What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Self-Made আমার দেখা প্রচীন মন্দির সমগ্র (1 Viewer)

০০৬ : চিনিশপুর শ্রী শ্রী কালীবাড়ি
Sree Sree Chinishpur Kali Mandir


ZqMRyJuh.jpg

কথিত আছে নাটোরের মহারাজা রামকৃষ্ণ রায়ের জ্যেষ্ঠ ভাই দ্বিজরাম প্রসাদ প্রায় ২৫০ বছর আগে চিনিশপুরের জঙ্গল কীর্ণ পরিবেশে এখানকার বটবৃক্ষের নিচে বসে সাধন- ভজন শুরু করেন এবং সিদ্ধি লাভ করেন। তাঁর ইষ্ট দেবতার নামে একটি মন্দির প্রতিষ্ঠা করেন, যার মধ্যে স্থাপন করেন দক্ষিণা কালীর মূর্তি। তখন থেকেই চিনিশপুর কালীবাড়ি হিসেবে পরিচিতি পায়।
মন্দিরে বাংলা মাসের নতুন চাঁদে (বায়শেক) এবং জোশিহো (জ্যেষ্ঠ) -এ প্রতিবছর তীর্থ হয়, তখন একটি স্থানীয় মেলা মন্দিরের প্রাঙ্গনে ৩/৪ দিন স্থায়ী হয়। এই মন্দিরে আরেকটি আকর্ষণ রয়েছে প্রতিবছর মেলা উপলক্ষে কালী দেবীর সামনে বিপুল সংখ্যক পশু (খাসী,ছাগল) উৎসর্গ করা হয়।
সম্প্রতি এই মন্দিরটির মূল ভবনের বাইরে একটি বিশাল মন্দিরে নির্মাণ করা হচ্ছে।

ছবি তোলার স্থান : চিনিশপুর, নরসিংদী, বাংলাদেশ।
GPS coordinates : 23°56'14.5"N 90°41'57.4"E
ছবি তোলার তারিখ : ২৮/০৪/২০১৭ ইং
 
০০৭ : পাকুটিয়া জমিদার বাড়ী পূজা মন্ডপ

J4I3RhTh.jpg


ছবি তোলার স্থান : পাকুটিয়া, নাগরপুর, টাঙ্গাইল, বাংলাদেশ।
GPS coordinates : 24°01'14.5"N 89°59'16.1"E
ছবি তোলার তারিখ : ২৫/১১/২০১৬ ইং
 
০০৮ : তেওতা নবরত্ন মন্দির
Teota Nabaratna Temple


sdGv9Teh.jpg

নবরত্ন মন্দিরটি মূলত জমিদারদের পারিবারিক দেবতার উদ্দেশ্যে নির্মিত হয়েছিল। মন্দিরটি ৯টি রত্ন থাকায় এটিকে "নবরত্ন" বলা হচ্ছে। অনেকে এটিকে নবরত্ন মঠ বলে থাকেন।
বসন্তকালীন দোলযাত্রা উৎসবের সময় এই মন্দিরটি ব্যবহার করা হত বলে এটিকে অনেকে "জমিদার বাড়ির দোলমঞ্চ" বলেন।
তেওতা জমিদার বাড়িটির বর্তমান অবস্থা জড়াজীর্ণ হলেও মন্দারটি এখনও বেশ ভাল অবস্থায় টিকে আছে। নবরত্নটি একটি ৫০×৫০ বর্গফুটের বর্গাকার স্থাপনা যার উচ্চতা তিনটি ধাপে ৭৫ ফুট। প্রথম ধাপে ৪টি, দ্বিতীয় ধাপে ৪টি ও উপরের চূড়ায় ১টি, মোট ৯টি রত্ন রয়েছে। চূড়ার রত্নটি অপেক্ষাকৃত বড়।

জানা যায় এটি ১৮৫৮ সালে নির্মিত হয় এবং ১৮৯৭ সালে ভূমিকম্পে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। পরে ১৯০৬ সালে এটি সংস্কার করা হয়।


ছবি তোলার স্থান : শিবালয়, মানিকগঞ্জ, বাংলাদেশ।
GPS coordinates : 23°51'30.9"N 89°46'41.1"E
ছবি তোলার তারিখ : ২৫/১১/২০১৬ ইং
 
০০১ : গোপীনাথ মন্দির

uGaJS7Mh.jpg


ছবি তোলার স্থান : আচমিতা, ভোগবেতাল, কটিয়াদী, কিশোরগঞ্জ।
GPS coordinates : 24°16'32.7"N 90°47'23.0"E
ছবি তোলার তারিখ : ২৪/২/২০১৭ ইং
Nice place.. For visitors

০০৮ : তেওতা নবরত্ন মন্দির
Teota Nabaratna Temple


sdGv9Teh.jpg

নবরত্ন মন্দিরটি মূলত জমিদারদের পারিবারিক দেবতার উদ্দেশ্যে নির্মিত হয়েছিল। মন্দিরটি ৯টি রত্ন থাকায় এটিকে "নবরত্ন" বলা হচ্ছে। অনেকে এটিকে নবরত্ন মঠ বলে থাকেন।
বসন্তকালীন দোলযাত্রা উৎসবের সময় এই মন্দিরটি ব্যবহার করা হত বলে এটিকে অনেকে "জমিদার বাড়ির দোলমঞ্চ" বলেন।
তেওতা জমিদার বাড়িটির বর্তমান অবস্থা জড়াজীর্ণ হলেও মন্দারটি এখনও বেশ ভাল অবস্থায় টিকে আছে। নবরত্নটি একটি ৫০×৫০ বর্গফুটের বর্গাকার স্থাপনা যার উচ্চতা তিনটি ধাপে ৭৫ ফুট। প্রথম ধাপে ৪টি, দ্বিতীয় ধাপে ৪টি ও উপরের চূড়ায় ১টি, মোট ৯টি রত্ন রয়েছে। চূড়ার রত্নটি অপেক্ষাকৃত বড়।

জানা যায় এটি ১৮৫৮ সালে নির্মিত হয় এবং ১৮৯৭ সালে ভূমিকম্পে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। পরে ১৯০৬ সালে এটি সংস্কার করা হয়।


ছবি তোলার স্থান : শিবালয়, মানিকগঞ্জ, বাংলাদেশ।
GPS coordinates : 23°51'30.9"N 89°46'41.1"E
ছবি তোলার তারিখ : ২৫/১১/২০১৬ ইং
Awsome place.. Tourist for visit
 

Users who are viewing this thread

Back
Top