What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

যেভাবে কালি নেটহান্টার Linux ইন্সটল করবেন এন্ড্রয়েড এ hacking এর জন্য (1 Viewer)

blacksaint

New Member
Joined
May 2, 2020
Threads
1
Messages
50
Credits
332
কালি নেটহান্টার কি ?এটা কি কাজে লাগে বা কেন ইউজ করবেন এগুলা গুগল এ পাবেন !!এগুলা নিয়ে কিছু বলছিনা!!

শুধু বলছি এটা দিয়ে হ্যাকিং এর কাজ করতে পারবেন!!

প্রথমেই বলি এটা সব ফোনে সাপোর্টেড না !! তারপরো যে কোন ফোন এ ইন্সটল করা পসিবল।।

যা যা লাগবে –(লিঙ্ক দেয়া আছে)

১। Rooted Phone (ফোন রুট করা না থাকলে করে নেন বাট রুট করতে না চাইলে আল্লাহ হাফেজ এখানেই )

২। BusyBox ( Link - Click Here - Busybox)

৩। Kali File system (Link- Click here - KALIFS) ~1.5gb

৪। Nethunter Apps.zip – (Click Here - Nethunter apps ) – ~5mb

প্রথমে সব ফাইল্গুলা ডাউনলোড করে নেন । ফোনে নেট কানেকশন অন থাকা লাগবে সো বুঝতেই পারছেন এমবি/ডাটা আবশ্যক

**ফোন মেমোরি ৪জিবি+ খালি থাকা বেটার ! আর আপনার ফোন মেমরি যদি ৮জিবি এর কম হয় তাহলে ব্যাড লাক এটা আপনার জন্য না !

***প্রত্যেকটা অ্যাপ যখন ই রুট পারমিশন চাইবে তখন এলাউ দিতে ভুল কইরেন না !!

এরপর Busybox open করে will be installed to এর নিচের অপশন থেকে ক্লিক করে /system/bin অথবা /system/xbin সিলেক্ট করে install click করেন ! সাথে সাথেই ইন্সটল কমপ্লিট এর কনফার্মেশন পাবেন !

এরপর Nethunter.zip জিপ ফাইল টা এক্সট্রাক্ট করে ৩ টা অ্যাপ পাবেন ওইগুলা ইন্সটল করেন !অ্যাপ ৩টা ইন্সটল এর পর প্রত্যেক অ্যাপ একবার করে ওপেন করেন!! এরপর ৩টা অ্যাপ এর ই App Info তে গিয়ে সব পারমিশন অন করে দেন !! নিচে ১টা অ্যাপ এর দেখাইছি বাট আপনাকে ৩টার জন্যই করতে হবে!

29749745-1996160040705696-2836709132324685337-o.jpg

এবার ডাউনলোড করা kalifs-armhf-full.tar.xz টাকে রিনেম করেন kalifs-full.tar.xz নামে ।। এরপর kalifs-full.tar.xz ফাইলটা আপনার ফোন মেমরি তে রাখেন (ফোন মেমরি তে কাজ না করলে এসডি কার্ড এ রাখেন)!! Nethunter অ্যাপ এ ঢুকেন উপরে মেন্যু তে ক্লিক করে kali chroot manager এ যান !! এরপর Install kali chroot সিলেক্ট করেন । এরপর Use Sdcard সিলেক্ট করেন ।এরপর সিলেক্ট করেন Full Chroot। এরপর অপেক্ষা করেন ৫-১০মিনিট নিচের মত স্ক্রিন আসলে সিলেক্ট করেন kali-linux-nethunter ! এরপর Install & Update সিলেক্ট করলেই টার্মিনাল ওপেন হবে ।
29983295-1996160150705685-7701309561780671558-o.jpg

root@kali:~# লিখা টা দেখলেই বুঝবেন ইন্সটল কমপ্লিট ! এবার ৩টা কমান্ড পরপর দিবেন !একটা কমপ্লিট হওয়ার পর আরেকটা !!

apt-get update

apt-get upgrade

apt-get dist-upgrade

প্রত্যকেটা টাইপ করে এন্টার দিবেন !সব কমপ্লিট হলেই কাজ শেষ !

নেক্সট টাইম কালি এক্সেস করতে Nethunter terminal app টা ওপেন করে kali সিলেক্ট করেন !

**কিছু ব্যাপার ক্লিয়ার করি ! প্রথমত আপনার ফোন এর ডিফল্ট ওয়াইফাই চিপ দিয়ে ওয়াইফাই হ্যাক করতে পারবেন না ! এটার জন্য আলাদা এক্সটার্নাল এডাপ্টার কিনা লাগবে দাম ৫০০-১০০০ এই পাবেন এবং ফোন এ ওটিজি সাপোর্ট থাকা লাগবে !!

** কয়েকটা ফোন এ ট্রাই করেই আমি পোস্ট করছি সো আপনার না হলে গালিগালাজ করবেন না !!

**নেটহান্টার দিয়ে কিভাবে হ্যাক করব কি কি করা যায় এইসব প্রশ্ন না করে !!গুগল আছে এটার জন্য !
 

Users who are viewing this thread

Back
Top