দেবায়ন হেসে বলে, “এই তো হানিমুন হয়ে যাচ্ছে আবার কোথায় যাবো।”
অনুপমা দেবায়নের বুকে ছোটো কিল মেরে বলে, “ধুর বাবা বলো না কোথায় নিয়ে যাবে? এখানে হানিমুন কিছু হবে বলে আমার মনে হয় না। মামনি মনে হয় না, আমাকে তোমার কাছে একা ছাড়বে। আমাদের হানিমুন মাঠে মারা গেল।”
দেবায়নঃ “কোথায় যেতে চাও তুমি?”
অনুপমাঃ “হানিমুনে সঞ্চয়িতাদির বাড়ি। আমার মাসির মেয়ে সঞ্চয়িতা, ইংল্যান্ডে, মারগেট শহরে থাকে। তিন বছর আগে ওর বিয়েতে গিয়েছিলাম। উফফফ কি দারুন জায়গায় বাড়ি জানো, একদম সমুদ্রের তীরে।”
দেবায়ন চুপ করে মিষ্টি হাসি মাখানো অনুপমার চোখের দিকে তাকিয়ে থাকে। মিস্টার সেনের কথা মনে পড়ে যায়, অনুপমার বাবা বলেছিলেন যে মেয়ে যদি কখন লন্ডন যেতে চায় তাহলে কি চাকরির পয়সায় মেয়েকে লন্ডন নিয়ে যেতে পারবে দেবায়ন। দেবায়ন কোনদিন পশ্চিমবঙ্গ ছেড়ে বের হয়নি, মায়ের অফিসের দৌলতে সুদুর মুসৌরি বেড়াতে এসেছে। নিবিড় আলিঙ্গন পাশে বদ্ধ কোমল প্রেয়সীর দেহপল্লব, আদুরে কণ্ঠে অনুপমা আবার বলে, “নিয়ে যাবে আমাকে? দারুন জায়গা, নীলচে সবুজ সমুদ্রের পাশে খুব ছোটো সাজানো শহর।”
দেবায়ন মাথা নাড়িয়ে বলে, “হ্যাঁ সোনা তুমি যেখানে যেতে চাইবে আমি তোমাকে নিয়ে যাবো।” মাথার মধ্যে ঘোরপ্যাঁচ খেয়ে যায় মিস্টার সেনের কথা, নিজের কোম্পানি যদি দাঁড় করাতে না পারে তাহলে প্রেয়সীর স্বপ্ন পূরণ করতে অক্ষম হবে দেবায়ন।
অনুপমা দেবায়নের চোখে চোখ রেখে বলে, “ধুর বোকা ছেলে, আমি তোমার সাথে মজা করছিলাম। আমি তোমার চোখ পড়তে জানি পুচ্চু। তুমি নিজেকে যত চেনোনা, তার চেয়ে বেশি আমি তোমাকে চিনি, বুঝেছো। আমি মারগেট যাবো না, তুমি আমাকে যদি আউট্রামের স্কুপে বসিয়ে আইস্ক্রিম খাইয়ে বলো যে আমাদের হানিমুন হয়ে গেছে, তাতেই আমার হানিমুন হয়ে যাবে। তুমি এতো কেন ভাবছো যে আমার বাবা আমাকে যেখানে নিয়ে গেছে সেখানে তোমাকে নিয়ে যেতে হবে? আমার বাবার কাছে পয়সা ছিল, ছেলে মেয়ের জন্য সময় আর ভালোবাসা ছিল না। আমি যে তোমাকে ভালোবাসি পুচ্চুসোনা, তোমার বুকের মাঝে থাকলেই আমার হানিমুনের সাধ পূরণ হয়ে যাবে।”
অনুপমার কথা শুনে দেবায়ন উত্তরের ভাষা হারিয়ে প্রেয়সীকে জড়িয়ে মাটি থেকে উঠিয়ে দেয়। অনুপমা দেবায়নের গলা জড়িয়ে ঠোঁটে ঠোঁট মিলিয়ে গভীর চুম্বন এঁকে দেয়। ঠাণ্ডা হিমেল হাওয়ার পরশ দুই প্রেমঘন নর নারীকে একত্রিত করে দেয়, সময় থমকে দাঁড়ায় দুই মিলনেচ্ছুক হৃদয়ের চারপাশে।
কোলে তুলে দেবায়ন অনুপমাকে বলে, “না পুচ্চি সোনা, তুমি বলেছো যখন আমি তোমাকে নিয়ে যাবো। আমি দেখি আমাদের এই কোম্পানির ব্যাপারে মায়ের সাথে কথা বলে।”
অনুপমাঃ “পুচ্চু, অনেক সময় আছে আমাদের হাতে। আমাদের আগে কম্পিউটার কোর্স করতে হবে, তারপরে মামনির সাথে কথা বলতে হবে। কম্পিউটার কোর্স করতে মামনির যখন কোন বাধা নেই তাহলে আশা করি আমাদের আই.টি কোম্পানির স্বপ্নেও মামনি বাধা দেবে না।”
দেবায়নঃ “ঠিক জানিনা পুচ্চি। তবে মায়ের মনের মধ্যে কিছু একটা আছে বলে মনে হয়। মাকে বেশ চিন্তিত দেখাচ্ছে।”
অনুপমাঃ “হ্যাঁ, মামনি মাঝে মাঝে কেমন যেন হারিয়ে যাচ্ছে, চোখ ভাসা ভাসা হয়ে যাচ্ছে। আমি খেয়াল করেছি আজ সকালে খাবার সময়ে। চলো দেখা যাক মামনি একা একা কি করছে আবার।” দেবায়ন আর অনুপমা দুরে দাঁড়িয়ে থাকা দেবশ্রীর দিকে তাকিয়ে দেখে। দূর থেকে দেবশ্রীকে নীল রঙের জিন্সে দেখে অনুপমা দেবায়নকে আলতো ধাক্কা মেরে বলে, “মামনিকে জিন্সে দারুন দেখাচ্ছে। আবার পাশে এক ভদ্রলোক দেখছি মনে হচ্ছে? চলো দেখা যাক।”
দেবায়ন আর অনুপমা এগিয়ে আসে দেবশ্রী যেখানে দাঁড়িয়েছিল। পাশের ভদ্রলোককে দেখে দেবায়নের মনে পড়ে যে এই ভদ্রলোক হোটেলে ছিলেন, সকালে রেস্তোরাঁতে দেখতে পেয়েছিল দেবায়ন। অদুরে দাঁড়িয়ে ছোটো ফুটফুটে একটা মেয়ে, বয়স খুব বেশি নয় তবে সুন্দরী, দেখে মনে হলো যেন স্কুলে পড়ে।
দেবায়ন আর অনুপমাকে দেখে দেবশ্রী হেসে বলে, “কি রে তোদের বেড়ানো হলো?”
দেবায়ন মাথা দুলিয়ে বলে, “হ্যাঁ।”
দেবশ্রী পাশে দাঁড়ানো ভদ্রলোকের সাথে পরিচয় করিয়ে দেয়, “এতদুর এসে একজনকে খুঁজে পেলাম। আমাদের দিল্লী অফিসের মারকেটিংয়ের ম্যানেজার, মিস্টার ধৃতিমান দেবনাথ।” মেয়েটির পরিচয়ে বলে, “এই হলো, ধৃতিমানের কন্যে, মিস মল্লিকা দেবনাথ। দিল্লীতে ডি.পি.এসে ক্লাস এইটে পড়ছে।”
দেবায়নের দিকে হাত বাড়িয়ে হাত মেলায় ধৃতিমান, “গ্লাড টু মিট ইউ।” অনুপমার দিকে হাত বাড়িয়ে হাত মেলায়।
ধৃতিমানের দেখা পেয়ে দেবশ্রীর মুখের ভাবব্যক্তি বদলে যায়, বিষণ্ণ চিন্তিত চেহারায় এক অনাবিল খুশির আলোক ছটা বিচ্ছুরিত হয়। মল্লিকার সাথে দেবশ্রী বেশ মিশে গেছে। অনুপমার শ্যেন দৃষ্টি ধৃতিমানের চেহারা নিরীক্ষণ করে। বয়স তেমন কিছু বেশি নয়, কথাবার্তা মার্জিত, তবে চেহারার ভাবব্যক্তি ঠিক অনুপমার পছন্দ হয় না। বারেবারে ওর মামনির শরীরের দিকে কেমন এক আড় চোখে তাকিয়ে দেখে।
দেবশ্রী বলে, “আমাদের হোটেলে উঠেছেন, গতকাল রাতে মেয়েকে নিয়ে এখানে বেড়াতে এসেছেন।”
ধৃতিমান দেবায়নকে জিজ্ঞেস করে, “ম্যাডামের সাথে কথা হচ্ছিল তোমাদের নিয়ে। তুমি ফাইনাল ইয়ারে তাই না?”
দেবায়নঃ “হ্যাঁ।”
ধৃতিমানঃ “কেমন লাগছে মুসৌরি?”
দেবায়নঃ “এই সকালে এখানে পৌঁছেছি, এখনো শহর ঘুরে দেখা হয়নি। তবে ভিড় দেখে মনে হলো বেড়ানোর চেয়ে হোটেলে থাকা ভালো। লোকজন কেঁচোর মতো কিলবিল করছে।”
অনুপমা দেবায়নের বুকে ছোটো কিল মেরে বলে, “ধুর বাবা বলো না কোথায় নিয়ে যাবে? এখানে হানিমুন কিছু হবে বলে আমার মনে হয় না। মামনি মনে হয় না, আমাকে তোমার কাছে একা ছাড়বে। আমাদের হানিমুন মাঠে মারা গেল।”
দেবায়নঃ “কোথায় যেতে চাও তুমি?”
অনুপমাঃ “হানিমুনে সঞ্চয়িতাদির বাড়ি। আমার মাসির মেয়ে সঞ্চয়িতা, ইংল্যান্ডে, মারগেট শহরে থাকে। তিন বছর আগে ওর বিয়েতে গিয়েছিলাম। উফফফ কি দারুন জায়গায় বাড়ি জানো, একদম সমুদ্রের তীরে।”
দেবায়ন চুপ করে মিষ্টি হাসি মাখানো অনুপমার চোখের দিকে তাকিয়ে থাকে। মিস্টার সেনের কথা মনে পড়ে যায়, অনুপমার বাবা বলেছিলেন যে মেয়ে যদি কখন লন্ডন যেতে চায় তাহলে কি চাকরির পয়সায় মেয়েকে লন্ডন নিয়ে যেতে পারবে দেবায়ন। দেবায়ন কোনদিন পশ্চিমবঙ্গ ছেড়ে বের হয়নি, মায়ের অফিসের দৌলতে সুদুর মুসৌরি বেড়াতে এসেছে। নিবিড় আলিঙ্গন পাশে বদ্ধ কোমল প্রেয়সীর দেহপল্লব, আদুরে কণ্ঠে অনুপমা আবার বলে, “নিয়ে যাবে আমাকে? দারুন জায়গা, নীলচে সবুজ সমুদ্রের পাশে খুব ছোটো সাজানো শহর।”
দেবায়ন মাথা নাড়িয়ে বলে, “হ্যাঁ সোনা তুমি যেখানে যেতে চাইবে আমি তোমাকে নিয়ে যাবো।” মাথার মধ্যে ঘোরপ্যাঁচ খেয়ে যায় মিস্টার সেনের কথা, নিজের কোম্পানি যদি দাঁড় করাতে না পারে তাহলে প্রেয়সীর স্বপ্ন পূরণ করতে অক্ষম হবে দেবায়ন।
অনুপমা দেবায়নের চোখে চোখ রেখে বলে, “ধুর বোকা ছেলে, আমি তোমার সাথে মজা করছিলাম। আমি তোমার চোখ পড়তে জানি পুচ্চু। তুমি নিজেকে যত চেনোনা, তার চেয়ে বেশি আমি তোমাকে চিনি, বুঝেছো। আমি মারগেট যাবো না, তুমি আমাকে যদি আউট্রামের স্কুপে বসিয়ে আইস্ক্রিম খাইয়ে বলো যে আমাদের হানিমুন হয়ে গেছে, তাতেই আমার হানিমুন হয়ে যাবে। তুমি এতো কেন ভাবছো যে আমার বাবা আমাকে যেখানে নিয়ে গেছে সেখানে তোমাকে নিয়ে যেতে হবে? আমার বাবার কাছে পয়সা ছিল, ছেলে মেয়ের জন্য সময় আর ভালোবাসা ছিল না। আমি যে তোমাকে ভালোবাসি পুচ্চুসোনা, তোমার বুকের মাঝে থাকলেই আমার হানিমুনের সাধ পূরণ হয়ে যাবে।”
অনুপমার কথা শুনে দেবায়ন উত্তরের ভাষা হারিয়ে প্রেয়সীকে জড়িয়ে মাটি থেকে উঠিয়ে দেয়। অনুপমা দেবায়নের গলা জড়িয়ে ঠোঁটে ঠোঁট মিলিয়ে গভীর চুম্বন এঁকে দেয়। ঠাণ্ডা হিমেল হাওয়ার পরশ দুই প্রেমঘন নর নারীকে একত্রিত করে দেয়, সময় থমকে দাঁড়ায় দুই মিলনেচ্ছুক হৃদয়ের চারপাশে।
কোলে তুলে দেবায়ন অনুপমাকে বলে, “না পুচ্চি সোনা, তুমি বলেছো যখন আমি তোমাকে নিয়ে যাবো। আমি দেখি আমাদের এই কোম্পানির ব্যাপারে মায়ের সাথে কথা বলে।”
অনুপমাঃ “পুচ্চু, অনেক সময় আছে আমাদের হাতে। আমাদের আগে কম্পিউটার কোর্স করতে হবে, তারপরে মামনির সাথে কথা বলতে হবে। কম্পিউটার কোর্স করতে মামনির যখন কোন বাধা নেই তাহলে আশা করি আমাদের আই.টি কোম্পানির স্বপ্নেও মামনি বাধা দেবে না।”
দেবায়নঃ “ঠিক জানিনা পুচ্চি। তবে মায়ের মনের মধ্যে কিছু একটা আছে বলে মনে হয়। মাকে বেশ চিন্তিত দেখাচ্ছে।”
অনুপমাঃ “হ্যাঁ, মামনি মাঝে মাঝে কেমন যেন হারিয়ে যাচ্ছে, চোখ ভাসা ভাসা হয়ে যাচ্ছে। আমি খেয়াল করেছি আজ সকালে খাবার সময়ে। চলো দেখা যাক মামনি একা একা কি করছে আবার।” দেবায়ন আর অনুপমা দুরে দাঁড়িয়ে থাকা দেবশ্রীর দিকে তাকিয়ে দেখে। দূর থেকে দেবশ্রীকে নীল রঙের জিন্সে দেখে অনুপমা দেবায়নকে আলতো ধাক্কা মেরে বলে, “মামনিকে জিন্সে দারুন দেখাচ্ছে। আবার পাশে এক ভদ্রলোক দেখছি মনে হচ্ছে? চলো দেখা যাক।”
দেবায়ন আর অনুপমা এগিয়ে আসে দেবশ্রী যেখানে দাঁড়িয়েছিল। পাশের ভদ্রলোককে দেখে দেবায়নের মনে পড়ে যে এই ভদ্রলোক হোটেলে ছিলেন, সকালে রেস্তোরাঁতে দেখতে পেয়েছিল দেবায়ন। অদুরে দাঁড়িয়ে ছোটো ফুটফুটে একটা মেয়ে, বয়স খুব বেশি নয় তবে সুন্দরী, দেখে মনে হলো যেন স্কুলে পড়ে।
দেবায়ন আর অনুপমাকে দেখে দেবশ্রী হেসে বলে, “কি রে তোদের বেড়ানো হলো?”
দেবায়ন মাথা দুলিয়ে বলে, “হ্যাঁ।”
দেবশ্রী পাশে দাঁড়ানো ভদ্রলোকের সাথে পরিচয় করিয়ে দেয়, “এতদুর এসে একজনকে খুঁজে পেলাম। আমাদের দিল্লী অফিসের মারকেটিংয়ের ম্যানেজার, মিস্টার ধৃতিমান দেবনাথ।” মেয়েটির পরিচয়ে বলে, “এই হলো, ধৃতিমানের কন্যে, মিস মল্লিকা দেবনাথ। দিল্লীতে ডি.পি.এসে ক্লাস এইটে পড়ছে।”
দেবায়নের দিকে হাত বাড়িয়ে হাত মেলায় ধৃতিমান, “গ্লাড টু মিট ইউ।” অনুপমার দিকে হাত বাড়িয়ে হাত মেলায়।
ধৃতিমানের দেখা পেয়ে দেবশ্রীর মুখের ভাবব্যক্তি বদলে যায়, বিষণ্ণ চিন্তিত চেহারায় এক অনাবিল খুশির আলোক ছটা বিচ্ছুরিত হয়। মল্লিকার সাথে দেবশ্রী বেশ মিশে গেছে। অনুপমার শ্যেন দৃষ্টি ধৃতিমানের চেহারা নিরীক্ষণ করে। বয়স তেমন কিছু বেশি নয়, কথাবার্তা মার্জিত, তবে চেহারার ভাবব্যক্তি ঠিক অনুপমার পছন্দ হয় না। বারেবারে ওর মামনির শরীরের দিকে কেমন এক আড় চোখে তাকিয়ে দেখে।
দেবশ্রী বলে, “আমাদের হোটেলে উঠেছেন, গতকাল রাতে মেয়েকে নিয়ে এখানে বেড়াতে এসেছেন।”
ধৃতিমান দেবায়নকে জিজ্ঞেস করে, “ম্যাডামের সাথে কথা হচ্ছিল তোমাদের নিয়ে। তুমি ফাইনাল ইয়ারে তাই না?”
দেবায়নঃ “হ্যাঁ।”
ধৃতিমানঃ “কেমন লাগছে মুসৌরি?”
দেবায়নঃ “এই সকালে এখানে পৌঁছেছি, এখনো শহর ঘুরে দেখা হয়নি। তবে ভিড় দেখে মনে হলো বেড়ানোর চেয়ে হোটেলে থাকা ভালো। লোকজন কেঁচোর মতো কিলবিল করছে।”