What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

একদম ফালতু কিছু জোকস (1 Viewer)

বিন্তির পোষা কাকাতুয়া রাত-দিন বলে, 'আমার জীবনে সঙ্গী চাই। একটু স্পাইস চাই!' কাকাতুয়ার এমন দাবির মুখে জেরবার হয়ে বিন্তি তার কাকাতুয়াকে একদিন এক কাউন্সেলরের কাছে নিয়ে বলল, "এই কাকাতুয়াটা হরদম নিজের পুরুষ সঙ্গী খোঁজে। একে একটু ভদ্র-সভ্য করা যায় না?"
বিন্তির কথায় কাউন্সেলর বললেন, "চিন্তা করবেন না, আমার পোষা কাকাতুয়াটা খুব ধার্মিক। সারাক্ষণ ধর্মীয় অনুষ্ঠান দেখে, শ্লোক আওড়ায়। ওর সঙ্গে থাকলে আপনার কাকাতুয়া শুধরে যাবে।"
কাউন্সেলর ভদ্রলোক নিজের পোষা কাকাতুয়া নিয়ে এলেন এবং দ্বিতীয় কাকাতুয়াটি দেখেই বিন্তির পোষ্য যথারীতি বলে উঠল, 'আমার জীবনে একটু স্পাইস চাই!'
এ কথা শোনামাত্র দ্বিতীয় কাকাতুয়া ওপরের দিকে তাকিয়ে বলল, 'ঈশ্বর, তুমি আছ। এদ্দিনে আমার আকুতি শুনলে।'
 
পাঁচ ফুট লম্বা একটি ছেলে গেছে পাত্রী দেখতে।
পাত্রীর বাবা ছেলেকে জিজ্ঞেস করলেন, বাবা, তুমি কতটুকু লম্বা?
পাত্র: পাঁচ ফুট ১০ ইঞ্চি।
ছেলের মা পাশেই বসেছিলেন। তিনি ছেলেকে বললেন, "চুপ কর বাপ, এটা ফেসবুক নয়।"
 
বাবা: তোর জন্য মেয়ে দেখেছি। মেয়ে রূপবতী, গুনবতি, বুদ্ধিমতী আর ভাগ্যবতী।
ছেলে: বাবা আমি যে মেয়েকে ভালোবাসি সে তো গর্ভবতী।
 
বিষয়: পরীক্ষার ফি মাফ করার জন্য দরখাস্ত।
জনাব,
কথা হইতাছে গিয়া বাপে আমারে ৫০০ টাকা দিছিলো ফিস দেওয়ার লাইগা। ১০০ টাকা দিয়া সিনেমা দেখছি, ১৫০ টাকা দিয়া ক্যান্টিনে পার্টি দিছি, ৫০ টাকা আমার নতুন জান পাখির মোবাইলে ফ্লেক্সি পাঠাইছি, আর ২০০ টাকা বাজিতে হাইরা গেছি...
ইংরেজি ম্যাডামের লগে সমাজ স্যারের ইটিশ-পিটিশ চলতাছে, এই লইয়া বাজি ধরছিলাম।
কিন্তু ম্যাডামের লগে ইটিশ-পিটিশ তো চলতাছে আপনার।
 
~মার্কেটিং~
ম্যানেজমেন্টের ছাত্র আবুল ক্লাসরূমের পাশের করিডোরে একটা মেয়েকে জড়িয়ে ধরলো। মেয়ে অবাক হয়ে বললো, "এটা কি হলো?!"
আবুল: ডাইরেক্ট মার্কেটিং জানু।
মেয়ে ঠাশ করে আবুলের গালে এক চড় বসিয়ে দিলো!
আবুল: এটা কি হলো?
মেয়ে: কাস্টমার ফিডব্যাক!
 
বৌ: দেখো, পাশের ফ্ল্যাটের শাহীন সাহেব একটা ৫৬ ইঞ্চির টিভি কিনেছে, তুমিও একটা কিনে আনো না…
স্বামী: প্রিয়তমা, যার জন্য তোমার মতো সুন্দরী বৌ আছে সে কেন ফালতু টিভি দেখে সময় নষ্ট করবে!
বৌ: ওহ, তুমি না! যাই, তোমার জন্যে কফি নিয়ে আসি।
 
কলিংবেলের আওয়াজ পেয়ে রহমান সাহেবের স্ত্রী দরজা খুলেই দেখলেন এক কাজের বুয়া বেশের মহিলা দাড়ায় আছে।
গৃহ কর্তী: জি বলুন, আপনি কে?
মহিলা: আপা আমি আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্টের সুমাইয়া কুলসুম, গতকালকে আপনি একটা স্ট্যাটাস দিলেন না যে, আপনার বাসার কাজের বুয়া চলে গেছে। তাই সেটা দেখে আগের বাড়ির কাজ ছেড়ে আপনার বাড়ি চলে আইলাম। কারন হাজার হলেও আপনি আমার ফ্রেন্ড। এখন থেকে আপনার বাড়িতেই কাজ করুম, আর একসাথে ফেসবুক ইউজ করুম। আপা রাজি আছেন তো?
গৃহকর্তী: বাসার ঠিকানা কিভাবে পাইলা?
মহিলা: জি আপা, আপনার ছেলে দিছে, ও আবার আমার মাইয়ার ফেসবুক ফ্রেন্ড।
 
মোকাদ্দেস স্যার: বলোতো আবুল, কোন স্তনযপায়ী প্রাণী আকাশে উড়ে, বাচ্চা সৃস্টিও করে আকাশে কিন্তু প্রসব করে মাটিতে?
আবুল: স্যার, এয়ারহোস্টেজ।
 
মন্টু: বাবা! বাবা! এটা কী করলে তুমি?
মন্টুর বাপ: কেন, হয়েছেটা কি?
মন্টু: আমার রেজাল্ট কার্ডে সই না দিয়ে টিপসই দিলে কেন?
মন্টুর বাপ: যে রেজাল্ট করেছিস... আমি চাই না স্কুলের কেউ জানুক এই বাড়িতে লেখাপড়া জানা কেউ থাকে...
 
নাতি: দাদু তুমি বিড়ি খাওয়া ছাড়লা কেমনে?
দাদু: ইচ্ছাই সব চেয়ে বড় শক্তি।
নাতি: দাদু তুমি মদ খাওয়া ছাড়লা কেমনে?
দাদু: ইচ্ছাই সব চেয়ে বড় শক্তি।
নাতি এইবার সাহস কইরা: দাদু তুমি না ঐ ড্যান্স বারের মেয়েটার সাথে ঘুরতা, তারে ছাড়লা কেমনে? এইটাও কি...
দাদু: আরে নারে, ইচ্ছা ছিল কিন্তু শক্তি নাইরে।
 

Users who are viewing this thread

Back
Top