What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Self-Made আমার দেখা প্রচীন মন্দির সমগ্র (1 Viewer)

এখানে উপস্থাপিত বেশীরভাগ স্থাপনাই আমার বসতির আশে পাশে অবস্থিত।
অথচ আমি কখনো চর্মচোক্ষে এগুলো দেখিনি বা দেখতে যাইনি।
আসলে দেখার মতো মন আর মনের সেই জোর থাকা লাগে। যা আপনার আছে।
আপনার চোখ দিয়ে এসব স্থাপনা দেখে যুগপৎ আশ্চর্য্য আর ব্যাথিত হয়েছি।
এতো চমৎকার স্থাপনা এতোদিন না দেখে কি করে ছিলাম সেজন্য ব্যাথিত হয়েছি আর আশ্চর্য্য হয়েছি আপনি এসব কি করে বের করে দেখে নিলেন সেটা ভেবে...
চমৎকার এই থ্রেডটি উপহার দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, মামা।
মামা এই থ্রেডের শিরনামে প্রচীন শব্দটা ঠিক করে দেন। প্রাচীন হবে।
 
০১৮ : আঠারবাড়ী শিব মন্দির

Mondir-1-18.jpg


ছবি তোলার স্থান : আঠারবাড়ী, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৮/০৭/২০১৭ ইং
GPS coordinate : 24°37'58.3"N 90°42'56.7"E
গুগল ম্যাপ :
https://goo.gl/maps/UFwbAso5ccobr6cF8
 
০১৯ : আঠারবাড়ী জমিদার বাড়ি পূজা মন্ডপ

Mondir-1-19.jpg


ছবি তোলার স্থান : আঠারবাড়ী, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৮/০৭/২০১৭ ইং
GPS coordinate : 24°37'52.8"N 90°42'53.9"E
গুগল ম্যাপ :
https://goo.gl/maps/pPy3FmC6kCHNyNyp9
 
০২০ : ধলা মজিদার বাড়ি দূর্গা মন্দির

Mondir-1-20.jpg


ছবি তোলার স্থান : ধলা, তাড়াইল, কিশোরগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৮/০৭/২০১৭ ইং
GPS coordinate : 24°35'10.2"N 90°54'35.0"E
গুগল ম্যাপ :
https://goo.gl/maps/ptKuCB9QgVTruPhS7
 

Users who are viewing this thread

Back
Top