What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Wanted!! গেঁজো দাঁতের মেয়ে by রাখাল হাকিম। (1 Viewer)

[HIDE]
১১
সেদিন স্কুল থেকে একটু তাড়াহুড়া করেই ফিরছিলাম। উদ্দেশ্য একটাই, যদি সেই গেঁজো দাঁতের মেয়েটিকে আবারো দেখতে পাই। আমি মনে মনে অনেক পরিকল্পনাও করতে থাকলাম। মেয়েটিকে যদি দেখি, তাহলে কিভাবে কাছে ডাকলে মেয়েটিও আমার কাছাকাছি আসবে। মেয়েটিকে দেখলেই বলবো, তুমি খুব সুন্দর! নাহ, এমন বললে, মেয়েটি গর্বিত হয়ে আর কাছেই আসবে না। মেয়েটির সাথে ঝগড়ার সূত্রপাতই করতে হবে। ঝগড়া করতে চাইলেই সবাই ঝগড়া করার জন্যে কাছাকাছি আসে। কি নিয়ে ঝগড়া করবো? পরিচয়ই তো হলো না। তাহলে বলবো, এই মেয়ে, তোমার দাঁত গেঁজো কেনো?

আমি আনমনেই ভাবছিলাম। হঠাৎই মেয়েলী একটা কন্ঠ কানে এলো। খুবই শান্ত গলা, এই শোনো?
আমি পেছন ফিরে তাঁকালাম। দেখলাম, সেই মেয়েটি! যে সদ্য কোথা থেকে ট্রান্সফার হয়ে এসে আমাদের স্কুলে ক্লাশ নাইনে ভর্তি হয়েছে। সায়েন্সে পড়ে, তাই প্রতি ক্লাশেই দেখা হয়। মেয়েটির দাঁতও গেঁজো।
খুবই মায়াবী অপরূপ চেহারা। এ ধরনের মেয়েদের সামনে আমি খুব সহজে কথা বলতে পারি না। আমি ইতস্ততঃ করেই বললাম, আমাকে ডাকছো?
মেয়েটি বললো, কালকে রসায়ন ক্লাশটা দেখিয়ে দেয়ার জন্যে ধন্যবাদ। তোমার ডাক নাম বুঝি খোকা? আমার ডাক নাম সাথী।
আমি আসলে জেলে পাড়ায় যাবার জন্যেই তাড়া করছিলাম। শুকনো গলাতেই বললাম, ও, সাথী? ধন্যবাদ এর কি দরকার? তুমি নুতন এসেছো, তাই অনেক কিছু না জানাই থাকার কথা। আসি হ্যা?
সাথী পোলটার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে বললো, বাবা সরকারী অফিসার। প্রতি তিন বছর পর পর ট্রান্সফার হয়। এবার এখানে আসতে হলো। এই এলাকাটা খুবই সুন্দর! সমুদ্রের কাছাকাছি। জানো, কখনো সমুদ্র দেখিনি।
আমি বললাম, সমুদ্র দেখার কি আছে? শুধু পানি আর পানি। জেলেরা মাছ ধরে জীবীকা নির্বাহ করে।
সাথী বললো, তোমাকে যতটা রোমান্টিক ভেবেছিলাম, ততটা রোমান্টিক মনে হচ্ছে না। বোধ হয় অনেক দিন ধরে সমুদ্রের কাছাকাছি আছো। জানো, যারা কখনো সমুদ্র দেখেনি, তারা সমুদ্র দেখলে কি আনন্দটাই না পায়!





আমি বললাম, তাই নাকি? কি করে জানলে? বললে তো সমুদ্র কখনো দেখোনি।
সাথী আমার দিকে কিছুক্ষণ শান্ত চোখেই তাঁকিয়ে থাকলো। তারপর বললো, হুম দেখিনি। বান্ধবীদের মুখে শুনেছি। সেবার পিকনিকে সবাই এখানে এসেছিলো, আমি আসতে পারিনি। শেষ পর্য্যন্ত যে এভাবেই আসতে হবে ভাবতেও পারিনি।
আমি বললাম, প্রথম প্রথম সব কিছুই ভালো লাগে। পুরনো হয়ে গেলে নিরামিষ লাগে। আমি যাই।
সাথী বললো, এত যাই যাই করো কেনো? বললাম না, আমরা নুতন এসেছি। কাউকেই চিনিনা, কিছুই জানিনা। একই ক্লাশে পড়ি। বন্ধুই তো! একটু ঘুরে দেখাবে না জায়গাটা!
আমি বললাম, না মানে, একটু জরুরী কাজ আছে। অন্য কোন দিন ঘুরে দেখাবো।

সাথীও কেমন যেনো এক রোখা। বললো, ঘুরিয়ে দেখাতে চাইলে অন্য কোন দিনে আমারও আপত্তি নেই। কিন্তু, সুন্দর একটা বিকেল। বাসায় ফিরে গেলে খুব বোর লাগবে। কি কাজ তোমার?
খুব জরুরী?
আমার জরুরী কাজটা তো সেই জেলে পাড়ায় যাওয়া। সেই গেঁজো দাঁতের মেয়েটিকে যদি আরেক নজর দেখতে পারি। সেই কথা সাথীকে বলি কি করে? আমি বললাম, না, তেমন খুব জরুরী না। বন্ধুরা অপেক্ষা করে বসে থাকবে। একটু আড্ডা, এসব আর কি?
সাথী হাঁটতে থাকলো। হাঁটতে হাঁটতেই বললো, তোমার বুঝি অনেক বন্ধু?
মেয়েটা এত কথা প্যাচায় কেনো?

সাথী স্কুল ব্যাগটা কোলের উপর রেখে পাহাড়ী ঢালটার উপরই বসলো। হাত দুটি পেছনে চেপে, দেহটা পেছন হেলিয়ে বললো, জানো, আমার কোন বন্ধু নেই। আবার বলতে পারো অনেক বন্ধু। বাবার ট্রান্সফার এর চাকরী। আমাকেও স্কুল বদলাতে হয়। নুতন অনেক বন্ধু বান্ধব পাই। বছর তিন পর, সবাইকে ভুলেও যেতে হয়।
সাথীর কথা শুনে আমার খুব হিংসেই হলো। বললাম, তুমি আসলেই খুব ভাগ্যবতী। কত জায়গায় ঘুরে বেড়াতে পারো! আমি এই সমুদ্রের পার ছাড়া কিছুই চিনিনা, কিছুই জানিনা। একবার শুধু মামার বাড়ী গিয়েছিলাম। জীবনে প্রথম ট্রেনে চলেছিলাম। কি ভালো লেগেছিলো ট্রেনে চড়তে! আবারো খুব চড়তে ইচ্ছে করে।
সাথী বললো, ট্রেনে চড়ায় কোন আনন্দ আছে? কত যে চড়লাম, একদম নিরামিষ!

সাথী কি আমার কথাটাই ফিরিয়ে দিলো নাকি? আমি বললাম, নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্ব সুখ আমার বিশ্বাস।






সাথী উঠে দাঁড়ালো। বললো, ঠিকই বলেছো, যা মানুষ অভ্যস্থ হয়ে যায়, তা আর ভালো লাগে না। তাহলে এই কথাই রইলো, তুমি আমাকে সমুদ্র দেখাতে নিয়ে যাবে।
এই বলে, বিদায় জানিয়ে সাথী তার নিজের পথেই এগুতে থাকলো। আর আমি এগুতে থাকলাম জেলে পাড়ার দিকে।

সাথী সত্যিই চমৎকার একটি মেয়ে। গায়ের রং খুবই ফর্সা। ভদ্র চেহারা, গাল দুটি চাপা, ঠোটগুলো চৌকু। দাঁতে গেঁজ আছে, হলকা।

আমার চোখের সামনে ভেসে উঠতে থাকতে ছোট খালার চেহারাটাই। সেবার মামার বাড়ীতে প্রথম গিয়েছিলাম। ছোট খালাকে কখনোই দেখিনি। সেবারই প্রথম দেখেছিলাম। আমার ঠিক সময় বয়েসী। সাথীর গাল দুটি যদি আরো একটু ফুলা ফুলা হতো, তাহলে বোধ হয় ছোট খালার মতোই লাগতো। সাথীর গেঁজো দাঁত দুটি যদি আরো গভীরে থাকতো, তাহলে বোধ হয় ছোট খালার মতোই লাগতো। সাথীর নীচ ঠোটটা যদি আরো একটু ফুলা হতো, তাহলে বোধ হয় ছোট খালার মতোই লাগতো। সাথী যদি আরো একটু খাট হতো, তাহলে বোধ হয় ছোট খালার মতোই লাগতো। সাথীর স্বাস্থ্যটা যদি আরো একটু মোটা থাকতো, তাহলে বোধ হয় ছোট খালার মতোই লাগতো!

এসব আমি কি ভাবছি? আমি এই জীবনে সবচেয়ে বেশী কাকে ভালোবেসেছি? ছোট খালাকে? কেনো? বার বার শুধু ছোট খালার চেহারাটাই চোখের সামনে ভেসে আসে কেনো?

জেলে পাড়ায় দেখা সেই মেয়েটি কি ছোট খালার চেয়েও সুন্দরী? অথবা সাথীর চাইতেও? গতকাল তো সাথীকেই প্রথম দেখে মনটা উদাস হয়ে গিয়েছিলো। সাথীকে দেখার পর থেকেই, সাথীর গেঁজো দাঁতের হাসি দেখার পর থেকেই ছোট খালার কথা বার বার মনে পরছিলো। অথচ, সেই সাথী খুব আগ্রহ করেই আমার সাথে কথা বলতে চাইলো, কিন্তু আমি পাত্তাই দিলাম না। শুধু মাত্র একটা জেলে পাড়ার মেয়ের মোহে। কি ছিলো মেয়েটার মাঝে? রোদে পুড়া তামাটে বর্ণের দেহ। গেঁজো দাঁত। তার চাইতে আমার ছোট খালা অনেক অনেক সুন্দরী! তার ঠোট দাঁত পাগল করার মতো। আমি বিড় বিড় করলাম, ছোট খালা, কেমন আছো? তোমাকে আমি ভুলতে পারিনা।
আমার চোখের সামনে ভেসে এলো ছোট খালার এক বিষন্ন চেহারা। ছোট খালা বলছে, খোকা, আর কদিন পরই মা হবো। ডাক্তার বলেছে একটি কন্যা সন্তান হবে। কি নাম রাখবো ভাবছি। নদী। কেনো যেনো মনে হয়, সেবার তোমার সাথে নদীর ধারে যেতেই খুব উদাস হয়ে গিয়েছিলাম। নদী সত্যিই মনকে খুব উদাস করে তুলে। আচ্ছা, নদীর সঠিক পরিচয় কি? নদীর মাও আমি, নদীর বাবাও আমি। ওসমান আমাকে ছেড়ে চলে গেছে। আমার সাথে থাকবেই বা কেনো? মাত্র ক্লাশ নাইনে পড়ে। ওরও তো বাবা মা আছে, সুন্দর ভবিষ্যৎ আছে। পালিয়ে পালিয়ে আর কত দিন থাকা যায়। শেষ পর্য্যন্ত ওসমানদের বাড়ী গিয়েছিলাম। আমাদের ভালোবাসার কথা জানিয়েছিলাম, ওসমান এর মা বাবার কাছে। ওসমান এর মা আমাকে মেনে নিতে পারলো না। খুব গালাগাল করেছিলো। কুৎসিত গালাগাল। আমি ওসব তোমাকে বলতে পারবো না। ওসব গালাগাল আমার সহ্য হয়নি। তা ছাড়া ওসমান এরই বা কি দোষ? সে তো আমাকে শুধু ভালোবাসতো। আমার ভালোবাসা তো কখনো পায়নি। বাধ্য হয়ে বাড়ী ফিরে এসেছি।
ভেবেছিলাম, ভাইয়া ভাবী খুবই রাগ করবে। আশ্চর্য্য, কেউ রাগ করেনি। বরং ভাইয়া ভাবী অধিকার আদায় এর জন্যেই ওসমানদের বাড়ী গিয়েছিলো।

[/HIDE]
 
Last edited:
১২
সত্যিই ওসমানকে খুব নিরীহ লাগে। ভাইয়া ভাবী এক প্রকার জোড় করেই ওসমানকে ঘর জামাই করে বাড়ীতে এনেছে। ওসমান অনেক বদলে গেছে। পড়ালেখায় মন দিয়েছে। ক্লাশে ফার্ষ্ট হয়েছে।
তোমার মনে আছে কিনা জানিনা। রিয়া কিন্তু ওসমানকেই ভালোবাসতো। এখন রিয়া আর ওসমান এর সাথে দা কুমড়া সম্পর্ক। বুঝোই তো। এত দিন রিয়া ক্লাশের ফার্স্ট গার্ল ছিলো। ওসমান যখন ফার্ষ্ট হলো, তখন রিয়ার হিংসার আর সীমা নেই। রিয়া আমার উপরই রাগ করে। বলে, আমিই নাকি ওসমানকে রিয়ার প্রতিদ্বন্ধী বানিয়েছি।
ছোট খালার এই চিঠিটা গোপনেই পড়ি। আমি চিঠিটা আবারো বইয়ের ভাঁজে লুকিয়ে রাখলাম। জেলে পাড়ার দিকে পা বাড়াতে চাইলাম, কিন্তু পা এগুতে চাইলো না। ছোট খালা মা হতে চলেছে আর কদিন পরই। ছোট খালার পেটে তো আমারই সন্তান! তার মানে অনাগত কন্যা নদীর বাবা তো আমিই। ওসমান তো সত্যিই একটা নিরীহ ছেলে। সারা জীবন জানবে নদী তারই কন্যা। ছি ছি, একি ঘটতে যাচ্ছে?

আমি পাগলের মতোই পথ চলতে থাকি। কোনদিকে কিভাবে চলছি, নিজেও বুঝতে পারি না। আবারো চোখের সামনে ভেসে উঠে ছোট খালার চেহারাটাই। আমার কানে প্রতিধ্বনিত হতে থাকে, খোকা, আমার একটি মেয়ে হয়েছে। নাম রেখেছি নদী। খুবই ফুটফুটে। মনে হয় আমার চেহারাই পেয়েছে। খুবই শান্ত, একটুও কাঁদে না। কাঁদতে চাইলেই ওসমান কোলে কোলে রাখে। ফিডার বানিয়ে মুখে তুলে দেয়। আমি বুকের দুধ দিতে চাই। ওসমান নিষেধ করে। বলে, বুকের দুধ খাওয়ালে আমার বুকের সেইপ নাকি নষ্ট হয়ে যাবে। আচ্ছা, তুমিই বলো, বাচ্চারা যদি মায়ের বুকের দুধ না খায়, তাহলে শক্তি পাবে কেমন করে? আমার আর বুকের সেইপ ঠিক রেখে কি লাভ?
আমার মনটা চঞ্চল হয়ে উঠতে থাকে। ইচ্ছে করে ঠিক এখুনিই মামার বাড়ীতে ছুটে যাই। ছোট খালাকে এক নজর দেখে আসি। কি অদ্ভূত মিষ্টি আভিজাত্যে ভরা ছোট খালার চেহারা! কি অদ্ভূত সুন্দর ছোট খালার ঠোট। এই জীবনে আমি ছোট খালার মতো এমন মিষ্টি চেহারার মেয়ে খুব কমই দেখেছি। নদী কি ঠিক ছোট খালার মতোই সুন্দরী হবে?



আমি আবারো উদাস হতে থাকি। আবারো পা বাড়াতে থাকি জেলে পাড়ার দিকে। সেই জেলে পাড়ার মেয়েটির চেহারাও কম সুন্দর নয়। ভারতীয় নায়িকা শ্রীদেবীর চাইতেও অনেক অনেক সুন্দরী। জেলে পরিবারে জন্ম নেয়ার কারনে, কেউ এমন সুন্দরী একটি মেয়ের কথা কোনদিন জানবেও না। আমি তাকে জানবো। ছোট খালাকে নিজের করে পাইনি, সম্পর্কের দেয়াল এর কারনে। ছোট খালার গেঁজো দাঁতগুলোর সাথে ওই মেয়েটির গেঁজো দাঁতের কোন মিল আছে নাকি?
নাহ, নেই। তারপরও, মেয়েটির মিষ্টি হাসির দাঁত আমাকে পাগল করেছে। এই জীবনে মেয়েটিকি আমি চাইই।

আমি এগুতে থাকি জেলে পাড়ার দিকে। হঠাৎই ছোট খালার দৈব কন্ঠই শুনতে পাই। খোকা, ও পথে যেও না। অনেক কাটা আছে। সে কাটার আঘাত তুমি সইতে পারবে না।
কাটার আঘাত কেমন জানিনা। ভালোবাসার কাটার আঘাত পেয়ে মরলেও শান্তি পাবো। জেলে পাড়ার ওই মেয়েটিকে আমি মনে প্রাণে ভালোবেসে ফেলেছি। তাকে আমার চাই। ছোট খালা, তুমি আমাকে বাঁধা দিওনা, প্লীজ!
আমি আবারও শুনতে পাই, খোকা, বললাম তো ওদিকে যেওনা।

আমার মন মানতে চায়না। ছোট খালা বাঁধা দিলেই হলো নাকি? ছোট খালা তো ওসমানকে নিয়ে দিব্যিই আছে। তার নবজাত শিশুকে নিয়েও সুন্দর সংসার জীবন যাপন করছে। আমি কি পেয়েছি? বিড় বিড় করেই বললাম, ছোট খালা, তুমি আমার খালা হতে গেলে কেনো?
আমি আবারো শুনলাম, খোকা, কি আছে ওদিকে? প্রতিদিন ও পথে কই যাও।
আমি বললাম, ওদিকে আমার নুতন প্রাণ! আমি ওকে চাই। তোমার কেউ আমাকে বাঁধা দিতে পারবে না। কেউ না।
আমি আবারো শুনতে পাই, ঠিক আছে খোকা, বাঁধা আমি তোমাকে দেবো না। তারপরও বলি, ওই নুতন মেয়েটা তোমার মাথাটাই খারাপ দিয়েছে।
নুতন মেয়েটা মানে, সাথী? সাথী আমার মাথা খারাপ দিয়েছে? আমি পেছন ফিরে তাঁকালাম। দেখলাম, অধরা। গাছটার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আমার দিকেই তাঁকিয়ে আছে।
তাহলে কি অধরাই এতক্ষণ ডাকছিলো? আমি অধরার কাছাকাছি এগিয়ে গিয়ে বললাম, নুতন মেয়েটা আমার মাথা খারাপ করবে কেনো?
অধরা বললো, দেখলাম তো তোমাকে নিয়ে ওদিকটায় গেলো। নুতন আসতে না আসতেই তোমাকে পটাতে চাইছে? ওরকম মেয়েরা কিন্তু কখনোই ভালো হতে পারে না।
 
Last edited:
১৩
আমি বললাম, না মানে, সাথী নুতন এসেছে বলেই একজনকে বন্ধু করে নিতে চাইছে।
অধরা বললো, ক্লাশে মেয়ের কি অভাব আছে? আমি ক্লাশ ক্যাপ্টেন, কই আমাকেও তো তার কোন সমস্যার কথা বলেনি।
আমি বললাম, না মানে, সাথী এই জায়গাটা একটু ঘুরে দেখতে চাইছিলো। সাথে একটা ছেলে ছাড়া ভরসা পাচ্ছিলো না।
অধরা ঘাড়টা কাৎ করে কিছুক্ষণ আমার দিকে তাঁকিয়ে রইলো। তারপর বললো, ওসব হলো চালাকী। প্রথমে ঘুরে বেড়ানো, তারপর মনের মাঝেই জায়গা করে নিতে চাইবে। হিসেবটা সাথী ঠিক মতোই করে নিয়েছে। তোমার মতো ধনীর দুলালদেরই এরা টার্গেট করে। নইলে ক্লাশে এত সব ছেলে থাকতে তোমাকে বেছে নিলো কেনো?
আমি হাসলাম, বললাম, তুমি শুধু শুধুই দুশ্চিন্তা করছো। এত সহজে আমি সাথীর প্রেমে পরবো না।
অধরা বললো, তাহলে স্কুল ছুটির পর বাড়ী না ফিরে গিয়ে, একেবারে উদাস মনে ওদিকে জেলে পাড়ার দিকে এগুচ্ছিলে কেনো?
আমি অপ্রস্তুত হয়েই বললাম, না মানে, ওদিকটার দৃশ্য গুলো খুব সুন্দর! সাগর পারে মাছের জালগুলো ছড়িয়ে শুকুতে দেয়া। বাড়ীর চালে, ডালায় মাছ শুকানোর দৃশ্য, এসব তো খুব একটা চোখে পরে না।
অধরা বললো, ওসবই যদি দেখতে যাও, তাহলে আমি কিছু বলবো না। তারপরও সাথীর ব্যাপারে সাবধান করবো।
এই বলে অধরা এগুলো নিজ বাড়ীর পথে।
অধরার কথা আমাকে ভাবিয়ে তুললো। আমার মতো ধনীর দুলালদের এরা টার্গেট করে। তবে কি অধরাও আমাকে টার্গেট করে আছে নাকি? অধরাও কি আমাকে ভালোবাসে? আমাকে তার নজরে নজরেই রাখে?
এই পর্য্যন্ত কত মেয়ের ভালোবাসাই তো পেয়েছি। সবই কি আমি ধনীর দুলাল বলে? তাহলে হেনা? সে তো আমাকে পাত্তাই দিলো না। মুখের উপর দরজাটা বন্ধ করে দিয়েছিলো। সথী যদি আমাকে পটাতেই চায়, আমিও হেনাকে পটিয়ে ছাড়বো। আমার মনে হঠাৎই এক প্রকার জেদ চাপলো। আমি জেলে পাড়ার দিকে না এগিয়ে, হেনাদের বাড়ীর দিকেই এগিয়ে গেলাম।




হেনা সদ্য পোশাক বদলে, বারান্দার উঁচু ধাপটাতেই ডান পা টা ধাপটার উপর তুলে হাত দুটি পেছনে রেখে দেহটা হেলিয়ে আরাম করেই বসেছিলো। আমাকে দেখা মাত্রই গম্ভীর গলায় বললো, তুমি? আবারও? আবার কি মতলব?
আমি বললাম, না, আজকে হাসতে বলবো না।
হেনা বললো, তো?
আমি বললাম, আমার কেনো যেনো মনে হয়, তোমার দাঁতে পোকা আছে। এই জন্যে দাঁত বেড় করে হাসো না।
হেনা সোজা হয়ে বসলো। রেগে আগুন হয়েই বললো, এই কথা বলতে এসেছিলে? আমার দাঁতে পোকা থাকলে তোমার কি? তুমি কি দাঁতের ডাক্তার?
একি ব্যাপার? এমন রেগে যাবে ভাবতেও তো পারিনি। মনে তো হতো খুবই শান্ত একটা মেয়ে। শান্ত মেয়েরা যে এমন রেগে যেতে পারে, আমার ধারনাই ছিলো না। আমিও কি বলতে কি বলে ফেললাম। আমি হেনাকে শান্ত করার জন্যেই বললাম, রাগলে তোমাকে খুবই সুন্দর লাগে। তুমি রাগ করার জন্যেই কথাটা বলেছিলাম। আচ্ছা, তোমার নীচের ঠোটে কি হয়েছিলো? সব সময় খুব ফুলা ফুলা লাগে। রাগলে আরো বেশী ফুলে উঠে। অবশ্য খারাপ লাগে না। শ্রীদেবীর নীচ ঠোটটাও কিন্তু খুব ফুলা।
হেনা ধাপটার উপর থেকে নেমে আসতে থাকলো। ডান পা টা নীচ ধাপে রেখে ঝুকে দাঁড়িয়ে ধাওয়া করার ভান করে বললো, এই গেলি?
ঠিক তখনই নীচ ঠোটটার ঠিক উপরে, উপরের পাটির মাঝের দাঁত দুটি চোখে পরলো। অপূর্ব দুটি দাঁত। ঠিক ফবি কেইটস এর দাঁত এর মতো। আমি বললাম, অপূর্ব!
হেনা চোখ পাকিয়ে বললো, কি?
আমি বললাম, তোমার দাঁত!
হেনা খানিকটা শান্ত হলো। বললো, আচ্ছা, তোমার হয়েছেটা কি? হঠাৎ আমার দাঁত নিয়ে এমন গবেষনা করতে শুরু করলে কেনো?
আমি বললাম, না, এমনিই। তুমি খুব সুন্দরী তো তাই। সুন্দরী মেয়েরা হাসলে কেমন লাগে, তাদের দাঁত কেমন খুবই জানতে ইচ্ছে করে।
হেনা বললো, তারপর?
আমি বললাম, তারপর আর কি? শুধু জেনে রাখা আর কি।
 
১৪
হেনা হঠাৎই রেগে গিয়ে বললো, তুমি এখনো দাঁড়িয়ে আছো? তোমার কি একটুও লজ্জা নেই? তোমার কথা যে আমি পছন্দ করছি না, একটুও বুঝতে পারছো না? কাউকে ডেকে বেড় করে দিতে হবে নাকি?
আমি অপ্রস্তুত হয়ে বললাম, না, না, কাউকে ডাকতে হবে না। আমি বুঝতে পারছি, তুমি খুবই অহংকারী।
এই বলে আমি দু পা পিছিয়ে, হেনাদের বাড়ী থেকে বেড়িয়ে এলাম।

হেনা যে এতটা অহংকারী কখনো ভাবতেও পারিনি। সত্যিই অহংকার করার মতো সুন্দর চেহারা, দৈহিক গড়ন হেনার আছে। গোলগাল চেহারা, গাল দুটি ফুলা ফুলা, ঠোট দুটি ঈষৎ চৌকু, তবে নীচ ঠোটটা খুবই রসালো। তবে, হেনার এই অপমান এর প্রতিশোধ নেবার জন্যেও আমার মনে আগুন জ্বলে উঠতে থাকলো।
মাথার ভেতরটা কেমন করছিলো, নিজেও বুঝতে পারছিলাম না। নিজের অজান্তেই এগুতে থাকলাম শিশিরদের বাড়ীর দিকে। শিশিরদের বাড়ীতে এসে, উঠানে দাঁড়িয়েই ডাকলাম, শিশির! শিশির!
ভেতর থেকে রেখা দিদির গলাই শুনতে পেলাম, কে খোকা? ভেতরে এসো।

ভেতরে ঢুকতেই দেখলাম, রেখা দিদি সোফায় পা তুলে বসে আছে। ডান হাতের আঙুলগুলো ঠোটে ঠেকিয়ে বললো, শিশির তো একটু আগেই বেড়োলো। পথে দেখা হয়নি?
আমি বললাম, না, ঠিক আছে, তাহলে আসি।
রেখা দিদি বললো, বসো, আজকাল তো আমাদের বাড়ী আসা বন্ধই করে দিলে। কি হয়েছে বলো তো?
আমি বললাম, না, কি আর হবে? শিশির আমাদের বাড়ীতেই চলে আসে। তাই আর কি।
রেখা দিদি বললো, আমার কিন্তু তা মনে হয় না। তুমি ইচ্ছে করেই আসো না। আজও শিশির তোমার জন্যে অপেক্ষা করে বসেছিলো। তুমি দেরী করছিলে দেখেই বেড়িয়ে গেলো। আমার তো মনে হয়, আমার জন্যেই তুমি আসতে চাও না। আমি মুনার পথে কাটা হয়ে দাঁড়িয়েছি, তাই তো?
আমি বললাম, কি যে বলেন দিদি, শুধু আপনার জন্যেই তো আসি। মুনার সাথে সত্যিই আমার বন্ধুর সম্পর্ক।

রেখা দিদি ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বললো, ঠিক আছে, বসো। চা করছি। চা খেয়ে যাবে।
আমি বললাম, না দিদি, আজকে চা খাবো না। শিশির বোধ হয় আমাদের বাড়ীর দিকেই গেছে। কালকেও দেখা হয়নি। বোধ হয় আমাকে খোঁজে খোঁজে হয়রান হচ্ছে।
রেখা দিদি বললো, আবারো এসো কিন্তু। আমি মুনার পথে আর কখনো বাঁধা হয়ে দাঁড়াবো না।
রেখা দিদি, সত্যিই অপরূপ একটি মেয়ে।
বাড়ীতে স্কুল ব্যাগটা রেখে শিশির এর খোঁজেই বেড়োতে চেয়েছিলাম। উঠানে আমার মেঝো বোন মৌসুমীকেই দেখলাম।




মৌসুমী কি দিন দিন ক্রেইজী হয়ে পরছে নাকি? পরনে লাল রং এর ব্রা আর লাল রং এর প্যান্টি। ঘাড়টা তুলে মুক্ত বাতাসই সেবন করছিলো। খানিক পাতলা কাপর এর ব্রা, যার জন্যে স্তন এর বোটা দুটিও ব্রা এর উপর দিয়ে ভেসে উঠছিলো। আমি ডাকলাম, ছোট আপু, অমন পোশাকে কেউ তোমাকে দেখলে ক্রেইজী হয়ে যেতে পারে।
মৌসুমী আমার দিকে তাঁকালো। বললো, হউক, তাতে তোমার কি?
আমি বললাম, আমার আবার কি হবে? ইদানীং আমার বন্ধুদের অনেকেও তো বাড়ীতে আসে। তারা তোমাকে এমন পোশাকে দেখলে কি ভাববে বলো তো?
মৌসুমী বললো, কি ভাববে? ন্যাংটু তো আর না। ব্রা, প্যান্টি এসবও পোশাক। তুমি তো একটা ন্যাংটু মেয়েকে ভালোবাসতে গিয়েছিলে। মামা যদি তোমাকে উদ্ধার না করতো, তাহলে তো এতদিন আমাদের ইজ্জত নিয়েই প্রশ্ন উঠতো।
আমি খানিকটা নীতীগত ভাবেই দুর্বল হয়ে গেলাম। বললাম, ওটা একটা এক্সিডেন্ট। আসলে, মিলিকে ন্যাংটু দেখেই পছন্দ হয়নি। ওর চেহারার মাঝে কি যেনো ছিলো, যা আমাকে পাগল করে তুলেছিলো।
মৌসুমী বললো, আমি কালো, ছেলেদের পাগল করার মতো আমার তো চেহারা নেই। দেখি, কোন ছেলে পাগল হয় কিনা।
আমি বললাম, ছোট আপু, তোমার কি নেই? এত মিষ্টি চেহারা, মিষ্টি হাসি, মেধাবী। এস, এস, সি, তে সারা বোর্ডে মেধা তালিকায় প্রথম হলে। ভালো গানও জানো। বাজারে তোমার গানের ক্যাসেটও সবাই কিনছে চড়া দামে। তারপরও তোমার মনে এত হতাশা কেনো?
মৌসুমী বললো, ষোলটি বছর পেরিয়ে গেলো, তারপরও কেউ কথা রাখেনি।
মৌসুমীর জন্যে আমার খুব মায়া হয়। এত মিষ্টি একটা চেহারা, শুধু মাত্র গায়ের রং টা একটু কালো বলেই কি, তাকে কেউ ভালোবাসে না? না না, কত কালো বিশ্রী চেহারার মেয়েদেরও দেখি চুকিয়ে প্রেম করছে। আমার তো মনে হয় মৌসুমীর আত্মবিশ্বাসই নেই। আমি বললাম, ছোট আপু, আমার কিন্তু তা মনে হয় না। আমার ধারনা, তোমার নাক খুব উঁচু। মানে অহংকারী। আমার মনে হয় তুমিই ছেলেদের পাত্তা দাও না।
 
[HIDE]
১৫
মৌসুমী খিল খিল করেই হাসলো। কি অদ্ভুত মিষ্টি গেঁজো দাঁত মৌসুমীর! এমন মিষ্টি দাঁতের হাসি দেখলে প্রানটাই জুড়িয়ে যায়। মৌসুমী হাসি থামিয়ে বললো, একটাই জীবন। যাকে তাকে পাত্তা দেবো কেনো? এই জীবনে শুধু একজনকেই ভালোবাসবো। যে হবে আমার মনের মতো।
আমি বললাম, আমাদের এই এলাকায় কি তোমার মনের মতো কেউ নেই?
মৌসুমী বললো, আছে। ছেলেটা আবারো ফেল করলো।
আমি বললাম, কে, ওই সাগর ভাই? ইতিমধ্যে তো সবাই আদু ভাই ডাকতে শুরু করেছে। এত ভালোবাসো তাকে?
মৌসুমী বললো, এত কথা বলো কেনো তুমি? কোথায় যাচ্ছিলে যাও। আমি কি তোমাকে ডেকেছিলাম?
আমি বললাম, না ডাকো নি। তোমাকে দেখে খুব সেক্সী লাগছিলো। তাই না ডেকেও পারলাম না।
মৌসুমী বললো, আমার কথা তোমাকে ভাবতে হবে না। আমি একটা ফেল করা ছেলেকেই ভালোবাসি, আর একটা গাঁজাখোরকেই ভালোবাসি, তাতে তোমার কি? যার নয়নে যারে লাগে ভালো। তুমি যে একটা বন্য মেয়েকে ভালোবাসতে গিয়েছিলে, আমি কি কিছু বলেছিলাম? কিংবা বাঁধা দিয়েছিলাম?
আমি নিজের কথাই ভাবলাম। তাই তো, সেবার পাহাড়ী মেয়ে মিলির প্রেমে পরে গিয়েছিলাম। ইদানীং এক জেলে কন্যার প্রেমেই পরতে যাচ্ছি। মৌসুমীর কথাই ঠিক। যার নয়নে যারে লাগে ভালো।
শিশির এর খোঁজেই শর্ট কাট পথে সাগর পার ধরে এগুচ্ছিলাম। ওই প্রান্তে পাহাড়ী ঢালটাতে বসেই শিশির আমি বিকালের সময়টা কাটিয়ে থাকি। উর্মিদের বাড়ীর পেছনটা দিয়ে এগুতেই দেখলাম উর্মির মাকে।

সত্যিই যেনো শিল্পীর নিজ হাতে গড়া এক অপরূপ চেহারা। চেহারায় যেনো শুধু শিল্পীর কারুকার্য্য! ঠোট, নাক, চোখ গাল, থুতনী, সবই। আমাকে দেখেই মুচকি হেসে বললো, ওদিকে কই যাও?
আমি বললাম, না মানে, ওদিকেই। কি করছেন চাচী?
উর্মির মা বললো, এতক্ষণে রিমিকে একটু ঘুম পারাতে পারলাম। রিমিকে ঘুম পারিয়েই হাঁটতে বেড়োলাম।

রিমি, এই কিছুদিন আগেই উর্মির মা আবারো মা হয়েছে, একটি কন্যা সন্তান এর জন্ম দিয়ে। উর্মির মদ্যপ বাবা সংসার ছেড়ে ছুড়ে কোথায় চলে গেছে, কেউ বলতে পারে না। ট্রলারের ব্যবসা ছিলো উর্মির বাবার। সব কিছু এখন উর্মির মা ই দেখা শুনা করে।



কখন কিভাবে উর্মির মায়ের সাথেও আমার একটা গোপন সম্পর্ক হয়ে গিয়েছিলো, নিজেও জানিনা। উর্মির বাবা সংসার ছেড়ে চলে যাবার পর, উর্মির মা যেনো আমার উপরই খুব নির্ভরশীল হয়ে পরেছিলো। একজন মহিলা, ট্রলার এর ব্যবসা কতই আর বুঝে। ম্যানেজার একজন রেখেছে ঠিকই। অথচ ঠিক মতো হিসাব দিতে পারে না। কোনদিন আসে, কোনদিন আসে না। তাই আমাকে প্রায়ই অনুরোধ করে, ঘাটে গিয়ে একটু খোঁজ খবর নিয়ে আসতে।
আমারও মন ভুলা। আমিও সময় পেলেই যাই। যেদিন যাই, সেদিন ঠিকই ক্যাশ বক্সটা উল্টে দেখি। টাকায় ভর্তি। ম্যানেজার সেদিন ফাঁকি দিতে পারে না। আমার সামনেই টাকা গুনতে থাকে। উর্মির মা বললো, ঘাটে গিয়েছিলে আজকে?
আমি বললাম, স্যরি চাচী। আসলে ভুলেই গিয়েছিলাম। ঠিক আছে, ওদিকে যাবার পথে ম্যানেজার এর একটা খোঁজ নিয়ে আসবো।
উর্মির মা হাসলো তার চমৎকার সাদা দাঁত গুলো বেড় করে। বললো, আর যেতে হবে না। একটু আগে এসেছিলো। বললো, খুব একটা কাস্টোমার আসেনি। বসো।
এত সুন্দর দাঁত উর্মির মায়ের! গেঁজো দাঁত এর কোন লক্ষণই নেই। মাঝে মাঝে মনে হয়, টুথ পেষ্টের বিজ্ঞাপণ মডেল হতে পারলে, খুবই হিট হতো।

উর্মির মা বালুচড়েই বসলো। আমিও তার সামনা সামনি বসলাম। উর্মির মায়ের সান্নিধ্য ছেড়ে বেরসিক শিশির এর খোঁজে যেতে ইচ্ছে করলো না। আমি বললাম, চাচী, আপনি দিন দিন শুধু আরো সুন্দরী হচ্ছেন।
উর্মির মা তার মিষ্টি দাঁত গুলো বেড় করে আবারো হাসলো। আমার চোখে চোখে প্রণয়ের দৃষ্টি ফেলে বললো, সবই তো তোমার কারনে। মেয়েদের দেহ ক্ষুধার্ত থাকলে পাগল হয়ে যায়। তখন তারা কি করে, নিজেও বুঝতে পারে না।

উর্মির মায়ের মিষ্টি ঠোট মিষ্টি দাঁত আমাকে পাগল করে তুলছিলো। মনে হলো জেলে পাড়ায় দেখা সেই মেয়েটির গেঁজো দাঁত এর চাইতে উর্মির মায়ের সমতল চিরল চিরল সাদা দাঁতগুলো অনেক অনেক অপূর্ব!

উর্মির মায়ের উপর আমার অনেক অধিকার আছে। তা সবার গোপনে। খুব উঁচু গলায় বলতে না পারলেও, রিমি আমারই ঔরষজাত সন্তান। আমি উর্মির মায়ের কাছাকাছিই এগিয়ে গেলাম। তাকে জড়িয়ে ধরে তার মিষ্টি ঠোটেই চুমু দিলাম। দঁাত বেড় করে হাসছিলো বলে, জিভটা দাঁতেই ঠেকালাম।
উর্মির মাও আমার ঠোটে একটা চুমু দিয়ে বললো, জানো, খুব লক্ষ্মী একটা মেয়ে হয়েছে। একটুও কাঁদে না।
আমি বললাম, আর ওদিকে, আমাদের বাড়ীর কাজের মেয়ে খুকী! কি এক ইতর বাচ্চা নিয়ে এসেছে, সারা রাত শুধু ট্যা ট্যা করে কাঁদে।
উর্মির মা বললো, শিশুদের ইতর বলতে নেই। শুনেছি, ওর হাসব্যাণ্ড নাকি ওকে তাড়িয়ে দিয়েছে?
উর্মির মায়ের কথা শুনে আমার মেজাজটাই খারাপ হলো। একটা মাঝি আবার হাসব্যাণ্ড? বললাম, হাসব্যাণ্ড বলছেন কেনো? একটা দরিদ্র মাঝি। বলেন স্বামী।
[/HIDE]
 
[HIDE]
১৬
আমার কথা শুনে উর্মির মা খিল খিল করেই হাসলো। বললো, স্বামী আর হাসব্যাণ্ডের মাঝে পার্থক্য কি? ইংরেজীতে স্বামীকে তো হাসব্যাণ্ডই বলে।
আমি বললাম, হুম তা বলে। খুকী একটা অশিক্ষিত মেয়ে।
উর্মির মা আবারো খিল খিল করে হাসতে থাকলো। বললো, মনে হচ্ছে খুকীর উপর খুব রেগে আছো?
আমি বললাম, রেগে থাকবো না মানে? বললাম না, খুকীর বাচ্চা, মিনা না কি নাম, সারা রাত ট্যা ট্যা করে কাঁদে। বলে, বুকের দুধ খেতে চায় না। ব্লাউজটা সারাক্ষণ বুকের দুধে ভিজা থাকে।
উর্মির মা বললো, যে শিশুরা মায়ের বুকের দুধ খেতে চায় না, তারা কিন্তু খুব জেদী হয়। বোধ হয় বাবার উপর প্রতিশোধ নেবার মতোই একটা জেদী সন্তান হবে।

উর্মির মায়ের কথা শুনে আমি হঠাৎই থতমত খেয়ে গেলাম। প্রতিশোধ? একটা শিশু সন্তান? বাবার উপর কেমন প্রতিশোধ নেবে?
উর্মির মা আবারো খিল খিল করে হাসলো। বললো, কি ভাবছো?
আমি বললাম, আমিও চাই, ওই মিনা তার বাবার উপর একটা চরম প্রতিশোধ নিক। কি সাহস সামান্য একটা মাঝির। আমাদের বাড়ীর কাজের মেয়ে, কেমন ফুসলিয়ে পালিয়ে গিয়েছিলো খুকীকে। আবার ছেড়েও দিলো। একবার যদি কাছে পেতাম, ঘাড়টা এমন করে মটকে দিতাম! মিনা যদি তার মায়ের বুকের দুধ খেতে না চায়, তাহলেই ভালো। আমি সারা রাত ওর কান্না সহ্য করবো।
উর্মির মা বললো, রিমি কিন্তু খুব লক্ষ্মী! এই দেখো, সব চুষে চুষে খেয়ে কি অবস্থা করেছে!
উর্মির মা তার দীর্ঘ সেমিজটার প্রশস্থ গলে স্তন দুটি দেখাতে থাকলো। অপূর্ব এক জোড়া স্তন। খুবই ভরাট। আমি বললাম, বলেন কি সব খেয়ে ফেলেছে?
উর্মির মা মজা করেই বললো, কেনো? তোমার হিংসে হচ্ছে নাকি? খাবে নাকি? বুকের দুধ শেষ হলেও, আবার নুতন করেই ভরে উঠে।
আমি আমতা আমতা করেই বললাম, না মানে, এমনিই বললাম আর কি। রিমি যখন বুকের দুধ এতই পছন্দ করে, তাহলে ওসব রিমির জন্যেই থাক না।
উর্মির মা বললো, যেভাবে জিভের পানি ফেলছো, মনে তো হচ্ছে একটু খেয়ে দেখতে চাইছো।
আমি আবারো আমতা আমতা করে বললাম, না মানে, আমি খেলে রিমির ভাগে আবার কম পরে যাবে।
উর্মির মা আবারো খিল খিল করে হাসতে থাকলো। বললো, যেভাবে বলছো, মনে তো হচ্ছে সত্যি সত্যিই খেতে চাইছো।
আমি কিছু বললাম না। উর্মির মায়ের চোখের দিকেই তাঁকিয়ে রইলাম শুধু। উর্মির মা মুচকি হেসে বললো, রিমির ভাগে কম পরবে না, এসো।



গতকাল খুকীর কোলে মাথা রেখে, তার বুকের দুধ পান করেছিলাম। খুব অপূর্বই লেগেছিলো। সেদিন আমি উর্মির মায়ের কোলেও মাথা রাখলাম। উর্মির মা শিশুদের মতোই আমার মাথাটা তুলে ধরে, তার বাম স্তনটাতে ঠেকালো। আমি সুদৃশ্য ফুলা ফুলা স্তন বোটা মুখে পুরে নিলাম। নরোম কিসমিস এর মতোই একটা স্তন বোটা। জিভ দিয়ে খানিক চাপতেই ছিটকে মিষ্টি দুধ এসে পরলো আমার জিভে।
আমি হঠাৎই এক আব্দার করে বসলাম। বললাম, জানেন চাচী, খুব ইচ্ছে করছে, বাছুর যেমনি গাভীর দুধ পান করে, ঠিক তেমনি আপনার দুধও পান করতে।
উর্মির মা হাসলো। বললো, দুষ্ট ছেলে। আমি কিন্তু কাপর খুলতে পারবো না। উবু হচ্ছি। সেমিজের গলে মাথা ঢুকাতে পারলে, তোমার যা ইচ্ছে তাই করো।

উর্মির মা দু হাত আর হাঁটুর উপর ভর করে উবু হলো। সেমিজটার গলে বিশাল দুটি স্তন নীচের দিকেই ঝুলে রইলো। আমি সেই গলে মাথা ঢুকিয়ে, আবারো উর্মির মায়ের বাম স্তনের বোটাটা মুখে চেপে ধরতে চাইলাম। উর্মির মাও তার দেহটা খানিক নীচু করে, বোটাটা আমার মুখের ভেতরই চেপে ধরলো। আমি চুষতে থাকলাম উর্মির মায়ের স্তন বোটাটা। কেনো যেনো বুঝলাম না, আমার লিঙ্গটাও কেমন উষ্ণ হয়ে উঠতে থাকলো। দেহেও অনাবিল এক সুখ জেগে উঠতে থাকলো।
রাত কত হবে কে জানে? ঘুমটা খুব গভীর হয়েই এসেছিলো। খুকীর বাচ্চাটা হঠাৎই ট্যা ট্যা করে কেঁদে উঠলো। সেই যে কান্না শুরু করেছে, আর থামার নাম নেই। আমার মেজাজটাই খারাপ হতে থাকলো।
হঠাৎই করুন একটা গানের সুর কানে ভেসে এলো,
বন মালী তুমি, পর জনমে হইও রাধা।
আ আ আআ বন মালী তুমি পর জনমে হইও রাধা।
আমি মরিয়া হইবো শ্রীনন্দের নন্দন, তোমাকে বানাইবো রাধা।
খুকীর গানের গলা খুবই সুন্দর! বিশেষ করে দুঃখ কষ্টের গান গুলো এত দরদ দিয়ে গায়, প্রাণ কেঁড়ে নেয়। তেমনি গান শুনে খুকীর বাচ্চাটাও কি অভিভূত হয়ে পরলো নাকি? শিশু কান্না আর শুনতে পেলাম না।
[/HIDE]
 
[HIDE]
১৭
কিছুক্ষনও যেতে পারলো না। শিশু কান্নাটা আবারো ভেসে আসতে থাকলো। খুকীর গানও শুনতে পেলাম না। আমি খুকীর ঘরেই এগিয়ে গেলাম। দেখলাম, এলোমেলো পোশাকেই খুকী কাৎ হয়ে ঘুমিয়ে আছে। নগ্ন পিঠঠাই শুধু দেখতে পাচ্ছিলাম। আমি ডাকলাম, খুকী, বাচ্চা কাঁদছে তো!
খুকী ঘুমের ঘোরেই বললো, খুব ঘুম পাচ্ছে। ওখানে দুধ বানিয়ে রেখেছি তো।
এই বলে খুকী আবারো হাত পা গুজে ঘুমুতে থাকলো। আর শিশু মেয়েটা ট্যা ট্যা করে অনবরত কাঁদতেই থাকলো। আমার খুব মায়াই লেগে গেলো। শুধু শিশুটার প্রতিই না, খুকীর প্রতিও। সারাদিন কত খাটে মেয়েটা। কি এমন মর্যাদা দিয়েছি আমি? হউক না এক মাঝিকে নিয়ে পালিয়ে গিয়েছিলো। মাঝিটাও তো মানুষ। তারই কন্যা। আমি শিশু মেয়েটাকে কোলে তুলে নিলাম।
আশ্চর্য্য! শিশু মেয়েটা হঠাৎই কান্না বন্ধ করে দিলো। আমার দিকে চোখ বড় বড় করে বিস্ময় নিয়ে তাঁকাতে থাকলো। আমি নরোম গালটা টিপে বললাম, দুধু খাবে? একটু রাখো, ওই যে তোমার দুধু।
আমি বিছানার পাশ থেকে ফিডার এর বোতলটা তুলে নিয়ে শিশু মেয়েটির মুখে তুলে দিলাম। আর অমনিই চুক চুক করে ফিডার এর নিপলটা চুষতে থাকলো। এক নিঃশ্বাসেই যেনো পুরু বোতলের দুধটুকু পান করে ঘুমিয়ে পরলো। ঘুমিয়ে ঘুমিয়ে আবারো চোখ খুলে দেখতে থাকলো, আমি আছি কিনা।
আমি শিশুটার কপালে একটা চুমু দিয়ে বললাম, আছি খুকী, আমি তোমার পাশেই আছি।
এই বলে খুকীর পাশেই শুইয়ে দিলাম মিনাকে।

খুকী হঠৎই চোখ খুললো। বললো, খোকা ভাই, তুমি? আমার ঘরে?
আমি বললাম, না মানে, বাচ্চাটা কাঁদছিলো। এমন কাঁদলে কি কেউ ঘুমুতে পারে? তুমি তো বেহুশের মতো ঘুমুচ্ছিলে।
খুকী অসহায় গলায় বললো, ঘুমুচ্ছিলাম না খোকা ভাই, ঘুমুনোর চেষ্টা করছিলাম। আমি একা আর কত পারি? দুধে ভরা বুকটা টন টন করে। অথচ বুকের দুধ খেতে চায় না। আমি কি করবো?
আমি বললাম, খেতে না চাইলে খুবই ভালো। যে শিশুরা মায়ের বুকের দুধ খেতে চায় না, তারা নাকি খুব জেদী হয়। দেখবে, তোমার মিনাও খুব জেদী হবে। বড় হলে ও ওর বাবার উপর বড় ধরনের একটা প্রতিশোধ নেবে।
আমার কথা শুনে খুকী হঠাৎই শাড়ীর আচলটা দিয়ে নগ্ন বুকটা ঢেকে উঠে বসলো।
খুকী খানিকক্ষণ মাথা নীচু করে আপন মনেই ভাবতে থাকলো। তারপর বললো, প্রতিশোধ? বড় ধরনের প্রতিশোধ? মিনার বাবা কে, জানো খোকা ভাই?
আমি বললাম, জানবো না কেনো? একটা সাধারন মাঝি। একবার যদি কাছে পেতাম, তাহলে ঘাড়টা এমন করে মটকে ধরতাম, নড়ার সুযোগই পেতো না। তুমি ভেবো না। আমি ওই শালাকে খোঁজে বেড় করবোই।
খুকী বললো, তুমি ওকে কোন দিনই খোঁজে বেড় করতে পারবে না। সে তো আমার মনের মাঝি। ওই মাঝিকে তো আমার মন ছাড়া আর কেউ চেনে না।
আমি বললাম, বাদ দাও ওসব কথা। ওই মাঝির কথা ভুলে যাও। বলে ছিলে, দুধে ভরা বুকটা নাকি তোমার টন টন করছে। চাইলে আমাকে দিতে পারো। গতকাল কিন্তু তোমার দুধগুলো খেতে খুব অপূর্বই লেগেছিলো।



খুকী তার বুকের উপর থেকে শাড়ীর আঁচলটা খসিয়ে নিলো। গুন গুন করে গাইতে থাকলো, তুমি আমারি মতো জ্বলিও জ্বলিও, শ্যাম কলঙ্কের হার গলেতে পরিও, মরিও তখন রাধারই মতো, মরিও তখন রাধারই মতো, বুকে লয়ে দুঃখের চিতা। বন মালী গো তুমি, পর জনমে হইও রাধা।
আমি খুকীর সুদৃশ্য স্তন দুটির দিকে তাঁকিয়ে থেকে বললাম, আচ্ছা খুকী, তুমি সব সময় এমন করুন সুরে গাও কেনো? তোমার গান শুনলে মন খুব উদাস হয়ে যায়।
খুকী বললো, কষ্টে যাদের জীবন গড়া, আনন্দের সুরে গান গাই কেমন করে?
আমি বললাম, তোমার কষ্ট তো তুমি নিজেই ডেকে এনেছিলে। একটা মাঝির হাত ধরে পালিয়ে গিয়েছিলে।
খুকী বললো, দুধ খেতে চেয়েছিলে, দুধ খেয়ে চলে যাও। কথা বাড়িও না।
আমি খুকীকে আবেগ আপ্লুতভাবেই জড়িয়ে ধরলাম। বললাম, না খুকী, দুধ খেতে আমি আসিনি। এসেছিলাম তোমার বাচ্চাটা কাঁদছিলো বলে। তুমি সত্যিই সুন্দরী। তোমার মতো এমন একটা সুন্দরী মেয়েকে যে এমন একটা শাস্তি দিতে পারে, সে একটা পশু!
খুকী আমার ঠোটে একটা চুমু দিয়ে বললো, না খোকা ভাই, ওকে পশু বলো না। আমি ওকে প্রাণের চাইতেও বেশী ভালোবাসি। তুমি দেখে নিও, মিনা কোন না কোনদিন তার নিজ বাবার পরিচয় খোঁজে পাবেই। তুমি শুধু আমাকে এই বাড়ীতে একটু আশ্রয় দিও।
আমি খুকীকে নিয়ে বিছানায় গড়িয়ে পরলাম। খুকীর মিষ্টি ঠোট গুলোতে চুমুতে চুমুতে ভরিয়ে দিতে থাকলাম। তারপর তার সোনালী বরনের পুরু দেহটা। আমি খুকীর পরনের নিম্নাঙ্গের বসনটাও খুলে নিলাম। তারপর তার যোনীতেও একটা চুমু দিলাম। খুকী উবু হয়ে শুয়ে বললো, খোকা ভাই, ওখানে তো এক দরিদ্র মাঝির চোখ পরেছিলো। এক মাঝি কন্যা আমার কোলে। তুমি মালিক পুত্র! তোমার ঘিন্না করলো না ওখানে মুখ রাখতে।
[/HIDE]
 
[HIDE]
১৮
আমি খুকীর নগ্ন পিঠটার উপরই মাথাটা ঠেকিয়ে রাখলাম কিছুক্ষণ। বললাম, বললাম না, সব ভুলে যেতে।
খুকীর এমন চমৎকার একটা নগ্ন দেহ! নিজেকে আমি নিয়ন্ত্রণ করে রাখতে পারছিলাম না। আমার দেহটা উষ্ণ হয়ে উঠে, লিঙ্গটা কঠিন হয়ে উঠেছিলো। আমি আমার পরনের ট্রাউজারটা খুলতে থাকলাম।
খুকী চিৎ হয়েই শুলো। বললো, খোকা ভাই, তুমি আসলেই খুব স্বার্থপর! তারপরও তোমাকে অনেক ভালোবাসি।
আমি খুকীর অপরূপ ঠোট গুলোতে আবারো চুমুতে চুমুতে ভরিয়ে দিতে থাকলাম। অতঃপর লিঙ্গটা স্থাপন করলাম তার যোনীতে।

খুকী আমার দেহটা শক্ত করে চেপে ধরলো তার বুকে। আমি ঠাপতে থাকলাম খুকীর উষ্ণ যোনীটাতে। খুকী বিড় বিড় করেই বললো, খোকা ভাই, আমাকে আরেকটি বার নৌকায় চড়াবে না? খুব নৌকা চড়তে ইচ্ছে করে।
খুকী গুন গুন করেই গাইতে থাকে, তোমায় নিয়ে নাও ভাসিয়ে যাবো তেপান্তর। ভালোবাসার ঘর বানিয়ে হবো দেশান্তর! তোমায় কত ভালোবাসি, বুঝাবো বুঝাবো কেমন। আমার বুকের মধ্যিখানে, মন যেখানে হৃদয় যেখানে।

খুকীর গান আমার মন ভরিয়ে তুলতে থাকে। আমি ঠাপতে খুকীর যোনীতে পাগলের মতোই। অপরূপ একটা নরোম দেহ খুকীর। সাধারন একটা মাঝি কতনা মজা করেছে এই সুন্দর দেহটা নিয়ে কে জানে?
ছেলেরা আবার ছেলেদের চিরকুট দিয়ে কোন চিঠি দেয় নাকি? রাসেল তাই করলো। সেদিন সেকেণ্ড পিরিয়ড, সাধারন গণিত এর ক্লাশ। রাসেল হঠাৎই একটা চিরকুট আমার খাতাটার উপর ছুড়ে মারলো। আমি চিরকুটটা খুলে পড়লাম।
তুমি অধরাকে ভালোবাসো, অধরা তোমাকে ভালোবাসে। আমি শুধু দূর থেকে দেখে দেখে যাবো।
কথাটার কোন অর্থ বুঝলাম না। অধরাকে আমি আবার ভালোবাসলাম কখন? ক্লাশ চলছিলো, তাই রাসেলকে কিছু বলতেও পারলাম না। শুধু একবার তাঁকালাম তার দিকে। রাসেল ক্লাশ টিচার এর দিকেই মনযোগ দেবার ভাব দেখালো।




টিফিন পিরিয়ড। ভেবেছিলাম, ঠিক তখনই ক্লাশ থেকে বেড়িয়ে রাসেলকে ব্যাপারটা জিজ্ঞাসা করবো। অথচ, চোখের সামনেই দেখলাম বারান্দার পলারে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে অধরা। আমার চোখে চোখে তাঁকিয়ে বললো, এই তুমি আমাকে নিয়ে গলপো লিখলে কেনো?
আমি অবাক হয়ে বললাম, তোমাকে নিয়ে গলপো লিখেছি? কখন?

অধরার হাতে বার্ষিক স্কুল ম্যাগাজিন। এমন একটা ম্যাগাজিন আমিও পেয়েছিলা। এটা সেটা ঝামেলার কারনে খুলে পড়ার সময় পাইনি। অধরা ম্যাগাজিনটা খুলে, আমারই লেখা একটা গলপো দেখিয়ে বললো, এটা কি?
আমি কি হাসবো না কাঁদবো কিছুই বুঝতে পারলাম না। গত বছর স্কুল ম্যাগাজিন এর জন্যে সবার কাছ থেকে গলপো, কবিতা ইত্যাদি চেয়ে নোটিশ দিয়েছিলো। কবিতা আমি লিখতে পারি না। খুব বেশী ভাব জাগলে, গলপো লিখতে ইচ্ছে করে। স্কুল ম্যাগাজিন এর জন্যে সেবারও একটা গলপো লিখেছিলাম। নায়িকার কি নাম দেবো বুঝতে পারছিলাম না। হঠাৎই অধরা নামটা মনে এসে গিয়েছিলো। আমি বললাম, ও, ওই গলপোটা? ওটা তো এক কাল্পনিক নাম!
অধরা কিছুক্ষণ পাথরের মতোই চোখ করে রইলো। তারপর বললো, সারা স্কুল আমাকে নিয়ে হাসাহাসি করছে। বলছে, আমাদের নাকি অনেকদিন এর প্রেম!

এতক্ষণে রাসেল এর চিরকুটটার মর্মকথা বুঝতে পারলাম। আমি বললাম, স্যরি অধরা, সত্যি বলছি। তোমাকে ভেবে আমি ও গলপোটা লিখিনি। আচ্ছা, তুমিই বলো, তোমার দাঁতে কি গেঁজো আছে?
অধরা বললো, না।
আমি বললাম, গল্পের নায়িকার কিন্তু দাঁত গেঁজো। কি লিখিনি?
অধরা বললো, তাহলে কি মুনাকে নিয়ে লিখেছো? আমাদের ক্লাশে তো শুধু মুনার দাঁতই গেঁজো। তাহলে আমার নাম দিতে গেলে কেনো? সরাসরি মুনার নাম লিখলেই পারতে।
আমি বললাম, স্যরি, মুনাকে নিয়েও লিখিনি। পুরুটাই কাল্পনিক। গল্পে যা লিখেছি, তা বাস্তবে কারো জীবনেই ঘটেনি।
অধরা বললো, স্যরি। ঠিক আছে ছুটির পর এক সাথে বাড়ী ফিরবো।
[/HIDE]
 

Users who are viewing this thread

Back
Top