[দশ]
একদিন রাশেদ মিঞা অফিস থেকে ফিরলেন জয়নালকে নিয়ে।ফারীহা বেগম শুয়ে ছিলেন।তার মাথায় তখন বালু ঘুরছে। 'মেমসাহেব হিংসা সৌন্দর্যের হানি করে, আপনারে মানায় না'--কথাটা ভুলতে পারছে না।রাগ হয়নি,বরং লজ্জা পেয়েছেন।তিনি কি আমিনার প্রতি ঈর্ষাপরায়ন? কোথায় আমিনা আর কোথায় তিনি? বালু ঠিকই বলেছে।কিন্তু আমিনার সঙ্গে বালুর ঘনিষ্ঠতা কিছুতেই বরদাস্ত করতে পারছেন না।
--দ্যাখো কাকে নিয়ে এসেছি? রাশেদ মিঞার গলা পেয়ে বিছানায় উঠে বসেন বেগম সাহেবা।
জয়নাল সাহেবকে দেখে অস্বস্তি হয়।এদের মুখ বড় পাতলা।পুলিশের মুখে কিছু আটকায় না।
--আসেন ভাইজান।আপনি একা? বিবিরে সব সময় লুকায়ে রাখেন কেন?
--হা-হা-হা।ঘর কাঁপিয়ে হেসে ওঠেন জয়নাল সাহেব।
চেঞ্জ করে ফিরে আসেন রাশেদ মিঞা।বন্ধুকে হাসতে দেখে জিজ্ঞেস করেন,এত হাসির কি ঘটলো?
--তুই যা করিস ভাবিজানের ধারণা আমিও তাই করি।
--আমি করি--?
--সব সময় বিবিরে আড়ালে আড়ালে রাখিস,কারো নজর না লেগে যায়।
--জ্বি না,আমি সে কথা বলি নাই।ফারীহা বেগম প্রতিবাদ করেন।
--তাহলে ভাবিজান একজনের কথা বলতে হয়।তাকে বলেছিলাম,দিন দিন মন্দ লোক বাড়ছে।এ গুলো সাফ করা আমার দায়িত্ব। লোকটা অতি সাধারণ, কি বলেছিল জানো?
ফারীহা বেগম অবাক হয়ে তাকায়।
--চশমার কাঁচে ময়লা থাকলে আপনে সব ময়লা দ্যাখবেন।
--আপনি বলতে চাইছেন যেমন আমি তেমন আমার ভাবনা? ফারীহা বেগম কপট রাগ প্রকাশ করেন।
--তুই কার কথা বলছিস? বলদা? রাশেদ মিঞা জিজ্ঞেস করে।
জয়নাল সাহেব হেসে বলে,সত্যি রাসু অদ্ভুত অভিজ্ঞতা।
ফারীহা বেগম এবং রাশেদ মিঞা চোখাচুখি করে মৃদু হাসি বিনিময় করেন।ফারিহা বেগম বলদেবকে চেনেন প্রকাশ করলেন না।'আল্লাহপাকের বিচিত্র খেয়াল মাঝে মাঝে এই রকম নেক ইনসান পাঠিয়ে দিয়ে মজা লোটেন' ফারীহা বেগমের অন্তত তাই মনে হয়। কিছুতেই ভুলতে পারেন না কয়েকটি দৃশ্যঃ 'বাগানে দাঁড়িয়ে মোতা' 'আমিনার পা কাধে তুলে মেসেজ দেওয়া','বালুরে জড়িয়ে ধরা' ইত্যাদি।
রাশেদ মিঞা বলেন,তুই তো দেখছি বলদার ফ্যান হয়ে গেলি?
ফারীহা বেগম মনে মনে ভাবেন এই নেক ইনসানের সাথে উষ্ণতা বিনিময় করতেই হবে।নাইলে স্বস্তি নাই বড় অভিজ্ঞতা হতে বঞ্ছিত হবেন।
--ভাইজান আপনি কি বলতে চান? আমার মনে পাপ? ফারীহা বেগম বলেন।
--তোবা তোবা।জিভ কাটেন জয়নাল।
--তোমরা কি কথাই বলবে? চা-নাস্তা দেবে না?
অবাক হয়ে তাকায় জয়নাল, চা-নাস্তা কিরে?
--ঠিক আছে হবে হবে।একটু জিরিয়ে নে...সব হবে।
নিশ্চিন্ত হয়ে জয়নাল বলেন,দ্যাখ রাসু জমীনের শোভা হল ফুল ফল,তা যত সারি জমীন হোক।ফেলে রাখলে হবে জঞ্জাল।আড়চোখে ফারিহার দিকে তাকিয়ে বলেন, চাষ কর গাছ লাগা ফুল ফুটা---। দেখবি সংসার বেহেস্তে পরিনত হবে।
ফারীহা বেগম হেসে বেরিয়ে যান।জয়নালের ফাজলামি শুরু হল।কোথা থেকে কোথায় চলে যাবে কে জানে?শুনেছেন জয়নাল দারোগার নাম শুনলে অপরাধীর বাহ্য বন্ধ হয়ে যায়।
--চাষ করলে হবে আল্লামিঞার দোয়া না হলে--।
জয়নালের ভ্রূ কুচকে যায় বলেন,আজকাল চিকিৎসা বিজ্ঞান কত উন্নতি হয়েছে।ডাক্তার দেখা।
ফারীহার কানে যেতে দরজার আড়ালে দাঁড়িয়ে পড়েন।
রাশেদ দরজার দিকে তাকিয়ে দ্রূত প্রসঙ্গ বদলে বললেন,তুই যত ইচ্ছা বাগানের শোভা বৃদ্ধি কর।
রাসুর ইঙ্গিত স্পষ্ট,পুলিশ সাহেবের বুঝতে অসুবিধে হয়না।তার তিন মেয়ে,বড় আফশোস তার বিবির ফুটা দিয়ে একটা বেটা বের হল না।সব কথা গায়ে মাখলে চলে না।বলদা বলে ,বাঁচায়ে বাঁচায়ে চলতে হবে।
ফারীহা বেগম কথাটা বোঝার চেষ্টা করেন।রাশেদ কি বলতে চায়?কথাটা ভাবতে ভাবতে ফারীহা বেগম কিছু ফ্রাই,দুটো গেলাস এবং হুইস্কির বোতল একটা ট্রেতে চাপিয়ে আমিনাকে দিয়ে পাঠিয়ে দেন। দরজার দিকে তাকিয়ে জয়নালের চোখ কি যেন খোজে।আমিনা ঈশারা করতে রাশেদ সাহেব ভিতরে যান।শোবার ঘরে ঢুকে দেখলেন,সোফায় গুম হয়ে বয়ে বসে আছে বেগম।
--তোমার শরীর খারাপ?
--না না।কেন কি বলছো বলো।ফারীহা মনের ভাব আড়াল করতে হেসে বললেন, 'শোনেন ড্রিঙ্ক করেন কিন্তু ডোণ্ট বী টিপ্সি।তাহলে রাতে বাইরের ঘরে থাকবেন।আমার ঘরে আসবেন না।' ফারাজানের সতর্ক বার্তা শুনে মৃদু হেসে রাশেদ ফিরে যান বন্ধুর কাছে। পিছনে ফারীহা বেগম এসে সোফায় বসেন।
--আসেন ভাবিজান।ভাবলাম বুঝি আমাদের বর্জন করেছেন।
--আমি আপনাদের সঙ্গ দেব কিন্তু পান করবো না।
--শুধু বান্দারে অনুমতি দিলেন?
--ছিঃছিঃ কি বলেন? কোরআন মজীদে পড়েন নি 'আর্*রিজালু কাওয়্যামুনা আলান্নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন'? আপনার কথা শুনাও পাপ।
--এই কারণে বিদুষী সাদি করি নাই।কথায় কথায় শক্ত শক্ত কথা।
রাত পর্যন্ত পান-ভোজন চলল।অনেক অনুরোধে এবং সম্মান রক্ষার্থে ফারীহা বেগম পানে যোগ না দিলেও একটু শিপ করলেন।দুই বন্ধু পান করছে,আড়চোখে মাঝে মাঝে তাকে দেখছে জয়নাল।অস্বস্তি বোধ করেন ফারিহা।নেশা হলেও রাশেদের একটু আগে দেওয়া খোচাটা ভুলতে পারছেন না জয়নাল।
--জানিস রাসু তোদের দেখছি আর কি মনে হচ্ছে? জড়িত গলায় বলে জয়।দোজ়খের শয়তান আর বেহেশ্তের হুরি। কথাটা বলেই খ্যাক খ্যাক করে হাসতে থাকে জয়্নাল।
রাশেদ কি বুঝলো কে জানে,সেও হাসে।ফারীহা বেগমের প্রকারান্তরে প্রশংসা হলেও তার ভাল লাগে না। মনে হয় তার শরীরে যেন লালসার লালা মাখিয়ে দিল।বালুও তাকে পরী বলেছিল তখন অতটা খারাপ লাগেনি। ফারীহা নিজেকে মনে করেন অতি সুন্দরী। তিনি সুন্দরী তাতে কোন সন্দেহের অবকাশ নেই।কেবল মুখাবয়ব নয় সারা শরীর সৌন্দর্যের আভায় উজ্জ্বল।পীনোন্নত পয়োধর গুরু নিতম্ব ক্ষীন কোটি। বের হলে পথ-চলতি পথিক একবার অন্তত চোখ তুলে দেখবে না সে কথা বলা দুষ্কর। প্রত্যেক রমণী চায় স্তুতি, প্রত্যাশিত স্বীকৃতি।
ফারীহা বেগম প্রসঙ্গ বদলাতে জিজ্ঞেস করেন,ভাইসাব আপনার মেয়ের খবর কি?
জয়নাল চমকে চোখ তুলে তাকায়।নুসরত জাহান জয়নাল সাহেবের বড় আদরের সন্তান।বাড়ী ঘর ছেড়ে কোথায় গিয়ে পড়ে আছে।ফারীহাকে বললেন,নুসরতের কথা জিজ্ঞেস করতেছেন?বাপের প্রতি অভিমান করে সেই যে গেছে,আরে বাড়ীতে তোর মাও তো আছে সে তো কোনো অপরাধ করে নাই।জয়নালের চোখ ছলছল করে উঠল।
--মেয়ে বড় হয়েছে একটু বুঝেসুঝে কথা বলা দরকার।মেয়ে বলে কি মর্যাদাবোধ থাকবে না?
--এইটা ঠিক বলেছেন ও মানুষকে সম্মান দিতে জানে আবার আত্মসম্মান ব্যাপারে খুব সচেতন।তবে চিন্তা করি না ঐখানে রিজানুর মানে আমার এক বন্ধু আছে সে নিশ্চয়ই নজর রাখবে।
--কি চাকরি করে?
--সঠিক বলতে পারব না,কি নাকি সরকারী কাজ করে।
--একটা কথা বলবো কিছু মনে করবেন না?
-- আমি মানুষ না টেরর তাই বলবেন তো?
নেশা হয়ে গেছে ফারীহা আর কথা বাড়ায় না।
একদিন রাশেদ মিঞা অফিস থেকে ফিরলেন জয়নালকে নিয়ে।ফারীহা বেগম শুয়ে ছিলেন।তার মাথায় তখন বালু ঘুরছে। 'মেমসাহেব হিংসা সৌন্দর্যের হানি করে, আপনারে মানায় না'--কথাটা ভুলতে পারছে না।রাগ হয়নি,বরং লজ্জা পেয়েছেন।তিনি কি আমিনার প্রতি ঈর্ষাপরায়ন? কোথায় আমিনা আর কোথায় তিনি? বালু ঠিকই বলেছে।কিন্তু আমিনার সঙ্গে বালুর ঘনিষ্ঠতা কিছুতেই বরদাস্ত করতে পারছেন না।
--দ্যাখো কাকে নিয়ে এসেছি? রাশেদ মিঞার গলা পেয়ে বিছানায় উঠে বসেন বেগম সাহেবা।
জয়নাল সাহেবকে দেখে অস্বস্তি হয়।এদের মুখ বড় পাতলা।পুলিশের মুখে কিছু আটকায় না।
--আসেন ভাইজান।আপনি একা? বিবিরে সব সময় লুকায়ে রাখেন কেন?
--হা-হা-হা।ঘর কাঁপিয়ে হেসে ওঠেন জয়নাল সাহেব।
চেঞ্জ করে ফিরে আসেন রাশেদ মিঞা।বন্ধুকে হাসতে দেখে জিজ্ঞেস করেন,এত হাসির কি ঘটলো?
--তুই যা করিস ভাবিজানের ধারণা আমিও তাই করি।
--আমি করি--?
--সব সময় বিবিরে আড়ালে আড়ালে রাখিস,কারো নজর না লেগে যায়।
--জ্বি না,আমি সে কথা বলি নাই।ফারীহা বেগম প্রতিবাদ করেন।
--তাহলে ভাবিজান একজনের কথা বলতে হয়।তাকে বলেছিলাম,দিন দিন মন্দ লোক বাড়ছে।এ গুলো সাফ করা আমার দায়িত্ব। লোকটা অতি সাধারণ, কি বলেছিল জানো?
ফারীহা বেগম অবাক হয়ে তাকায়।
--চশমার কাঁচে ময়লা থাকলে আপনে সব ময়লা দ্যাখবেন।
--আপনি বলতে চাইছেন যেমন আমি তেমন আমার ভাবনা? ফারীহা বেগম কপট রাগ প্রকাশ করেন।
--তুই কার কথা বলছিস? বলদা? রাশেদ মিঞা জিজ্ঞেস করে।
জয়নাল সাহেব হেসে বলে,সত্যি রাসু অদ্ভুত অভিজ্ঞতা।
ফারীহা বেগম এবং রাশেদ মিঞা চোখাচুখি করে মৃদু হাসি বিনিময় করেন।ফারিহা বেগম বলদেবকে চেনেন প্রকাশ করলেন না।'আল্লাহপাকের বিচিত্র খেয়াল মাঝে মাঝে এই রকম নেক ইনসান পাঠিয়ে দিয়ে মজা লোটেন' ফারীহা বেগমের অন্তত তাই মনে হয়। কিছুতেই ভুলতে পারেন না কয়েকটি দৃশ্যঃ 'বাগানে দাঁড়িয়ে মোতা' 'আমিনার পা কাধে তুলে মেসেজ দেওয়া','বালুরে জড়িয়ে ধরা' ইত্যাদি।
রাশেদ মিঞা বলেন,তুই তো দেখছি বলদার ফ্যান হয়ে গেলি?
ফারীহা বেগম মনে মনে ভাবেন এই নেক ইনসানের সাথে উষ্ণতা বিনিময় করতেই হবে।নাইলে স্বস্তি নাই বড় অভিজ্ঞতা হতে বঞ্ছিত হবেন।
--ভাইজান আপনি কি বলতে চান? আমার মনে পাপ? ফারীহা বেগম বলেন।
--তোবা তোবা।জিভ কাটেন জয়নাল।
--তোমরা কি কথাই বলবে? চা-নাস্তা দেবে না?
অবাক হয়ে তাকায় জয়নাল, চা-নাস্তা কিরে?
--ঠিক আছে হবে হবে।একটু জিরিয়ে নে...সব হবে।
নিশ্চিন্ত হয়ে জয়নাল বলেন,দ্যাখ রাসু জমীনের শোভা হল ফুল ফল,তা যত সারি জমীন হোক।ফেলে রাখলে হবে জঞ্জাল।আড়চোখে ফারিহার দিকে তাকিয়ে বলেন, চাষ কর গাছ লাগা ফুল ফুটা---। দেখবি সংসার বেহেস্তে পরিনত হবে।
ফারীহা বেগম হেসে বেরিয়ে যান।জয়নালের ফাজলামি শুরু হল।কোথা থেকে কোথায় চলে যাবে কে জানে?শুনেছেন জয়নাল দারোগার নাম শুনলে অপরাধীর বাহ্য বন্ধ হয়ে যায়।
--চাষ করলে হবে আল্লামিঞার দোয়া না হলে--।
জয়নালের ভ্রূ কুচকে যায় বলেন,আজকাল চিকিৎসা বিজ্ঞান কত উন্নতি হয়েছে।ডাক্তার দেখা।
ফারীহার কানে যেতে দরজার আড়ালে দাঁড়িয়ে পড়েন।
রাশেদ দরজার দিকে তাকিয়ে দ্রূত প্রসঙ্গ বদলে বললেন,তুই যত ইচ্ছা বাগানের শোভা বৃদ্ধি কর।
রাসুর ইঙ্গিত স্পষ্ট,পুলিশ সাহেবের বুঝতে অসুবিধে হয়না।তার তিন মেয়ে,বড় আফশোস তার বিবির ফুটা দিয়ে একটা বেটা বের হল না।সব কথা গায়ে মাখলে চলে না।বলদা বলে ,বাঁচায়ে বাঁচায়ে চলতে হবে।
ফারীহা বেগম কথাটা বোঝার চেষ্টা করেন।রাশেদ কি বলতে চায়?কথাটা ভাবতে ভাবতে ফারীহা বেগম কিছু ফ্রাই,দুটো গেলাস এবং হুইস্কির বোতল একটা ট্রেতে চাপিয়ে আমিনাকে দিয়ে পাঠিয়ে দেন। দরজার দিকে তাকিয়ে জয়নালের চোখ কি যেন খোজে।আমিনা ঈশারা করতে রাশেদ সাহেব ভিতরে যান।শোবার ঘরে ঢুকে দেখলেন,সোফায় গুম হয়ে বয়ে বসে আছে বেগম।
--তোমার শরীর খারাপ?
--না না।কেন কি বলছো বলো।ফারীহা মনের ভাব আড়াল করতে হেসে বললেন, 'শোনেন ড্রিঙ্ক করেন কিন্তু ডোণ্ট বী টিপ্সি।তাহলে রাতে বাইরের ঘরে থাকবেন।আমার ঘরে আসবেন না।' ফারাজানের সতর্ক বার্তা শুনে মৃদু হেসে রাশেদ ফিরে যান বন্ধুর কাছে। পিছনে ফারীহা বেগম এসে সোফায় বসেন।
--আসেন ভাবিজান।ভাবলাম বুঝি আমাদের বর্জন করেছেন।
--আমি আপনাদের সঙ্গ দেব কিন্তু পান করবো না।
--শুধু বান্দারে অনুমতি দিলেন?
--ছিঃছিঃ কি বলেন? কোরআন মজীদে পড়েন নি 'আর্*রিজালু কাওয়্যামুনা আলান্নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন'? আপনার কথা শুনাও পাপ।
--এই কারণে বিদুষী সাদি করি নাই।কথায় কথায় শক্ত শক্ত কথা।
রাত পর্যন্ত পান-ভোজন চলল।অনেক অনুরোধে এবং সম্মান রক্ষার্থে ফারীহা বেগম পানে যোগ না দিলেও একটু শিপ করলেন।দুই বন্ধু পান করছে,আড়চোখে মাঝে মাঝে তাকে দেখছে জয়নাল।অস্বস্তি বোধ করেন ফারিহা।নেশা হলেও রাশেদের একটু আগে দেওয়া খোচাটা ভুলতে পারছেন না জয়নাল।
--জানিস রাসু তোদের দেখছি আর কি মনে হচ্ছে? জড়িত গলায় বলে জয়।দোজ়খের শয়তান আর বেহেশ্তের হুরি। কথাটা বলেই খ্যাক খ্যাক করে হাসতে থাকে জয়্নাল।
রাশেদ কি বুঝলো কে জানে,সেও হাসে।ফারীহা বেগমের প্রকারান্তরে প্রশংসা হলেও তার ভাল লাগে না। মনে হয় তার শরীরে যেন লালসার লালা মাখিয়ে দিল।বালুও তাকে পরী বলেছিল তখন অতটা খারাপ লাগেনি। ফারীহা নিজেকে মনে করেন অতি সুন্দরী। তিনি সুন্দরী তাতে কোন সন্দেহের অবকাশ নেই।কেবল মুখাবয়ব নয় সারা শরীর সৌন্দর্যের আভায় উজ্জ্বল।পীনোন্নত পয়োধর গুরু নিতম্ব ক্ষীন কোটি। বের হলে পথ-চলতি পথিক একবার অন্তত চোখ তুলে দেখবে না সে কথা বলা দুষ্কর। প্রত্যেক রমণী চায় স্তুতি, প্রত্যাশিত স্বীকৃতি।
ফারীহা বেগম প্রসঙ্গ বদলাতে জিজ্ঞেস করেন,ভাইসাব আপনার মেয়ের খবর কি?
জয়নাল চমকে চোখ তুলে তাকায়।নুসরত জাহান জয়নাল সাহেবের বড় আদরের সন্তান।বাড়ী ঘর ছেড়ে কোথায় গিয়ে পড়ে আছে।ফারীহাকে বললেন,নুসরতের কথা জিজ্ঞেস করতেছেন?বাপের প্রতি অভিমান করে সেই যে গেছে,আরে বাড়ীতে তোর মাও তো আছে সে তো কোনো অপরাধ করে নাই।জয়নালের চোখ ছলছল করে উঠল।
--মেয়ে বড় হয়েছে একটু বুঝেসুঝে কথা বলা দরকার।মেয়ে বলে কি মর্যাদাবোধ থাকবে না?
--এইটা ঠিক বলেছেন ও মানুষকে সম্মান দিতে জানে আবার আত্মসম্মান ব্যাপারে খুব সচেতন।তবে চিন্তা করি না ঐখানে রিজানুর মানে আমার এক বন্ধু আছে সে নিশ্চয়ই নজর রাখবে।
--কি চাকরি করে?
--সঠিক বলতে পারব না,কি নাকি সরকারী কাজ করে।
--একটা কথা বলবো কিছু মনে করবেন না?
-- আমি মানুষ না টেরর তাই বলবেন তো?
নেশা হয়ে গেছে ফারীহা আর কথা বাড়ায় না।