What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

একদম ফালতু কিছু জোকস (3 Viewers)

এক লোক প্রচন্ড স্পিডে গাড়ি চালাচ্ছিল। তাকে ধাওয়া করে সার্জেন্ট পাকড়াও করল। গাড়ি চালক বলল

- অফিসার আমার কথা শুনুন

- কোন কথা না... একদম চুপ। ইউ আর আন্ডার এ্যারেস্ট।

- কিন্তু অফিসার একটা কথা...

- বললামতো কোন কথা না। আমার বস আসুক তারপর ফয়সালা হবে। ঘাড়ির স্পিড‘ল এখন খুবই কড়া

- কিন্তু অফিসার একটা কথা...

- আহ সাট আপ কোন কথা না। বস আসুক...



একটু পর সার্জেন্ট বলল ‘ তোমার কপাল ভাল যে আজ বসের মেয়ের এনগেজমেন্ট। এনগেজমেন্ট সেরে এসে ভাল মুডে থাকলে তোমাকে ছেড়েও দিতে পারেন। ’

- সে সম্ভবনা কম। বিরস মুখে বলল চালক

- কেন?

- আপনার বসের মেয়ের জামাই আমিই ছিলাম...
 
এক বৃদ্ধ লোক পার্কে বসে ছিল। এ সময় এক সাংবাদিক তার কাছে এগিয়ে গেল।

- আমি একজন সাংবাদিক। আপনাকে একটা প্রশ্ন করতে পারি?

- করেন

- আচ্ছা আপনিতো মনে হচ্ছে এই বয়সেও ভালই আছে। তার আপনার এই সুস্থ্র জীবনের রহস্য কি?

- আমি দিনে তিন প্যাকেট সিগারেট খাই। সপ্তাহে এক কাটুণ হুইস্কি পান করি। ঝাঙ্কফুড খাই আর কখনো ব্যাযম করি না।

- ঊলেন কি তারপরও আপনি চমৎকার আছেন। আপনার বয়স কত হল?

- পচিশ বছর।
 
এক লোক গেছে চাকরীর জন্য। চাকরী দাতা বলল

- আমি আপনাকে দশটা সহজ প্রশ্ন করব অথবা একটা কঠিন প্রশ্ন করব। কোনটা চান?

- একটা কঠিন প্রশ্ন করুন

- বেশ। এবার বলুন দিন আগে না রাত আগে? লোকটা একটু ভেবে বলল।

- দিন আগে

- কিভাবে?

- স্যার, আপনি কিন্তু বলেছেন একটা কঠিন প্রশ্ন করবেন।



বলাই বাহুল্য লোকটার চাকরী হয়ে গেল।
 
কোরবানী ঈদে গরু কিনতে গেছে এক লোক। একটা গরু পছন্দ করল সে দাম ৫০,০০০ টাকা। টাকা দিয়ে কিনতে যাবে। এই সময় গরুর মালিকের ফোনে একটা কল এল। কি কথা শুনলো ওপাশ থেকে, গরুর মালিক বেঁকে বসল

- না স্যার এই গরু ৫০,০০০ এ বেচব না?

- কেন বেচবে না?

- একদাম এক লাখ হলে নিতে পারেন

- কি ফাজলামো পেয়েছ??

গরুওলা গলা নামিয়ে ফিস ফিস করল ‘ স্যার এই মাত্র খবর পেলাম এ মেডিক্যালে চান্স পেয়েছে!’

(বলাই বাহুল মেডিক্যালের প্রশ্ন ফাঁসের পর এই জোক তৈরী হয়েছে ... !)
 
ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে। বাবা রিপোর্ট কার্ড দেখছেন

- ফিজি্েস ৮০ ...বায়লজিতে ৯০ ... ইংলিশে ৮৫... সব সাবজেক্টেই দেখছি ভাল নাম্বার পেয়েছ

- হু

- কিন্তু একি বাংলায় সাড়ে বত্রিশ?? মানে ফেল???

- ঠিক ফেল না হাফ মার্ক গ্রেজ দিয়ে পাশ করিয়েছে।

- ছি ছি এই অবস্থা কেন?

- এ্যাঁ ইয়ে... ওটাইতো মুশকিল হয়েছে... বাংলাটা ঠিক ম্যানেজ করতে পারছি না। স্ত্রী পাশে ছিলেন হঠাৎ হুঙ্কার দিয়ে উঠলেন স্বামীর দিকে ‘ পই পই করে তোমাকে বলি প্যারেন্ট মিটিং য়ে গিয়ে কথাটা তোল একবার? ’

- কোন কথাটা তুলবো?

- আরে ওদের বাংলাটা যেন ইংলিশে পড়ায়!
 
- যখন স্কুলে পড়তাম তখন মনে হতে কলেজে না পড়লে মরে যাব। তারপর যখন কলেজে ঢুকলাম তখন মনে হত ভার্সিটিতে না পড়লে মরে যাব। তারপর যখন ভার্সিটিতে ঢুকলাম তখন মনে হত পাশ করে চাকরী করতে না পারলে মরেই যাব। তারপর যখন চাকরী পেলাম তখন মনে হত বিয়ে না করলে মরেই যাব। যখন বিয়ে করলাম তখন ছেলে পেলে না হলে মরেই যাব... যখন ছেলে পেলে হল তখন মনে হত ওদের ঠিকমত বড় করতে না পারলে মরেই যাব। যখন ওদের ঠিক মত বড় করে বিয়ে সাদি দিয়ে শেষ করলাম তখন মনে হল এবার রিটায়ার্ড না করলে মরেই যাব। তারপর রিটায়ার্ড করলাম একদিন তখন হঠাৎ মনে হল আচ্ছা আমি সত্যি বেঁচে ছিলামতো এই জীবনে!
 
I went to Bank of America to deposit a check, and they asked me for ID. I said, “Are you telling me other people are trying to put money into my account and you’re telling them no?”
 
It was my first night caring for an elderly patient. When he grew sleepy, I wheeled his chair as close to the bed as possible and, using the techniques I’d learned in school, grasped him in a bear hug to lift him onto the bed. But I couldn’t clear the top of the mattress. So I grabbed him again, summoned all my might, and hoisted him onto the bed. When the night shift nurse arrived, I recounted what had happened. “Funny,” she said, looking puzzled. “Usually I just ask him to get in bed, and he does.”
 
I propose a new rule: meetings can not last longer than my laptop battery or my bladder.
 

Users who are viewing this thread

Back
Top