What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Self-Made কাব্য মাল্য (1 Viewer)

অপেক্ষা
২৭/০৬/২০২২




আজকে আকাশ সেজেছে দেখো
ক্ষুদ্র ক্ষুদ্র তারায়,
আমার হৃদয় কেমনে বলো
সাজবে তোমায় ছাড়াই!

চাঁদের আলো রাঙিয়ে রাখে
রাতের ধরনীটাকে,
তুমি এসে রাঙিয়ে দাওনা
আঁধার জীবনটাকে।

গাছের শাখারা হাসি খেলা করে
মৃদু শীতল হাওয়ায়,
অভিমান ভেঙ্গে চলে এসো ওগো
ভাসি স্বপ্নের ভেলায়।

নদী তীরে দেখ ঢেউ ফিরে বারে
যতবার যায় চলে,
তুমি কেন তবে ফিরলেনা আজও
অস্থির ভেবে ভেবে।

যায় বয়ে যায় সময় শুধু
আসোনা যে তুমি হায়,
জীবন আমার কাটবে কি তবে
একা বসে নিরালায়...!
 
অপেক্ষা - ২
২৭/০৬/২০২২



অপেক্ষা করছে নদীর পাড়, খেয়াঘাট
পার্কের বেঞ্চ আর ঐ অশ্বথ গাছ,
বাদাম ওয়ালার শুন্য ঠোঙ্গা
মুড়ি খাওয়ার লোভে ভীড় জমানো এক ঝাঁক মাছ।

অপেক্ষা করছে, অপেক্ষা করছে
অপেক্ষা করছে বকুল শাখায় ঝুটকুলি,
গোলাপ গাছে বহুদিন থেকে
ফোঁটার অপেক্ষায় একটি কলি।

তোমার জন্য অপেক্ষা করছে
ক্ষুধা তৃষ্ণা সবকিছু ভুলে,
ভালোবাসার পত্র হাতে
সদ্য কিশোর বোকা একটি ছেলে।
 
ছায়া ভাবনা
২৯/০৭/২০২২



কিছুটা স্বস্তি, কিছু অস্বস্তি,
কিছু কামনা অথবা নিরেট মাস্তি,
কিছু কোলাহল, কিছুটা নিস্তব্ধতা,
কিছু সংবেদন অথবা বিরহী রাত্রি।
কিছু প্রেম, কিছু ঘৃণা,
কিছুটা বিশ্বাস অথবা দীর্ঘ নিঃশ্বাস,
কিছু পাওয়া, হারিয়ে যাওয়া,
কিছুটা স্বপ্ন অথবা নিতান্তই আশ্বাস।
কিছুটা তৃপ্তি, কিছুটা ঘাটতি,
কিছুটা ফাঁকি অথবা উদয় দীপ্তি,
কিছুটা খাঁটি, কিছুটা মেকি,
কিছুটা নগ্ন অথবা মিথ্যে পোশাকি।
কিছুটা ছোঁয়া, কিছু দূরে যাওয়া,
কিছুটা প্রলোভন অথবা কিছুটা মায়া,
কিছুটা অখণ্ড, কিছু বিচ্যুতি,
কিছুটা ছুয়ে যাওয়া অথবা নিতান্তই ছায়া।
 
গোধূলির মায়া
৩১/০৭/২০২২




অস্তগামী সূর্যটা আকাশে যে রক্তিম ছবি আঁকে
আমি বিভোর হয়ে সেই ছবি দেখি প্রতিদিন গোধূলি লগ্নে,
দেখতে দেখতে ভুলে যাই কাজের কথা, ক্রেনে ঝুলতে থাকা লৌহ দন্ড,
হুইসেলের অপেক্ষায় বসে থাকা অপারেটর,
এমনকি প্রেয়সীর বাঁকা ঠোঁটের চাহনি অথবা মুচকি হাসিও।
আমি অবাক হয়ে চেয়ে থাকি
যতক্ষণ না আঁধার এসে গ্রাস করে নেয় পুরো একটি কাল, জমাটবদ্ধ অনেকগুলো ক্ষণ।
আমি হারিয়ে যাই লাল মেঘ, সাদা মেঘ আর কালো মেঘেদের ভীড়ে,
লজ্জাবতী নববধূর ন্যায় লাল টুকটুকে সূর্যের মাঝে।
আমি প্রতিদিন হারিয়ে যাই, আঁধার ঘনিয়ে আসার আগ পর্যন্ত।
ক্লান্ত শরীরটাকে টেনে বাসায় নিতে নিতে অপেক্ষা করতে থাকি আবার হারিয়ে যাবার জন্য,
অপেক্ষা করতে থাকি সকালের ঘুম ভাঙ্গা চোখ, দুপুরের তপ্ত ঘেমো শরীর নিয়ে,
আমি অপেক্ষা করতে থাকি আবার হারিয়ে যাবার জন্য
সেই অস্তগামী সূর্যের এঁকে দেওয়া রক্তিম ছবির মাঝে,
প্রেয়সীর কামনা দীপ্ত চাহনি, খামচে ধরা পিঠের জ্বলুনি আরও কতকিছু ভুলে।
 
অশান্ত মন
০১/০৮/২০২২



আজকাল হঠাৎ করেই আমি অজানায় হারিয়ে যাই।
হারিয়ে যাই স্থান, কাল, পাত্র সব কিছু ভুলে।
যানজটের মাঝে বসে হারিয়ে যাই,
ভুলে যাই সামনে পিছনে সারি সারি মোটরসাইকেল, কার আর বাসের কথা,
অস্থির হয়ে উঠা যাত্রীদের কোলাহল, অধৈর্য্য চালকের ভেঁপু।
হঠাৎ করেই আমি হারিয়ে যাই,
ভুলে যাই খালাসের অপেক্ষায় থাকা লরি, নির্দেশনার অপেক্ষায় বসে থাকা
ফর্কলিফট আর গুটি কয়েক জনবল।
হারিয়ে যাই এরোপ্লেনের শব্দ, রিগারের বাঁশি,
বসে ঝিমুতে থাকা অল্প বয়সী ওয়ার্কার, কিংবা
ইঞ্জিনিয়ারের হতাশার গল্পের মাঝেও।
মাঝে মাঝে হারিয়ে যাই, ভুলে যাই চলন্ত বাইকের হেন্ডেল,
পাশকাটিয়ে চলে যাওয়া অচেনা অসংখ্য যানবাহন,
সামনে বাঁধা পেয়ে অনর্গল হর্ণ বাজাতে থাকা কার,
পেডেলের জোরে চলতে থাকা রিক্সা, ক্লান্ত ট্রাফিক পুলিশ।
আমি হারিয়ে যাই একেবারেই অচেনা, অজানা কোন এক কালে,
হয়তোবা নিতান্তই কিছু ক্ষণ অথবা কালের গর্ভে হারিয়ে যাওয়া কিছু সময়।
 
হাসতে মানা
১৬/০৮/২০২২




কি আর বলবো হাসির কথা
হাসতে নাকি মানা!
এই খবরে পাতিহাঁস সব
খুশিতে আটখানা।
পাতি হাঁস খেলে নাকি
শুধুই হাসি আসে,
যোয়ান, বুড়ো, শিশু সবাই
হেসে গড়িয়ে পড়ে।
খবর যখন বেরোলো ভাই
হাসতে সবার মানা,
হাসির শব্দে কেঁদে উঠে
রাজ্য নেতার ছানা।
হুরমুরিয়ে বাড়ি ফিরেই
করলো কৃষক কি!
যত ছিলো হাঁসের ছানা
খেদালো দিগ্বিদিক।
বন্ধ হলো মানুষের হাসি
খুশি রাজ্য নেতা,
তাইনা দেখে হেসেই মরে
পাতি হাঁসের ছানা।
 
আরেকটি অলস বিকেলের অপেক্ষায়
০১/০৯/২০২২

একটুখানি অলস বিকেল
আমার অনেক প্রিয়,
তোমার হাতের ফুলের সৌরভ
আরও কিছুটা দিও।
প্রাপ্তির খাতা শুন্যই থাকুক
তাতেই আমি খুশি,
পারি যেন দিতে তোমায়
আনন্দ আর হাসি।
খেলা ঘরের দৌড়ে আমি
শেষেই থাকতে চাই,
বিজয়ী তোমার হাসির মাঝেই
সুখ যে খুঁজে পাই।
আবার একটি অলস বিকেল
আসবে বলো কবে?
তোমার হাতে আমার হাত
গল্প রচে যাবে...
 
শপথ ভাঙ্গিবার কাল
০৭/০৯/২০২২

বড়ই ভাবনার বিষয়
তবে, ভেবে যেন কি হয়!
হৃদয়ে ধুকপুক, রক্তচাপের দীর্ঘশ্বাস,
উথাল পাথাল মস্তিষ্ক,
দোহাই লাগে, আর নয়।

তবু ভাবি, আর
ভেবে হই সার,
নির্ঘুম রাত্রি
কিভাবে করবো পার!

এসো শপথ করি
ভেঙ্গে দিবো ভাবনার দ্বার,
তুমি-আমি হাত ধরি ছাড়ি
এ কাল শপথ ভাঙ্গিবার।

এ কাল শপথ ভাঙ্গিবার
এ কাল, তোমায় আবার
বেঁধে বাহুডোরে
চুম্বন রেখা টানিবার।

ভেবে আর কি হবে বলো!
মস্তিষ্ক অন্তঃসার,
ভালোবাসা যতটুকু আছে
এসো পুজি তারে
দিওনা তারে হারিবার।

এ কাল শপথ ভাঙ্গিবার।
এ কাল তোমার আমার নতুন করে
ভালোবাসার ভ্রূণ তিলতিল করে
সবুজ ফসল, নীল আকাশ,
জল ও জঙ্গল সব কিছু মিলে
আরেকটি প্রদীপ জ্বালিবার।

এ কাল শপথ ভাঙ্গিবার...
 
একটি বৃষ্টিমুখর সন্ধ্যার অপেক্ষায়
১৯/০৯/২০২২




আবার একটি বৃষ্টিমুখর সন্ধ্যা
তোমার চোখে স্বপ্ন আঁকার ক্ষনটা,
উদাস মেঘের গুড়গুড়িয়ে গর্জন
তোমার ঠোঁটের মিষ্টি হাসিই অর্জন,
হিমেল হাওয়ায় কাছে টানার অজুহাত
কেঁপে উঠা থুতনিতে তোমার লজ্জাপ্রপাত,
বেরসিক সেই পাহারাদারের বাঁশির সুর
হঠাৎ করেই ভেঙ্গে দিয়ে যায় ক্ষণিক ভুল,
ঘড়ির কাঁটার অস্থির সে ছুটে চলা
উশখুশিয়ে ঘরে ফেরার বাহানা,
ধক ধক করে ঘন্টা বাজে বুকের ভিতর
প্রেম কাব্য দীর্ঘ হয়না বহু বছর,
আবার একটি বৃষ্টিমুখর সন্ধ্যা কবে
জমা হবে তোমার আমার হাতের মাঝে...
 

Users who are viewing this thread

Back
Top