What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

কীভাবে ল্যাপটপ/কম্পিউটারের যত্ন নেয়া যায়? (1 Viewer)

NewAlien

Member
Joined
Mar 30, 2021
Threads
96
Messages
128
Credits
5,511
কম্পিউটারের যত্ন তো ২ রকমের হয়। আপনি কোনটা বলেছেন কে জানে!

  • বাহ্যিক যত্ন: ভালো মতো Mr.Brasso Glass & Household Cleaner Spray দিয়ে পরিষ্কার করে নিতে পারেন। সপ্তাহে অন্তত ২ দিন আপনার মনিটর, সিপিইউ অথবা সিস্টেম, স্পিকার, প্রিন্টার, কীবোর্ড, মাউস, এবং কম্পিউটার টেবিল পরিষ্কারের মাধ্যমে যত্ন নিতে পারেন।
  • অভ্যন্তরীণ যত্ন: এটা হচ্ছে উইন্ডোজের যত্ন নেয়া। এরজন্য আপনাকে নিম্নবর্ণিত কাজগুলো করতে হবে-
    • অ্যান্টিভাইরাস প্রোগ্রামের মাধ্যমে নিয়মিত আপনার হার্ড-ড্রাইভ স্ক্যান করা। বিশেষ করে যখন কোন পেন-ড্রাইভ কম্পিউটারে প্রবেশ করাবেন তার আগে অবশ্যই পেন ড্রাইভটি স্ক্যান করে নিবেন। কেননা ভাইরাস কেবল মাত্র পেন-ড্রাইভের মাধ্যমেই ছড়ায়। আপনি যদি অ্যাডভান্সড ইউজার না হন, তাহলে ভাইরাস আপনার বারোটা বাজিয়ে দিতে পারে।
    • পিসির পারফরমেন্স ভালো পাওয়ার জন্য- কীবোর্ড শর্টকাট Windows key+ R প্রেস করলে Run Command ওপেন হবে। কমান্ড বক্সে টাইপ করবেন recent তারপর enter প্রেস। যত ফাইল হাবিজাবি যা আসবে সব ctrl+ A press করে সিলেক্ট তারপর shift+delete কমান্ড দিয়ে ডিলিট করে দিবেন।
    • কয়দিন পর পর এই একই রান কমান্ডে গিয়ে temp টাইপ করে enter press. যত টেম্পোরারি ফাইল আসবে সব সিলেক্ট করে ডিলিট দিবেন। যেগুলো ডিলিট হবে না ওগুলো নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। এড়িয়ে চলে যাবেন।
    • আরেকটা কমান্ড %temp% ঐ একইভাবে যা আসবে সব সিলেক্ট করে ডিলিট দিবেন।
    • C drive অর্থাৎ উইন্ডোজ ড্রাইভের ফ্রি স্পেস বেশি রাখবেন।
    • যদি একসাথে অনেক কাজ করতে হয় তাহলে RAM এর উপরে প্রেশার পড়ে এইজন্য রান কমান্ডে গিয়ে tree টাইপ করে enter.
    • প্রয়োজনীয় সফটওয়্যার মাঝে মাঝে আপডেট করবেন।
    • এছাড়া CCleaner software দিয়ে আপনার পিসি-কে ক্লিন করে নিতে পারেন।
main-qimg-024c20dbfd20a7b2ad55f06161d80979
 

Users who are viewing this thread

Back
Top