What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি-২০২১ (5 Viewers)

Status
Not open for further replies.
জ্বি, আমরা কিছুদিন পরেই পাচ্ছি, সাপ্লাই এসে গেছে। ফ্রন্ট লাইন সবার হয়ে গেলে তারপর বাকি সবাই পাবেন। দোয়া করবেন। কিন্তু কেস এখনো কমের দিকে নাই, মৃত্যুর হারও অনেক বেশি, সরকারী হিসেব তো ২% ও রিপ্রেজেন্ট করে ন...।

আমি ভালোই আছি, কাজের ব্যস্ততা কিছুটা কম আগের থেকে, তাই সেই ফাকে আবার এখন বাসায় একটু সময় দিতে চেষ্টা করছি।

জ্বী মামা...

আগামীকাল ২৭শে জানুয়ারি ২০২১, বুধবার থেকে করোনাভাইরাসের ভ্যাকসিন দেয়ার কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে...

করোনাভাইরাসের টিকা দেয়ার এই কার্যক্রম ভার্চুয়ালি উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা...

প্রথমদিন ঢাকার কুর্মিটোলা হাসপাতালে ২০-২৫ জনকে টিকা দেয়ার মাধ্যমে কর্মসূচী শুরু করা হবে। প্রথমে টিকা দেয়া হবে একজন নার্সকে...

ভারত থেকে শুভেচ্ছা হিসাবে পাঠানো ২০ লাখ ডোজ টিকা গত বৃহস্পতিবার বাংলাদেশে এসেছে এবং ২৫শে জানুয়ারি ভারত থেকে কেনা ৫০ লাখ ডোজ টিকা দেশে এসেছে...
 
জনসাধারনের কাছে ভ্যাক্সিন যেতে যেতে এই বছরের মাঝামাঝি হয়ে যেতে পারে। এর আগে অবস্থার উন্নতির আর কোন সম্ভাবনা দেখি না। মানুষ এখনো অনেক বেশী আক্রান্ত হচ্ছেন আর মারা যাচ্ছেন। আমাদের এত কোটি মানুষের দেশে মানুষ মারা গেলেও আমাদের সবার চোখে এতটা পড়ে না।

মামা, ইতিমধ্যেই আমাদের দ্যাশে আসা ভ্যাকসিন সম্মন্ধে যদি কিছু জানাতেন...
অনেকের কাছেই ব্যাপারটা ধুয়াশার মতো রয়ে গ্যাছে। তাদের মতে ভ্যাকসিনে আসলে তেমন একটা কাজ করবে না !
 
জ্বি, আমরা কিছুদিন পরেই পাচ্ছি, সাপ্লাই এসে গেছে। ফ্রন্ট লাইন সবার হয়ে গেলে তারপর বাকি সবাই পাবেন। দোয়া করবেন। কিন্তু কেস এখনো কমের দিকে নাই, মৃত্যুর হারও অনেক বেশি, সরকারী হিসেব তো ২% ও রিপ্রেজেন্ট করে ন...।

আমি ভালোই আছি, কাজের ব্যস্ততা কিছুটা কম আগের থেকে, তাই সেই ফাকে আবার এখন বাসায় একটু সময় দিতে চেষ্টা করছি।

আপনি ভালো আছেন সেটা জেনে ভালোলাগছে, মামা।
জানি, সাবধানে থাকেন সব সময়। তারপরেও আরো সাবধানে যেনো থাকেন সেটা মনে করিয়ে দিই...
 
আজ সকাল থেকে আবার প্রচন্ড ঠান্ডা পড়ছে...
এটা মূলত উত্তর দিক থেকে আসা কনকনে হিমেল হাওয়ার কারনে...

ঐ হাওয়াটা আমাদের দিকে এখনো এসে পৌঁছতে পারেনি...
 
হা. হা. হা. তাই বুঝি?...
আপনি তাও সহস্র যোজন এগিয়ে...

আগেও বলেছিলাম, আবারো বলছি...
আপনি আসলেই মহা বুদ্ধিমান !!
 
জ্বী মামা, চেষ্টা করি, তবে নানা চাপে নিয়ম পুরোপুরি মেনে চলা হয়ে উঠে না, দোয়া করবেন...

ফি আমানিল্লাহ...
 
মামা, ইতিমধ্যেই আমাদের দ্যাশে আসা ভ্যাকসিন সম্মন্ধে যদি কিছু জানাতেন...
অনেকের কাছেই ব্যাপারটা ধুয়াশার মতো রয়ে গ্যাছে। তাদের মতে ভ্যাকসিনে আসলে তেমন একটা কাজ করবে না !
আমাদের দেশে সমস্যা হচ্ছে নানা মুনির নানা মত...এই কারনেই সহজ বিষয়গুলাও অনেক জটিল করে ফেলে সবাই। আমি যতদূর জানি যে ভ্যাক্সিনগুলো এসেছে, ভ্যাক্সিন উৎপাদনকারী অন্যান্য কোম্পানি যে ন্যুনতম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডটা মেনে তৈরী করছে সেটা মেনটেন করা হয়েছে। তাই যে যাই বলুক অন্তত অন্যান্য দেশের ভ্যাক্সিনগুলোর মতই এদের কার্যকরিতা হবে বলে আশা করি। তাই ভ্যাক্সিন না পাওয়া পর্যন্ত যতটা পারা যায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেই আমাদের চলা উচিত।
 
আমাদের দেশে সমস্যা হচ্ছে নানা মুনির নানা মত...এই কারনেই সহজ বিষয়গুলাও অনেক জটিল করে ফেলে সবাই। আমি যতদূর জানি যে ভ্যাক্সিনগুলো এসেছে, ভ্যাক্সিন উৎপাদনকারী অন্যান্য কোম্পানি যে ন্যুনতম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডটা মেনে তৈরী করছে সেটা মেনটেন করা হয়েছে। তাই যে যাই বলুক অন্তত অন্যান্য দেশের ভ্যাক্সিনগুলোর মতই এদের কার্যকরিতা হবে বলে আশা করি। তাই ভ্যাক্সিন না পাওয়া পর্যন্ত যতটা পারা যায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেই আমাদের চলা উচিত।

তাই যেনো হয়, মামা।
অনেকের মতে ভ্যাকসিন নেয়ার পরেও করোনা ঝুঁকি থেকে আগামী এক বৎসর পর্যন্ত নাকি মানুষ নিরাপদ নয়। ভ্যাকসিনের সঠিক কার্য্যকারীতা নিরুপনের জন্য নাকি এই সময়টুকু আবশ্যকীয় !
 
সুপ্রভাত, আড্ডাবাজ মামা সকল !
কেমন আছেন সবাই ?
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top