What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Collected সংগৃহীত কবিতার আসর (2 Viewers)

হঠাত একটা চিঠি
(কৌশলগত কারনেই হয়তো কবি তাঁর ফেসবুকের ওয়ালে শিরোনাম প্রকাশ করেননি। তাই আমি একটু দুঃসাহস দেখালাম, এজন্য কবির কাছে আন্তরিক ভাবে ক্ষমা প্রার্থী)
কবিঃ শামিম রেজা


আমি বহুদিন কারো চিঠির জন্যে অপেক্ষা করিনি।
চিঠিবেলার সেইসব দিনগুলিতে একেকটা হলুদ খাম খুললেই
অক্ষরগুলো বের হয়ে আসতো গুটি গুটি পায়ে
ছড়িয়ে পড়তো ঘরময়, বিছানা বালিশে আর পড়ার টেবিলে।
বই এর মলাটের ভাঁজে লুকিয়ে রাখা সেইসব চ্যাপ্টা চিঠি
এতোটাই ছড়াতো মদির সুবাস
লোক জানাজানি হয়ে যেতো গোপন আবাস।
বুড়ো ডাকপিয়নের মৃত্যুর পর, তোমার জন্যে
আমি বহুদিন ঝুলবারান্দায় গ্রিল ধরে অপেক্ষা পোহাইনি।

আজ হঠাতই এলো এক চিঠি
ভোরের দরজা খুলতেই দেখি
ভ্যালির রুক্ষ এই শহর জুড়ে বিস্তীর্ণ এক তুষার চিঠি
সারারাত ধরে ঝরা আদিগন্ত ঢাকা সফেদ তুষারের উপর
ভোরের সূর্যের সলতে জ্বলা হ্যারিকেনের হলদে আলোয়
আঙ্গুল ডুবিয়ে কেউ একজন লিখেছে সে চিঠি।

কিছুই ছিলোনা লেখা তাতে
কেবল আমার ডাকনামের আদ্যক্ষর ছাড়া

হঠাত একটা চিঠি-
উত্তরাধুনিক কবিতার মত দুর্বোধ্য
মারকেজের গল্পের মত মায়াবাস্তব।
 
তুমি নেই।
কবিঃ ডাঃ আফতাব হোসেন




তুমি নেই, আজ আকাশে ওঠেনি চাঁদ,
তিস্তার বুকে খসে পড়ে শুকতারা।
কাশ বনে দেখো জোছনা ভাঙেনি বাঁধ,
ডাহুক বুঝি হয়েছে স্বজন হারা।

তুমি নেই, আজ ফোটেনি শিউলি ফুল,
জোনাক পিদিম জ্বালে নি জারুল বনে।
ঝিঁঝিঁদের গানে মেঘ মল্লার সুরে ভুল,
ময়ূর পেখম মেলে নি বারির সনে।

তুমি নেই, আজ পাখিরা বাঁধেনি নীড়,
বালি হাঁস একা ভাসছে কাজল বিলে।
নীহারিকায় নক্ষত্র করেনি ভিড়,
হারিয়ে গেছে অসীম কষ্ট নীলে !

তুমি নেই, তবু প্রতীক্ষায় থাকি রোজ,
যদি চিঠি আসে মেঘ পিওনের হাতে।
যদি ভুল করেও একবার করো খোঁজ,
চেয়ে থাকি পথ, মন ভাঙ্গা সব রাতে।।
 
শ্রাবণ মেঘের ছড়া
কবিঃ ডাঃ আফতাব হোসেন।




শ্রাবণ এলো মেঘের ভেলায়,
ঝরছে বরিষ অঝোর ধারায়,
কোলা ব্যাঙ সব খেলছে দেখো-
খালে বিলে পুকুর নালায়।

"মেঘের পায়ে জলের নূপুর",
পেখম মেলে নাচছে ময়ূর,
যায় না থাকা একলা ঘরে-
থমকে আছে মধ্য দুপুর।

কাজল মেয়ে নদীর কুলে,
আছে বসে এলো চুলে,
আসবে কবে সুজন মাঝি-
পানসী নায়ে পালটি তূলে ?

ডাকছে দেয়া গুরুগুরু,
কাঁপছে যে বুক দুরুদুরু,
নদীর জলে বান ডেকেছে-
তুফান বুঝি হল শুরু।

দিন ফুরালো, সন্ধ্যা হল,
কত নৌকা এলো গেলো,
আসলো না তার পরাণ মাঝি-
কষ্টে আঁখি ছলোছলো।

আঁধার করে রাত্রি এলে,
গেরস্থালী চুলোয় ফেলে,
চোখের জলে লেখে চিঠি-
একলা ঘরে পিদিম জ্বেলে।

মেঘ পিওনকে ডেকে বলে,
পত্র নিয়ে যাও গো চলে,
ভাটির দেশে নিঠুর মাঝি-
আছে ভুলে কীসের ছলে ?

হিজল বনে ঝিঁঝিঁ ডাকে,
চাঁদ উঁকি দেয় মেঘের ফাঁকে,
চোখের জলে ভিজিয়ে বুক-
কাজল মেয়ে আশায় থাকে।

স্বপ্ন কত তাহার মনে,
কইবে কথা মাঝির সনে,
বাদল ঘন নিঝুম রাতে-
উঠবে হেসে ক্ষণে ক্ষণে।

দিন চলে যায়, বছর গড়ায়,
সকল পাখি ফেরে কুলায়,
ফেরে না সেই পাষাণ মাঝি-
হারিয়ে গেছে অচিন ধরায় !

মন ভাঙ্গা সেই দুঃখ নদী,
বইছে আজও নিরবধি,
নদীর বুকে শোকের আগুন-
শ্রাবণ জলে নিভত যদি !
 
যদি আমি ফিরে আসি
কবিঃ ডাঃ আফতাব হোসেন




যদি আমি ফিরে আসি, কৃষ্ণপক্ষের রাতে,
চন্দ্রাবতী মেয়ে, রাখবে কি হাত হাতে ?
চন্দ্রাহতের মতো;
জোছনা হয়ে মুছে দিতাম বুকের যত ক্ষত !
যদি আমি ফিরে আসি, শ্রাবণ মেঘের দিনে।
মেঘবতী মেয়ে, নেবে কি আমায় চিনে ?
দীঘল চোখে কষ্ট টলমল;
ভাসিয়ে দিতাম অঝোর ধারায় দুঃখ নদীর জল।
যদি আমি ফিরে আসি, হিজল তমাল বনে।
অরণ্যবতী মেয়ে, যাবে কি আমার সনে ?
হয় যদি হোক ভুল -
সাজিয়ে দিতাম জংলী ফুলে তোমার খোপার চুল।
যদি আমি ফিরে আসি, সোজন বেদে হয়ে।
নদী পাড়ের মেয়ে, আসবে আমার নায়ে ?
তোমার কোমল করে-
পরিয়ে দিতাম রেশমি চুড়ি বড় যতন করে।
যদি আমি ফিরে আসি, অন্তিম প্রহরে,
মায়াবতী মেয়ে, নেবে কি তোমার ঘরে ?
সু-গভীর মমতায়-
এক বুক উষ্ণতা তুমি দেবে কি আমায় ?
 
তুমি নেই।
কবিঃ ডাঃ আফতাব হোসেন




তুমি নেই, আজ আকাশে ওঠেনি চাঁদ,
তিস্তার বুকে খসে পড়ে শুকতারা।
কাশ বনে দেখো জোছনা ভাঙেনি বাঁধ,
ডাহুক বুঝি হয়েছে স্বজন হারা।
তুমি নেই, আজ ফোটেনি শিউলি ফুল,
জোনাক পিদিম জ্বালে নি জারুল বনে।
ঝিঁঝিঁদের গানে মেঘ মল্লার সুরে ভুল,
ময়ূর পেখম মেলে নি বারির সনে।
তুমি নেই, আজ পাখিরা বাঁধেনি নীড়,
বালি হাঁস একা ভাসছে কাজল বিলে।
নীহারিকায় নক্ষত্র করেনি ভিড়,
হারিয়ে গেছে অসীম কষ্ট নীলে !
তুমি নেই, তবু প্রতীক্ষায় থাকি রোজ,
যদি চিঠি আসে মেঘ পিওনের হাতে।
যদি ভুল করেও একবার করো খোঁজ,
চেয়ে থাকি পথ, মন ভাঙ্গা সব রাতে।।
 
বেশি কিছু তো চাইনি আমি
কবিঃ ডাঃ আফতাব হোসেন





বেশি কিছু তো চাইনি আমি,
চেয়েছিলাম, একটি জোনাক জ্বলা রাত,
নীলাম্বরী শাড়িতে পূর্ণ যৌবনা চাঁদ,
হিজলের পাতা ছোঁয়া বসন্ত বাতাস,
উন্মনা তুমি একটু উদাস,
প্রতীক্ষার পিদিম জ্বেলে আমার অপেক্ষায়।
বেশি কিছু তো চাইনি আমি,
চেয়েছিলাম, কাজল বিলের জলে,
ময়ূরপঙ্খী নয়, ছোট্ট নায়ের খোলে -
জোছনার ঝালর তোলা বেহুলা বাসর,
শঙ্খচিল হয়ে চুপিসারে আসবে লক্ষ্মীন্দর।
নিবিড় স্পর্শে শান্ত হবে -,
না পাওয়ার কষ্টে ভরা অতৃপ্ত অন্তর।
আর বেশি কিছু তো চাইনি আমি,
শুধু চেয়েছিলাম, হৃদপিণ্ডের থরথর কম্পনে,
রক্তে প্রলয়, প্রগাঢ় আলিঙ্গনে-
ওষ্ঠে অঙ্কিত হোক এক স্পর্ধিত চুম্বন।
অনুতাপ নেই, থেমে যায় যাক -
আমার প্রাণের সকল স্পন্দন!
অতঃপর,
ছায়াপথ ধরে এক তৃপ্ত পথিক নিঃসঙ্গ হেঁটে যাক,
শূন্য ডাঙ্গায় ডানা ভাঙ্গা চিল নিথর পড়ে থাক !
 
রঙের বুড়ো
কবিঃ ডাঃ আফতাব হোসেন




চুল পাকলেই লোক হয়না বুড়ো
বুঝল পাড়ার মেশো খুড়ো,
বুঝবি কবে খোকার মা তুই ?
দিস নে খেতে মাছের মুড়ো !

সব দাঁত নাই, কী- হয়েছে ?
মাড়ির ক’টা আজও আছে,
রাঁধতে পারতি মুড়িঘণ্ট-
কাঁটাগুলো দিতি বেছে।

চশমা তুলে নাকের ডগায়,
করলাম কত বাজার সদায়,
আমার পাতেই উস্তে ভাজি ?
বাকি সবাই খাচ্ছে মজায় !

একটু নাহয় হলই ভুঁড়ি,
বয়স মোটে তিনটে কুড়ি,
মণ্ডা মিঠাই শিকেয় তূলে-
খেতে দিলি শুকনো মুড়ি ?

"নাক ডাকিস", দিয়ে ছুতো;
প্রতি রাতেই মারিস গুঁতো,
জানতাম যদি এমন হবে-
কে তোর গলায় বাঁধত সুতো ?

চামড়া নাহয় ঝুলেই গেছে,
বুকেতে প্রেম আজও আছে,
আমি যে এক রঙের বুড়ো-
ভালোবেসে থাকিস কাছে।

মনের বয়স রাখিস ধরে,
মরার আগে মরিস না রে,
যাক না জীবন হেসে খেলে-
রোগ বালাই সব তুচ্ছ করে।
 
অধরা, তোমায় দিলাম ছুটি
কবিঃ ডাঃ আফতাব হোসেন




একদিন অধরা দুচোখে ভ্রুকুটি হেনে বলেছিল,
আমাকে নিয়ে আর কত লিখবে কবি?
সেই তো পিঠময় এলো চুল, মেঘেদের আনাগোনা,
কাজল দিঘিতে অবোধ বালকের স্বপ্নের জাল বোনা।
সেই তো গোলাপ পাপড়ি ঠোঁট, থরোথরো কম্পন,
কপোলে কালো তিল ছুঁয়ে দিতে, দ্বিধা আনচান মন।
আর কত আঁকবে এই শরীরের বাঁক, আর কত ভাবে?
পাহাড় উপত্যকা পেরুলেই তো অরণ্য, আর কত নীচে যাবে?

অধরা, তোমাকে ভালোবাসি বলেই তো লিখি,
তোমার ভেতরেই আমি একটা পৃথিবী দেখি।
তোমার বুকের নিটোল জমিনে কবিতার চাষবাস,
দিঘল চোখের ঝর্ণাধারায় প্রেমের জলোচ্ছ্বাস !

খুব রেগে গিয়েছিল অধরা;
ছিঃ! এ কেমন কথা কবি?
তোমার কাছে নারীর শরীরটাই কি সবি?
তাই যদি হবে,
চুপ কেন তবে?
কাঁটাতারে যখন ঝুলে থাকে ছোট্ট ফেলানীর লাশ,
হিংস্র হায়েনা যখন কেড়ে নেয় সুমাইয়ার অন্তর্বাস!
না ফোঁটা শিশুর বুক খুবলে খায় বুড়ো শকুনের দল,
তোমার চোখে কি তখনও আসে না এক ফোটা জল?

বিব্রত আমি,
না, মানে, অধরা, আমি তো প্রেমের কবি,
কবিতার ক্যানভাসে আঁকি শুধু তোমার ছবি।
নারী ও প্রকৃতি,
প্রেম ও স্তুতি,
এই নিয়েই তো বেশ বেঁচে আছি।
কেন তুমি রেগে যাচ্ছ মিছেমিছি?

অবজ্ঞার হাসি হাসে অধরা।
হাসালে কবি!
শ্বাস নিলেই কি বেঁচে থাকা বলে?
ছন্দে বা অ-ছন্দে যা’ই লেখো,
তারেই কি কবিতা বলা চলে?
শুধু নারী নয়, শুধু প্রকৃতি নয়,
কবিতা হোক সমাজের দর্পণ,
কলম শানিত বেয়োনেট,
অশ্রু নয়, হোক রক্তের প্রস্রবণ।

কী বলছ তুমি?
নিরীহ নির্বিবাদী মানুষ আমি!
হিংসা, হানাহানি কবির কর্ম নয়,
দেখো, আমি ভালোবেসেই পৃথিবী করব জয়।

নাগিনীর মত ফণা তোলে অধরা;
ভালোবাসতে চাও?
তবে ভরাট এ বুক থেকে মুখ তুলে নাও।
এসিডে ঝলসানো শারমিনদের শরীর দেখেছ কখনো?
মরাল গ্রীবা, উন্নত বুক, গলিত বিকৃত, জমাট লাভা যেন!
বজ্রাঘাতে পোড়া মাঠে তবু থাকে দুএকটা দূর্বাঘাস,
একটাও লোমকূপ হীন ও বুকে এখন শুধুই দীর্ঘশ্বাস !
পারবে? বন্ধ্যা ও বুকে ফলাতে কবিতার ফসল?
আছে তোমার কলমে অতটা বীর্য, অতটা ভালোবাসার জল?

হঠাৎ যেন ওঠে এক কালবোশেখি ঝড়,
উড়িয়ে নেয় স্বপ্নে গড়া আমার বাড়ী ঘর,
বিরান সে ভূমি হতে কবিতারা চলে যায় ফিরে,
বীর্যহীন কলম হাতে আমি বসে থাকি নত শিরে।

দেখে করুণা হয় অধরার;
কী? পারবে না তো?
তবে কিসের কর গর্ব এতো?
কবির প্রেম কি শুধু নারীতেই হতে হবে?
মানবতার বাণী কি নিভৃতেই কাঁদবে তবে?
আয়েসি জীবনের বিলাসী অবসরে,
কিংবা বটমূলে গাঁজার আসরে,
দুখানা প্রেমের পদ্য লিখেই কবির খেতাব নিতে চাও?
আর সুযোগ বুঝে, সুবিধা মত, বুদ্ধিজীবীর মুখোশ লাগাও !
দোহাই তোমার ,
সস্তা বাহবা পেতে নারীর শরীরকে পণ্য কর না আর,
শিহরণ জাগাতে আর শুনিও না রতি-হীন শীৎকার।

মিথ্যে বলেনি অধরা;
মুখোশের আড়ালে আমার আমিরে কতটুকুই বা জানি?
শাড়ির আঁচল উড়লেই ভাবি প্রেমের হাতছানি।
ভুলে গিয়েছিলাম,
তুমি প্রথমে একজন মানুষ, তারপর এক নারী,
কবিতার নামে বিবস্ত্র করেছি, সম্ভ্রম নিয়েছি কাড়ি।
আজ আমি জেনে গেছি,
বিকলাঙ্গ এই মনের সাথে কবিতার হবে না প্রণয় জুটি,
অ-কবির হাত হতে তাই, অধরা, তোমাকে দিলাম ছুটি।
 
অবিশ্বাসী রোদ
কবিঃ হারুন রশিদ




সুনিন্দিতা, দরজায় কড়া নাড়ছে অবিশ্বাসী রোদ
জানালায় সন্দিগ্ধ বাতাস
স্বৈরাচারী উত্তাপ এসে খেয়ে গেছে অভিলাষী মেঘ
হাওয়ার পিঠ চাবকে এগিয়ে আসছে হাহাকার
এই দুরাচার জ্যৈষ্ঠের দিনে, আম আর কাঁঠালের প্রলোভনের ফাঁদে
তুমিও গিলে নিলে ফ্যাসিবাদী রাষ্ট্রের অবৈধ সঙ্গম প্রস্তাব ?

সুনিন্দিতা, শিরার ভিতর দাপিয়ে উঠছে অন্ধকার
বাইরে ধর্মান্ধ কুয়াশার নিবিড় আক্রমণ
ওখানে দাঁত মেলে আছে বুর্জোয়া শীত
কলঙ্কের ইশতেহার বুকে এক মৃত চাঁদ খসে পড়ছে জানালায়
আলোহীন, ধূসর এই রাতের মার্জিনে
এই বল্গাহীন অনুর্বর বুদ্ধিজীবীর ভাগাড়ে
চরিত্রহীন কবি ও লেখকের বীর্য ও পুঁজে তুমি এক ছেনাল সভ্যতা!!!
কৃত্রিম কাঁচের জানালায় তুমি গোপন অভিশাপ।

সুনিন্দিতা, তোমার ছবি থেকে পাট পাট খুলে নিয়েছে ঐশ্বর্যের সূতা
শ্রাবণের নদীর মতো ফাঁপানো উন্নয়ন গতরে মেখে তুমিও কি হতে চাও মেদবহুল নারী?
নীতিহীন নৈতিকতার বিষ বাষ্পে পুড়ে গেছে শয্যা তোমার
এখন তোমার ডানে ভয়, বামে পুলসিরাত
রাজনৈতিক শয্যায় তুমি এক তুরুপের তাস।

সুনিন্দিতা, শেষ কবে দেখা হয়েছিলো মনে নেই
আজ এই কুট-চক্রবাল হাওয়ার নিশীথে
এই রুগ্নব্যাধী গ্রস্থ বিমারের দেশে
আমি দু' হাতে শূন্যতা নিয়ে নিজের বিভাজনে ভগ্নাংশ হয়ে পড়ে আছি
বুকের ভিতর অগণিত চর, সারিবদ্ধ লাশের স্তূপ
কোথাও স্বাধীনতা নেই, প্রেম নেই, মায়া নেই
আমি তলিয়ে যাচ্ছি সুনিন্দিতা, গভীর অতল হতে হাঙরের জিহ্বার মতো তরল অন্ধকারে।
 
নারী
কবিঃ ডাঃ আফতাব হোসেন।




তুমি জননী, তুমি কন্যা, তুমি জায়া,
তুমি প্রেম, তুমি কষ্ট, তুমি মায়া,
তুমি প্রিয়া, তুমি বন্ধু, তুমি ভগ্নি,
তুমি অনিল, তুমি সলিল, তুমি অগ্নি,
তুমি ধরা, তুমি খরা, তুমি সবুজ,
তুমি শান্ত, তুমি অশান্ত, তুমি অবুঝ,
তুমি কোমল, তুমি কঠোর, তুমি অনড়,
তুমি হিংস্র, তুমি বিষ, তুমি প্রখর,
তুমি মায়াবতী, তুমি কলাবতী, তুমি ললনা,
তুমি শিহরণ, তুমি প্রহসন, তুমি ছলনা।

একই অঙ্গে এত রূপ তোমার, হে অনন্যা নারী,
দেবতা বোঝেনি যারে, আমি কি বুঝিতে পারি ?
 

Users who are viewing this thread

Back
Top