What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Self-Made আমার দেখা প্রচীন মসজিদ সমগ্র (3 Viewers)

০১৫ : সাদী মসজিদ

MW4EapXh.jpg


অবস্থান : কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর গ্রামে।
GPS coordinates : 24°15'44.9"N 90°39'34.8"E

নির্মাতা : শাইখ সাদী।
নির্মাণকাল : মুঘল সম্রাট শাহজাহানের শাসনামলে ১৬৫১ সালে মসজিদটি নির্মাণ করা হয়েছিল।
আকার : বর্গকার এই মসজিদের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ২৫ ফুট।
গম্বুজ : মসজিদের ছাদে আছে বিশাল একটি গম্বুজ।
মিনার : চার কোণায় চারটি বুরুজ রয়েছে।
মেহরাব : পশ্চিম দেয়ালে ৩টি মিহরাব রয়েছে যার মধ্যে মাঝেরটি অপেক্ষাকৃত বড় আকৃতির।
কারুকাজ : প্রতিটি দেয়ালেই টেরাকোটার নকশা করা রয়েছে। প্রবেশপথ ও পুরো ইমারতের উপর রয়েছে পোড়ামাটির আস্তর যাতে বিভিন্ন নকশা বিদ্যমান রয়েছে।

প্রবেশ পথ : পুরো মসজিদটির দেয়ালে মোট ৫টি প্রবেশপথ রয়েছে যার মধ্যে পূর্বদেয়ালে ৩টি, উত্তর ও দক্ষিণ দেয়ালে ১টি করে। সবগুলো প্রবেশপথের আকার ধনুকের ন্যায়।

অন্যান্য তথ্য : সাদী মসজিদে সংযুক্ত একটি ফরাসি শিলালিপি রয়েছে।

ছবি : নিজ।
ছবি তোলার তারিখ : ২৪/০২/২০১৭ ইং

পথের হদিস : ঢাকা থেকে প্রথমে আপনাকে চলে যেতে হবে টোকের "থানার ঘাট" বাস স্টপ। সেখান থেকে রিকসা বা হেঁটেই চলে যেতে পারেন।
তথ্য সূত্র : উইকি
 
এই টপিকে অনেক অনেক পুরনো মসজিদের ছবি আসবে। সাথেই থাকুন। আপনার জন্য এখনই একটা দিচ্ছি।
বাংলাদেশের সব প্রাচীন মসজিদ গুলো অনেক নিদর্শন বহন করে দেখব ধন্যবাদ এরকম একটি পোস্ট দেওয়ার জন্য
 
বাংলাদেশের সব প্রাচীন মসজিদ গুলো অনেক নিদর্শন বহন করে দেখব ধন্যবাদ এরকম একটি পোস্ট দেওয়ার জন্য
মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ।
 
০১৬ : আটকান্দি নীল কুঠি মসজিদ (Aatkandi Nil Kuthi Mosque)

RDNMQuUh.jpg

অবস্থান : নরসিংদী জেলার রায়পুরা উপজেলার আটকান্দি গ্রাম।
GPS coordinates : 23°55'07.6"N 90°46'54.5"E

নির্মাতা : মওলানা আলীম উদ্দিন
নির্মাণকাল : কম-বেশি ২০০ বছর আগে নির্মাণ করা হয়েছে। মসজিদের কোন শিলালিপি না থাকায় মসজিদটির সঠিক নির্মাণ সাল জানা সম্ভব হয়নি।

আকার : মসজিদটি আয়াতাকার।
গম্বুজ : মসজিদটিতে মোট ৮টি গম্বুজ রয়েছে। মূল মসজিদে গম্বুজ রয়েছে ৩ টি। মূল মসজিদের বাহিরে বারান্দায় গম্বুজ রয়েছে ৫ টি। এই গম্বুজ গুলো মসজিদের মূল গম্বুজ থেকে অপেক্ষাকৃত ছোট।
মিনার : বড় সাইজের বুরুজ রয়েছে ৬টি। মাঝারি রয়েছে ৪জোড়ায় ৮টি। এবং ছোট আকারের রয়েছে ১৬টি।
মেহরাব : একটি কেন্দ্রীয় মেহরাব রয়েছে।

কারুকাজ : মেহরাবে চিনিটিকরির কারুকাজ রয়েছে।

প্রবেশ পথ : মসজিদের বারান্দার সামনে দিয়ে মূল মসজিদে প্রবেশ পথ রয়েছে ৫ টি এবং বারান্দার দুই পাশ দিয়ে ২ টি। বারান্দা থেকে মূল মসজিদের ভিতরে প্রবেশ পথ রয়েছে ২ টি।

অন্যান্য তথ্য : মসজিদের পাশেই মওলানা আলীম উদ্দিনের স্ত্রীর কবর রয়েছে।

ছবি তোলার তারিখ : ২৮/০৪/২০১৭ ইং
 
১৭ : মিয়া বাড়ি মসজিদ (Miha Bari Mosque)

EI90yJXh.jpg

অবস্থান : গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার ভাদগাতি গ্রামের চৌড়া এলাকায় মসজিদটির অবস্থান।
GPS coordinates : 23°55'55.5"N 90°34'02.1"E

নির্মাতা : আবদুর রহমান ভুঁইয়া (প্রতিষ্ঠাতা মোতওয়াল্লী)
নির্মাণকাল : ১৮৯১ইং (সম্ভবত)

আকার : মসজিদটি আয়াতাকার।
গম্বুজ : মসজিদটিতে মোট ১৪টি গম্বুজ রয়েছে। মূল মসজিদের পশ্চিম অংশে প্রথম সারিতে রয়েছে ৫টি বড় গম্বুজ। পূর্ব পাশের দ্বিতীয় সারিতে রয়েছে অপেক্ষাকৃত ছোট আকারের ৮টি গম্বুজ। আর মেহরাবের উপরে রয়েছে ছোট ১টি গম্বুজ।

মিনার : মসজিদটিতে ছোট-বড় মিলিয়ে মোট ২৮টি মিনার রয়েছে। মসজিদের উত্তর ও পূর্ব পাশের দুই দিকে ৩টি করে মাঝারি ও ২টি করে ছোট, মোট ১০টি মিনার রয়েছে। পূর্বপাশে রয়েছে ছোট ৮টি মিনার আর বাকি ১০টি ছোট মিনার রয়েছে পশ্চিম অংশে।
মেহরাব : মেহরাবের উপরে১টি ছোট গম্বুজ রয়েছে।

কারুকাজ :
প্রবেশ পথ :
অন্যান্য তথ্য :

ছবি তোলার তারিখ :
২৮/০৪/২০১৭ ইং
 

Users who are viewing this thread

Back
Top