What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Self-Made কাব্য মাল্য (1 Viewer)

বৃষ্টি বিলাস-২
০৭/০৮/২০২৩

ঝিরিঝিরি বৃষ্টি
কি দারুণ তৃপ্তি
ভেজা গাছ বলে ডেকে
ভালোবাসা দিস কি?

ভাবে বসে কেউ কি!
কি যে অনাসৃষ্টি!
ভেজা গায়ে দৌড়িয়ে
কাজ সারা যায় কি?

আমি ভাবি কেউ বুঝি
রেঁধে ভূণা খিচুড়ি,
ফোন করে বলবে
আজ দাওয়াত নিবি কি?

মেলেনা হিসেব আজি
ভরা বাসে একাকী,
হিসেব মিলিয়ে দিবে
ভালোবাসা দিয়ে কি!!
 
প্রতীক্ষা
১১/০৮/২০২৩




তোমার ফিরে আসার প্রতীক্ষায়
বসে থাকতে থাকতে আমি আটকে গেছি অতীতের দেওয়ালে,
আবেগের শেকড় আমাকে আষ্টেপৃষ্ঠে আকড়ে রেখেছে
অতীতের দেওয়ালের মাঝে।

মুক্তির প্রতীক্ষায় দিন গুনতে গুনতে
আমি ভুলে গেছি গণিতের সুত্র, কালের অর্ঘ্য,
হারিয়ে ফেলেছি চুম্বনের নেশা
এমনকি তোমার ঠোঁটের কোনায় ভেসে থাকা তিলক রেখা।

আমি হারিয়ে ফেলেছি অনুভূতি
আমায় বিমোহিত করা তোমার চেহারার দ্যুতি,
গেজো দাঁতের মিষ্টি হাসি,
অনন্ত কালের জন্য হারিয়ে যাওয়ার গহীন চাহনি।

তারপরও আমি অপেক্ষা করছি
কেউ একজন এসে দেওয়াল ভেঙ্গে মুক্ত করবে,
আনন্দাশ্রুতে ভিজিয়ে দিবে
আজন্ম হতাশার বিরান ভূমি।

আমি মুক্তির গান লিখবো বলে বসে আছি
সুর, লয়, তাল এর ডালা সাজিয়ে,
ভাত শালিকের ডানায় ভর করে
তোমার কাছে যাবো বলে।
 
ভালোবাসা
০৬/০৯/২০২৩



'ভালোবাসার অনেক খরা' কে বলেরে ভাই!
আমি দেখি ভালোবাসার কোনই অভাব নাই।
রৌদ্রতপ্ত পথে হেঁটে যখন ক্লান্ত হই,
গাছের ছায়া ভালোবেসে শান্তির পরশ দেয়,
দুঃখ পেয়ে বুকে যখন ভীষণ ব্যাথা হয়
পক্ষীরাজি গান শুনিয়ে ব্যাথা ভুলিয়ে দেয়,
কান্না পেলে লজ্জায় যখন মুখ লুকোতে যাই
বৃষ্টি এসে কান্নার জল ধুয়ে দিয়ে যায়,
হতাশার জাল আমায় যখন আষ্টেপৃষ্টে বাঁধে
পথের শিশুর মিষ্টি হাসি মুক্তির বার্তা যাচে।
কে বলেরে ভালোবাসা নাই, তুই কি অন্ধজন!
চারিদিকেই ভালোবাসা, অনুভূতির চাই মন।
 
মানুষের খোঁজে
১৩/১০/২০২৩



মানুষ খুঁজি মানুষ,
চারিদিকে উড়তে দেখি
অমানুষের ফানুশ,
কোথায় পাবো বলতে পারো!
খাঁটি একজন মানুষ!
শুধু দুটি হাত আর দুটি পা নয়
সামান্য কিছু মানবিকতা,
ন্যুনতম নৈতিকতা,
বিবেক নামক বস্তু দ্বারা
আবিষ্ট এক মানুষ।
আমি শুধু মানুষ চাই,
একটি মাত্র মানুষ।
যে মানুষের জিহ্বা দ্বারা
ক্ষত হয়নি বুক,
হাত রাঙেনি মানব রক্তে
পায়ে পেষেনি সুখ,
দৃষ্টিতে নেই তীর্যক ফলা
নিঃশ্বাসে নেই আগুন।
আমি শুধু মানুষ চাই
একজন মাত্র মানুষ।
 
অকৃতজ্ঞ
২১/১০/২০২৩




একটা সময় ছিলো
যখন কষ্ট পেলে সিগারেট জ্বালিয়ে প্রতিটি টান দিয়ে একটু কিছুক্ষণ থমকে থেকে
কষ্টগুলো কে ধোঁয়ার সাথে মিশিয়ে নিতাম,
তারপর ধোঁয়া আর কষ্টগুলো একত্রে ধীরে ধীরে উড়িয়ে দিতাম প্রকৃতির অসীমে।
তখন হঠাৎ জেকে বসা দুশ্চিন্তা, হতাশা কিংবা কোন কারণে মাথার ভিতরে তৈরি হওয়া
অযাচিত জটলা গুলোকেও সিগারেটের ধোঁয়ার সাথে মিশিয়ে ছেড়ে দিতাম প্রকৃতির অসীমে।
প্রকৃতি উদার চিত্তে মমতা ভরা বুকে শুষে নিতো
আমার কষ্ট, হতাশা কিংবা মাথার ভিতরে তৈরি হওয়া অযাচিত জটলা গুলোকে।
এখন আমি সিগারেট জ্বালাইনা, উড়াইনা ধোঁয়ার কুন্ডুলি,
কিন্তু কষ্টগুলো ঠিকই দীর্ঘশ্বাসের সাথে ছেড়ে দেই প্রকৃতির মাঝে,
অসীম মমতায় যে এখনো শুষে নেয় আমার কষ্ট, হতাশা, আক্ষেপ আর বেদনার প্রতিটি কণা।
কিন্তু আমি বিনিময়ে প্রকৃতিকে কিছুই দিতে পারিনি।
না, পারিনি তা নয়, আমি দেইনি।
অকৃতজ্ঞের মতো শুধু নিয়েছি, আজও নিচ্ছি।
আর পিশাচের মতো অনবরত দাগ কেঁটে ক্ষতবিক্ষত করে যাচ্ছি প্রকৃতির বুক, মমতা মাখা বুক।
আমি আমার হিংস্র থাবায় প্রতিনিয়ত ছিড়ে নিচ্ছি প্রকৃতির আঁচল,
যে আঁচল এখনো আমাকে সকল প্রতিকূলতা থেকে রক্ষা করে যাচ্ছে বহু কষ্টে।
আর আমি আরও অকৃতজ্ঞ হয়ে পরবর্তী থাবার প্রস্তুতি নিচ্ছি,
হিংস্র পশুর হুঙ্কারের মতো অট্টহাসি হেসে।
নগ্ন অকৃতজ্ঞ আমি।
 
অভিশাপ
২৪/০১/২০২৩




অভিশাপকে আমি বড্ড বেশি ভয় পাই
তাই কাউকে কখনোই অভিশম্পাতে জড়াইনা।
তারপরও মাঝে মাঝেই অভিশাপেরা হৃদয়ের আনাচে কানাচে
বারে বারে উঁকি দিয়ে বেড়ায়,
আমি খুব সাবধানে তাদেরকে লুকিয়ে ফেলি
সম্মুখে আসতে দেইনা কিছুতেই।
আমার সেই লুকায়িত অভিশাপের রন্ধ্রে রন্ধ্রে তোমার বিচরণ
অথচ আমি তোমাকে অভিসম্পাতে জড়াতে চাইনি কখনোই ,
তবু তুমি সজোরে আঘাত করে ঢুকে পড় অভিশাপের ঘরে,
ভালোবাসার দেয়াল চূর্ণ-বিচূর্ণ করে।
আমি অসহায় হয়ে তোমার কুশপুত্তলিকার পুড়ে যাওয়া দেখি,
আর অশ্রুজল ছিটিয়ে যাই অভিশাপের আগুনে।
 
স্মৃতি
০৪/০২/২০২৪



আমি স্মৃতি জিইয়ে রাখতে চাইনা কখনোই
তারপরও স্মৃতিরা আমার পিছু ছাড়েনা।

স্মৃতি জিইয়ে রাখবনা বলেই আমি ছবি তুলিনা
নিজেকে স্বযত্নে লুকিয়ে ফেলি
চলমান চিত্রগ্রাহকের লেন্সের পথ থেকে,
কখনোবা জনমানুষের ভিড়ের পিছনে
অথবা নির্জন কোন কোনে।

তারপরও স্মৃতিরা আমাকে খামচে টেনে ধরে
পেছন থেকে পথ আগলে দাঁড়ায়
বাবলার কাঁটার বেড়ার মতো,
থমকে দেয় জীবন চলার গতি
ভেঙ্গে গুড়ো করে দেয় জীবনের চাকা
নিষ্ঠুর বুলডোজারের মতো।

আমি ছবি তুলতে চাইনা, রাখতে চাইনা নুন্যতম কোন স্মৃতি
হোক সেটা দুঃখ, সুখ কিংবা ভালোবাসার অমৃত বাণী।
 
ভালোবাসার বিভীষিকা
১৬/০২/২০২৪



ভালোবাসা আমার কাছে এক জ্বলন্ত বিভীষিকা
পুড়িয়ে অঙ্গার করে দেয় হৃদয়ের প্রতিটি কোষ।
আমি প্রতিটি ক্ষণ এই বিভীষিকার ভয়ে ত্রস্ত সময় পার করি
সুবহে সাদিক থেকে শুরু করে দুচোখ মুজে যাওয়ার আগ পর্যন্ত,
ব্যস্ত সময়, এমনকি নির্ঘুম রাতে স্ব শব্দে ছুটে চলা ঘড়ির কাঁটার প্রতিটি স্পন্দনেও।
আমার আতঙ্কিত চোখ দেখে সবাই অট্টহাস্যে মেতে উঠে,
আমার কষ্টের প্রতিটি দীর্ঘশ্বাস দিয়ে গাঁথে আনন্দ মাল্য।
আর আমি পথে পথে ঘুরে বেড়ানো বেওয়ারিশ নেড়ি কুকুরের মতো
ঘুরে বেড়াই, অনুভূতিহীন নির্জীব হৃদয় নিয়ে।
ভালোবাসা আমাকে তীর্যক ফলার মতো ক্ষতবিক্ষত করে যায় প্রতিটি মুহূর্ত,
আর আমি বাঁচার তাগিদে লুকিয়ে বেড়াই অন্ধকার প্রকোষ্ঠে।
আমি মুক্তি চাই, বিভৎস ভালোবাসা থেকে মুক্তি চাই।
আমাকে কেউ ঘৃণার আলিঙ্গনে জড়িয়ে রক্ষা করবে কি!
আমি যে ঘৃণার বড় কাঙাল।
 
নিঃস্ব
১৮/০২/২০২৪



আমি তোমাদের কেউ নই
আমি শুধু আমারই,
হঠাৎ নিজেরে খুঁজিতে গিয়া দেখি
আমার মাঝেও নেই তো আমি।
নিজেরে বিলাইয়া হইয়াছি নিঃস্ব
বিনিময়ে চাইনি কিছুই,
তবুও তোমরা দুহাত ভরিয়া
অবহেলা দিয়েছ শুধুই।
আপন করিয়া টানিয়াছি বুকে
রাখিয়াছি হৃদয় গভীরেই,
অবশেষে বুঝিয়াছি মিছে সব মায়া
আপন হয়না চাহিলেই।
বুকের ভিতরে ক্ষত করিয়া
ভাগিয়াছ তোমরা কখন!
বুঝিতে পারিনি, বুঝিয়াছি শেষে
নিঃস্ব হয়েছি যখন।
আপনারে লও আপন করিয়া
বাড়াইওনা মিছে মায়া,
আমার মতো নিঃস্ব হইয়া
হারাইবা সকল ছায়া।
 
কষ্ট গাঁথা গান
১০/০৭/২০২৪



চোক্ষে আমার আন্ধার রাইতের
কষ্ট গাঁথা গান,
হৃদয় জুইড়া বাসা বানছে
নীরব অভিমান।
ছাইড়া গেলা হাত দুইখান মোর
ছাইড়া গেলা প্রাণ,
কেমন কইরা বাঁচি বলো
হৃদয়টা শ্মশান।
কাইড়া নিলা চোক্ষের ঘুম
কাইড়া নিলা সুখ,
দুই হাত ভইরা দিয়া গেলা
দুঃখ নামের অসুখ।
জাইগা থাকি দিবানিশি
দেখি বিশাল আকাশ,
নড়েনা যে গাছের পাতা
পাইনা সুখের বাতাস।
ধরলা কেন হাত দুইখান তুমি
ছাইড়াই যাইবা যদি,
চারি ধারে থৈ থৈ করে
কান্না জলের নদী।
চোক্ষে আমার আন্ধার রাইতের
কষ্ট গাঁথা গান,
হৃদয় জুইড়া শূন্যতা শুধু
করি সুরা পান।
 

Users who are viewing this thread

Back
Top