What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Bangla joks (3 Viewers)

সর্দারজি নেমেছেন ট্যুরিস্ট গাইডের ভূমিকায়— ভ্রমণার্থী: এই মাথার খুলিটি কার? সর্দারজি: এক বুড়ো রাজার। ভ্রমণার্থী: আর এই পাশের ছোটটা? সর্দারজি: আরে বোকা, ওই রাজারই ছেলেবেলার খুলি এটা!
 
সর্দারজি: আমার দাদা তো বিশাল যোদ্ধা ছিলেন! ১৮৫৭ সালে করলেন কী, ২৭ জন শত্রু সেনার পা কেটেছিলেন তিনি। বন্ধু: মাথা ছেড়ে পা কাটলেন কেন? সর্দারজি: কারণ, মাথা যে আগেই কাটা ছিল!
 
গণিতের শিক্ষক সর্দারজির ছেলেকে জিজ্ঞেস করলেন, ‘যদি ১ হাজার কেজি = টন হয়, তাহলে ৩ হাজার কেজি = কত?’ ‘কেন, টন টন টন!’ সর্দারজি-পুত্রের ঝটপট জবাব।
 
চমৎকার এক বিকেলে ততোধিক চমৎকার একটা ঘটনা ঘটল। এক সুন্দরী তরুণী সর্দারজিকে বিয়ের প্রস্তাব দিয়ে বসল ধুম করে! কিন্তু সর্দারজির মুখ কালো। ‘ঘটনা কী?’ জিজ্ঞেস করল সেই তরুণী। সর্দারজি মুখ ব্যাজার করে বলল, ‘না রে ভাই, আমার পরিবার এই বিয়ে মেনে নেবে না। কারণ, আমাদের পরিবারে কেবল আত্মীয়দের মধ্যেই বিয়ে হয়। যেমন, আমার বাবা বিয়ে করেছেন আমার মাকে। ভাই ভাবিকে। আপা দুলাভাইকে!’
 
সর্দারজি ও তাঁর বন্ধু গিয়েছেন এক পাঁচ তারকা হোটেলে। খাওয়ার টেবিলে বসে নিজেদের সঙ্গে নিয়ে আসা দুটি স্যান্ডউইচ বের করে খেতে শুরু করলেন তাঁরা। তা দেখে ওয়েটার চেঁচিয়ে উঠল, ‘না না না, এখানে আপনারা নিজেদের কোনো খাবার খেতে পারেন না!’ সর্দারজি খানিক ভেবে বললেন, ‘তাহলে আমি আমার বন্ধুরটা খাই, আমারটা ও। কী বলেন?’
 
সর্দারজি-পুত্র বড় সিভিল ইঞ্জিনিয়ার। সে একদিন রেলস্টেশন থেকে সর্দারজির বাড়ির সামনের রাস্তাটি পাকা করল। তা দেখে তো সর্দারজির খুশি ধরে না। লোকজনকে ডেকে বললেন, ‘আরে দেখে যাও, আমার ছেলে যা করেছে না!’ সবার প্রশ্ন, ‘কী করেছে?’ ‘কী করেনি! আমার বাড়ি থেকে রেলস্টেশন যত দূরের পথ, রেলস্টেশন থেকেও ঠিক একই দূরত্বের রাস্তা বানিয়েছে আমার ছেলে!’ সর্দারজির জবাব।
 
কোনো কিছু ফটোকপি করার পর সর্দারজি কী করে জানেন? আসল কপিটির সঙ্গে মিলিয়ে দেখেন, বানান ভুল আছে কি না!
 
শিক্ষক: আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেনের বিকল্প নেই। অক্সিজেন আবিষ্কৃত হয়েছিল ১৭৭৩ সালে। সর্দারজির ছেলে: বলেন কি স্যার! ভাগ্যিস আমার জন্ম ১৯৯৮ সালে! ১৭৭৩-এর আগে হলে কী হতো ভাবুন একবার!
 
হিটলারের সঙ্গে দেখা সর্দারজির— হিটলার: আমার অভিধানে ‘অসম্ভব’ শব্দটি নেই! সর্দারজি: কী সব সস্তা অভিধান! নতুন আরেকটা কিনে দেখো, সেখানে নিশ্চয়ই পাবে!
 
সর্দারজি গিয়েছেন চাকরির ইন্টারভিউ দিতে— প্রশ্নকর্তা: সাইক্লোনটা কী বলুন তো? সর্দারজি: এক ধরনের লোন, যা কিনা সাইকেল কেনার জন্য দেওয়া হয়।
 

Users who are viewing this thread

Back
Top