What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Collected সংগৃহীত কবিতার আসর (2 Viewers)

মোহ মায়া

কবিঃ ডাঃ আফতাব হোসেন




কোনো কোনো রাতে,
আমার উঠোনে নেমে আসে এক কুমারী চাঁদ
পরনে শরৎ মেঘের শাড়ি
আঁচলে আঁকা ছায়াপথ
পায়ে নক্ষত্রের নূপুর
দুচোখে তার ভালোবাসার জোছনা।

হিজলের ডালে বাঁধা ছায়ার দোলনা
চাঁদের মেয়ে পা তুলে, দোদুল ছন্দে দোলে
জোনাকি মেয়েরা এসে পিদিম জ্বেলে যায়
নিকানো উঠোনে তখন নৈসর্গিক আলো-ছায়া,
নাকি এও এক মোহ মায়া?

চন্দ্রাবতী আমায় মোহাচ্ছন্ন করে দেয়
দুহাত তুলে ডাকে, আয়, আয়,
মাটির হিম শীতল ঘর
গরাদহীন জানালায় কুয়াশার চাঁদর
চাইলেও আমি বেরুতে পারি না
হাত বাড়িয়ে ছুঁতে পারি না
মরা চোখের দৃষ্টিতে শুধুই শূন্যতা, হাহাকার।

সে সব লিখলে যদি কবিতা হয়ে যায়,
বলো, সে দোষও কি আমার ?
 
নীলকণ্ঠ পাখি
কবিঃ আফতাব হোসেন।

কবিতা, সে তো এক নীলকণ্ঠ পাখি,
কখনও আমার ঘরে আসেনি
কখনও আমার পোষ মানেনি
শুধু মাঝে মাঝে এসে আনমনে
বসে আমার জানালার কার্নিশে
ঝরা পালকের সাথে রেখে যায় কিছু স্মৃতি!

আমি স্মৃতির ফুলে গাঁথি ভুল মালা
কুড়িয়ে পাওয়া ফুলে হয় কি প্রেমের অর্ঘ্য?
তবু ভিখিরির রাজা হওয়ার মতো,
আমি আজও দেখি অলীক স্বপ্ন
একদিন কবি হব,
কোন এক নন্দিনীকে নিয়ে লিখব একশ একটি কবিতা।
 
সুজন মাঝি (পল্লী কবিতা)।
কবিঃ আফতাব হোসেন।




সাঁঝ নেমেছে, একলা মেয়ে, পরে সবুজ শাড়ি,
যাচ্ছ কোথায় ডিঙ্গি বেয়ে, কোথায় তোমার বাড়ি ?
কোমল হাতে বৈঠা কেন? থাকবে রেশমি চুড়ি,
কোঁচর ভরে খাওয়ার কথা নলেন গুড় আর মুড়ি।

ওই যে হোথায়, গাছের ছায়ায়, হিজলতলী গাঁও,
ওই খানেতে বাপের বাড়ি, জানতে কেন চাও ?

কুঁচের বরণ রঙ যে তোমার, কাজল কালো আঁখি,
কোন বা নামে ডাকি কন্যা, জলপরী না পাখি?

লাজে মরে গাঁয়ের মেয়ে, শরম চোখে চায়,
বাবরি চুলের জোয়ান মাঝি বসে আছে নায়।
শুধাও কেন এ সব কথা, দেখি নাই তো আগে?
শুনলে কথা পরপুরুষের, মনেতে ভয় জাগে।

ভয় পেও না জলের মেয়ে, আমি জলের মাঝি,
বাণিজ্যেতে আসছি হেথায়, নই তো মানুষ পাজী।
রুপোর মল আর পুঁতির মালা, আছে ঢাকাই শাড়ি,
আরও বেচি চুলের ফিতে ঘুরে বাড়ি বাড়ি।
পদ্ম পায়ের আলতা আছে, মেহদী রাঙ্গা হাতে
পরিয়ে দেব কাঁচের চুড়ি, যাও যদি মোর সাথে।

পাতার মতো কাঁপে মেয়ে অজানা এক সুখে,
লাগছে ভালো শুনতে কথা অচিন মাঝির মুখে।
কোথা হতে এলে মাঝি, কোথায় তোমার ঘর?
কোন সাহসে বলছ এ সব, নাই কি তোমার ডর?
মাতুব্বরের মেয়ে আমি, সাত গেরামের সেরা,
চারিদিকে আছে বাপের পাইক পেয়াদা ঘেরা।
ভুলেও যদি আমার দিকে তাকাও চক্ষু তুলে,
অকারণে প্রাণ হারাবে, চড়ায় দেবে শূলে।
যাও ফিরে যাও মায়ের ছেলে, যাও ফিরে তাঁর বুকে,
নিজের দেশে শাদী করে থাকো মনের সুখে।

ভাঁটির দেশের মাঝি আমি, নেইকো প্রাণে ডর,
নদীর বুকে নৌকা ভাসাই, যতই উঠুক ঝড়।
ঢেউয়ের সাথে পাঞ্জা লড়ি, স্রোতের উজান চলি,
শক্ত হাতে বৈঠা ধরি, সত্য কথা বলি।
তোমায় দেখে প্রাণ সঁপেছি, দিয়েছি এই মন,
বঁধু করেই ফিরব ঘরে, এই করেছি পণ।

শিউরে ওঠে পল্লী মেয়ে শুনে মাঝির কথা,
উজান গাঁয়ে জটিল নিয়ম, কঠিন গাঁয়ের প্রথা।
অনেক টাকা পণ দিতে হয়, লাগে গয়না-গাটি,
থাকতে হয় যে ধানের জমি, টিনের বসত-বাটি।

সোনার মেয়ে, সোনার দামে নেবো তোমায় কিনে,
ভাবতে নারি এমন জীবন বাঁচতে তোমায় বিনে।
এই গাঁয়েতে কিনব জমিন, গড়ব টিনের বাড়ি,
পালকি চড়ে আসবে পরে বেনারসি শাড়ি।
ঈশান কোনে মেঘ করেছে, ডাকছে গুরুগুরু,
যাও ফিরে যাও নদীর মেয়ে, বাদল হবে শুরু।

কেমনে যাব বাড়ি ফিরে ? ওগো সুজন মাঝি,
পাইনি খুঁজে সিঁথি হাঁস মোর, হইছে ভীষণ পাজী !
বাকি হাঁস সব আসলো ঘরে, সিঁথিটা মোর কই?
কত করে ডাকলাম তারে, আয় ফিরে তই তই।

কথা দিলাম কাজল মেয়ে, খুঁজব তোমার হাঁসা,
পৌঁছে দেব তোমার কাছে তোমার ভালোবাসা।
আসব নিয়ে বিয়ের পয়গাম তোমার বাপের কাছে,
তুলে দেবে টাকা পয়সা যা কিছু মোর আছে।

খুশি হয়ে চলল ফিরে ঘুরিয়ে ডিঙ্গি নাও,
লজ্জাবতী মেয়ের মনে লাগল ফাগুণ বাও।
বাড়ি ফিরে দেখে যে তার দুষ্টু সিঁথি হাঁসে,
চুপটি করে আছে বসে ঘরের দাওয়ার পাশে।
খুশির চেয়ে কষ্ট বেশি পল্লীবালার মনে,
ঘুরছে কোথায় প্রাণের মাঝি, নদীতে না বনে ?
তবু হাতে মেহদী রাঙায়, চোখে কাজল পুরু,
কুসুম ফোটা বুকটি যে তার কাঁপছে দুরুদুরু।
পান খেয়ে ঠোঁট রঙিন করে, ফিতেয় বাঁধে চুল,
নাকে নথ আর মাজায় বিছা, কানে পরে দুল।
যাও উড়ে যাও বনের পাখি, বলো মাঝির কানে,
আকুল হয়ে আছি চেয়ে তাহার পথের পানে।

আঁধার করে সন্ধ্যা নামে, বাতাসের বেগ বাড়ে,
মুষল ধারায় বৃষ্টি নামে, গাছ নুয়ে যায় ভারে।
ফুঁসে ওঠে তিস্তা নদী, স্রোতে দু'কুল ভাঙ্গে,
উথাল পাতাল ঢেউয়ের মাঝে একলা মাঝি গাঙ্গে।
পায় না খুঁজে হাঁস যে মেয়ের, পায় না খুঁজে কুল,
কোন মুখেতে ফিরবে মাঝি, যদি বোঝে ভুল?
কথা দিয়ে কথা রাখা, ভাঁটির দেশের রীতি,
জান দেবে তো মান দেবে না, নাই জীবনের ভীতি।
বৈঠা ছেড়ে হতাশ মাঝি আকাশ পানে দেখে,
আজদাহা মেঘ আসছে ধেয়ে মুখে কালি মেখে।
হঠাৎ মাঝির রঙিন ভুবন হয় যে নিকষ কালো,
উলটে যায় তার জীবন তরী, নেভে চোখের আলো।
ডুবতে ডুবতে ভাঁটির মাঝি আপন মনে বলে,
ললাট লিখন না যায় খণ্ডন, যেতে হচ্ছে চলে!
যাবার আগে একটা দুঃখ রইল মনের মাঝে,
না পেলাম প্রেম অচিন মেয়ের, না এলাম তার কাজে!
 
তুমি নেই।
কবিঃ আফতাব হোসেন।




তুমি নেই, আজ আকাশে ওঠেনি চাঁদ,
তিস্তার বুকে খসে পড়ে শুকতারা।
কাশ বনে দেখো জোছনা ভাঙেনি বাঁধ,
ডাহুক বুঝি হয়েছে স্বজন হারা।

তুমি নেই, আজ ফোটেনি শিউলি ফুল,
জোনাক পিদিম জ্বালেনি জারুল বনে।
ঝিঁঝিঁদের গানে মেঘ মল্লার সুরে ভুল,
ময়ূর পেখম মেলেনি বারির সনে।

তুমি নেই, আজ পাখিরা বাঁধেনি নীড়,
বালিহাঁস একা ভাসছে কাজল বিলে।
নীহারিকায় নক্ষত্র করেনি ভিড়,
হারিয়ে গেছে অসীম কষ্ট নীলে !

তুমি নেই, তবু প্রতীক্ষায় থাকি রোজ,
যদি চিঠি আসে মেঘ পিওনের হাতে।
যদি ভুল করেও একবার করো খোঁজ,
চেয়ে থাকি পথ, মন ভাঙ্গা সব রাতে।।
 
খুব ভালো হয়েছে দাদা

কবিতা পড়ে খুব ভালো লাগলো
 

Users who are viewing this thread

Back
Top