What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

সৃজার আমার বউ (1 Viewer)

Batuta

New Member
Joined
Dec 3, 2018
Threads
4
Messages
59
Credits
823
সৃজা বৃত্যান্ত



শুরুর কথা
সকাল দশটার ফ্লাইট নিলে বেলাবেলি পৌঁছে যাওয়া যাবে তিকাল। মেক্সিকোর পাশে ছোট্ট দেশ বেলিজ, প্রকান্ড আমেরিকার নিচে। বেলিজ আর গুয়াটামেলার মাঝে দাঁড়িয়ে আছে তেরোশো বছরেরও বেশি পুরনো মায়ান সভ্যতার ধ্বংসাবশেষ তিকাল। রুপোলি বালি আর সোনালি রোদে মোড়া নীল জলে ঘেরা বেলিজ। বেলিজ থেকে ঘন্টা দুয়েক গিয়ে গুয়াতমেলার বর্ডার পেরোলে তিকাল। আমি কোনোদিন যাইনি। এবার যাওয়ার কারন অনেক। শুধু বেলিজ দেখা না। শুধু তিকাল দেখাও না। সৃজা কে দেখাও না। সৃজার সাথে বিয়ে করে অন্তরঙ্গ কিছু সময় কাটানো। আর তার সাথে গুয়াটামেলার কিছু ড্রাগলর্ড বা মাদক ব্যবসায়ীর সাথে জরুরি মিটিং। আমি কবে যে চোরাস্রোতের টানে এ ব্যবসায় জড়িয়ে পড়েছি তা নিজেই জানিনা। এখন এবয়সে ছেড়ে দিতে চাইলেও উপায় দেখছিনা। ঢোকা যতটা সহজ বেরোনো ততটাই কঠিন। তাই চাইছি ওদের সাথে কথা বলে যদি আস্থা ভজন করা যায়। বলবো সব গুটিয়ে নিয়ে আমি অনেক দূরে চলে যাবো। মায়ামী র বিলাসবোহুল জীবন ছেড়ে ভারতের পাহাড়ের কোনো নিভৃত আড়ালে কাটিয়ে দেবো বাকি জীবনটা। যতটা পাপ মেখেছি এতদিন মরার আগে ধুয়ে নেবো হিমালয়ের সাদা বরফে।
আসলে আমার এই বেলিজে যাওয়া মানে রথ দেখা আর কলা বেচা দুইই হবে। এই মাঝবয়সে হঠাৎ বিয়ের ভীমরতি এবং হনিমুন তাও আবার দক্ষিণ আমেরিকায় এসবের একটা জুত সই কারন থাকা দরকার বইকি। তিকাল হলো সেই কারন। সবুজ ঘন জঙ্গলের মাঝে তিকালের পাথরের গাঢ় অন্ধকার ছায়ায় সৃজার স্বামী শান্তনু ওর ছবছরের বিয়ে করা আদরের স্ত্রীর হাত সপে দেবে আমার হাতে। প্রাচীন মায়ার রীতিনীতি মেনে বিয়ে হবে আমাদের। এক অসম বয়সী বিয়ে। পঞ্চান্ন বছরের পক্ককেশ বৃদ্ধর সাথে আঠাশ বছরের ভরা যুবতীর বিয়ে। বিয়ের রাত্রে সম্পূর্ণ নগ্ন হয়ে জঙ্গলের এক গুহায় রাত কাটিয়ে পরের দিন চলে যাবো বেলিজের সোনালী সমুদ্র পাড়ে। সেখানে জলের ওপর এক হনিমুন কটেজ ঠিক করা আছে আমাদের নামে। পুরো খরচ দেবে এরনাল্ডো মেন্ডেজ। সবচেয়ে ভয়ঙ্কর ড্রাগলর্ড ওই অঞ্চলের। এদের গল্প আরেকদিন করবো। আজ না হয় সৃজার গল্প। সৃজা আর শান্তনুর কলকাতা থেকে আসা যাওয়া ও থাকার খরচ আমিই দিচ্ছি।
শান্তনু সরকার, ব্যবসার খাতিরে কোলকাতায় আমার কাছ থেকে টাকা ধার নিয়েছিল। শোধ যে দিতে পারবেনা আমি বিলক্ষন জানতাম। সৃজার ওপর আমার লোভ অনেকদিনের। তবে লোভ না বলে প্ৰেম বলাটা হয়তো সঠিক। ওরকম মিষ্টি নারী লোভের জিনিস নয়, সাজিয়ে রাখার জিনিস, শোকেসে রেখে দেওয়ার জিনিস। মাঝে মাঝে শোকেস থেকে নামিয়ে সযত্নে মুছে আদর করার জিনিস। কাকোল্ড শান্তনু সুযোগ বুঝে আমার মন জেনে ফেলে। চোখের ক্ষিদেও পড়ে ফেলে। বাজিমাত করতে এগিয়ে দিলো তার নিরীহ স্ত্রীকে। কলকাতার এক আলো আঁধারি হোটেলের নাচঘরে মদের আঠায় আমি দেখে ফেললাম সৃজার নামানো আঁচল, কামানো বগল। ভুল করে কামড় বসিয়ে দিলাম ওর গোলাপ কুঁড়ি ঠোঁটে। দক্ষ খেলারি শান্তনু আমায় প্রস্তাব দিলো ওর বৌকে রাখতে পারি আমি কদিন আমার কাছে নিয়ে। সৃজা প্রথমে প্রবল আপত্তি করলো, কেঁদে ভাসালো শান্তনুর বুক তারপর ব্যবসা আর ব্যবসার ঘাড়ে চাপা জীবনের কথা ভেবে রাজী হলো। যদিও আমার ধারণা সৃজার আসল বাসনা বিদেশ দেখার। আমেরিকায় একমাস থাকার লোভ জিতে গেলো ওর স্ত্রী বিবেক ও মধ্যবিত্ত ইনবিশনের কাছে। আমিও বিপত্নীক, - সৃজার পাকা ঠোঁট আর ভরাট বগলের ঘামের বিনবিনে গন্ধে মাতাল হয়ে রাজী হয়ে গেলাম। দক্ষ দাবাড়ু হয়েও হঠাৎ চিত্ত বিকল হয়ে কিস্তিমাত।
সকালের বিমান যখন ছাড়লো আমি তখন আমার সিট এ ঘুমিয়ে কাদা। ভোলারিস এর সুন্দরী মেক্সিকান বিমান সেবিকা এসে আমায় কমলালেবুর রস মাখানো জমাট টেকিলা দিয়ে গেলো। আমার সৃজা কে নিয়ে স্বপ্ন দেখা ভেঙে গেলো মাঝপথে। স্বপ্নের সৃজার গাঢ় লাল রঙের অন্তরবাস তখনও আমার হাতের টেনে নামানোর অপেক্ষা করছে। আর ঘুমেজাগরণের সেই অন্তরবাস জড়ানো সৃজা আমাকে বলছে 'দেখো আমি তোমার জন্যে সেজে এসেছি আজ... আমাকে নাও.. আদরে আদরে ভিজিয়ে দাও... আমি আজ শুধু তোমার '।
 

Users who are viewing this thread

Back
Top