What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Self-Made কাব্য মাল্য (1 Viewer)

অনুভুতি

আমি সেদিন অবাক হইনি
যেদিন আমি অঝরে কেঁদেছি,
আমি সেদিন অবাক হইনি
যেদিন একটি ছবি দেখে পুলকিত হয়েছি।

আমি কখন অবাক হইনি
সকলে আমার ঘুমকে
কুম্ভ কর্ণের ঘুম বলত।

আমি অবাক হয়েছি
একজনের অনুপস্থিতি আমার ঘুম ভাঙ্গিয়ে দিতো,
আমি অবাক হয়েছি
কাছে যেতে চেয়েও ঘুমকে নিষ্কৃত করতে পারিনি।

আমি আর অবাক হই না
এখন আমার সত্ত্বাকে খুঁজে ফিরি।
 
Last edited:
আমার একটু নিঃশ্বার্থ ঘুম দরকার..

আমার একটু নিঃশ্বার্থ ঘুম দরকার,
যেখানে স্বপ্নেরা হানা দিয়ে বলবেনা-
কাছে এসো প্রিয়.

আমি একাকি ঘুমের রাজ্যে ঘুরে বেড়াবো,
মুক্ত হাতে বাতাসের পরশ মেখে.

তখন আর তুমি বলতে পারবেনা-
কোন এক বোকা যুবক নির্ঘুম বসে আছে নিরালায়,
তোমার ঠোঁটের কোনা থেকে মিলিয়ে যাবে-
তৃপ্তিময় মুচকি হাসি.

আমার একটু নিঃশ্বার্থ ঘুম দরকার,
যে ঘুমের সঙ্গি হবে-
অগনীত অ-শরীরি আত্মা,
নিয়ে যাবে আমায় অসীম দুরত্বে.

যেখানে কেউ আমায় খুজবেনা,
বাধতে পারবেনা বিনি সুতোর বেড়িতে
বসে থাকবেনা কেউ দুঃখের ডালা সাজিয়ে.

আমার একটু নিঃশ্বার্থ ঘুম দরকার,
যে ঘুমে থাকবে শুধু আধারের বিলাসিতা-
আর মুক্তির উল্লাস!

তোমরা তাকে চিরনিদ্রা বলনা,
ফেলোনা যেন এক ফোঁটাও চোখের জল.
জানো না কি তার কত মূল্য?
পুরো হৃদয় নিংড়ানো ভালোবাসার বিনিময়ে-
তবেইনা চোখের জল কেনা যায়.
 
Last edited:
শেষ প্রহর
03/10/2017 (প্রথম প্রহর)

আমার একটা স্বপ্নের মৃত্যু হলো,
ভেবেছিলাম তুমি আসবে-
কিন্তু তুমি দেখতে এলেনা.

ভালোবাসা যখন মৃত্যু শয্যায়,
তখন আসবে বলেছিলে-
কিন্তু কথা রাখোনি.

আজ অনুভূতিগুলিও কেমন জানি-
অসুস্থ হয়ে পড়ছে,
জানি তুমি এখনো আসবেনা.

হয়তো আসবে ঠিকই,
যখন আমার নিথর দেহ-
পড়ে থাকবে আঙ্গিনার একধারে.

জানো, তখন আমার-
একটুও কষ্ট হবেনা,
ব্যথায় ভাসবেনা হৃদয়.

মন ভাসবে আনন্দ স্রোতে-
তবু তো তুমি এলে,
শেষ দেখাটা দেখে গেলে.
 
Last edited:
অবহেলা

03/10/2017 (প্রথম প্রহর)

মনে পড়ে তোমার?
সেই সদ্য যৌবনে পা দেওয়া-
আমার অনুভূতির কথা.

কৈশোরের ঘ্রাণ-
তখনও মুছে যায়নি
তার দেহ থেকে.

মাতাল বেশে বারে বারে-
ছুটে যেতো তোমার কাছে
আর তুমি!!!

মনে কি পড়ে তোমার?
শুধু একটু পরশের আশায়-
বিচরণ করত তোমার চারি পার্শ্বে.

ছোট্ট একটি চুম্বন-
লেপে দিবে বলে
তোমার ললাটে.

বিনিময়ে তোমার লাজুক চাহনি!
আর সুমিষ্ট হাসি-
ছিলো শুধু প্রত্যাশা.

তুমি সাড়া দাওনি,
বিনিময়ে পেয়েছে-
শুধুই তীর্যক ভর্ত্সনা.

তোমাকে আলিঙ্গন করতে চেয়েছিল-
কখনো বাঁধতে চায়নি,
তবু তুমি শৃঙ্খল ভেবে চূর্ণ করেছ.

আজ আমার অনুভূতি-
নিথর হয়ে পড়ে আছে,
তোমার পদতলে.
 
Last edited:
একাকিত্ব
20/10/2017 (রাত্রি 11:20)

একাকিত্ব আমাকে ভালোবাসতে শিখিয়েছে,
শিখিয়েছে কিভাবে অনুভূতিগুলো লুকিয়ে ফেলতে হয়.

আমি এখন আর অনুভূতি আকড়ে ধরে বাচতে চাইনা,
উন্মাদের মতো খুজে ফিরিনা অদৃশ্য হৃদয়.

আমি শুধু আমাকে হারিয়ে ফেলতে চাই-
দূর কোন নির্জন মরু প্রান্তরে.
যেখানে সভ্যতারা আমাকে ছিনিয়ে আনতে গেলে-
লাশ হয়ে ফিরে আসবে.

আমি একটু আমার সত্বাকে ভূলে থাকতে চাই,
যে সত্বা জুড়ে আছে শুধু তোমার নির্জাস
আর আমার আমিতে লুকিয়ে আছে প্রাণহীন একটি কঙ্কাল,
যার মাঝে শুধু বিভীষিকা ছাড়া আর কিছুই অবশিষ্ট নাই.

আমি একটু নিশ্চিন্ত বিশ্রাম চাই-
অনুভূতিহীন নিগাড় বিশ্রাম,
থাকবেনা কারো হাতছানির উৎকন্ঠা-
বদ্ধ হৃদয়ের হাহাকার.

আমি একটু একা থাকতে চাই,
যে একাকিত্ব আমাকে উদার - উন্মাদ করে দেয়.
 
Last edited:
আমার জন্য নয়
29/10/2017 (সন্ধ্যা 7:15)

আজ আমার বেচেঁ থাকা শুধু জীবনের জন্য-
আমার জন্য নয়,
আজ আমার পথচলা শুধু পথের জন্য-
আমার জন্য নয়,
আজ আমার চেয়ে থাকা শুধু প্রকৃতির জন্য-
আমার জন্য নয়.

আমি আজ বেচেঁ আছি-
তোমাদের কাদতেঁ দেবনা বলে,
আমি আজ বেচেঁ আছি-
তোমাদের বাঁচাবার তরে.

আমি আজ পথ চলি-
তোমাদের পথ দেখাবো বলে,
আমি আজ পথ চলি-
তোমাদের এগিয়ে নেবার তরে.

আমি আজ চেয়ে থাকি -
তোমাদের ভুবন দেখাবো বলে,
আমি আজ চেয়ে থাকি -
তোমাদের সুন্দর ভবিষ্যতের তরে.
 
Last edited:
জীবন যুদ্ধ
10/10/2017 (সন্ধ্যা 7:20)

তুমি আজ কষ্ট পেয়োনা-
দুঃখে যেন না ভাসে তোমার আঁখি,
জীবন যুদ্ধে বাজবে দামামা-
জেনে রেখো এটাই নিয়তি .

আমি জীবন যুদ্ধের সৈনিক
হাতে আমার কর্ম নামক হাতিয়ার,
সন্তর্পনে ছক কষে চলি
ভাংতে হবে প্রাতিষ্ঠানিক দূর্গ দেয়াল.

তুমি আমায় ভুল বুঝনা -
ভুলে যেন না ভাঙ্গে তোমার হৃদয়,
ছুটছি আমি রনাঙ্গণে
ভালোবাসার মালা পড়াব বলে তোমায়.

পিছু নিয়েছে দুষ্কর্মের হিংস্র দানব,
ছুটিয়ে চলেছি মেধার তেজি ঘোড়া,
পিছু তাকে হটাবই আমি-
শানিয়ে মেধার তীর্যক ফলা.

তুমি আমার হাতটি ছেড়োনা
ভুলেও যেন হয়োনা তুমি একেলা,
আমার হৃদয়ের শেষ বিন্দু দিয়ে হলেও
ভেজাবো তোমার তৃষ্ণার্ত গলা.
 
Last edited:
অন্বেষন

ঘুম কাতুরে চোখে আমার
ঘুমের দেখা নাই,
প্রেম বিলাসি মনে আমি
তোমায় খুজে বেড়ায়.

পথহারা এই বাকে আমার-
রৌদ্রতপ্ত গায়,
বটের ছায়া কোথায় পাবো
কাহারে সুধাই!

আমি পথ হারিয়ে ছুটছি পথে
বুভুক্ষ মোর হৃদয়,
তুমি হারালে কেন দুর নগরে
আমার বেচেঁ থাকা যে দায়...

আমি আকাশ পানে মেঘের মাঝে,
তোমায় দেখতে পাই,
বর্ষন ধারার শীতল পরশ
তৃষ্ণা মিটিয়ে যায়.

আমি বনলতার পুষ্প মাঝে-
তোমার সুবাস পাই,
তুমি বোঝনা কেন এই হৃদয়ে-
তুমি বিনা কিছু নাই.
 
Last edited:
হারানো কৈশোর
05/11/2017 (সন্ধ্যা 7:05)

আজ ঝিঝি পোকার ডাকে নির্ঘুম রাতে
মন হারিয়ে যায় কৈশোরের বাকে.

গোল্লাছুট আর বুড়ির চি খেলা
ছেলে মেয়ে সবে মিলে কতো মজা করা,
আজ খেলেনা গোল্লাছুট বা বুড়ির-চি কেউ
শুধু ছুটেই চলছে কিশোর ঠিকানা উধাও.

কানামাছি ভোঁ ভোঁ, বলো কোথায় খুজে পাবো!
চুরি করে আম পেড়ে বলো কি আর খেতে পাবো?
আজ নেই কানামাছি খেলা-
তবু অন্ধেরই মতো সবার বিবেকটা ঢাকা.

পাইনা খুজে আর ডুগডুগি ওয়ালা-
আট আনার বাতাসা আর হাওয়ায় মিঠা,
আজ জীবনটাকেই ডুগডুগি বানিয়েছে সমাজ
কৈশোরের গায়ে বহে যৌবনের বাতাস.

কটকটির লোভে শুধু লোহা জমা করা
টিফিনের ফাকে সবে চটপটি খাওয়া,
আজ কটকটি পায়না বলো কিনবে কিভাবে
বাবার পকেট কেটে নেশার পিছু ছোটে.

নাই কোন খেলার মাঠ, নাই কিশোর মন
প্রযুক্তি তোমায় নিয়ে কি করি এখন!!
দাও ফিরিয়ে দাও বাংলার মাঠ,
ঘুড়ি ওড়ানোর সাথে কোকিলের ডাক.
 
Last edited:
ক্ষমা করো আমায়...
17/12/2017 (সন্ধ্যা 7:05)

ক্ষমা করো আমায়...
যদি কখনো হঠাৎ করেই -
হারিয়ে যাই অসীম নীলিমায়,
তবে তখন যেন রেখোনা কোন দাবি.
হয়তো পারিনি তোমার প্রত্যাশার ডালা পূর্ণ করতে,
শুধুই অপূর্ণতার মালা গেথে পড়িয়েছি তোমায়.

তোমার মলিন মুখের শুষ্ক হাসিতে যখন -
আমার ব্যর্থতার ছবি উজ্জ্বল আভা ছড়ায়...
তখন নিজেকে ভীষন অসহায় লাগে.
জীবনে অর্জিত অসংখ্য ব্যর্থতার ট্রফির বিপরীতে-
যদি একটিও সফলতার মেডেল অর্জন করতে পারতাম?
তবে হয়তো তোমার মুখের হাসিটা-
নক্ষত্রের মতো জলজল করতো.

কিন্তু কি করবো বলো?
আমি যে পারিনা অন্যের পকেট হাতড়ে -
নিজের সুখের চাবি খুজে বেড়াতে.
পারিনা কারো বিরহে কাতর চোখের তারায় -
প্রিয়জনের হাস্যজ্জ্বল প্রতিচ্ছবি দেখতে.

অথচ দেখো!!
আমার শুষ্ক চোখের তারাতে-
কত শত লোক তাদের উজ্জ্বল ভবিষ্যতের প্রতিচ্ছবি দেখে,
আমারই পকেট থেকে টেনেহিঁচড়ে বের করে নেয়-
প্রিয়জনের হাসিমুখের ছবি.
আর আমি শুন্য হাতে নতমুখে-
তোমার জন্য নিয়ে আসি একরাশ শুন্য দৃষ্টি.

বিয়ে বার্ষিকীতে তুমি হয়তো
একটি নতুন শাড়ির স্বপ্ন দেখেছিলে.
ভেবেছিলে হয়তো,
রাতের খাবারটা মাঝারি মানের কোন হোটেলে-
দুজনে একত্রে একটি প্লেটে ভাগাভাগি করে খাবো.
তোমার নুন্যতম সে আশাটুকুও আমি-
পুরন করতে পারিনি.

অথচ দেখো!!
আমার চারপাশের কত শত মানুষের হাতে-
নিজ হাতেই তুলে দিচ্ছি প্রিয়জনের বিশেষ দিনের উপহার.
আর আমি গভীর রাতে জীর্ণ হৃদয়ে তোমার সামনে হাজির হই-
এক তোড়া শুষ্ক হাসি নিয়ে.

তারপরও তুমি আমায় ভর্ত্সনা করনি,
জীবন সায়াহ্নে অভিযোগের ফুলঝুড়ি নিক্ষেপ করে বলনি-
কি দিয়েছ সারাজীবন আমায়?
তবু আমার ব্যথিত হৃদয় চিতকার করে বলে উঠে,
কি দিয়েছি তোমায়!!-
তাই নির্ঘুম রাতের আধারে দীর্ঘশ্বাসের সাথে
অজান্তেই একটি শব্দ বেরিয়ে আসে,
ক্ষমা করো আমায়...
 
Last edited:

Users who are viewing this thread

Back
Top