সত্যজিত ওকে উত্তর দেয়, “মানে এই ষাট থেকে আশি লাখ টাকার মতন লাগবে।”
অনুপমা আর দেবায়ন মুখ চাওয়াচাওয়ি করে। তারপরে দেবায়ন মিচকি হেসে সত্যজিতের সামনেই অনন্যার কাঁধে আলতো ধাক্কা মেরে বলে, “চার পাঁচ লাখ টাকা হলে না হয় এখুনি দিয়ে দিতাম। কিন্তু আশি লাখ টাকা, এটা বিনিয়োগের ব্যাপার। কি রকম রিটার্ন পাবো সেই বিষয়ে কিছু জানা নেই।”
অনুপমা ওকে মৃদু বকুনি দিয়ে থামিয়ে দিয়ে বলে, “প্লিস দেবায়ন এইখানে বিজনেস নয়।” অনন্যাকে হেসে উত্তর দেয়, “প্লিস ওর কথায় কিছু মনে কোরো না, তোমাদের লাইন অব বিজনেস, প্রোজেক্সান, স্ট্রাটেজি সব নিয়ে একদিন আমাদের বাড়িতে এসো আলোচনা করা যাবে।”
দেবায়ন মিচকি হেসে অনন্যাকে বলে, “আজকে প্রথম কিস্তির রিটার্ন পেলে বড় ভালো হতো।”
অনন্যা ওর দিকে কাতর চোখে তাকিয়ে বলে, “তুমি না বড্ড শয়তান...” বলেই ওকে আলতো একটা চাঁটি মারে। ওদের ওইভাবে মিশতে দেখে সত্যজিতের একটু কেমন কেমন মনে হয়।
বহু মানুষের চোখ ওদের দিকে, ছোট পর্দার নায়িকা অনন্যাকে দেখে অনেকেই ওর সই নিতে এগিয়ে আসে। অনুপমা আর দেবায়ন ওদের ছেড়ে আবার অন্যদিকে এগিয়ে যায়। দেবায়নকে জিজ্ঞেস করে জানতে পারে, ধৃতিমানকে ও মৃদু শাসিয়ে রায়চক থেকে কোলকাতা পাঠিয়ে দিয়েছে। অনুপমা মাথা দোলায় আলতো করে। রাত যত বেড়ে ওঠে, তত বেড়ে ওঠে আকাশের গুরগুর চড়চড় ধ্বনি আর তত বেড়ে ওঠে নাচের তাল আর সঙ্গীত। নাচের ফ্লোরে অনেকেই উঠে নাচতে শুরু করে দিয়েছে। অনুপমার নাচের জায়গায়, বেশ কয়েক জন সুন্দরী ছোট চাপা আঁটো পার্টি পোশাক পরিহিত মেয়েদের দেখা পায়। গানের তালে তালে বিদেশী অথবা হোটেলের মালিকদের সাথে বেশ জড়াজড়ি করে নাচছে। ওদের অফিসের লোকজন, ছেলে মেয়েরা উদ্দাম নাচে ব্যস্ত। সবাইকে দেখে আর দেবায়নের বাজু ধরে একপাশে চুপচাপ দাঁড়িয়ে থাকে।
দেবায়ন এখন অফিসে আসেনি। বাবা এইবারে গোয়া গেছে একটা নতুন রিসোর্টের ব্যাপারে। দেবায়নকে সাথে নিয়ে যাবে বলেছিল কিন্তু অনুপমার অনুরোধে এইবারে আর দেবায়ন যায়নি। সকাল থেকে ঝিরঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে। এই বৃষ্টিতে মামনির কাছে থাকলে, সোনামুগ ডালের খিচুড়ি আর ইলিশ ভাজা খাওয়া যেতো। এই বৃষ্টি মাথায় নিয়ে ছেলেটা কোথায় যে বের হলো? সকালে ফোন করে বলেছিল যে অফিসে আসতে একটু দেরি হবে কিন্তু কত দেরি? লাঞ্চের সময় হয়ে গেছে প্রায়। কোলকাতায় থাকলে এমন দেরি করে না, যদি কেনাকাটা কিছু করার থাকে তাহলে ওকে সাথেই নিয়েই বের হয়। কাজ থাকলে ওকে বলে যেতো কোথায় যাচ্ছে। কিন্তু না, কি বলল, “এই একটু দোকানে যাবো।” কেন যাবি কোন দোকানে যাবি কিছুই বলল না। বৃষ্টির ভিজে হাওয়ায় হৃদয় বড় উদাস হয়ে যায় অনুপমার। পাগল বাউলের মতন খালি নেচে বেড়ায় এদিক ওদিক।
বেচারি অনুপমার খুব বড় অভিযোগ, সব প্রেমিকেরা তাদের প্রেমিকাদের নানান ধরনের উপহার দেয়, কিন্তু দেবায়ন ওকে আজ পর্যন্ত কিছুই দেয়নি। অবশ্য তাতে ওর ভুল ছিল না যে তা নয়, কলেজে পড়ার সময় থেকেই দেবায়নকে টাকা খরচ করতে দিতো না, কিন্তু তাই বলে চাকরি পাওয়ার পরে ওকে একটা উপহার দেবে না? না না, এতটা ওর ওপরে অভিযোগ করা ঠিক নয়। গতবার যখন বিন্সার, ডালহৌসি কাজে গেছিল তখন ডালহৌসি থেকে ওর জন্য একটা সুন্দর ফারের জ্যাকেট কিনে এনেছিল। যদিও ওর কাছে প্রচুর জ্যাকেট তাও ওর দেওয়া জ্যাকেট খানা ওর বেশ পছন্দ হয়েছিল।
এইসব ভাবছিল অনুপমা নিজের হাত দেখে, আঙুলগুলো বড্ড খালি শুধু একটা সোনার আংটি ছাড়া কিছুই নেই। ঠিক তখন দেবায়ন কাঁচের দরজা খুলে ভেতরে ঢুকে ওকে দেখে হাসে। কি ব্যাপার, চোখে যেন এক শয়তানি হাসি, আবার কোথায় কি করে এসেছে দেবায়ন? আর পারা গেল না এই ছেলেটাকে নিয়ে, নিশ্চয় কোথাও কোন মেয়ে দেখেছে আর সেই গল্প জুড়ে বসবে, না হয় কোন ডিল ফাইনাল হবে সেই নিয়ে আলোচনা। কিন্তু এই চেহারা আর এই মিচকি হাসি কেমন যেন ঠেকায়। কোনোদিন এমন ভাবে মাথা চুলকে হাসতে দেখেনি ওকে। না না, একবার ওর সামনে এসেছিল এই ভাবে মিচকি হাসতে হাসতে, সে বহুদিন আগের কথা।
ওর সামনে দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে স্মিত হেসে প্রশ্ন করে দেবায়ন, “কি রে কি করছিস?”
অনুপমা উঠে দাঁড়িয়ে ওর গলা জড়িয়ে নাকে নাক ঘষে মিষ্টি করে বলে, “তোর কথা ভাবছিলাম।” তারপরে কিঞ্চিত অভিমানী কণ্ঠে ওকে বলে, “সবার বয়ফ্রেন্ডরা কত কিছু দেয়...”
ডান হাতে বাম হাত নিয়ে আলতো চেপে চোখ চোখ রেখে বলে দেবায়ন, “আমি সত্যি তোকে কিছু দেইনি কোনোদিন?”
ওই প্রগাঢ় ভালোবাসার চাহনির সামনে লজ্জায় পড়ে যায় অনুপমা, মাথা নিচু করে আলতো ঝাঁকিয়ে বলে, “না মানে...”
ওর বাম হাত ঠোঁটের কাছে এনে হাতের তালুতে ছোট চুমু খায় দেবায়ন। তপ্ত ভিজে ঠোঁটের পরশে অনুপমার শরীর শিহরিত হয়ে যায়। আপনা হতেই দেবায়নের কলারে হাত উঠে যায়। দেবায়ন ওর দিকে একভাবে চেয়ে রয়েছে, দুই চোখে প্রেমের ধিকিধিকি আগুন, ওকে ঝলসে দেওয়ার আগের মুহূর্তে নিয়ে যায়। নিজেকে ওর প্রশস্ত বুকের ওপরে আছাড় মারতে উদ্যত হয় অনুপমা। দেবায়ন ঝুঁকে ওর বাম হাতের আঙুল একটা একটা করে মুখের মধ্যে নিয়ে গোড়া থেকে ডগা পর্যন্ত চুষে দেয়। কেঁপে ওঠে অনুপমা, চোখের পাতা ভারী হয়ে আসে। কি করছে ছেলেটা, এটা যে অফিস। এইভাবে কতক্ষণ দাঁড়াতে পারবে, নিজেকে সংবরণ করে রাখতে পারবে? ওর দেহের প্রত্যেক স্নায়ু উন্মুখ হয়ে ওঠে দেবায়নের দেহের সাথে মিলিয়ে যাওয়ার জন্য। অনুপমার অনামিকা মুখের মধ্যে নিয়ে অনেকক্ষণ ধরে চুষে দেয় তারপরে অনামিকা বের করে আনে মুখের মধ্যে থেকে।
তিরতির করে ভীষণ প্রেমের জ্বরে কাঁপতে কাঁপতে দেবায়নকে গভীর আবেগজনিত কণ্ঠে জিজ্ঞেস করে, “কি করছিস তুই?”
দেবায়ন ওর অনামিকা চেপে ধরে, আঙ্গুলে শক্ত ধাতুর গোলাকার কিছু একটা ঠেকে। দেবায়ন ওর চোখে চোখ রেখে খুব নিচু কণ্ঠে প্রশ্ন করে, “বুড়ি হয়ে আমার মাথার পাকা চুল তুলে দিতে দিতে আমার সাথে ঝগড়া করবি?”
দেবায়ন ওর অনামিকায় কিছু একটা ঠেলে দেয়। হাতের চাপের মধ্যে বুঝতে পারে ওর আঙ্গুলে একটা আংটি। চোখ জোড়া ভরে আসে অনুপমার। চোখের পাতার সাথে সাথে ঠোঁট জোড়া কেঁপে ওঠে অনুপমার। আলতো মাথা নাড়িয়ে প্রগাঢ় আবেগজড়িত কণ্ঠে বলে, “করবো রে, খুব ঝগড়া করবো। তুই তোর দাঁতের পাটি ভুলে যাবি আর আমি খুঁজে দেবো।”
দেবায়ন আবেগজড়ানো কণ্ঠে বলে, “সত্যি তুই খুঁজে দিবি? আর তোর চোখের চশমাটার কি হবে?”
দেবায়নের নাকের ওপরে নাক ঘষে বলে, “তুই আমাকে দেখিয়ে দিবি আর কি। আমি ওষুধ খেতে ভুলে গেলে কি হবে?”
উত্তর দেয় দেবায়ন, “ঘড়িতে এলার্ম দিয়ে রাখবো, মোবাইলে এলার্ম দিয়ে রাখবো।”
অনুপমা ওর বুকের ওপরে মাথা রেখে জিজ্ঞেস করে, “কবে থেকে শুরু করবো এই খোঁজাখুঁজি?”
দেবায়ন ওর মুখ আঁজলা করে ধরে বলে, “এই ডিসেম্বর থেকে শুরু করলে কেমন হয়?”
অনুপমা আর দেবায়ন মুখ চাওয়াচাওয়ি করে। তারপরে দেবায়ন মিচকি হেসে সত্যজিতের সামনেই অনন্যার কাঁধে আলতো ধাক্কা মেরে বলে, “চার পাঁচ লাখ টাকা হলে না হয় এখুনি দিয়ে দিতাম। কিন্তু আশি লাখ টাকা, এটা বিনিয়োগের ব্যাপার। কি রকম রিটার্ন পাবো সেই বিষয়ে কিছু জানা নেই।”
অনুপমা ওকে মৃদু বকুনি দিয়ে থামিয়ে দিয়ে বলে, “প্লিস দেবায়ন এইখানে বিজনেস নয়।” অনন্যাকে হেসে উত্তর দেয়, “প্লিস ওর কথায় কিছু মনে কোরো না, তোমাদের লাইন অব বিজনেস, প্রোজেক্সান, স্ট্রাটেজি সব নিয়ে একদিন আমাদের বাড়িতে এসো আলোচনা করা যাবে।”
দেবায়ন মিচকি হেসে অনন্যাকে বলে, “আজকে প্রথম কিস্তির রিটার্ন পেলে বড় ভালো হতো।”
অনন্যা ওর দিকে কাতর চোখে তাকিয়ে বলে, “তুমি না বড্ড শয়তান...” বলেই ওকে আলতো একটা চাঁটি মারে। ওদের ওইভাবে মিশতে দেখে সত্যজিতের একটু কেমন কেমন মনে হয়।
বহু মানুষের চোখ ওদের দিকে, ছোট পর্দার নায়িকা অনন্যাকে দেখে অনেকেই ওর সই নিতে এগিয়ে আসে। অনুপমা আর দেবায়ন ওদের ছেড়ে আবার অন্যদিকে এগিয়ে যায়। দেবায়নকে জিজ্ঞেস করে জানতে পারে, ধৃতিমানকে ও মৃদু শাসিয়ে রায়চক থেকে কোলকাতা পাঠিয়ে দিয়েছে। অনুপমা মাথা দোলায় আলতো করে। রাত যত বেড়ে ওঠে, তত বেড়ে ওঠে আকাশের গুরগুর চড়চড় ধ্বনি আর তত বেড়ে ওঠে নাচের তাল আর সঙ্গীত। নাচের ফ্লোরে অনেকেই উঠে নাচতে শুরু করে দিয়েছে। অনুপমার নাচের জায়গায়, বেশ কয়েক জন সুন্দরী ছোট চাপা আঁটো পার্টি পোশাক পরিহিত মেয়েদের দেখা পায়। গানের তালে তালে বিদেশী অথবা হোটেলের মালিকদের সাথে বেশ জড়াজড়ি করে নাচছে। ওদের অফিসের লোকজন, ছেলে মেয়েরা উদ্দাম নাচে ব্যস্ত। সবাইকে দেখে আর দেবায়নের বাজু ধরে একপাশে চুপচাপ দাঁড়িয়ে থাকে।
দেবায়ন এখন অফিসে আসেনি। বাবা এইবারে গোয়া গেছে একটা নতুন রিসোর্টের ব্যাপারে। দেবায়নকে সাথে নিয়ে যাবে বলেছিল কিন্তু অনুপমার অনুরোধে এইবারে আর দেবায়ন যায়নি। সকাল থেকে ঝিরঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে। এই বৃষ্টিতে মামনির কাছে থাকলে, সোনামুগ ডালের খিচুড়ি আর ইলিশ ভাজা খাওয়া যেতো। এই বৃষ্টি মাথায় নিয়ে ছেলেটা কোথায় যে বের হলো? সকালে ফোন করে বলেছিল যে অফিসে আসতে একটু দেরি হবে কিন্তু কত দেরি? লাঞ্চের সময় হয়ে গেছে প্রায়। কোলকাতায় থাকলে এমন দেরি করে না, যদি কেনাকাটা কিছু করার থাকে তাহলে ওকে সাথেই নিয়েই বের হয়। কাজ থাকলে ওকে বলে যেতো কোথায় যাচ্ছে। কিন্তু না, কি বলল, “এই একটু দোকানে যাবো।” কেন যাবি কোন দোকানে যাবি কিছুই বলল না। বৃষ্টির ভিজে হাওয়ায় হৃদয় বড় উদাস হয়ে যায় অনুপমার। পাগল বাউলের মতন খালি নেচে বেড়ায় এদিক ওদিক।
বেচারি অনুপমার খুব বড় অভিযোগ, সব প্রেমিকেরা তাদের প্রেমিকাদের নানান ধরনের উপহার দেয়, কিন্তু দেবায়ন ওকে আজ পর্যন্ত কিছুই দেয়নি। অবশ্য তাতে ওর ভুল ছিল না যে তা নয়, কলেজে পড়ার সময় থেকেই দেবায়নকে টাকা খরচ করতে দিতো না, কিন্তু তাই বলে চাকরি পাওয়ার পরে ওকে একটা উপহার দেবে না? না না, এতটা ওর ওপরে অভিযোগ করা ঠিক নয়। গতবার যখন বিন্সার, ডালহৌসি কাজে গেছিল তখন ডালহৌসি থেকে ওর জন্য একটা সুন্দর ফারের জ্যাকেট কিনে এনেছিল। যদিও ওর কাছে প্রচুর জ্যাকেট তাও ওর দেওয়া জ্যাকেট খানা ওর বেশ পছন্দ হয়েছিল।
এইসব ভাবছিল অনুপমা নিজের হাত দেখে, আঙুলগুলো বড্ড খালি শুধু একটা সোনার আংটি ছাড়া কিছুই নেই। ঠিক তখন দেবায়ন কাঁচের দরজা খুলে ভেতরে ঢুকে ওকে দেখে হাসে। কি ব্যাপার, চোখে যেন এক শয়তানি হাসি, আবার কোথায় কি করে এসেছে দেবায়ন? আর পারা গেল না এই ছেলেটাকে নিয়ে, নিশ্চয় কোথাও কোন মেয়ে দেখেছে আর সেই গল্প জুড়ে বসবে, না হয় কোন ডিল ফাইনাল হবে সেই নিয়ে আলোচনা। কিন্তু এই চেহারা আর এই মিচকি হাসি কেমন যেন ঠেকায়। কোনোদিন এমন ভাবে মাথা চুলকে হাসতে দেখেনি ওকে। না না, একবার ওর সামনে এসেছিল এই ভাবে মিচকি হাসতে হাসতে, সে বহুদিন আগের কথা।
ওর সামনে দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে স্মিত হেসে প্রশ্ন করে দেবায়ন, “কি রে কি করছিস?”
অনুপমা উঠে দাঁড়িয়ে ওর গলা জড়িয়ে নাকে নাক ঘষে মিষ্টি করে বলে, “তোর কথা ভাবছিলাম।” তারপরে কিঞ্চিত অভিমানী কণ্ঠে ওকে বলে, “সবার বয়ফ্রেন্ডরা কত কিছু দেয়...”
ডান হাতে বাম হাত নিয়ে আলতো চেপে চোখ চোখ রেখে বলে দেবায়ন, “আমি সত্যি তোকে কিছু দেইনি কোনোদিন?”
ওই প্রগাঢ় ভালোবাসার চাহনির সামনে লজ্জায় পড়ে যায় অনুপমা, মাথা নিচু করে আলতো ঝাঁকিয়ে বলে, “না মানে...”
ওর বাম হাত ঠোঁটের কাছে এনে হাতের তালুতে ছোট চুমু খায় দেবায়ন। তপ্ত ভিজে ঠোঁটের পরশে অনুপমার শরীর শিহরিত হয়ে যায়। আপনা হতেই দেবায়নের কলারে হাত উঠে যায়। দেবায়ন ওর দিকে একভাবে চেয়ে রয়েছে, দুই চোখে প্রেমের ধিকিধিকি আগুন, ওকে ঝলসে দেওয়ার আগের মুহূর্তে নিয়ে যায়। নিজেকে ওর প্রশস্ত বুকের ওপরে আছাড় মারতে উদ্যত হয় অনুপমা। দেবায়ন ঝুঁকে ওর বাম হাতের আঙুল একটা একটা করে মুখের মধ্যে নিয়ে গোড়া থেকে ডগা পর্যন্ত চুষে দেয়। কেঁপে ওঠে অনুপমা, চোখের পাতা ভারী হয়ে আসে। কি করছে ছেলেটা, এটা যে অফিস। এইভাবে কতক্ষণ দাঁড়াতে পারবে, নিজেকে সংবরণ করে রাখতে পারবে? ওর দেহের প্রত্যেক স্নায়ু উন্মুখ হয়ে ওঠে দেবায়নের দেহের সাথে মিলিয়ে যাওয়ার জন্য। অনুপমার অনামিকা মুখের মধ্যে নিয়ে অনেকক্ষণ ধরে চুষে দেয় তারপরে অনামিকা বের করে আনে মুখের মধ্যে থেকে।
তিরতির করে ভীষণ প্রেমের জ্বরে কাঁপতে কাঁপতে দেবায়নকে গভীর আবেগজনিত কণ্ঠে জিজ্ঞেস করে, “কি করছিস তুই?”
দেবায়ন ওর অনামিকা চেপে ধরে, আঙ্গুলে শক্ত ধাতুর গোলাকার কিছু একটা ঠেকে। দেবায়ন ওর চোখে চোখ রেখে খুব নিচু কণ্ঠে প্রশ্ন করে, “বুড়ি হয়ে আমার মাথার পাকা চুল তুলে দিতে দিতে আমার সাথে ঝগড়া করবি?”
দেবায়ন ওর অনামিকায় কিছু একটা ঠেলে দেয়। হাতের চাপের মধ্যে বুঝতে পারে ওর আঙ্গুলে একটা আংটি। চোখ জোড়া ভরে আসে অনুপমার। চোখের পাতার সাথে সাথে ঠোঁট জোড়া কেঁপে ওঠে অনুপমার। আলতো মাথা নাড়িয়ে প্রগাঢ় আবেগজড়িত কণ্ঠে বলে, “করবো রে, খুব ঝগড়া করবো। তুই তোর দাঁতের পাটি ভুলে যাবি আর আমি খুঁজে দেবো।”
দেবায়ন আবেগজড়ানো কণ্ঠে বলে, “সত্যি তুই খুঁজে দিবি? আর তোর চোখের চশমাটার কি হবে?”
দেবায়নের নাকের ওপরে নাক ঘষে বলে, “তুই আমাকে দেখিয়ে দিবি আর কি। আমি ওষুধ খেতে ভুলে গেলে কি হবে?”
উত্তর দেয় দেবায়ন, “ঘড়িতে এলার্ম দিয়ে রাখবো, মোবাইলে এলার্ম দিয়ে রাখবো।”
অনুপমা ওর বুকের ওপরে মাথা রেখে জিজ্ঞেস করে, “কবে থেকে শুরু করবো এই খোঁজাখুঁজি?”
দেবায়ন ওর মুখ আঁজলা করে ধরে বলে, “এই ডিসেম্বর থেকে শুরু করলে কেমন হয়?”