What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

প্রশ্নোত্তরে ইসলাম (3 Viewers)

এই বিষয়ে আমার ভুল ধারণা ছিল। আপনাকে ধন্যবাদ।

থ্রেডটি পড়ার জন্য আপনাকেও অনেক অনেক ধন্যবাদ, মামা।
 
QA-011

প্রশ্ন : সর্বনিম্ন কতজন মুছল্লী হলে জুম‘আ কায়েম করা যায়?

উত্তর: সর্বনিম্ন দু’জন অর্থাৎ ইমামের সাথে মাত্র একজন মুছল্লী থাকলে জুম‘আর ছালাত কায়েম করা যাবে (মির‘আত ৪/৪৪৯-৫০)।কারণ জুম‘আর ছালাত অন্যান্য ফরয ছালাতের ন্যায় একটি ফরয ছালাত। আর ইমামের সাথে সর্বনিম্ন একজন থাকলেই জামা‘আতের ছওয়াব অর্জিত হয়। মূলত: সংখ্যা নির্ধারণ করার ক্ষেত্রে কোন দলীল নেই। অতএব যদি দু’জন থাকেন, তাহ’লে একজন খুৎবা দিবেন আর অন্যজন হবেন শ্রোতা। অত:পর দু’জনে জামা‘আত কায়েম করবেন। কা‘ব ইবনু মালেক বলেন, সর্বপ্রথম যিনি আমাদের নিয়ে জুম‘আর ছালাত আদায় করেন তিনি হ’লেন আস‘আদ বিন যুরারাহ্ ...। জিজ্ঞেস করা হ’ল, সে সময় আপনারা কতজন ছিলেন? তিনি উত্তরে বলেন, চল্লিশ জন ছিলাম (ছহীহ্ আবুদাউদ হা/১০৬৯; ইরওয়াউল গালীল হা/৬০০)। উক্ত বর্ণনায় ঐ জুম‘আর ছালাতে কতজন উপস্থিত ছিলেন তা বুঝানো হয়েছে। সর্বদা চল্লিশ জনই হ’তে হবে তা বলা হয়নি। উল্লেখ্য, ‘চল্লিশ জন অথবা এর চেয়ে বেশী সংখ্যক মুছল্লী উপস্থিত হলে জুম‘আ, ঈদুল আযহা বা ঈদুল ফিৎর আদায় করতে হবে’ মর্মে জাবের (রা:) বর্ণিত আছারটি অত্যন্ত যঈফ (দারাকুৎনী, ইরওয়াউল গালীল হা/৬০৩)।
 
thanks a lot....onek kisui amar janar dorkar silo

আপনার যদি কিছুটা হলেও উপকার হয় এই লেখা, তবে আমার শ্রম স্বার্থক হবে, মামা।
থ্রেড ভিজিটের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
 
আমাদের গ্রামের পাশের গ্রামের একটা ঘটনা বলি...
বেশ কিছুদিন আগে কোনো এক জুম্মাবারে নামাযের প্রায় ঘন্টাখানেক আগে হঠাত করেই চারিদিক অন্ধকার করে বজ্রপাত শুরু হয়। বেশ কিছুক্ষণ বজ্রের সেই ভয়াবহ গর্জন শেষে শুরু হয় ঝড়। সেই সাথে মুশলধারে বৃস্টি। নামযের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরোনোর উপায় থাকে না বেশীরভাগ মুসল্লীদেরই। মসজিদের একেবারে আশেপাশে যাদের বাড়ি তাদের কেউ কেউ ঝড় আর বৃস্টি উপেক্ষা করে মসজিদে আসতে পেরেছিলো। কিন্তু তাদের সংখ্যা ছিলো খুবই নগণ্য। সব মিলিয়ে জনা পনের হবে সংখ্যাটি। নামযের নির্দ্ধারিত সময় পেরিয়ে গেলেও প্রাকৃতিক এই দূর্যোগের কারনে তখনও ইমাম সাহেব এসে পৌঁছতে পারেননি মসজিদে। এমতাবস্থায় মুসল্লিদের মাঝে গুঞ্জন উঠে- কি করা যায় ? মুসল্লিদের মাঝে একাধিক লোক ছিলেন যারা খুৎবা দেয়ার যোগ্যতা রাখেন। কিন্তু তারা খুৎবা দিয়ে জুম্মা আদায় করবেন কিনা সেটা নিয়ে বেশ সংশয়ে ছিলেন। শেষ পর্যন্ত ঐদিন আর মসজিদে জুম্মার নামায আদায় হয়নি। যারা উপস্থিত হয়েছিলেন তাদের আলোচনার ভিত্তিতে ঐক্যমত্ত হয় যে সংখ্যা (৪০ জন) পুরা না হওয়ার প্রেক্ষিতে জুম্মা আদায় করা যাবেনা। যোহর আদায় করতে হবে...
সেদিন তাদের ঐ সিদ্ধান্তটা সঠিক ছিলো না। সহিহ হাদিস অনুযায়ী তারা ওইদিন জুম্মা আদায় করতে পারতেন।
 
QA-012

প্রশ্ন : সঊদী আরবে ইমাম-মুক্তাদী সকলেই জানাযার ছালাতে একদিকে সালাম ফিরান। এটা কতটুকু সঠিক?

উত্তর: অন্যান্য ছালাতের ন্যায় জানাযার ছালাতেও উভয় দিকে সালাম ফিরানোর ছহীহ হাদীছ রয়েছে। আব্দুল্ল্লাহ্ ইবনু মাস‘ঊদ (রাঃ) বলেন, লোকেরা তিনটি কাজ ছেড়ে দিয়েছে, যেগুলো রাসূল (সাঃ) করতেন। তার একটি হচ্ছে, জানাযার ছালাতের সালাম অন্যান্য ছালাতের ন্যায় হওয়া (সনদ হাসান, বায়হাক্বী, ত্বাবারাণী, আলবানী, আহকামুল জানায়েয, মাসআলা নং ৮৪)। তবে শুধু ডান দিকেও সালাম ফিরানো যায় (দারাকুৎনী হা/১৮৩৯ ও ১৮৬৪; সনদ হাসান, আহকামুল জানায়েয, মাসআলা নং ৮৫)।
 
আরও বেশি প্রশ্ন এবং উত্তর চাই।যেন বেশি জানতে পারি
 
আরও বেশি প্রশ্ন এবং উত্তর চাই।যেন বেশি জানতে পারি

ইনশাআল্লাহ, আমার চেস্টার কোনো ত্রুটি থাকবে না ।
উৎসাহ প্রদানের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, মামা।
 

Users who are viewing this thread

Back
Top