What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Self-Made কাব্য মাল্য (1 Viewer)

ব্যথা
৩১/০১/২০২২




ইদানীং অল্পতেই বুকে ব্যথা করে
চাপা একটা ব্যথা, শূন্যতার একটা ব্যথা।

ইদানীং প্রতিনিয়ত ব্যথা করে
প্রতি ক্ষনে, প্রতি অনুভবে,
তোমাদের কিছু দিতে না পারার ব্যথা
তোমাদের কাছে টানতে না পারার ব্যথা,
তোমাদের বাঁকা চোখে তাকানোর ব্যথা
তোমাদের তাচ্ছিল্যের হাসির ব্যথা,
স্বার্থ নামক অদৃশ্য বস্তুর ব্যথা
ভালোবাসার মৃত্যু যন্ত্রণার ব্যথা,
হাতটা ধরতে না পারার ব্যথা
কপালে চুমো দিতে না পারার ব্যথা,
তোমাদের চাহিদা পূরণে অক্ষমতার ব্যথা
অনুভূতি দুমড়ে মুচড়ে যাওয়ার ব্যথা।

ইদানীং অল্পতেই বুকে ব্যথা করে
চাপা একটা ব্যথা, শূন্যতার একটা ব্যথা।
 
আমি আরো চাই তোমাকে
৩০/০১/২০২২

আমি আরো চাই আরো চাই তোমাকে
সকালে, দুপুরে, সন্ধ্যা কি রাতে।

আমি আরও চাই আরও চাই তোমাকে
সকালের নাস্তা কি বারান্দার চেয়ারে,
দুপুরের ক্লান্ত চোখের ঘুম ঘোর স্বপনে,
ব্যস্ত কলম চলা ফাইলের কভারে।

আমি আরও চাই আরও চাই তোমাকে
দুপুরের রোদে কি'বা রিকশার আসনে,
বিকেলের ফুটপাতে হেটে চলা পথে
ভিড়ে ঠাসা বাসের ঐ ঝুলে থাকা হাতলে।

আমি আরও চাই আরও চাই তোমাকে
বিকেলের নাস্তা আর ধোঁয়া উঠা চায়ে,
সন্ধ্যার হাওয়া আসা বাতায়ন পাশে
ঝিঝি ডাকা মাঝ রাতে বাহুদ্বয় মাঝে।

আমি আরো চাই আরো চাই তোমাকে
প্রতিটি নিঃশ্বাস আর পলকের মাঝে।
 
কল্পিত ক্ষনকাল
০১/০২/২০২২


থুতনিতে তোমার ঝুলে থাকা চুল
যে চিত্র এঁকেছিল,
সেই চিত্রের মাঝে আমি
হঠাৎ করেই হারিয়ে ফেলি নিজেকে,
হঠাৎ করেই হারিয়ে যাই
সদ্য যৌবনে পদার্পনের অপেক্ষায় থাকা
দুষ্টু মিষ্টি কৈশোর কালে,
প্রেমের চিঠির হাতেখড়ি নেওয়ার অপেক্ষায়
বসে থাকা নিষ্পাপ হাসির আড়ালে।

তোমার ধাক্কাতে চমকিত হয়ে
ফিরে পাই নিজেকে,
ফিরে পাই অস্থির চেতনায়
দিক্বিদিক ছুটে বেড়ানো অচীন মানুষের ভীড়ে।
ফিরে আসি তোমার ঠোঁটের দুই কোনায়
ফুটে উঠা বিস্মিত হাসির মাঝে,
ফিরে আসি এলোচুল দু'হাতে ধরে
খোঁপা বাঁধা গিটের মাঝে।
 
কাকাতুয়া আর লাল ঝুটি
১৭/০২/২০২২




মনেহয় তুমি বুঝি স্কুল ছুটি শেষে
বের হচ্ছো ধীর পায়ে মুখটা নিচু করে,
আমি আছি রাস্তার এপারে দাড়িয়ে
আড় চোখে তোমার ঐ মুখপানে তাকিয়ে।

কি ভেবে হুট করে তাকিয়ে দেখ এপারে
নির্লজ্জের মতো দেখছি শুধু তোমাকে,
তারপর রেগেমেগে মুখ ঝামটি মেরে
কটাক্ষের দৃষ্টিটা ছুড়ে দিলে তির বেগে,
হৃদয়টা যেন তখন পুড়ে গেলো ছ্যাঁত করে
যদি মন গলে তোমার, পিছু নেই সেই ভেবে।

এরমাঝে হঠাৎ কেউ টান দেয় ঘাড় ধরে
চেয়ে দেখি তোমার ভাই তাকিয়ে চোখ লাল করে,
কোন মতে ঝাকি দিয়ে ফসকে নেই দেহটারে
তারপর দৌড় দিয়ে বাঁচি মারের হাত থেকে।
আনন্দে তুমি তখন লাল ঝুটি ঝাঁকিয়ে
দেখছো দৌড় আমার পাজি কাকাতুয়া ভেবে,
ভাবি আমি চাইনা মোর প্রেম চিঠি এ হাতে
পাজির পা ঝাড়া, দস্যি মেয়ে এ যে।

সেই সে কিশোর আমি হয়ে গেছি বৃদ্ধ
তুমি তবে কিশোরী কেমনে, ভেবে হই স্তব্ধ।।
 
জাতিতে মোরা বাঙালি
সাজতে চাই কাঙালি
কিছু হলেই ভাঙ গাড়ি
পকেট মোদের মাল গাড়ি
নিজের বেলায় চুপ শালি
অন্যের বেলায় আইনজারি
সামনে পাইলে ঠেলা মারি
পাশে দেখলে ল্যাঙ মারি
নিজের পাতে বেশি বাড়ি
অন্যের পাতে কাকড় ঢালি
নারীর আসন দখল করি
পরের জমি ভোগ করি
খাবার বেলায় হালাল খুজি
আয়ের বেলায় চোখ বুজি
বাবার থেকে পালিয়ে বাঁচি
বাছার কাছে সময় যাচি
তোমার থেকে একটু শুষি
আমার কাছে নেই যে বেশি
আরো অনেক বলতে পারি
কি লাভ! তাই চুপ থাকি...
 
মৌটুসী
০৮/০৩/২০২২

মৌটুসী মৌটুসী, মধু মাসে ফুল চুষি
ডাকছে তোমায় দেখ এক ঝাঁক মৌমাছি,
চলে এসো চুপিচুপি, নিয়ে যাও মধু রাশি
পাছে আবার ভেবনাক, ধুর ছাই কিযে করি।

মৌটুসী মৌটুসী, ঠোঁটে তোমার মধু মাখি
চিকচিক করে দেখ পরে সূর্যের রাশি,
ফুলগুলো ভুলে গিয়ে সেথা যেয়ে আমি বসি
ভালোবাসা জেন সেটা, নয় কোন কামবায়ী।

মৌটুসী মৌটুসী, বাঁকা ঠোঁটে সদা হাসি
দূর হতে তোমায় দেখে কষ্টেরা পালায় সবই,
আলতা রাঙ্গা পায়ে হেঁটে যাও যখন তুমি
মরুভূমি হাসি দিয়ে হয়ে যায় সবুজ ভূমি।

মৌটুসী মৌটুসী, ডাগর চোখে দেখ চাহি
দূর হতে ইথারে কেমন তোমার ছবি আঁকি,
তুলিতে নয়, কাগজেও নয়, নয় কোন রাঙ্গা কালি
দূরে থাকি তবু জেন, বন্ধু তোমার আমি।
 
মিতু ময়না
০৮/০৩/২০২২

মিতু ময়না সোনার গয়না
দাঁতগুলো যেন হীরক দানা,
হাসি দেখলে বুকের ভিতর
শুরু হয়ে যায় চিনচিনে ব্যাথা।

মিতু ময়না, শুনে যাওনা
বাঁকা চোখে আর চেওনা,
পাশে বসে হাতটা ধরে
বুকের ব্যাথা কমিয়ে দাওনা।

মিতু ময়না, চলে যেওনা
ভর দুপুরে আঁধার ডেকোনা,
হৃদয়টা মোর শুন্য করে
হাহাকারে ভরিয়ে দিওনা।

মিতু ময়না, আমায় চাওনা!
দূরে কেন তবে! পাশে বসোনা,
ভালোবাসার পরশ দিয়ে
জীবনটা মোর ভরিয়ে দাওনা।
 
অনুশোচনা
২৩/০৩/২০২২



বিকেলের ঝিমিয়ে পরা সূর্যটা আজ
বিজয়ের হাসি হাসতে হাসতে হারিয়ে যাচ্ছে
কালের গহীন অন্তরালে,
রেখে যাচ্ছে ছাপ হৃদয়হীন মানুষের
প্রতিটি রোমকুপের গোড়ায় -
নেতিয়ে পরা শীশ্নের অতলে।

বহু কষ্টে টিকে থাকা বৃক্ষগুলোও কি
আজ আমাদের অসহায়ত্ব দেখে
মৃদু মুচকি হাসছেনা!
নির্দয় ভাবে উপড়ে ফেলা পূর্বপুরুষের
প্রতিটি শেকড়ের প্রতিশোধের সাক্ষী হয়ে
গর্ব বোধ করছেনা!!

আমি অসহায় ভাবে তাকিয়ে দেখতে থাকি
কালের অতলে হারিয়ে যেতে থাকা
বিজয়ী সূর্যটাকে,
ক্ষমা চাওয়ার অযোগ্যতায় নিজেকে নিমজ্জিত করে
প্রকৃতির অভিযোগের বিচারের প্রতিক্ষায়
বসে থাকি মস্তক হারানোর ভয়ে।
 
আজ বৃষ্টির কান্না দেখে
30/03/2022



আজ বৃষ্টির কান্না দেখে
মিইয়ে পরেছে মাধবি লতা,
কাঁদতে কাঁদতে ঝরে পরেছে
গোলাপ ফুলের সবগুলো পাতা।

আজ বৃষ্টির কান্না দেখে
বিরহে ধসেছে পাহাড়ের কিনারা,
ভালোবাসার বাঁধন ভুলে
মাটিতে লুটেছে বাবুই বাসা।

আজ বৃষ্টির কান্না দেখে
আগুন জ্বলছে আকাশের বুকে,
ঝড়ো হাওয়া বইছে
প্রকৃতির সারা অঙ্গে।

আজ বৃষ্টির কান্না দেখে
পারিনি ধরে রাখতে হৃদয়টারে,
মুহুর্মুহু খুঁজে ফিরি
তোমার মিষ্টি হাসিটারে।
 

Users who are viewing this thread

Back
Top