What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Story of Forest (বনের গল্প) (1 Viewer)

Ochena_Manush

Mega Poster
Elite Leader
Joined
Aug 12, 2022
Threads
257
Messages
17,702
Credits
363,726
LittleRed Car
Automobile
Strawberry
Audio speakers
সৌম্য একটা প্রাইভেট কোম্পানি তে কাজ করছে আজ ৮ বছর, কাজের ফাঁকে পড়াশোনা চালিয়ে যাচ্ছিল, বিভিন্ন কম্পিটিটিভ পরিক্ষা দিয়ে যাচ্ছিল কারণ ওর ওই বাবুর বাড়ির চাকরি আর মানিয়ে নিতে পারছিলনা। সৌম্য বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে এম এস সি পাশ করে বাবার এক জানাশোনা মানুষের মাধ্যমে একটি সাধারন চাকরি করতে ঢুকে পরে। সেখানে কিছু বছর অভিজ্ঞতা সঞ্চয় করে একটি ওষুধ এর কোম্পানি তে জয়েন করে। ভালো মাইনে, সুযোগ সুবিধা, বাবা মায়ের মতে সোহিনী কে বিয়ে করে। তার পর একমাত্র ছেলে বাপ্পা জন্মায়।
সোহিনী সাধারন এক মধ্যবিত্ত পরিবারের এক মাত্র মেয়ে, বাবা কলেজের বড়বাবু পদে উন্নীত হয়েছেন। মা গৃহবধূ। সোহিনীর সাথে সৌম্যর সংসার বেশ সুখে কেটে যাচ্ছিল। সৌম্য রোজ রাত্রে বাড়ি ফিরে এসে পড়াশোনা করতে বসত। এটা ওর কাছে একটা চ্যলেঞ্জ এর মতো ছিল যার সাথে সোহিনীও মিশে একাত্ম হয়ে গিয়েছিল। রোজ সকালে অফিসে চলে যেত, সোহিনী বাচ্ছা কে সামলে সংসারের টুকটাক রান্না তে শাশুড়ি কে সাহায্য করে দিত। শ্বশুর বাপ্পা কে প্লে-স্কুলে পৌঁছে দিয়ে বাজার করে ফিরত। টিফিন টা সোহিনী বানাত, ওটা করতে ওর বেশ একটা ভালো লাগত। ১২ টা নাগাদ স্নান করে ছেলে কে স্কুল থেকে এনে ওকে খাইয়ে নিজেরা খেয়ে নিত। তারপর দুপুরে হালকা একটা নিদ্রা। সন্ধ্যে বেলায় শাশুড়িকে রান্নায় সাহায্য করতে করতে সৌম্য এসে পরত, দুজনে গল্প করত কিছুক্ষণ, তারপর সৌম্য পড়তে বসত টেবিলে আর সোহিনী ছেলেকে নিয়ে বিছানায়।
ওদের যৌন জীবন আর পাঁচটা সাধারণ বাঙালি ছেলে মেয়েদের মতই। এর ফলে সোহিনীর কোন ক্ষেদ ছিলনা। ওর মনে অন্য কোন ভাবনাও ছিলনা। তাছাড়া ও এই ব্যাপারটা নিয়ে কারো সাথে আলোচনা করা পছন্দ করতনা। সেই দিক থেকে সৌম্য একই মানসিকতার হওয়ার ফলে বেশ চলে যাচ্ছিল ওদের জুটি।
সৌম্য ভেতরে ভেতরে প্রস্তুত হচ্ছিল ফরেস্ট সারভিস এর পরিক্ষা দেওার জন্য। ইউপিএসসি থেকে এই পরীক্ষা নেওয়া হয় প্রতি বছর এবং ও নিজে প্রকৃতি প্রেমী হওয়ার কারনে এই চাকরী পাওয়ার একটা আলাদা আকাঙ্খা ছিল ওর। সেই কারনে ও বটানি নিয়ে এম এস সি করেছিল। একটা দিল্লীর সংস্থার কাছে অনলাইনে পড়াশোনা করত সৌম্য। সিভিল সার্ভিস পরিক্ষার প্রিলি তে পাশ করার সাথে সাথে ওর মনের জোর অনেক গুন বেড়ে গেলো। এই সুযোগ ছাড়লে হবে না। তাছাড়া বয়েস হয়ে আসছে। উঠে পরে লাগল সৌম্য। সোহিনী ওকে সমানে সাথে লেগে থাকল, উৎসাহ দিয়ে চলল। অফিসেও সহ কর্মী রা ওকে যথেষ্ট সাহায্য করে। অচিরে ফল ফলল। সৌম্য ফরেস্ট সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হল সম্মানের সাথে।
সকলে ভীষণ খুশি, বাবা মা, সোহিনী, শ্বশুর শাশুড়ি সকলে। এর পরে চাকরী ছেড়ে দিয়ে ট্রেনিং এ গেল। সেখানে কিছুদিন কাটিয়ে প্রথম পোস্টিং হল গুজরাট। জুনাগড় এর গীর ন্যাসানাল পার্ক এর জিলা বন অধিকর্তা হিসাবে ওর চাকরী শুরু হল। রাজকোট থেকে নেমে যেতে হবে জুনাগড়। ওখানে ওদের বাংলো আছে। সোহিনী, আর বাপ্পা কে নিয়ে ও এসে পৌঁছল। জায়গা টা অচেনা তবে আসার আগে সব খবর নিয়ে এসেছিল। এখন ও আর সাধারণ চাকুরে নয়, তবুও এখনও সেই ভাবে তৈরি হয়ে উঠতে পারেনি। এসে নিজের বাংলো গুছিয়ে নিতে সোহিনীর খুব বেশি দেরি হল না। সোহিনী যেন একটা নিজের জীবন খুজে পেল যা ওর কাছে অনভিপ্রেত ছিল, ভাবনার অতীত।

দিন পনের পর সোহিনী সৌম্য কে বলল সপিং করতে যাবে। সৌম্যর সময় নেই তাই ওদের এক কর্মচারী, নাম রাকেশ কেশরী, কে কথাটা বলেছিল। সেদিন অফিসে বসে সৌম্য কাজ করছে এমন সময়, রাকেশ এক জন ভদ্রলোক কে ওর কাছে নিয়ে আসে। আলাপ করিয়ে দেয়, বিক্রম বারত। ভদ্রলোকের বয়েস চল্লিশ এর কাছাকাছি, ব্যাক ব্রাশ করা চুল, সুঠাম চেহারা, ডান হাতে একটা সোনার বালা, এক কানে দুল। সৌম্য সবে ৩৪ পার করেছে। সোহিনী ২৬। বিক্রম হিন্দি টানা বাংলায় আলাপ করলে। সৌম্য তো অবাক, এই দেশে বাংলা শুনতে পাবে তা ওর ভাবনার বাইরে ছিল। বিক্রম জানাল, ওর বাবা বেঙ্গল ক্যাডারের আই পি এস ছিলেন। ওর লেখাপড়া গ্রাজুয়েশন পর্যন্ত বাংলায়। সুতরাং ওদের আলাপ জমে গেল। কথায় কথায় জানল বিক্রম এর ব্যাবসা কাঠের। ওদের ফরেস্ট এর অক্সন এর কাঠ কেনে। সেই কাঠ বাজারে ওদের শ মিল আছে সেখানে চেরাই হয়। বিক্রম বললে সোহিনীর জন্য গাড়ি পাঠিয়ে দেবে। ও ভাড়া দিতে চাইলেও পারলনা। বিক্রম বললে ও নিজে চালিয়ে সোহিনী কে মার্কেট এ নিয়ে যাবে, হাঁপ ছেড়ে বাঁচল সৌম্য।
বিকালে বিক্রম ওর কালো ক্রেটা গাড়িটা নিয়ে বাংলোতে উপস্থিত। আগে থেকে সৌম্য বলে কালো স্লিভলেস ব্লাউস এর সাথে ঘন কফি রঙের ওপর হলুদ কল্কার কাজ করা কাঞ্জিভরন শাড়ি পরেছিল। ও বুঝতে পারেনি বিক্রম এরকম এক জন সুপুরুষ কম বয়েস এর মানুষ হবে। তাই বিক্রম কে দেখে ও বেশ অপ্রস্তুত হয়ে পড়ল। বিক্রম এর চোখের চাহনি ওর কাছে অস্বস্তিকর, তা হলেও, একজন ফরেস্ট অফিসারের স্ত্রীর এসব নিয়ে মাথাঘামানো উচিত না ভেবে গাড়ির দিকে এগিয়ে গেলো ফরেস্ট গার্ড এর সাথে। বিক্রম সামনের দরজা খুলে ওকে ড্রাইভারের পাশে বসতে আহ্বান জানাল। সোহিনী বুঝলে গাড়িটা বিক্রম চালাবে। এত দামী গাড়িতে এর আগে কখনও চড়েনি সোহিনী। তাই ঘাড় ঘুরিয়ে দেখতে লাগলো, বিক্রম ওকে দেখাতে দেখাতে চলল জুনাগর শহর, এখানে কি কি আছে ইত্যাদি। বললে রবিবার সময় হলে জুনাগর ফোর্ট দেখাতে নিয়ে যাবে। সোহিনী বিক্রমের ব্যবহারে এবং বাংলা কথা বলতে পেরে বেশ সহজ হয়ে উঠল কিছুক্ষণের মধ্যে। বেশ কিছু কেনাকাটা করল, ঘর সাজাতে এবং দরকারে লাগে এসব। কয়েক্তি রাত্রিবাস ও কুর্তি কিনল। বিক্রম ওকে সাহায্য করল কেনাকাটায়। বিক্রম ওকে সর্বদা সাথ দিল এবং মুল্যবান অভিজ্ঞতা শেয়ার করল যাতে খুব সুবিধা হল। সন্ধ্যের মুখে ফিরে এল। নামার আগে বিক্রম বললে-
- যদি কিছু না মনে করেন, আপনার মোবাইল নাম্বার তা পেতে পারি?
- হাঁ হাঁ, নিশ্চয়ই।
ওরা নাম্বার শেয়ার করল। ওকে নামিয়ে দিয়ে বিক্রম অফিসে এসে সৌম্য কে খবর দিল। তার আগে সোহিনী জানিয়ে দিয়েছে কেনাকাটার কথা এবং বিক্রম বাবু থাকাতে ওর কত সুবিধা হল ইত্যাদি। সৌম্য অনেক ধন্যবাদ দিল বিক্রম কে।
বিক্রম কিছুক্ষণ কাটিয়ে ফরেস্ট অফিস থেকে বেরিয়ে রাকেশ কে আড়ালে ডেকে নিয়ে একটা ৫০০ টাকার নোট দিয়ে বললে- এটা রাখ। রাকেশ হেসে সেটা প্যান্টের পকেটে চালান করে সেলাম ঠুকল। বিক্রম মনে মনে গালি দিল রাকেশ কে, 'চুতিয়া'।
সেদিন সন্ধ্যের সময় যখন সৌম্য আর সোহিনী গল্প করছে সৌম্য এর ফোন এল। চিফ কন্সারভেটর আসছেন রাত্রে, ওকে বের হতে হবে। রাত্রের খাবার ওখানেই হবে, তাই ৮ টা নাগাদ গাড়ি নিয়ে বের হল। সোহিনী খেয়ে নিল একাই, মাঝে মাঝে এরকম হয়, রাতে বের হয় সৌম্য, দেরি করে ফেরে, আজ কখন ফিরবে জানা নেই। বাপ্পা কে ঘুম পাড়িয়ে বিছানায় এল, আজ কেনা নাইটি পরে। হাতকাটা নাইটি বাড়ি থাকতে কখনও পরেনি, এখানে এসে আজ প্রথম। হাসি পেল, নিজেকে আয়নায় দেখল ঘুরিয়ে ফিরিয়ে অনেকক্ষন। একটু যেন সাহসি হয়ে উঠছে সোহিনী। আর তখনই মোবাইল এর আলো জলে উঠল।দিয়েছিল সোহিনী কে, তাই ও প্রস্তুত হয়ে ছিল।
 

Users who are viewing this thread

Back
Top