What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

অন্ধকারের গান - রাখাল হাকিমের অসমাপ্ত রোমান্টিক গল্প🔆 (1 Viewer)

রিমির নরোম ঠোটের স্পর্শে আমার দেহটা উষ্ণ হয়ে উঠেছিলো ঠিকই। কিন্তু, পরক্ষণেই আমার বুকটা হঠাৎই ধক ধক করে উঠলো। আমার ভেতর মনটা বলতে থাকলো, রিমি, তুমি জানো না তোমার সঠিক পরিচয় কি? সবাই জানে তোমরা তিন বোন এক ভাই। তোমার অন্য তিন ভাই বোন এর বাবা আর তোমার বাবা ভিন্ন!

অথচ, মুখে কিছুই বলতে পারি না আমি। রিমি আমার দু ঘাড়ের উপর হাত রেখে বললো, কি ভাবছো ভাইয়া? আমি সব জানি। বড় আপুও তোমাকে ভালোবাসতো, ছোট আপুও। কেউ তোমাকে পায়নি।

আমি মনে মনেই বললাম, শুধু তাই নয় রিমি? তোমার মাও আমাকে ভালোবাসতো। তারই পাপের ফসল তুমি। তুমি এ পথে পা বাড়িও না। অথচ, মুখে কিছুই বলতে পারি না। রিমি হরবর করেই বলতে থাকে, মিনাকে বিয়ে করতে বলেছি, তা কিন্তু মন থেকে বলিনি। মিনাকে তুমি অনেক দামী দামী পোশাক কিনে দিয়েছো। মিনার ধারনা, তুমি মিনাকে খুব ভালোবাসো। কিন্তু কেনো ভাইয়া? আমি কি তোমার অনুপযোক্ত ছিলাম?
আমি কি করে বলি, রিমি, তুমি আমার ঔরসজাত কন্যা! তোমার সাথে আমার বিয়ে, প্রেম, ভালোবাসা এসব হতে পারে না। সামাজিক নীতীর দেয়াল, কিছুই মুখ খুলে বলতে পারি না। ফ্যাল ফ্যাল করে তাঁকিয়ে থাকি শুধু রিমির নিষ্পাপ মুখটার দিকে। রিমি বলতে থাকে, আসি ভাইয়া। তার আগে মিনা কলেজে যায়নি কেনো সেটা বলে যাচ্ছি। মিনার পরনে এত দামী পোশাক দেখে আমার হিংসে হয়েছিলো। মিনাকে আমি যথেষ্ট অপমান করেছি।
রিমি কথায় আমার মাথায় এক প্রকার আগুন ধরে গেলো। বাড়ী ফিরে এলাম হন হন করে। উঁচু গলাতেই ডাকতে থাকলাম, মিনা! মিনা!
মিনার কোন জবাব পেলাম না। আমি মিনার ঘরেই চুপি দিলাম। দেখলাম, মিনা ঘুমিয়ে আছে। ঠিক ঠিকই পুরনো একটা টাইট জামা তার পরনে, যেটা ঠিক মতো তার গায়ে না লেগে, বুকের দিকের অনেকাংশই বেড়িয়ে আছে। আমি রাগ সামলাতে না পেরে, আরো উঁচু গলাতেই ডাকলাম, মিনা, তোমার পরনে পুরনো জামাগুলো কেনো?
মিনা ঘুম ঘুম চোখেই বললো, আমার নাম তাহলে মনে রাখতে পেরেছেন?
আমি রাগ করেই বললাম, আমাকে কি মনে করো তুমি? আমার স্মরণ শক্তি কি খুবই কম?
মিনা বললো, তা না, মায়ের কাছে আপনার কথা অনেক শুনেছি। একবার যা শুনেন, তা আর ভুলেন না। একবার যা দেখেন, তা কখনোই ভুলেন না। তারপরও।
আমি বললাম, তারপরও মানে?
মিনা বললো, মানুষ তার পছন্দের জিনিষগুলোই শুধু মনে রাখে। কিন্তু অপছন্দের জিনিষগুলো খুব একটা মনে রাখতে পারে না।
আমি বললাম, খুব কথা জানো, তাই না। তুমি যে আমার অপছন্দের তা তোমাকে কে বললো। তুমি অপছন্দের হলে কি, এতগুলো পোশাক আমি তোমাকে উপহার করতাম? ওসব না পরে, একটা পুরনো জামা পরে আছো কেনো?
মিনা শুয়ে থেকেই আমতা আমতা করতে থাকলো। বললো, না মানে, সারাদিন ঘরে ছিলাম। তা ছাড়া, এখনো পরার উপযুক্ত আছে। ঘরে তো আর কেউ দেখছে না।
আমি বললাম, ঘরে কেউ দেখছেনা, তা না হয় বুঝলাম। কিন্তু কলেজে যাওনি কেনো?
মিনা আমতা আমতা করতে থাকলো। বললো, না মানে, এমনিই।
আমি বললাম, এমনিতেই নয়। সত্যি কথাটা বলো। নইলে তোমার অবাধ্য হয়ে এক্ষুণি মদ টানতে শুরু করবো। তুমি খুশী হবে?
মিনা অন্যত্র তাঁকিয়ে বললো, সত্যি বলছি মামা। শরীরটা ভালো লাগছিলো না, তাই। গত রাতে অনেক রাত জেগে পড়ালেখা করেছিলাম।
আমি বললাম, তুমি যে এমন একটা ব্রিলিয়্যান্ট ছাত্রী সেটাও তো কখনো বলো নি। তুমি আমার সাথে আর কত মিথ্যে বলবে?
মিনা বললো, আমি ব্রিলিয়্যান্ট ছাত্রী, সে কথা আপনাকে কে বললো? আপনি কি আমার কলেজে গিয়েছিলেন?
আমি বললাম, সব কথা জানার জন্যে কলেজে যেতে হয় না। তোমাকে কলেজে কেউ টিটকারী করে অপমান করেছে, তার জন্যেই তো তুমি কলেজে যাওনি।
মিনা অপ্রস্তুত হয়ে বললো, না মানে, ও রিমি? ও এমনই, আমার খুব ভালো বন্ধু। ওর কথায় আমি কিছু মনে করিনি। সত্যিই আমার শরীরটা খারাপ।
 
আমি মিনার কথা বিশ্বাস করলাম। তার মাথার কাছেই বসলাম। ডান হাতটা তার কপালেই রাখলাম। এ কি? জ্বরে তো গা পুড়ে যাচ্ছে! আমি বললাম, কি ব্যাপার? তোমার গায়ে তো অনেক জ্বর! আমাকে বলোনি কেনো?

মিনা অভিমান করেই বললো, বলার সুযোগ দিলেন কোথায়?
আমি বললাম, স্যরি মিনা, নিশ্চয়ই ঔষধও খাওনি। আমি টেলিফোন করে দেখছি, কোন ডাক্তার পাওয়া যায় কিনা।
মিনা বললো, ডাক্তার লাগবে না। গরীবদের জ্বর বেশীক্ষণ থাকে না। একটু ঘুমুলেই সেরে যায়।
আমি বললাম, তুমি একটা মেধাবী মেয়ে, এমন কথা বলতে পারো? অসুখকে না সারালে, সেটা পরবর্তীতে আরো বড় অসুখ হয়ে ধরা পরে।
মিনা আব্দার করেই বললো, না মামা, বললাম তো, ডাক্তার লাগবে না।
আমি মিনার কথা শুনলাম না। ডাক্তার ডেকে, তার চেক আপটা করিয়ে নিলাম। ডাক্তার যকন নিশ্চিত করলো, সাধারন জ্বর, তখনই আমি আশ্বস্ত হলাম। মিনা বললো, দেখলেন তো? শুধু শুধুই এত গুলো টাকা নষ্ট করলেন।
আমি মিনার নাকটা টিপে বললাম, এত গুলো টাকা নষ্ট করিনি। তোমার যদি কিছু হয়ে যায়, তাহলে আমার দেখাশুনা করবে কে?
মিনা উঠে বসতে চাইলো, বললো, মামা দুপুরের রান্না বান্না তো কিছুই হয়নি। আপনি হাত মুখটা ধুয়ে আসেন। আমি খাবার রেডী করছি।
আমি মিনার থুতনীটা টিপে আদর করে বললাম, তোমার এই শরীর নিয়ে রান্না বান্না করবে? শোন মেয়ে, যখন আমিও ছাত্র ছিলাম, নিজ হাতেই রান্না করতাম। আজ আমি রান্না করবো, আর আমিই তোমাকে খাইয়ে দেবো।
মিনা অনুযোগ করে বললো, মামা, আমি একটা বস্তির মেয়ে! আপনি আমার জন্যে?
আমি বললাম, চুপচাপ শুয়ে থাকো। তুমি বস্তিতেই থাকতে আর রাজমহলেই থাকতে, ওসব আমি জানতে চাই না। এখন তুমি আমার বাড়ীতে থাকো। এই বাড়ীরই একজন। সুখে দুঃখে একে অপরের পাশে তাকার জন্যেই তো মানুষ! নাকি?
মিনা আবারো শুয়ে পরলো। আমার দিকে কৃতজ্ঞতার চোখ মেলেই তাঁকিয়ে রইলো। আমি এই তো গুড গার্ল।
মিনা বিড় বিড় করেই বললো, মামা, মা ঠিকই বলতো, তোমার সেবা করাতেও অনেক পূণ্য!
আমি রান্না ঘরের দিকেই এগুতে থাকি।
রান্না ঘরের টুকরি গুলোতে খোঁজা খোঁজি করে দেখলাম, করলা, পটল, হরেক রকমের সব্জিই আছে। জ্বরের মাঝে করলার সাথে আলুর ভাজিটাই আমার ভাল লাগতো। আমি করলা আর আলু কুটতে থাকলাম। তারপর একটা পাতিলে আমার পছন্দের পুই শাকের সাথে ঘন ডাল বসিয়ে দিলাম।
খাবার রেডী করে, মিনার ঘরেই সব নিয়ে গেলাম। মিনা ঘাড়টা কাৎ করে বললো, মামা, আপনি খেয়েছেন?
আমি বললাম, আজকে এক সাথেই খাবো। এক লোকমা তোমাকে খাইয়ে দেবো, আরেক লোকমা আমি খাবো।
এই বলে এক লোকমা খাবার হাতে তুলে, মিনার মুখে বাড়িয়ে দিলাম। মিনা খাবার গুলো মুখে নিয়ে বললো, জীবনে বাবার স্নেহ কখনো পাইনি। আমার যদি বাবা থাকতো, তাহলে বোধ হয় এমনি করেই খাইয়ে দিতো।
আমি এক লোকমা খাবার নিজের মুখেও পুরে দিয়ে বললাম, তোমার বুঝি বাবা নেই?
মিনা বললো, জী মামা, জন্মের আগেই মারা গেছে। কখনো দেখারও সুযোগ হয়নি।
আমি মিনার মুখে আরেক লোকমা খাবার তুলে দিয়ে বললাম, ভেরী স্যাড, নাও খাও।
মিনার মুখে আবারো খাবার তুলে দিয়ে বললাম, একটা সত্য কথা বলবে?
মিনা আমার চোখে চোখ রেখে বললো, আপনি সব সময়ই আমাকে অবিশ্বাস করেন। আমি মিথ্যে বলি না।
আমি বললাম, হুম, বুঝলাম। রিমি তোমাকে কেমন অপমান করেছিলো?
মিনা জ্বরের মাঝেই হাসলো। আদুরে গলায় বললো, ওসব কিছু না মামা। তুমি আমাকে ওই নুতন জামাগুলো কিনে দিলে না? তার একটা গতকাল পরেছিলাম। রিমি দেখেছিলো। ভালোই তো নাগর জুটিয়েছো! নুতন নুতন জামা। কলিকালে আরো কত কি দেখবো!
রিমির এত বড় সাহস? মিনাকে এমন আমাকে জড়িয়ে এমন বিশ্রী কথ বলেছে? আমার মুখে আর খাবার রোচলো না। প্লেটের বাকী খাবারগুলো মিনার মুখেই তুলে দিয়ে দিয়ে খাইয়ে দিতে থাকলাম। মিনা বললো, মামা, আপনি খাচ্ছেন না যে?
আমি বললাম, তুমি আগে সুস্থ হয়ে নাও, তারপর, তুমিও এমন করে আমাকে খাইয়ে দিও।
মিনা মিষ্টি করেই হাসলো। মিনার দাঁতও গেঁজো। দুপাশের দুটি গেঁজো দাঁত অদ্ভুত মিষ্টি লাগে।
 
মিনাকে ঘুম পারিয়ে দিয়ে, এক ঢোক মদ গিলে নিলাম। তারপর হন হন করে এগুতে থাকলাম উর্মিদের বাড়ী।

উর্মিদের বাড়ীতে যাইনা, ধরতে গেলে অনেকদিন। এতগুলো বছরেও, উর্মির মা ফরিদা বেগম একটুও বদলায়নি। আমাকে দেখা মাত্রই মুচকি হেসে বললো, খোকা তুমি? আমার কথা মনে পরলো তাহলে?
আমি গম্ভীর গলায় বললাম, রিমি কোথায়?

ফরিদা বেগম ঈষৎ ক্ষুন্ন হয়ে বললো, রিমির কাছে তোমার কি? এতগুলো বছর রিমিকে আমি বুকে আগলে রেখেছি। ওর সব ব্যাপার আমি গোপন রেখেছি। সাবধান, সব সম্পর্ক আমার সাথে। রিমির সাথে তোমার কোন সম্পর্কই নেই। রিমি শুধু আমার মেয়ে।
আমি অপ্রস্তুত হয়ে বললাম, না চাচী, আমি সেই অধিকারে রিমির সাথে দেখা করতে চাইছি না। রিমি ওর ক্লাশ মেইট যে আমার বাড়ীতে এখন আশ্রিতা, তাকে অপমান করেছে।
ফরিদা বেগম গম্ভীর গলায় বললো, ঠিক আছে, আমি বলে দেবো।
আমি বললাম, আপনি বুঝতে পারছেন না। মিনা একটা নিষ্পাপ মেধাবী মেয়ে।
ফরিদা বেগম বললো, রিমিও কম মেধাবী না।
ফরিদা বেগম এমন স্বার্থপর কেনো? আমি বললাম, জানি, রিমিও খুব মেধাবী। কখনো ক্লাশে সেকেণ্ড হয়নি। কিন্তু মিনা বোর্ডে স্ট্যাণ্ড করা মেয়ে। একটা বস্তিতে থেকে সারা জীবন লেখাপড়া করেছে।
ফরিদা বেগম চোখ কুচকেই বললো, একটা বস্তির মেয়ের পক্ষ নিয়ে আমার মেয়েকে শাসন করতে এসেছিলে? রিমি তো তোমারই মেয়ে!
আমি আমতা আমতাই করতে থাকলাম। বললাম, না মানে, মিনা কলেজে পরে। তার অধিকাংশ পোশাকই ছেড়া, মলিন। আমি কিছু ভালো পোশাক কিনে দিয়েছিলাম শুধু। অথচ, রিমি মিনাকে কি বিশ্রী বিশ্রী কথা!
ফরিদা বেগম বললো, রিমি এতটুকুন মেয়ে, বয়স আর কতই হয়েছে? এই বয়েসে মেয়েরা কত কথাই তো বলে! ওসবে কান দিতে আছে নাকি? অনেক দিন পরে এলে। বসো, চা করছি। চা খেয়ে মাথা ঠাণ্ডা করো।
আমি বললাম, না, চা খাবো না।
ফরিদা বেগম বললো, চা না খাও, ঠিক আছে। শান্ত হয়ে বসো। আমার কথা শোনো।
আমি বসলাম নিজের অজান্তেই। বললাম, কি কথা?
ফরিদা বেগম বললো, বুড়ী হয়ে গেছি। এখন কি আমার কথা শুনার ধৈর্য্য তোমার আছে?
আমি ফরিদা বেগম এর দিকে তীক্ষ্ম চোখেই তাঁকালাম। কিছু কিছু মেয়েই বুঝি আছে, তারা জীবনে কখনো বুড়ী হয়না। চল্লিশ পয়তাল্লিশ পেরিয়ে গেলেও নুতন যৌবনে পা দেয়। ফরিদা বেগমও তেমনি এক মহিলা।
ফরিদা বেগম মেঝের উপর বসার উদ্যোগ করে, হাত দুটি মাথার পেছনে ঠেকিয়ে, বুকটা খানিক উঁচু করে ধরে বললো, যৌবনে অনেক মস্ত ভুল করে ফেলেছি। শেষ বয়সে নিসংগতা সত্যিই কষ্টের।
আমি বললাম, কি যে বলেন চাচী? শেষ বয়স হবে কেনো? আপনার দেহে এখনো যা ভরা যৌবন! যে কোন উঠতি বয়সের যুবক ছেলেও কিন্তু আপনার প্রেমে পরে যেতে পারে।
ফরিদা বেগম আফশোস করেই বললো, তারপর, দুদিন পর সব কিছু লুটে পুটে খেয়ে আমার কথা ভুলে যাবে।
আমি আহত হয়েই বললাম, সে সব দিন গুলোর কথা ভুলিনি চাচী। আসলে ইউনিভার্সিটি ভর্তি হবার পর, সব কিছু কেমন যেনো উলট পালট হয়ে গেলো। উর্মিরও বিয়ে হয়ে গেলো, শর্মিরও।
ফরিদা বেগম বললো, উর্মির মেয়েটাও অনেক বড় হয়েছে। ক্লাশ নাইনে পড়ছে।
আমি মনে মনেই ভাবলাম, দিনগুলো বুঝি এমনি করেই খুব তাড়াতাড়ি কেটে যায়। মাঝে মাঝে মনে হয়, এই সেদিনই বুঝি আমি ক্লাশ নাইনে পড়তাম। উর্মিও নুতন করে ক্লাশ নাইনে ভর্তি হয়েছিলো। নুতন করেই দুজনে স্বপ্ন দেখতে শুরু করেছিলাম। কিন্তু হঠাৎই সব কিছু কেমন যেনো উলট পালট হয়ে গিয়েছিলো। আমি বললাম, তাই নাকি? কেমন আছে উর্মি?
ফরিদা বেগম মন খারাপ করেই বললো, উর্মিও সুখে আছে, শর্মিও সুখে আছে। সুখে নেই শুধু আমি।
 
FB_IMG_16271626834053172.jpg


তানিয়ার অবুঝ কথা আমার ভালোই লাগে। আমি তানিয়ার পাশেই বসি। তানিয়া বলতে থাকে, আম্মু বলেছে চুমু নাকি খারাপ না। কিন্তু আমার বিরক্তি লাগে।

আমি তানিয়াকে জড়িয়ে ধরি। বলি ঠিক আছে, তোমার যদি বিরক্তি লাগে তাহলে আমি আর তোমাকে চুমু দেবো না। তুমি খুব সুন্দর। আমি তোমাকে ভালোবাসি। খুব ভালোবাসি।
জড়িয়ে ধরায় তানিয়ার বুক আমার হাতে স্পর্শ করছিলো। আর অমনিই তানিয়া চিৎকার করে উঠলো, আম্মু, ও আমার দুধ ধরছে।
তানিয়ার চিৎকারে আমি ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম। খানিকটা সরে বসে বললাম, এই মেয়ে, সব কিছুতেই তুমি তোমার মাকে ডাকো কেনো?
তানিয়া তখন কাঁদতে কাঁদতেই বললো, আম্মু, ও আমাকে ধমকাচ্ছে।
ভেতর ঘর থেকেই তানিয়ার মায়ের গলা শুনতে পেলাম, খোকা, এ ঘরে এসো।
আমি ভেতর ঘরেই এগিয়ে গেলাম। বয়স বুঝা যায়না। চল্লিশোর্ধ এক মহিলাই মনে হয়। জানালার পাশে চেয়ারটায় বসে আছে। পরনে সিল্কের ড্রেসিং গাউন। গম্ভীর গলায় বললো, তুমি তানিয়ার দুধ ধরেছিলে?
আমি লজ্জিত হয়ে বললাম, না মা, মানে? তানিয়া আমার বিয়ে করা বউ।
A different topic post.... Detailing are excellent. if some more variation is given to the plot, it would be great to enjoy
 
রাখাল হাকিমের এই গল্পটা আগেও পরেছি, আজ আবারো পড়লাম। খুব ভালো হয় এইটার পরবর্তী অংশ কেউ এখানে শেয়ার করলে।
 

Users who are viewing this thread

Back
Top