What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Self-Made আমার দেখা প্রচীন মসজিদ সমগ্র (1 Viewer)

৫। গোয়ালদি মসজিদ

OQ3uI6Nh.jpg

অবস্থান : গোয়ালদি, সোনারগাঁ।

জিপিএস কোঅর্ডিনেশন : 23°39'23.4"N 90°35'36.2"E

নির্মাতা : মোল্লা হিজাবর আকবর খান।

নির্মাণকাল : সুলতান আলাউদ্দীন হোসেন শাহের শাসনামলে ৯২৫ হিজরির ১৫ শাবান অর্থাৎ ১৫১৯ইং খ্রিস্টাব্দের আগষ্ট মাসে গোয়ালদি মসজিদ নির্মাণ করা হয়।

ছবি তোলার তারিখ : ২৮/১০/২০১৬ ইং



পথের হদিস : ঢাকা থেকে প্রথমে যেতে পারেন বাসে মোগড়াপাড়া। সেখান থেকে অটোরিকসায় সোনারগাঁও হয়ে গোয়ালদি গ্রামের গোয়ালদি মসজিদের সামনে। তাছাড়া সায়দাবাদ থেকে সরাসরি বাস যায় পানাম নগরে। সেখান থেকে রিকসা করে চলে যাওয়া যাবে গোয়ালদি মসজিদ।
 
৬। বজরা শাহী মসজিদ

FrxP6Gjh.jpg

অবস্থান : নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়ন

জিপিএস কোঅর্ডিনেশন : 23°00'14.5"N 91°05'34.8"E

নির্মাতা : জমিদার আমানউল্যাহ এবং পরবর্তীতে আলী আহাং এবং সুজির উদ্দিন চীনা মাটির পাত্রের টুকরা ও গ্লাস দ্বারা মসজিদের শোভাবর্ধন করেন।

নির্মাণকাল : মোগল সম্রাট মুহাম্মদ শাহের আমলে ১৭৩২ সালে নির্মিত হয়। মসজিদ তৈরির ১৭৭ বছর পর ১৯০৯ সালে একবার মেরামত করা হয়।

ছবি : নিজ
ছবি তোলার তারিখ : ১৮/০৮/২০১৭ ইং

পথের হদিস : নোয়াখালী জেলার মাইজদী হতে সোনাইমুড়ী গামী যেকোন লোকাল বাস সার্ভিস/ সিএনজি অটোরিক্সাযোগে বজরা হাসপাতালের সম্মুখে নেমে রিক্সা বা পায়ে হেঁটে ২০০ গজ পশ্চিমে গেলে বজরা শাহী মসজিদে পৌঁছা যাবে।
 
৭। চুনাখোলা মসজিদ

Yi7kcl9h.jpg

অবস্থান : চুনাখোলা গ্রাম, বাগেরহাট।

জিপিএস কোঅর্ডিনেশন : 22°40'42.8"N 89°43'55.8"E

নির্মাতা : স্থানীয় জনশ্রুতি মতে, মসজিদটি খান জাহানের কোনো কর্মচারী নির্মাণ করেছিলেন। ইটের দেয়ালসমূহ নষ্ট হয়ে যাওয়ার পরে ১৯৮০ সালে ইউনেস্কোর সহায়তায় সংস্কার করা হয়।

নির্মাণকাল : চুনখোলা মসজিদটি ১৫ শতকে নির্মিত।

ছবি : নিজ
ছবি তোলার তারিখ : ২৪/১১/২০১৪ ইং




পথের হদিস : ঢাকা থেকে সরাসরি বাগেরহাটে বাস যায়। ভাড়া নন এসি ৪৫০ টাকার মত। বাসের হেলপারকে বলে রাখলে ষাট গম্বুজ মসজিদের সামনে নামিয়ে দিবে। সেখান থেকে ইজিবাইক নিয়ে অনায়াসেই চলে যাওয়া যায় চুনাখোলা মসজিদ।
 
৮। আবদুল হামিদ জামে মসজিদ

oRgmPRVh.jpg

অবস্থান : গোয়ালদি, সোনারগাঁ।

জিপিএস কোঅর্ডিনেশন : 23°39'24.9"N 90°35'36.8"E

নির্মাতা : জনৈক আবদুল হামিদ শাহ কর্তৃক মসজিদটি নির্মিত হয়।

নির্মাণকাল : শিলালিপির সাক্ষ্য মতে ১৭০৫ খ্রিস্টাব্দে (১১১৬ হি.) এটি নির্মাণ করা হয়।




ছবি:নিজ
ছবি তোলার তারিখ : ২৮/১০/২০১৬ ইং



পথের হদিস : ঢাকা থেকে প্রথমে যেতে পারেন বাসে মোগড়াপাড়া। সেখান থেকে অটোরিকসায় সোনারগাঁও হয়ে গোয়ালদি গ্রামের গোয়ালদি মসজিদের সামনে। তাছাড়া সায়দাবাদ থেকে সরাসরি বাস যায় পানাম নগরে। সেখান থেকে রিকসা করে চলে যাওয়া যাবে গোয়ালদি মসজিদ। গোয়ালদি মসজিদের কাছেই আবদুল হামিদ জামে মসজিদ।
 
৯। : পুরান বাজার জামে মসজিদ

OEZPT10h.jpg

অবস্থান : পুরান বাজার, চাঁদপুর।

জিপিএস কোঅর্ডিনেশন : 23°13'36.4"N 90°38'25.8"E

নির্মাতা : আমার জানা নেই।

নির্মাণকাল : আমার জানা নেই।

ছবি : নিজ

ছবি তোলার তারিখ : ২৭/০১/২০১৭ ইং

পথের হদিস : ঢাকার সদরঘাট থেকে লঞ্চ বা সায়দাবাদ থেকে গাড়িতে চাঁদপুর। খেয়া পার হয়ে বা ঘুর পথে রিক্সায় পুরান বাজার জামে মসজিদ।
 

Users who are viewing this thread

Back
Top