What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Self-Made কাব্য মাল্য (3 Viewers)

তোমার মাঝে
০৫/০৬/২০১৭ সন্ধ্যা ৭ঃ৪০

আমি একটু তোমার সাথে কথা বলতে চাই,
তোমার ঐ ঠোটের পাতায় ভালোবাসার
পরশ বোলাতে চাই.

আমি একটু তোমার চোখে চোখ রাখতে চাই,
তোমার ঐ চোখের তারায় জীবন তরীর
গল্প সাজাতে চাই.

আমি একটু তোমার হাতে হাত রাখতে চাই,
তোমার ঐ হাতের রেখায় সুখের ভেলা
ভাসিয়ে দিতে চাই.

আমি একটু তোমার বুকে মাথা রাখতে চাই,
তোমার ঐ হৃদয় মাঝে স্বপ্ন-সুখের
বীজ বুনতে চাই.

আমি একটু তোমার পায়ে পা মেলাতে চাই
তোমার ঐ পথের বাঁকে জীবন মশাল
জ্বালিয়ে রাখতে চাই

আমি একটু তোমার আকাশে হারিয়ে যেতে চাই
তোমার ঐ কৃষ্ণপক্ষের তারার আলোয়
জগত দেখতে চাই
 
Last edited:
বিবেক দংশন
01/06/2017 (রাত্রি 10:34)

মজার জীবন মজার কথন
মজায় মজায় বস্ত্র হনন
ভেবেছ কি সেই মজার মাঝে
করেছ তুমি বিবেক হরন

দিয়ে মানবতার মুখে চুনকালি
কামিয়েছ বাহবা কতইনা জানি
তোমার বোনের আর্তচিৎকারে
পারবে কি থাকতে নিশ্চুপ তুমি?

করে আহাজারি অর্ধ জাতি
বাকি অর্ধেক নিশ্চুপ রাতি
আলোর মশাল নিভে যাবে কি আজ
হায়েনার থাবা, বলো পুরুষ তুমি!!

ভেবে দেখ মন আছে কতক্ষণ
জীবন প্রদীপ হারাবে যখন
কি দিবে জবাব ঈশ্বর তরে
শ্রেষ্ঠ জীব, তুমি মানব জনম
 
Last edited:
ভাবছি বসে একা
১৬/০৫/২০১৭ (রাত্রি ১১ঃ৫৬)

ভাবছি বসে একা
পারবে কি ফিরিয়ে দিতে যা ছিলো মোর স্বপ্নে দেখা
নাকি ছিলো সবই ভূল, আমার দুঃস্বপনের যাত্রা
ভাবছি বসে একা...

বন্ধু হয়ে রবে পাশে নয় কোন শর্তের জালে বাঁধা বাসা
থাকবে শুধু অনন্ত নিঃশর্ত ভালোবাসা
ভাবছি বসে একা

হয়তোবা ভূল ছিলো তোমায় অন্যভাবে চাওয়া
শুধু চোখে চোখে কথা নয়, আরো বেশি কিছু পাওয়া
ভাবছি বসে একা

শুধু তোমার চোখেই আমি দেখতে চেয়েছিলাম পৃথিবী
সবই ছিলো আমার ভূল আর মিথ্যে অনুভবের ছায়া
আজো বয়ে বেড়াচ্ছি সেই মিথ্যে প্রেমের ধাধা
ভাবছি বসে একা

শুধু তোমার দুটি হাত ধরে চেয়েছিলাম পাড়ি দিতে জীবনের অনন্ত পথ
থাকুক যত কঙ্কর তবু থামবেনা পথ চলা
ভাবছি বসে একা

আজ তুমি পাশে আছো ঠিকই শুধু স্বপ্নেরা ধুসর
ভালোবাসা হারিয়েছে রঙ, যেনো একটি ছায়া
ভাঙ্গা হৃদয় থমকে পড়েছে হারিয়ে সকল মায়া
ভাবছি বসে একা
 
Last edited:
হৃদয় ভাঙ্গা গান
১৪/০৫/২০১৭ (রাত্রি ১১ঃ৩০)

ভাবিছে আকাশ ভাবিছে বাতাস
ভাবিছে চাঁদ তারা সুর্য,
তুমি আসিবে ভালোবাসিবে
করিবে হৃদয় মোর সিক্ত.

বাড়াবে দুহাত দেখিবে প্রভাত
রাখিবে নজর মোর নয়নে,
জানিনা সেদিন আসিবে কি কভু
তোমার পরশ মোর শয়নে.

জালায়ে প্রদীপ নিঝুম কোন দ্বীপ
বাধিছে কুঠির অতি গোপনে,
রাত্রি আঁধার করিয়া মুখ ভার
অপেক্ষার প্রহর কাটে যাতনে.

শুরু হলো ঝড় ভেঙ্গে গেলো ঘর
কাঁদিছে ভূবন আজ গোপনে,
আসিলেনা তুমি দিয়ে মোরে ফাঁকি
ভাঙ্গিলে হৃদয় অতি যতনে...
 
Last edited:
ভাবিছ কি মোরে??
08/05/2017 (রাত্রি 11:30)

নিচ পানে চেয়ে ভাবিছ কি মোরে
ভাবিছ কি সেই বিনিদ্র রজনী
কাটিয়ে দিতাম দুজন হাতে হাত রেখে

ভাবিছ কি মোরে শুধু অকারণে
তুমি আমি এক সাঝে
মেঠোপথ পাড়ি দিয়ে নদীর পাড়ে

ভাবিছ কি মোরে তুমি আনমনে
জানালায় চেয়ে থাকা অপলক দুটি চোখ
দেখিতে মুখটি তোমার শুধু চেয়ে থাকে

ভাবিছ কি মোরে বিষন্ন বদনে
হারানো দিনের স্মৃতির পাতায়
যদি দেখা হয় চলতি পথে...
 
Last edited:
আড়ালে থেকেও তুমি আছো মোর পাশে
ভালোবাসা ছবি আঁকে হৃদয়ের মাঝে

দূর থেকে শুনি আজো তোমার মুখের হাসি
হৃদয়ের নাওয়ে তুমি, আমি হলাম মাঝি

দোলে মন দোলে প্রেম দোলে মোর সখী
আকাশের তারা বলে, আজ হবে মিতালী

দক্ষিণা বাতাস এসে বলে যায় কানে
তোমার আমার হৃদ্যতা রয়ে যাবে গানে

সুরতরি থেমে যাবে নির্জন ঘাটে
তুমি আমি হারাবো প্রকৃতির মাঝে

রবেনা দেয়াল কোন হারাবার ডর
কাটাবো দুজন মিলে সুখের প্রহর
 
অকারণ বিচরণ

নিশাচর মন আমার শোনেনা বারন
রাত কেটে ভোর হয় শুধু অকারণ

চেয়ে থাকি আধারে মন ছোটে পাহাড়ে
আকাবাকা মেঠোপথে শালিখের গান
রাত জাগা মন আমার শোনেনা বারন
স্মৃতিগুলো ছবি আকে শুধু অকারণ

ঢেউ খেলে যায় বুকে জল হারা নদী
করুণ সুরে বাজে বীণা মোর সাথী
ঘুম হারা মন আমার শোনেনা বারন
দু ফোটা চোখের জল ঝরে অকারণ

মাঝি হারা নাও ছোটে জীবনের নদে
পাল ছিড়ে পড়ে রয় অতীতের ঘাটে
সুখ হারা মন আমার শোনেনা বারন
চাদেঁর আলো ঢেকে যায় মেঘে অকারণ
 
Last edited:
তোমার মাঝে আমি
(০২/০৪/২০১৭)

তুমি আমার জগত প্রদীপ
তুমি আশার আলো
তোমার মাঝে খুজে পেয়েছি
আমার যত ভালো

তুমি আমার স্বপ্ন ডানা
বিশাল আকাশ, সুরের ভেলা
তোমার মাঝেই হারিয়ে যাবো
শ্রাবণে হবো সিক্ত

ভেবেছ কি তুমি জ্বালাবে আমায়?
জ্বলবো আমি তোমার শিখায়
নেই কোন তুফান আনবে আঁধার
নিভিয়ে তোমার সূর্য

তোমার মাঝে আমার আমি
হাজার শতক পুণ্যভূমি
গড়েছি এ ঘর দীর্ঘ প্রহর
কাটাবো আঁখি বিনিদ্র
 
Last edited:
ভালোবাসার অমর কাব্য

একটি কবিতা লিখেছি দেখেছ?
দেখেছোকি কবিতার বুক চিড়ে
ঝড়ে পড়া রক্ত ধারা

দেখনি, সেটা দেখার মত
দৃষ্টি শক্তি তোমার
এখন আর অবশিষ্ট নেই

তোমার দুচোখে এখন
শুধু বিত্ত আর
লালসার দাবানল

যদি কখনো সে দাবানল
তোমার সংসার পুড়িয়ে
ছাই করে দিতে চায়

আমাকে ডেকো
আমি দু চোখের ঝরনা ধারায়
নিভিয়ে শীতল করে দিব

বিনিময়ে নাহয়
ভালবেসে আমায় কিছু
ভর্ত্সনা উপহার দিও

আমি আজীবন তা
বুকে জড়িয়ে লিখবো
ভালোবাসার অমর কাব্য
 
Last edited:
ছন্দের খোঁজে

কবিতার ছন্দ খুজে ফিরি আজ
তোমার শরীরের প্রতিটি ভাঁজে
তীব্র ঝাঝালো গন্ধে
মিশে আছে কামুক মাদকতা

আমার হারিয়ে যাওয়া সত্বা
ফিরে পেলাম তোমার বাহুডোরে
যেখানে নাক ডুবিয়ে নিতে পারি
অনন্ত স্নিগ্ধতা

সুপ্ত বাসনার মাঝে
তপ্ত কোমল শিহরণ
আর আমার শ্রান্ত হৃদয়ে
তৃপ্তির সু বাতাস

হারিয়ে যাবার কোন ভয় নেই
আছে ফিরে পাবার উল্লাস
তোমার তীব্র চাহনিতে
মিলিয়ে গেছে আমার দীর্ঘশ্বাস
 
Last edited:

Users who are viewing this thread

Back
Top