What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

প্রশ্নোত্তরে ইসলাম (3 Viewers)

ইসলাম ধর্মের মৌলিক পাঁচটির প্রথম আর প্রধান স্তম্ভ হলো ঈমান বা বিশ্বাস। সেই বিশ্বাসের বেশ কিছু বিষয় বস্তু আছে। তম্মধ্যে সবথেকে প্রধান যে বিষয়, সেটি হলো তাওহিদ বা একত্ববাদে বিশ্বাস স্থাপন করা। আল্লাহ ছাড়া আর কেউ উপাসনার যোগ্য নয় সেটিকে মুখে বলা আর অন্তর দিয়ে স্বীকার করার নাম তাওহীদ বা তাওহীদের ঘোষনা।
এই বিশ্বাসের মাঝে অন্যতম একটা বিষয় হলো, ভাগ্যের ভালো-মন্দ আল্লাহ পাকের মাধ্যমে নির্দ্ধারিত হয় সে বিষয়ে ঈমান বা বিশ্বাস স্থাপন করা। যেহেতু মানুষ যখন পৃথিবীতে আসে তখন সে তার ভাগ্যকে (ভাগ্যের ভালো-মন্দকে) সাথে করে নিয়ে আসে তাই আমাদের অনেকেরই ধারনা ভাগ্য অপরিবর্তনশীল। ভাগ্যে যা লেখা আছে মানুষ শুধু সেভাবেই জীবন যাপন করবে। এর ব্যত্যয় ঘটানো কখনোই সম্ভব নয়। কিন্তু ব্যাপারটা তা নয়। আল্লাহর নবী মুহাম্মদ (সাঃ) বলেছেন, ভাগ্যেরও পরিবর্তন হয়। তবে সেজন্য আল্লাহ পাকের কাছে প্রার্থনা করতে হয়। শুধুমাত্র দোয়াতেই মানুষের মন্দ ভাগ্য পরিবর্তন হয়ে ভালো ভাহ্যে রূপান্তরিত হতে পারে...
ভাগ্যের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে নির্দ্ধারন হবার কারনেই এর পরিবর্তন ঘটানোও সম্ভব। আর এজন্য আল্লাহর অনুগ্রহই যথেষ্ঠ !
 
QA-039


প্রশ্ন : জনৈক আলেম বলেন, টিকটিকি মারলে নেকী হয়। উক্ত বক্তব্য কি সঠিক? তার অপরাধ কী?

উত্তর: উক্ত বক্তব্য সঠিক। রাসূলুল্লাহ (সাঃ) বলেন, প্রথম আঘাতে টিকটিকি মারতে পারলে ১০০ নেকী, দ্বিতীয় আঘাতে তার চেয়ে কম, তৃতীয় আঘাতে মারতে পারলে তার চেয়েও কম নেকী পাবে (মুসলিম, মিশকাত হা/৪১২১ )। এর কারণ সম্পর্কে রাসূলুল্লাহ (সাঃ) বলেন, টিকটিকি ইবরাহীম (আঃ)-এর বিরুদ্ধে আগুনে ফুঁক দিয়েছিল (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/৪১১৯ )। উল্লেখ্য, অনেকেই গিরগিটি (কোন কোন এলাকায় কাঁকলাস, ডাহিন, রক্তচোষা বলে) মারতে বলেন। এটা ঠিক নয়। কারণ হাদীছে وزغ শব্দ এসেছে। যার অর্থ টিকটিকি। আর গিরগিটির আরবী হ'ল حرباء (আল-মুনজিদ, পৃ: ১২৫; আল-মু'জামুল ওয়াসীত্ব দ্র: )
 
প্রশ্নোত্তরে ইসলাম!
টাইটেল দেখে অনেকেই মনে করতে পারেন, এটা মনে হয় ইসলাম ধর্মবিষয়ক প্রশ্ন-উত্তরের কোনো লাইভ থ্রেড। আসলে ঠিক তা নয়। প্রশ্ন-উত্তরের থ্রেড এটা ঠিক আছে, কিন্তু এখানে প্রদত্ত সকল প্রশ্ন এবং উত্তর ইতিপূর্বেই মীমাংসা করা হয়ে গেছে। সুতরাং, এখান থেকে আমরা শুধু আমাদের মনে জাগা প্রশ্নের সাথে উত্তরগুলো মিলিয়ে নেবো। বিভিন্ন পত্র-পত্রিকা, রেডিও-টেলিভিশন ও বিভিন্ন যোগাযোগ মাধ্যমে দেশের আপামর জনগণ কর্তৃক করা প্রশ্নের ক্বোরআন ও সহিহ হাদিস দ্ধারা দেয় জবাবের একটা সংকলন আমার হাতে থাকার প্রেক্ষিতে সেটা সবার সাথে ভাগ করার নিমিত্তেই এখানে এই থ্রেডটা পেশ করা হলো।
আমার প্রশ্ন, কবরের সামনে দাড়িয়ে কি পড়তে হয়?
 
এক আঘাতে টিকটিকি মারার ব্যাপারটা অনেকেই স্বাভাবিকভাবে নিতে চান না। এর অন্যতম কারন হলো, টিকটিকি দেখতে বেশ নীরিহ একটি প্রাণী। এর চালচলন আর অবস্থান এতোটাই নীরিহ যে একে মারার আগে অনেকেই বেশ দ্বিধায় পড়ে যান। হাদিসের ভাষ্য অনুযায়ী টিকটিকি মারাতে বেশ সাওয়াব আছে। শুধুমাত্র হাদিস অনুস্রণ করে একাজটি করলে যে এতে কোনো ক্ষতি নেই সেটা মান্তেই হবে।
এর সাথে আরেকটা বিষয় বেশ তূলনীয়। ক্বোরবানী...
ক্বোরবানীর পশু যতো আদরের হবে সেই পশু ক্বোরবানীতে ততো বেশী সাওয়াব পাওয়া যাবে। মানেটা হচ্ছে শরীয়তে নির্দেশিত যাকে বধ করতে মনে যতো বেশী কস্ট হবে তার বিনিময়ও ততোটা বেশী পাওয়া যাবে। আর তাই টিকটিকির বেলায়ও এটা খাটে। তাকে মারতে মনে কস্ট বা দ্বিধা থাকলেও শরীয়তের বিধান তথা হাদিসের নির্দেশ অনুযায়ী এই আমলটি করতে পারলে পূন্য প্রাপ্তি নিশ্চিত।
আর এই কারনেই আমাদের হাদিসের এই নির্দেশটি মান্য করা আবশ্যক
!
 
আমার প্রশ্ন, কবরের সামনে দাড়িয়ে কি পড়তে হয়?

আপনি কোট করেছেন কি আর রিপ্লাই দিয়েছেন কি ?
কোট করা অংশেই তো লেখা ছিলো এটা কোনো প্রশ্ন উত্তরের লাইভ থ্রেড নয়।
আমার ধারনা আপনি না পড়েই শুধু শুধু রিপ্লাই দিয়ে দিয়েছেন !
এরকম করাটা ঠিক নয়।
এটাকে স্প্যামিং বলে...
 
QA-040


প্রশ্নঃ প্রচলিত হালখাতা প্রথা শরী'আত সম্মত কি ?


উত্তর :
হালখাতায় যদি গান-বাজনা বা কোন শরী'আত বিরোধী কাজ না করা হয়, কোন প্রকার প্রতারণা বা যুলুম না থাকে একমাত্র পাওনা টাকা আদায়ের লক্ষ্যে হয়, তাহ'লে তা বৈধ হবে। পরিশোধের লক্ষ্যে কর্য বা বাকী নিলে আল্লাহ তা পরিশোধের ব্যবস্থা করে দেন। রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, 'যে ব্যক্তি কর্য পরিশোধের আশায় কর্য গ্রহণ করে আল্লাহ তাকে কর্য পরিশোধ করার সুযোগ দান করেন। আর যে ব্যক্তি এই আশায় কর্য গ্রহণ করে না, আল্লাহ তার কর্য পরিশোধের সুযোগ করে দেন না' (বুখারী, মিশকাত হা/২৯১০)।
 
প্রশ্নোত্তরে ইসলাম!
টাইটেল দেখে অনেকেই মনে করতে পারেন, এটা মনে হয় ইসলাম ধর্মবিষয়ক প্রশ্ন-উত্তরের কোনো লাইভ থ্রেড। আসলে ঠিক তা নয়। প্রশ্ন-উত্তরের থ্রেড এটা ঠিক আছে, কিন্তু এখানে প্রদত্ত সকল প্রশ্ন এবং উত্তর ইতিপূর্বেই মীমাংসা করা হয়ে গেছে। সুতরাং, এখান থেকে আমরা শুধু আমাদের মনে জাগা প্রশ্নের সাথে উত্তরগুলো মিলিয়ে নেবো। বিভিন্ন পত্র-পত্রিকা, রেডিও-টেলিভিশন ও বিভিন্ন যোগাযোগ মাধ্যমে দেশের আপামর জনগণ কর্তৃক করা প্রশ্নের ক্বোরআন ও সহিহ হাদিস দ্ধারা দেয় জবাবের একটা সংকলন আমার হাতে থাকার প্রেক্ষিতে সেটা সবার সাথে ভাগ করার নিমিত্তেই এখানে এই থ্রেডটা পেশ করা হলো।
ভালো একটি উদ্যোগ নিয়েছেন।
 
হালখাতা শরীঅতের বিধান অনুযায়ী বৈধ কি অবৈধ সেটা যেমন নির্ভর করে হালখাতা অনুষ্ঠানের যাবতীয় কর্মকান্ডের উপর ঠিক তেমনি এটা যারা পালন করেন তাদের উদ্দেশ্য ও ইচ্ছার উপরও নির্ভর করে। প্রতিটা কর্জের সাথে যেমন তা পরিশোধের ব্যাপারটা জড়িত ঠিক তার পাশাপাশি সেই কর্জের সাথে যুক্ত হওয়া মুনাফা বা সূদও জড়িত। যদি কর্জ পরিশোধের সাথে সূদ যুক্ত হয় আর সেটি পরিশোধের জন্য হালখাতার আয়োজন করা হয় তবে সেই হালখাতা করা ও তাতে অংশ নেয়া শরীয়তের বিধান অনু্যায়ী বৈধ হবে না।
 

Users who are viewing this thread

Back
Top