What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

মাযহাবী ইরোটিকা:-কলেজগার্ল মা (2 Viewers)

Mrs. Faria Jahan

Exclusive Writer
Story Writer
Joined
Jul 5, 2019
Threads
10
Messages
281
Credits
10,151
কালেক্টেড ফ্রম: one Sick Puppy
পরিচিতিঃ
জাভেদ শেখঃ
পাশ্মীরী রাজ্যের রাজধানী ইলাহপূর, থুড়ী রামনগর শহরের অত্যন্ত নামযশওয়ালা
অত্যন্ত নামযশওয়ালা, প্রভাবশালী ও ধণ্যাঢ্য ব্যবসায়ী। নিজের মালিকানাধীন
একাধিক বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠান আছে, যেগুলাে থেকে প্রতি মাসে কয়েক কোটি টাকার বেশি সম্মিলিত
আয় হয় তার। জাভেদের বয়স মধ্য চল্লিশ পেরিয়েছে।
ফারদীন শেখঃ জাভেদের বেটা ফারদীনের বয়স ২০ এর গােড়ায়, একটি নামী সরকারি কলেজে
বিবিএ পড়ছে।
শবনম শেখঃ জাভেদের বিবি শবনম এককথায় ডানা-কাটা-পরী। ত্রিশের দশকে গেলে নাকি নারীদের
অন্যরকমের রূপ প্রকাশিত হয়। অতি মাত্রায় সুন্দরী শবনম সম্প্রতি মধ্যত্রিশের কোটা ছাড়িয়ে গেছে।
তবে বয়সটা ত্রিশের মাঝপথ পাড়ি দিয়ে ফেললেও চিরসবুজ শবনম ধরে রেখেছে ওর তারুণ্য আর
সৌন্দৰ্য্য। নিজের শরীর ও যৌবনের প্রতি কঠোরভাবে মনােযােগী শবনম। বিয়ের পর অনেকদিন যাবৎ
খুব কড়াকড়ি ডায়েট ফলাে করতাে। তবে ত্রিশ পেরােনাের পরে এখন আর তেমনটা হয়ে ওঠে না,
অবশ্য সুষম আর অর্গানিক খাবার ছাড়া কিছুই মুখে তােলে না ও। তাই শবনমকে দেখতে কমসেকম
৭/৮ বছর কমই দেখায়। আপন রূপে গরবিনী, এক হ্যাণ্ডসাম সন্তানের মা, ধনবান ব্যবসায়ীর সুন্দরী
বিবি শবনম শেখের একটু চাপা অসন্তুষ্টি, একটি শখ অপূর্ণ আছে-বেচারীর পড়ালেখাটা সম্পূর্ণ হয়নি।
খুব অল্প বয়সে বিয়ে হয়ে গিয়েছিলাে শবনমের। এক দেখাতেই শবনমকে বিবি বানাতে রাজী হয়ে
গিয়েছিলাে জাভেদ।
***
A
সে প্রায় দুই দশক আগের কথা। ব্যবসাকর্মে খুব দ্রুত উন্নতি করছিলাে জাভেদ। তবে বয়স তাে আর
থেমে থাকে না। বয়স ত্রিশের কোঠির দিকে আগাচ্ছিলাে ব্যাচেলর ব্যবসায়ীর। এ বয়সেই কয়েক কোটি
টাকার সম্পত্তি বানিয়ে নিয়েছিলাে, আর যে কাজেই হাত দিচ্ছিলাে তাতে উন্নতি মিলছিলাে। তবে
পরিবার থেকে বিয়ে করার তাগাদা বাড়ছিলাে। সফল ব্যবসায়ী জাভেদ একটু রয়েসয়ে মেয়ে
দেখছিলাে। কাড়িকাড়ি টাকা কামাচ্ছে, তাই শহরের সেরা সুন্দরী মেয়েটাকে বিবি হিসেবে চাই তার।
ইতিমধ্যেই বিগত তিন বছরে প্রায় অর্ধশতাধিক তরুণীর হৃদয় ভেঙ্গে প্রস্তাব প্রত্যাখ্যান করেছে সে। ঘটক
আর খালা-মামীরা গলদঘর্ম হয়ে পড়ছিলেন এই দাপুটে কিন্তু ডিমাণ্ডেবল ব্যাচেলরের জন্য মেয়ে
দেখতে।
একদিন কিছু মালামাল সাপ্লাই দিতে এক মার্কেটে গিয়েছিলাে জাভেদ। সেখানে এক কাপড়ের দোকানে
মায়ের সাথে কেনাকাটা করতে আসা এক অনিন্দ্যসুন্দরী তরুণীকে এক নজর দেখেই মনস্থির করে নেয়।
 
Last edited:

Users who are viewing this thread

Back
Top