What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

পৃথিবীর কশাইখানা বলা হয় শিকাগো কে, কেন বলা হয়? কেউ কি বলতে পারেন? (1 Viewer)

NewAlien

Member
Joined
Mar 30, 2021
Threads
96
Messages
128
Credits
5,511
এই উপাধির সাথে জড়িত আছে শিকাগোর ইউনিয়ন স্টকইয়ার্ডসের নাম , যা এক শতাব্দীর ও বেশী সময় ধরে চলছিল। যারফলে আমেরিকার এই স্টকইয়ার্ড পুরো পৃথিবীতে বড় পশু জবেহখানা/ কসাইখানাতে রূপ নেয়।

main-qimg-ddb8c334def9fa4cc370313c938c6520


যদিও পৃথিবীর কসাইখানা নামটি এর থেকে উৎপত্তি হয় নি!

মূল সূত্রপাত ১৯১০ সালের ২২ ডিসেম্বরের এক অগ্নিকান্ড হতে।

এই অগ্নিকান্ডে ২১ জন অগ্নি নির্বাপক কর্মীর মৃত্যু সহ, ৪০০,০০ ডলারে ক্ষতি করে। ১৯৩৪ সালের ১৯ ই মে আরেকটি অগ্নিকান্ড ঘটে। স্টকইয়ার্ডের ৯০% সম্পত্তি সাথে অসংখ্য গবাদি পশু এবং একজন প্রহরী নিহত হন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যদিও এটি বন্ধ করে দয়া হয়, যেহেতু এটি আগের মত পশু জবাই এবং মাংস প্রক্রিয়া জাত করনে আর ভালো ভুমিকা রাখতে পারে নি।

গবাদি পশুর বিক্রয় সহজলভ্য হওয়া, যোগাযোগ ব্যবস্থার অভূতপুর্ণ অগ্রগতি ইউনিয়ন স্টকইয়ার্ড বন্ধ করতে বাধ্য করে।

অর্থাৎ আলোচিত " বিশ্বের কসাই খানা' উপাধিটার কারনটা হল, এই অঞ্চলে এত এত পশুর ও মানুষের মৃত্যু!
 

Users who are viewing this thread

Back
Top