখটা,
তারপর জুতো ছিড়ে
এড়াতে লাঠিপেটা।

সেই থেকে দেখলেই
হাসো তুমি মুচকি,
পিলে যায় চমকে মোর
বুকে উঠে হেঁচকি।
 
খুঁজে ফেরা
০৮/০৫/২০২২



এখনো এরোপ্লেন উড়ে যাওয়ার শব্দ পেলে
আকাশের দিকে তাকাই, তাকিয়ে খুঁজি
উড়ে যাওয়া বিমান! নাকি ফেলে আসা শৈশব?
উত্তর খোঁজার চেষ্টা না করেই চলতে থাকি,
অথবা থামিয়ে ফেলি চলার গতি
থামাতে চাই এগিয়ে যেতে থাকা বয়সও।
বয়স থামে না, থামে না পথ চলতি পথিক অথবা চিন্তার ঘোড়াও।
কখনো পেছনে পথ চলতে থাকি, কিন্তু পেছাতে পারিনা জীবনের গতি
এমনকি চিন্তা মতিও।
আমি আবার আকাশে তাকাই
তাকিয়ে খুঁজি অন্য কোন এরোপ্লেন অথবা শৈশব।
মাঝে মাঝে খুঁজে ফিরি বয়ঃসন্ধিকালে হঠাৎ উঁকি দেওয়া প্রেম
অথবা লজ্জায় কুঁকড়ে যাওয়া শান্ত মন,
কখনও স্কুল পালাতে গিয়ে ভয়ে ইচ্ছে দমন করা
নিস্কলুষ মন আর জানালায় তাকিয়ে দেখা দুরন্ত বালকের স্বাধীনতা।
আমি এখনো এরোপ্লেন এর শব্দ পেলেই আকাশের দিকে তাকাই,
তাকিয়ে খুঁজতে থাকি উড়তে থাকা এরোপ্লেন
অথবা হারিয়ে যাওয়া স্বপ্নগুলো।
 
"স্বপ্ন "
০৮/০৫/২০২২

খুব মনে পরছে তোমায়
কিন্তু কে তুমি! কোথায় তোমার বাস?
অস্থির এই হৃদয় মাঝে
মিটেনা খোঁজার আশ।

মনে পরছে তোমায়
আর তোমার ক্ষনিকের ছোঁয়া,
পাইনি আমি তোমায়
তবু যেন অনেকখানি পাওয়া।

পরছে মনে অচীন বেশে
বাড়ানো তোমার হাত,
ধরতে গেলেই হাওয়ায় মিলে
কি ভাবছি আমি! ধ্যাৎ।

খুব মনে পরছে তোমায়
কিন্তু তুমি কে! কোথায় তোমার বাস?
 
মরিচিকা
১১/০৫/২০২২

গোল মুখে চশমা
কালো তার কাঁচ,
দূর থেকে দেখলেও
হৃদয়ে লাগে আঁচ।

হাসি তো নয়
যেন বন্দুকের গুলি,
ছুটে এসে উড়িয়ে দেয়
হৃদয়ের খুলি।

সবুজ পাতার ফাঁকে
চুপিচুপি হাটে,
মন চায় ছুঁয়ে দেই
হাতটা তার হাতে।

অবশেষে এগিয়ে যাই
বুকে নিয়ে সাহস,
খুঁজে দেখি কোথাও নেই
হয়ে যাই বেহুশ।
 
অনন্ত অঙ্গন
০৪/০৬/২০২২




এই যে বৃষ্টি পরছে
ফোঁটা ফোঁটা শীতল কোমল পরশ,
দৃষ্টি পটে ভেসে উঠে
তোমার সাথে হারিয়ে যাওয়া
সবুজ ঘাস, মেঠো পথ আর...
আর স্ব'লাজে লেপে দেওয়া চুম্বন।

আমি অনন্ত কাল ধরে
সেই চুম্বন ধারণ করে বেঁচে আছি,
আমি অনন্ত কাল ধরে
আজও প্রতিনিয়ত তোমায় রচি।

এই যে ঝোড়ো হাওয়া
ঝাঁকে ঝাঁকে উড়ে আসা পত্র পল্লব,
দৃষ্টি পটে ভেসে উঠে
তোমার বুকে ঠায় নেওয়ার সুযোগ
ধুকপুক হৃদস্পন্দন আর...
আর স্ব'লাজে লেপে দেওয়া চুম্বন।

আমি অনন্ত কাল ধরে
সেই চুম্বন ধারণ করে বেঁচে আছি,
আমি অনন্ত কাল ধরে
আজও প্রতিনিয়ত তোমায় রচি।

এই যে নিস্তব্ধ প্রকৃতি
ঝড় বৃষ্টির হুল্লোড় শেষে হাসতে থাকা নীলাকাশ,
হৃদয় মাঝে বাজতে থাকে
একত্রে পথ চলার দীর্ঘ প্রতিজ্ঞা
মুষ্টিবদ্ধ হাতের মাঝে হাত আর...
আর স্ব'লাজে লেপে দেওয়া চুম্বন।

আমি অনন্ত কাল ধরে
সেই চুম্বন ধারণ করে বেঁচে আছি,
আমি অনন্ত কাল ধরে
আজও প্রতিনিয়ত তোমায় রচি।
 

Users who are viewing this thread

Back
Top