পর্ব ২৮ (প্রতিশোধ না পরিণতি)
ট্রুথ এন্ড ডেয়ার ঘুরতে ঘুরতে অনুপমার কাছে চলে আসে। রূপক ওকে জিজ্ঞেস করাতে অনুপমা একবার দেবায়নের দিকে তাকিয়ে উত্তর দেয়, “ট্রুথ।”
সঙ্গে সঙ্গে সঙ্গীতা ওকে প্রশ্ন করে, “দেবায়ন অনেকের সাথে শুয়েছে, এইবারে বুকে হাত দিয়ে বল এই সব জানার পরে তোর কোনোদিন হিংসে হয়নি?”
অনুপমা বড় বেকায়দায় পড়ে যায়, দেবায়নের হাত বুকের কাছে টেনে ওর দিকে তাকিয়ে থাকে একভাবে। সত্যি বলতে একবার খুব খারাপ লেগেছিল যখন জানতে পারে দেবায়ন ওর মায়ের সাথে সহবাস করেছে। ওর চোখের ভাষা দেবায়ন পড়ে ফেলে কানে কানে বলে, আসল সত্য বাঁচিয়ে অতি কৌশলে যেন উত্তর দেয়।
অনুপমা মিচকি হেসে উত্তর দেয়, “হ্যাঁ একবার হয়েছিল তবে আমি প্রান দিয়ে জানতাম যে পুচ্চু শত জনের সাথে শুয়ে আসার পরেও ওর বুকের মধ্যে শুধুমাত্র আমার জায়গা থাকবে, তাই পরে আর হিংসে হয়নি।”
রূপক, ধীমান একসাথে ওকে প্রশ্ন করে, কে কে। অনুপমা সুকৌশলে সেই প্রশ্ন এড়িয়ে বলে, “একবার প্রশ্নের উত্তর দেবো ব্যাস হয়ে গেছে উত্তর, এইবারে পুচ্চুর টার্ন।”
এমন সময়ে একটা অন্ধকার ফুঁড়ে একটা ছেলের আবির্ভাব হয়। ছেলেটাকে দেখে মনে হলো ওদের মাল বাহকের মধ্যে কেউ। ছেলেটা দেবায়নের কাছে এসে অনুরোধ করে, “বাবু কিছু টাকা চাই।”
দেবায়ন একবার আপাদমস্তক ছেলেটাকে দেখে জিজ্ঞেস করে, “তুই কে?”
ছেলেটা অবাক হয়ে উত্তর দেয়, “বাবু আমি রাজু পোর্টার। আপনাদের খাবারের ব্যাটারি নিয়ে একদম আগে ছিলাম।”
দেবায়ন মাথা দোলায়, “আচ্ছা, কিসের জন্য টাকা চাই?”
ছেলেটা মুখ কাঁচুমাচু করে উত্তর দেয়, “বাবু আমরা একটু মদ খাবো তাই টাকা চাই।”
এতক্ষণ অনুপমাকে কোলে জড়িয়ে ধরে আগুনের সামনে বসে ছিল দেবায়ন, তাও পকেট থেকে পার্স বের করে ছেলেটাকে জিজ্ঞেস করে, “কত টাকা চাই তোদের?”
ছেলেটা একটু হেসে আমতা আমতা করে বলে, “না মানে, ওইপাশে আমাদের দলের লোকেরা দাঁড়িয়ে আছে। ওইখানে গিয়ে দিলে বড় ভালো হয়।”
“আচ্ছা” দেবায়ন মুখ কাঁচুমাচু করে অনুপমাকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায়। অনুপমা কিছুতেই ওকে ছাড়তে চায় না, উল্টে ছেলেটাকে বলে, “তোমরা টাকা নিয়ে চলে যাও আবার ওকে ওইখানে কেন যেতে হবে।”
ছেলেটা আমতা আমতা করে বলে, “না মানে একটু কথা ছিল তাই।”
দেবায়ন মাথা নাড়িয়ে অনুপমাকে বলে, “আচ্ছা বাবা, দেখি না ওরা কি বলতে চাইছে।” বাকিদের দিকে তাকিয়ে বলে, “তোরা চালিয়ে যা, আমি একটু আসছি।”
ছেলেটার সাথে দেবায়ন গ্রামের অন্যপাশে, ঘন জঙ্গলের দিকে হাঁটা লাগায়। যেতে যেতে এপাশ ওপাশ দেখতে দেখতে ছেলেটাকে জিজ্ঞেস করে ওর বাড়ি কোথায়, কবে থেকে এই পোর্টারের কাজ করছে ইত্যাদি। ছেলেটা উত্তর দেয়, কিছু ওর কানে ভেসে আসে কিছু শুনতে পায়না। দেবায়ন একটু তাড়াতাড়ি হাঁটছিল আর ছেলেটা ওর পেছনে পেছনে হাঁটছিল।
কথাবার্তা থামিয়ে দেবায়ন হাঁটতে হাঁটতে রাতের সৌন্দর্যে হারিয়ে যায়। একটা সিগারেট ধরিয়ে, চারপাশে তাকিয়ে দেখে। মাথার ওপরে ঘন কালচে নীল আকাশে কোটি কোটি তারার ঝিকিমিকি, আকাশ গঙ্গা পরিস্কার এই আকাশে দেখা যায়, যেটা শহরের আকাশে এক দুর্লভ দৃশ্য। উত্তরের সুউচ্চ হিমালয় থেকে ভেসে আসা কনকনে ঠাণ্ডা হাওয়া ওর শরীর কাঁপিয়ে দেয়। হাঁটতে হাঁটতে ওরা দুইজনে একটা খাদের কিনারায় চলে আসে। একপাশ থেকে ছোট ছোট ঝর্না বয়ে গভীর খাদের নীচে বয়ে চলা পাহাড়ি নদীর সাথে মিশে গেছে। সরু রাস্তার অন্যপাশে ঘন বন, রডোডেন্ড্রন, পাইন কেদার ইত্যাদি উঁচু উঁচু পাহাড়ি গাছপালায় ঘেরা, একটানা ঝিঁঝিঁ পোকার ডাক কানে ভেসে আসে।
হাঁটতে হাঁটতে খাদের কিনারায় এসে দেখে কেউ দাঁড়িয়ে নেই। পেছন ঘুরে ছেলেটাকে জিজ্ঞেস করতে যাবে, কি রে... কিন্তু পেছনে কেউ নেই। হটাত ওর বুক ছ্যাঁত করে ওঠে। আসলে কে এই ছেলেটা, কি কুমতলবে ওকে এই নির্জনে ডেকে এনেছে? দূরে গ্রামের ছোট ছোট ঘর বাড়িগুলোর আলো অনেক আগেই নিভে গেছে। আরো দূরে ওদের বন ফায়ারের আলো দেখা যাচ্ছে। আপন মনে হাঁটতে হাঁটতে অনেকদুরে চলে এসেছে সেটা বুঝতে বাকি থাকে না।
হটাত ওর পেছনে জঙ্গলের মধ্যে থেকে খসখসে পাতার ওপরে কারুর পা ফেলার আওয়াজে চমকে ওঠে। ঘুরে গাছের দিকে তাকানোর আগেই ওর মাথার পেছনে কেউ একজন একটা লাঠি দিয়ে সজোরে বাড়ি মারে। এমনিতে চারপাশ অন্ধকার, তারপরে এই ঠাণ্ডায় আচমকা মাথার পেছনে লাঠির বাড়ি খেয়ে চোখে অন্ধকার দেখে দেবায়ন।
মাথা ধরে পেছনে ঘুরে তাকিয়ে দেখে অন্ধকারে দাঁড়িয়ে এক পুরুষের মূর্তি, হাতে একটা লোহার রড। মাথার পেছনে হাত দিয়ে গরম রক্ত অনুভব করতে পারে। হাত মুঠি করে দাঁতে দাঁত পিষে আগন্তকের দিকে এগিয়ে যায়, ঠিক তখনি ওই আগন্তুক দ্বিতীয় বার ওর মাথার ওপরে রড দিয়ে বাড়ি মারে। চোখে সর্ষে ফুল দেখে দেবায়ন।
ওই অন্ধকারে ঢাকা আগন্তুকের দিকে চেঁচিয়ে ওঠে, “মাদারচোদ, তুই কে?”
ট্রুথ এন্ড ডেয়ার ঘুরতে ঘুরতে অনুপমার কাছে চলে আসে। রূপক ওকে জিজ্ঞেস করাতে অনুপমা একবার দেবায়নের দিকে তাকিয়ে উত্তর দেয়, “ট্রুথ।”
সঙ্গে সঙ্গে সঙ্গীতা ওকে প্রশ্ন করে, “দেবায়ন অনেকের সাথে শুয়েছে, এইবারে বুকে হাত দিয়ে বল এই সব জানার পরে তোর কোনোদিন হিংসে হয়নি?”
অনুপমা বড় বেকায়দায় পড়ে যায়, দেবায়নের হাত বুকের কাছে টেনে ওর দিকে তাকিয়ে থাকে একভাবে। সত্যি বলতে একবার খুব খারাপ লেগেছিল যখন জানতে পারে দেবায়ন ওর মায়ের সাথে সহবাস করেছে। ওর চোখের ভাষা দেবায়ন পড়ে ফেলে কানে কানে বলে, আসল সত্য বাঁচিয়ে অতি কৌশলে যেন উত্তর দেয়।
অনুপমা মিচকি হেসে উত্তর দেয়, “হ্যাঁ একবার হয়েছিল তবে আমি প্রান দিয়ে জানতাম যে পুচ্চু শত জনের সাথে শুয়ে আসার পরেও ওর বুকের মধ্যে শুধুমাত্র আমার জায়গা থাকবে, তাই পরে আর হিংসে হয়নি।”
রূপক, ধীমান একসাথে ওকে প্রশ্ন করে, কে কে। অনুপমা সুকৌশলে সেই প্রশ্ন এড়িয়ে বলে, “একবার প্রশ্নের উত্তর দেবো ব্যাস হয়ে গেছে উত্তর, এইবারে পুচ্চুর টার্ন।”
এমন সময়ে একটা অন্ধকার ফুঁড়ে একটা ছেলের আবির্ভাব হয়। ছেলেটাকে দেখে মনে হলো ওদের মাল বাহকের মধ্যে কেউ। ছেলেটা দেবায়নের কাছে এসে অনুরোধ করে, “বাবু কিছু টাকা চাই।”
দেবায়ন একবার আপাদমস্তক ছেলেটাকে দেখে জিজ্ঞেস করে, “তুই কে?”
ছেলেটা অবাক হয়ে উত্তর দেয়, “বাবু আমি রাজু পোর্টার। আপনাদের খাবারের ব্যাটারি নিয়ে একদম আগে ছিলাম।”
দেবায়ন মাথা দোলায়, “আচ্ছা, কিসের জন্য টাকা চাই?”
ছেলেটা মুখ কাঁচুমাচু করে উত্তর দেয়, “বাবু আমরা একটু মদ খাবো তাই টাকা চাই।”
এতক্ষণ অনুপমাকে কোলে জড়িয়ে ধরে আগুনের সামনে বসে ছিল দেবায়ন, তাও পকেট থেকে পার্স বের করে ছেলেটাকে জিজ্ঞেস করে, “কত টাকা চাই তোদের?”
ছেলেটা একটু হেসে আমতা আমতা করে বলে, “না মানে, ওইপাশে আমাদের দলের লোকেরা দাঁড়িয়ে আছে। ওইখানে গিয়ে দিলে বড় ভালো হয়।”
“আচ্ছা” দেবায়ন মুখ কাঁচুমাচু করে অনুপমাকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায়। অনুপমা কিছুতেই ওকে ছাড়তে চায় না, উল্টে ছেলেটাকে বলে, “তোমরা টাকা নিয়ে চলে যাও আবার ওকে ওইখানে কেন যেতে হবে।”
ছেলেটা আমতা আমতা করে বলে, “না মানে একটু কথা ছিল তাই।”
দেবায়ন মাথা নাড়িয়ে অনুপমাকে বলে, “আচ্ছা বাবা, দেখি না ওরা কি বলতে চাইছে।” বাকিদের দিকে তাকিয়ে বলে, “তোরা চালিয়ে যা, আমি একটু আসছি।”
ছেলেটার সাথে দেবায়ন গ্রামের অন্যপাশে, ঘন জঙ্গলের দিকে হাঁটা লাগায়। যেতে যেতে এপাশ ওপাশ দেখতে দেখতে ছেলেটাকে জিজ্ঞেস করে ওর বাড়ি কোথায়, কবে থেকে এই পোর্টারের কাজ করছে ইত্যাদি। ছেলেটা উত্তর দেয়, কিছু ওর কানে ভেসে আসে কিছু শুনতে পায়না। দেবায়ন একটু তাড়াতাড়ি হাঁটছিল আর ছেলেটা ওর পেছনে পেছনে হাঁটছিল।
কথাবার্তা থামিয়ে দেবায়ন হাঁটতে হাঁটতে রাতের সৌন্দর্যে হারিয়ে যায়। একটা সিগারেট ধরিয়ে, চারপাশে তাকিয়ে দেখে। মাথার ওপরে ঘন কালচে নীল আকাশে কোটি কোটি তারার ঝিকিমিকি, আকাশ গঙ্গা পরিস্কার এই আকাশে দেখা যায়, যেটা শহরের আকাশে এক দুর্লভ দৃশ্য। উত্তরের সুউচ্চ হিমালয় থেকে ভেসে আসা কনকনে ঠাণ্ডা হাওয়া ওর শরীর কাঁপিয়ে দেয়। হাঁটতে হাঁটতে ওরা দুইজনে একটা খাদের কিনারায় চলে আসে। একপাশ থেকে ছোট ছোট ঝর্না বয়ে গভীর খাদের নীচে বয়ে চলা পাহাড়ি নদীর সাথে মিশে গেছে। সরু রাস্তার অন্যপাশে ঘন বন, রডোডেন্ড্রন, পাইন কেদার ইত্যাদি উঁচু উঁচু পাহাড়ি গাছপালায় ঘেরা, একটানা ঝিঁঝিঁ পোকার ডাক কানে ভেসে আসে।
হাঁটতে হাঁটতে খাদের কিনারায় এসে দেখে কেউ দাঁড়িয়ে নেই। পেছন ঘুরে ছেলেটাকে জিজ্ঞেস করতে যাবে, কি রে... কিন্তু পেছনে কেউ নেই। হটাত ওর বুক ছ্যাঁত করে ওঠে। আসলে কে এই ছেলেটা, কি কুমতলবে ওকে এই নির্জনে ডেকে এনেছে? দূরে গ্রামের ছোট ছোট ঘর বাড়িগুলোর আলো অনেক আগেই নিভে গেছে। আরো দূরে ওদের বন ফায়ারের আলো দেখা যাচ্ছে। আপন মনে হাঁটতে হাঁটতে অনেকদুরে চলে এসেছে সেটা বুঝতে বাকি থাকে না।
হটাত ওর পেছনে জঙ্গলের মধ্যে থেকে খসখসে পাতার ওপরে কারুর পা ফেলার আওয়াজে চমকে ওঠে। ঘুরে গাছের দিকে তাকানোর আগেই ওর মাথার পেছনে কেউ একজন একটা লাঠি দিয়ে সজোরে বাড়ি মারে। এমনিতে চারপাশ অন্ধকার, তারপরে এই ঠাণ্ডায় আচমকা মাথার পেছনে লাঠির বাড়ি খেয়ে চোখে অন্ধকার দেখে দেবায়ন।
মাথা ধরে পেছনে ঘুরে তাকিয়ে দেখে অন্ধকারে দাঁড়িয়ে এক পুরুষের মূর্তি, হাতে একটা লোহার রড। মাথার পেছনে হাত দিয়ে গরম রক্ত অনুভব করতে পারে। হাত মুঠি করে দাঁতে দাঁত পিষে আগন্তকের দিকে এগিয়ে যায়, ঠিক তখনি ওই আগন্তুক দ্বিতীয় বার ওর মাথার ওপরে রড দিয়ে বাড়ি মারে। চোখে সর্ষে ফুল দেখে দেবায়ন।
ওই অন্ধকারে ঢাকা আগন্তুকের দিকে চেঁচিয়ে ওঠে, “মাদারচোদ, তুই কে?”