What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

চলুন জানি কিছু অজানা অপারেটিং সিস্টেম সম্বন্ধে। Linux as an Operating System (1 Viewer)

choto79

Forum God
Elite Leader
Joined
Mar 8, 2019
Threads
2,943
Messages
228,911
Credits
1,182,370
Euro Banknote
Strawberry
Doughnut
Billed Cap
Hamburger
Tokyo Tower
Windows XP, কে না যানে, আমরা যারা বেস কিছুদিন অর্থাৎ ১৯৯০-২০০০ সাল বা কিছু আগে থেকে কম্পিউটার ব্যবহার করে আসছি, এটা তাদের কাছে অতি পরিচিত একটা নাম, কারন আমার মত অনেকের কম্পিউটার হাতে খরি Windows XP দিয়ে, তারপর মাইক্রোসফট এর বহুল প্রচলিত Windows 7 and Windows 10 সাধারনের ভালবাসা পায়।
কিন্তু আপনারা জানেন কি এই Microsoft এর তৈরি Windows ছারাও আরেকটি অল্প পরিচিত বা সাধারনের অজানা অপারেটিং সফটওয়্যার আছে যেটি ছাড়া বর্তমান সময় অ এই সময়ের ইন্টারনেট এর দুনিয়া অচল, এবং সেই Operating System হল এই Linux.

Linux, এটি একটি Open Source, Free to use ও সুরক্ষিত OS.


আপনি হয়ত ভাবছেন এটা কি, বা কোথায় বা কে ব্যবহার করে এটি, এটি ছাড়া ইন্টারনেট কেন অচল।

আসুন একটু যেনে নেই।

আমি আপনি হয়ত এটি আমাদের ঘরের কম্পিউটার বা ল্যাপটপে এটি ব্যবহার করি না, তাহলে?????

ইন্টারনেট বলতে আমরা কি বুঝি, যেমন ইন্টারনেট অর্থাৎ Google, FaceBook, Youtube, Tuiter , বা আমাদের এই NirjonMela.com তাই না,
আর এগুল চলে কোথা থেকে?? অতি সহজ, সার্ভার তাই না! তাহলে বলুন তো সেই সারভারে কি OS ব্যবহার হয়????
সেই সার্ভারে ব্যবহার হয় Linux,
জানেন কি, আপনি যে Android ফোন ব্যবহার করছেন, সেটাও আসলে একটা Linux.
আপনি যে Smart Watch ব্যবহার করছেন, তার OS সেটিও Linux.
এবং সবচে বড়, আমরা Smart Device বলে যা জানি, তার সবার মস্তিস্ক হল এই লিনাক্স।


তাহলে আমরা আমাদের ল্যাপটপ বা পিসি সেখানে লিনাক্স ব্যবহার করি না কেন??????
কারন আমাদের অভ্যাস, হাঁ, ওই যে বললাম, আমাদের হাতে খরি Windows XP, তাই তারপর আমরা সেই থেকেই আমাদের দৈনন্দিন জিবনে Windows OS ব্যবহার করে আসছি।

এত হল Linux এর পরিছয় পর্ব।

এখানে কিছু বিখ্যাত Linux OS er ScreenShot দিলাম, আপনাদের ভাল লাগলে আরও বিস্তারিত আলোচনা করব।

Ubuntu OS

এটি সরবাধিক প্রচলিত একটি Linux, এর সবচে বড় বিশেষত্ব হল প্রচুর অন্ন Linux একে ভিত্তি করে তৈরি।

Ubuntu-Linux.png


উবুন্তু এর পর সবচে প্রচলিত হল এই Linux Mint,
মজার বাপার এই যে এই Linux আসলে Ubuntu এর অপর ভিত্তি করে তৈরি।

Linux-Mint.png


Elementary OSযারা Apple এর MAC OS দেখেছেন বা ব্যবহার করেছেন তারা
এটিকে সহজেই
আপন করে নিতে পারেন তাই এটি অনেকের কাছে প্রিয়।

elementary-OS.png


Kali Linux, এটি একটি খুবি বিখ্যাত বা কুখ্যাত linux কারন যারা কম্পিউটার
হাকিং এর সাথে জুক্ত এটি তাদের একটি হাতিয়ার বলা যায়।

kali.png


Puppy OS, বলাহয় এটি যে কোন ধরনের কম্পিউটার এ চলতে সক্ষম
সে আজ থেকে ৫০ বছর পুরনো পেন্টিয়াম ২ হোক Ram ১২৮ এম বি হোক

puppy.png
 

Users who are viewing this thread

Back
Top