What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Self-Made কাব্য মাল্য (2 Viewers)

চেতনা
(১০/০২/২০১৭)

আমি বিশ্বাস করতে ভালোবাসি
আমি ভালোবাসতে ভালোবাসি

আমি বিশ্বাস করি শত্রুকে
আমি বিশ্বাস করি বন্ধুকে
আমি বিশ্বাস করি ছলনাকে
আমি বিশ্বাস করি সরলতাকে।

আমি ভালোবাসি কৃষ্ণ অবহেলিত নারীকে
আমি ভালোবাসি সুন্দরী লাস্যময়ীকে
আমি ভালোবাসি ছলনার বেড়াজাল
আমি ভালোবাসি নিঃস্বার্থ ভালোবাসার আহ্বান।

বিশ্বাস করে অনেক ঠকেছি
বিশ্বাস করে বহুবার কেঁদেছি
ক্লান্ত আমি আনন্দে নেচেছি
হ্যা, আমি এখনো মানুষ আছি।

ভালোবেসে আমি পেয়েছি বঞ্চনা
ভালোবেসে আমি পেয়েছি ছলনা
আহত হৃদয় হয়েছে আন্দোলিত
আমার হৃদয় আজো জাগ্রত ।

হিন্দি সিনেমার সংলাপ যখন বুঝিনা
বন্ধুদের বিস্ময়, তুই হিন্দি বুঝিসনা?
আমি স্ব-গৌরবে চিৎকার করেছি
আমি আজো বাঙ্গালিই আছি।

নয় কোন ক্রোধ ঘৃণা লালসা
আজো জাগ্রত আমার চেতনা।
 
Last edited:
'জীবনের গান'
২৩/১২/২০১৬

হঠাত সে নয়তো দেখা
চুপিসারে ভালোবাসা
প্রণয়ের ই মাঝে যেন
বিজয়ের ই গান।

খুটিনাটি খুনসুটি
মাঝে মাঝে দুরলিপি
তারি মাঝে বয়ে যায়
ভালোবাসার বান।

সময় তো বয়ে যায়
ঝোড় বেগে বুঝিনাই
ক্ষনকাল আগে যেন
প্রথম আলাপন।

দুজনার দুটি মন
মিলে মিশে প্রতিক্ষণ
অভিমানে, অভিসারে
গেয়ে যায় জীবনের গান।
 
Last edited:
তোমার আজ মন ভালো নেই
(08/12/2016)

তোমার আজ মন ভালো নেই!
পাখি তাই নিরব বসে গাছের শাখায়-
ফুলেরা ঘ্রাণ হারায়ে মাটিতে লুটায়.

তোমার আজ মন ভালো নেই!
চাঁদটা তাই ঢেকে আছে মেঘের ডানায়-
ধরণি ফুপিয়ে কাঁদে আঁধার ভেলায়.

তোমার আজ মন ভালো নেই!
পাহাড় তাই কেঁদে চলে অধর ধারায়,
নদীরা বিলাপ করে ডাঙ্গায় ডাঙ্গায়.

তোমার আজ মন ভালো নেই!
বৃক্ষ রাজ শুকিয়ে গেছে মরুর হাওয়ায়,
শাখাগুলি লুটিয়ে পড়ে ভুমির তলায়.
 
Last edited:
তোমার তরে (১২/০৯/২০১৬)

কষ্টগুলো পাহাড় সমান
ভালোবাসা পড়েছে চাপা
তোমার আমার বন্ধন তবু
কৃষ্ণচূড়ার রক্তিম তারা

চারিদিকে সাগরের নোনা জল
তেষ্টায় ফাটে বুক
না পারি করিতে পান, তবু
দিয়েছো বাড়িয়ে তপ্ত সুখ

আঁধারের মাঝে হাতড়ে খুজি
আলোর ক্ষীণ আশা
বাড়িয়ে দিয়েছ সমুখে একটি
দীর্ঘ কৃষ্ণ যবনিকা

হেরেছি কতবার, জিতেছি কতটা
হিসেব করিনি কখনো
সুধায়েছ শুধু, দিলে কতটুকু
হায় অভাগা আমি, কি তারে বলিব

ভুলে গেছি আমি পথ কত খানি
ভুলিনি তব সীমানা
যত যায় ডুবে, তবু উঠি ভেসে
তুমি যে আমার ঠিকানা
 
Last edited:
ভালোবাসি আঁধার

দুঃখ আমার রাতের তারা
প্রদীপ বুকের জ্বালা,
মেঘকে তাই ডেকেছি বহু-
যাসনে একটু দাঁড়া।

তুই দাঁড়ালে দুঃখ আমার
আড়াল থেকে যায়,
দমকা হাওয়ায় নিভু নিভু
বুকের জ্বালা ভাই।

সূর্য আমার ভর্তসনা আর-
নিন্দা চাঁদের আলো,
আঁধার বলে তোমায় আমি
বেসেছি যে ভালো।

চাইনা তারা চন্দ্র প্রদীপ-
আলোকদীপ্ত মন,
আঁধার আমার ভালো লাগে তাই
ভালোবেসে তারে করেছি চুম্বন।।
 
Last edited:
শুন্য


শুন্য আমি শুন্য তুমি
শুন্যের মাঝে পরিচয়

সব থাকিতেও তোমার আমার
শুন্যতেই বসবাস।

শুন্য হাতড়ে শুন্য তুলি
শুন্য দিয়ে সপ্ন গড়ি

তোমার আমার মাঝে আজও
সেই শুন্যের হাহাকার।

শুন্য থেকেই সফলতা
আজ ব্যর্থ শুন্য আমি

শুন্যের বলয় আকড়ে ধরে
শুন্যকে খুজে ফিরি।
 
Last edited:
সুরা

আজি সুরা পান করি আমি
চেতনা বিলোপে, তবু
চেতনারা রাত জেগে
আমারে সুধিলে, কেন
প্রেয়সির হাত ধরি
ফাগুনের আগুন মাখি
ভালোবাসার নাওয়ে তব
ভেসেছিলে নদে, আজি
সুরা পান করি আমি
নিজেরে ভুলিতে।
 
Last edited:
উপলব্ধি
31/08/2017 (প্রথম প্রহর)

তারাদের মাঝে আমি
খুজে ফিরি যারে,
হৃদয়ের মাঝারে কেন
রাখিব তাহারে!

হৃদয়ের কোন কোনে
যদিবা সে বসত গড়ে,
থাকনা আড়ালে কেন -
খুজে ফিরি তারে?

সেতো আজ মরিচিকা
ক্ষয় করে জীবন চাকা,
কেন পারিনা বলো তারে-
ঝেড়ে ফেলে বাচিবারে.

আমি নষ্ট পথিক
ধ্বংসি সবুজের গালিচা,
ক্ষমা নয় করো ঘৃণা-
ভেংগে দিয়ে সুরবীনা
আমার আধারের মাঝে যেন
জালিওনা আলো.

আমি ধ্বংসের বীজ বুনি-
সেথা কিছুই নেই ভালো.
 
Last edited:
নন্দিত বিনাশ
10/09/2017 (রাত্রি 9:00)

ঝর্না ঝরছে অঝোর ধারায়
ঝরছে পাহাড়ের কষ্ট
তুমি আমি আজ করিয়াছি স্নান
হয়েছি কান্নার জলে সিক্ত

বুঝিনি তাহার চাপা কষ্ট
বুঝিনি আর্তনাদ
নৃত্য করিয়াছি হৃদয়ে তাহার
ক্ষরিত রক্ত প্লাবন

বৃক্ষকেশী পাহাড়ের চুড়ায়
খুজিয়াছিনু স্নিগ্ধ বায়ু
পাইনি শুনিতে দীর্ঘশ্বাসে
কতযে বেদনার সুর

তুমি আমি আজি গাহিয়াছি গান
বাধিয়াছি নতুন সুর
ভাঙ্গিয়াছি ঘর, বুঝিনি তাহার
সাথী হারাবার দুখ

আজো আছি সুখে আমরা দুজনে
নন্দিত ধরনী তটে
একাকী পাহাড় কেদে চলে শুধু
পারিনি সাথী তার ফেরাতে
 
Last edited:
ভালো তোমার আমার

ভালোলাগা, ভালোবাসা
ভালো কিছু স্বপ্ন দেখা

ভালো সময় আর তোমায়
সঙ্গে নিয়ে পথচলা

ভালো স্মৃতি, ভালো আশা
দুজনার গড়া ছোট্ট বাসা

ভালো তোমার, ভালো আমার
রবেনা আর কোন দুরাশা
 
Last edited:

Users who are viewing this thread

Back
Top