What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Microst is Going towords Linux. (1 Viewer)

choto79

Forum God
Elite Leader
Joined
Mar 8, 2019
Threads
2,943
Messages
228,911
Credits
1,182,370
Euro Banknote
Strawberry
Doughnut
Billed Cap
Hamburger
Tokyo Tower
বিশ্বের বাজারে অপারেটিং সিস্টেম বাজারে Microsoft এর অবদান ও বাজারে তাদের বিস্তার অল্প বিস্তর সকলেই যানে।
বিশ্বের বাজারে Windows XP এর সম্বন্ধে অজানা কেউ আছে কিনা সন্দেহ, আর আমাদের মদ্ধে অধিকাংসের কম্পিউটার
এর হাতে খরি Windows এর মাধ্যমে, বিশেষ করে Windows XP, আর তার পর তাদের Windows 7 বাজারে বেশ সারা ফেলে
আর বর্তমানে Windows 10 এর মাধ্যমে তারা বিষের OS বাজারের অধিকাংশই দখল করে বসে আছে।

Windows এর পর জনসাধারনের কাছে চেনা পরিচিত নাম হল Mac OS, আর তার প্রধান কারন হল এই OS অ্যাপেল তাদের
সকল ডিভাইস এ ব্যবহার করে থাকেন, সে তাদের ডেক্সটপ হোক ল্যাপটপ হোক বা মোবাইল ডিভাইস, সকলের বেশ এই
Mac OS বা মোবাইল এর জন্য যার নাম iOS. অনেকে বলতেই পারেন যে অ্যাপেল এর iOS ও Mac OS দুটি ভিন্ন কিন্তু গভীরে
দেখতে গেলে দেখবেন সুধু Processor Architecture এর পারথক্কের জন্য সুধু কিছু পরিবর্তন কিন্তু অ্যাপেল এর বর্তমান যে
M1 প্রসসেসর এর Architecture হল ARM এবং তাদের ভবিষ্যৎ লক্ষ তাদের সকল ডিভাইস এ একি OS ব্যবহার করা, মোবাইল
অপারেটিং সিস্টেম ও পিসি অপারেটিং সিস্টেম দুটির মদ্ধে বভেদ মিটিয়ে দেওয়া।

এর পর আসে Linux OS, এটির নাম অনেকেই জানেন কিন্তু বাস্তবে ব্যবহার করার অভিজ্ঞতা অনেকেরি নেই বা খুবি অল্প।
কিন্তু এর সবচে বড় বিশেষত্ব হল এটি সুধু মাত্র কোন একটি কম্পানির বেক্তিগত সম্পত্তি নয়, এর ব্যবহার সম্পূর্ণ বিনে
পয়সায় অর্থাৎ Free।


Linux সম্বন্ধে আরও বিসদ যানতে এখানে Click করতে পারেন।


এক সময় এই তিন ধরনের ও এস এর মদ্ধে কোন আন্ত সামঞ্জস্য ছিল না, বা সত্যি বলতে এখনো নেই, একটি ও এস জন্য
তৈরি করা সফটওয়্যার অন্য ও এস এ কোন ভাবে চালানো সম্ভব না বা এদের মদ্ধে কোন ধরনের কোন প্রকার মিল ছিল না।
কিন্তু বর্তমান সময়ে Microsoft তাদের সবচে নতুন ও এস Windows 10 এর মাধ্যমে এই দুরত্ত দূর করার চেষ্টা করে যাচ্ছে।
কিছু ধাপ অতিক্রম করে এখন Windows 10 এর মদ্ধেই Linux এর সফটওয়্যার ব্যবহার করা যাচ্ছে, বা Microsoft তাদের
নিজস্ব কিছু সফটওয়্যার যেমন Microsoft Edge, Teams বা Office আজকাল সরাসরি linux এর জন্য বানাচ্ছেন। আর মজার
কথা হল এই যে Microsoft তাদের Game Console যার নাম Xbox, তার ও এস পুরই এই লিনাক্স ভিত্তিক।

এখন কথা হল আপনি কি করে উইন্ডোজ ১০ এ Linux এর ব্যবহার চালু করতে পারবেন,
তার জন্য আপনি এই ধাপ গুলি অনুসরন করে টা করতে পারবেন





001.jpg



002.jpg



003.jpg



004.jpg



005.jpg



006.jpg
 
Last edited:

Users who are viewing this thread

Back
Top