What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

একদম ফালতু কিছু জোকস (4 Viewers)

রতন ফাস্টফুড কাউন্টারে বসে মাটন কাবাব
আর চিলি সস অর্ডার দিতেই, পাশে বসা এক সুন্দরী মহিলাও একই অর্ডার দিয়ে বললো:
কি অদ্ভুৎ মিল !!
আপনার আমার প্রিয় খাবার একই
মাটন আর চিলি!
বাই দ্য ওয়ে
আমি রত্না,
আপনি ?
আমি রতন
আরে
আপনার আর আমার নামের প্রথম অক্ষরও এক,
নামের অর্থও এক।
আপনি কি নিয়মিত আসেন ?
না,
আমি সেলিব্রেট করতে এসেছি।
এখানেও
কি অদ্ভুৎ মিল,
আমিও সেলিব্রেট করতে এসেছি।
জানতে পারি কিসের ?
ভদ্রলোকঃ আমার পোল্ট্রি ফার্মের মুরগীগুলো প্রায় চার বছর যাবৎ ডিম দিচ্ছে না।
আজ সকালে ডিম দিয়েছে
সেই আনন্দ উদযাপনের জন্য এখানে আসা।
মহিলাঃ
এখানেও আমার সাথে আপনার কি অদ্ভুৎ মিল।
আমার চার বছর বিবাহিত জীবন।
সন্তান হচ্ছিলো না।
আজই প্রেগনেন্সি পজিটিভ হলো।
কিভাবে মুরগী ডিম দিলো ?
ভদ্রলোকঃ আমি মোরগ চেঞ্জ করেছিলাম।
আপনি ?
মহিলা মৃদু হেঁসে
কি অদ্ভুৎ মিল...
 
রাস্তায় এক নোয়াখাইল্লা উকিলের সাইকেলের মাডগার্ডে লেগে বরিশাইল্লা ভবেশবাবুর ধুতি ছিঁড়ে গেলো !
😤

ভবেশবাবু সাথে সাথে উকিলকে হাত ধরে সাইকেল থেকে নামিয়ে বললেন:
যাও কোম্বে ? মোর নতুন ধুতি ছেরছ, দাম না লইয়া তোমারে ছাড়তে আছিনা . .
উকিল জিজ্ঞেস করলেন:
আন্নের ধুতির দাম কয় টেঁয়া ?
ভবেশবাবু বললেন: ২শ টাহা দেলেই মুই খুশী
🤗

উকিল পকেট থেকে ২শ টাকা বের করে দিয়ে দিলেন!
ভবেশবাবু ২শ টাকা পকেটে পুরে যেই রওয়ানা হবেন, উকিল ভবেশবাবুর হাত ধরে বললেন:
যান কন্ডে, ধুতির দাম দি হালাইছি, অন ধুতি ইগা আরঁ
🤓

তখন সেখানে বেশ কিছু লোকের ভিড় জমে গেছে, তারাও ভবেশবাবুকে বলছেন:
উনি যখন আপনাকে ধুতির মূল্য দিয়ে দিয়েছেন, তাহলে তো উনি এখন ধুতির মালিক; আপনি ধুতি খুলে উকিলবাবুকে দিয়ে দিন!
ভবেশবাবু বললেন:
হেরে ধুতি দিলে মুই কি এই লোকভরা রাস্তায় ল্যাংডা হইয়া হাঁটব ?
উকিল বললেন:
আইঁ এসব বুজিনা, আরঁ ধুতি আন্নে আরেঁ দি হালান !
😎

ভবেশবাবু বাধ্য হয়ে ২শ টাকা ফেরত দিয়ে বললেন:
মোর টাহা লাগবনা, মুই ছেঁড়া ধুতি লইয়া চইল্লা যাই . . .
উকিল বললেন:
আরঁ ধুতি আইঁ হাঁশশ টেয়ার কমে বেইচতান্ন
🤗

কি আর করা, ভবেশবাবু উকিলকে ৫শ টাকা দিয়ে ছেঁড়া ধুতি পড়ে ঘরে ফিরলেন.
বউ দেখে চিৎকার: ও মনু, তোমার এই দশা করছে কেডা !?
ভবেশবাবু: ব্যাডায় যে নোয়াখাইল্লা আছেল, হেইয়্যা বোজতে পারি নাই
 
বল্টু বর্ডার দিয়ে সাইকেল চালিয়ে আসছিলো।
পিছনের দিকে এক বিশাল বড় বস্তা বাঁধা!
বিজিবি'র চৌকষ অফিসার তাকে থামালো..
- বস্তায় কি?
- স্যার কিচ্ছু না, বালু!
- খোল তো।
- এইযে দেখেন স্যার, বালু!
- আচ্ছা যা।
দুইদিন পর আবারও সেই লোক বর্ডার দিয়ে সাইকেল চালিয়ে আসছে, পিছনে বড় বস্তা! বিজিবি'র অফিসার আবারও থামালো!
- বস্তায় কি?
- স্যার, বালু!
কিন্তু অফিসারের খটকা লাগলো। সেদিন দেখলাম বালু, আজও বালু? পুরো বস্তা খুলে তছনছ! কিন্তু
বালু ছাড়া কিছুই পেলো না!
- আচ্ছা যা।
আবারও কয়েকদিন পর ঐ একই লোক,
বল্টু বস্তাসহ সাইকেল চালিয়ে আসছে!
বিজিবির অফিসার তাকে থামালো!
- বালু??
- জ্বে স্যার!
- তুই শুধু বালু নিয়া যাস। সন্দেহ হয়!
🤔

অফিসার সব বালু ঘেঁটেও কিছু পেলো না। কিন্তু অফিসারের মনে খচ্-খচ্ করেই যাচ্ছে! ঘটনা কি?
🤔
সে কিছু বালু রেখে দিয়ে সেগুলো ল্যাবে পাঠালো! ফলাফল কিছুই আসলো না। সব বালু, বালু আর বালু। কিন্তু অফিসারের মনে সন্দেহ...
এভাবে বহুদিন সাইকেলসহ বল্টু বালু নিয়ে যাচ্ছে, এই দৃশ্য দেখতে দেখতে কেটে গেলো। কোন কিছুই পায় না৷ ওদিকে অফিসারের মনে তো খচ্-খচ্!
কিছু না কিছুতো আছেই..
কিন্তু সে ধরতে পারছেনা!
হঠাৎ বল্টু আর আসে না!
বহুদিন কেটে গেলেও কোনো খবর নাই।
কাহিনী কি? অফিসার তাকে খুঁজে পেলো।
বল্টুর বাড়িতে গিয়ে বললোঃ
"দেখ! আমি জানি তুই কিছু একটা পাচার করিস, কিন্তু আমি ধরতে পারছিনা। মনে নাই শান্তি! নাই খাওয়া-দাওয়া! করি ঝগড়া বউয়ের সাথে! মনে শুধু খচ্-খচ্ করে। তোর দুইটা পায়ে ধরি, সত্যি কইরা বল তো? তুই কি পাচার করিস...??
বল্টু হাসি দিয়া বললোঃ
"স্যার এতদিন সাইকেল পাচার করছি!"
...শুনে অফিসার বেহুশ!
 
প্রতিটি ব্রেকাপ এ ৩ জন কষ্ট পায়
ছেলে-মেয়ে
বাড়ির পাশের লোড এর দোকানদার
 
স্বামী স্ত্রী দুইজনেরই চরম ঝগড়া চলছে...
দুইজনের কেউই থামে না....
রীতিমতো ফাটাফাটি অবস্থা
🙄
🙄
🙄

হঠাৎ স্ত্রী কাদিয়ে ভাসিয়ে দিলো...
ব্যাস, ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে জিতে গেল বউ!!!
 
ভাঙা নাক নিয়ে বল্টু এসেছে ডাক্তারের কাছে...
—ডাক্তার: কী করে হলো? ছিনতাইকারী না গার্লগ্রেন্ড?
—বল্টু: বেস্ট ফ্রেন্ড, এক ঘুষিতে...
—ডাক্তার: কেন কী করেছিলে?
—শরীরে করোনার লক্ষণ দেখা দেওয়ায় বন্ধু আমার হতাশায় মুষড়ে পড়েছিল। সাহস জোগাতে তাকে শুধু বলেছিলাম,
"বি পজেটিভ!"
 
উপস্থাপক: আপনি ছাগলরে কি খাওয়ান??
কৃষক: কোনটারে? কালো না সাদা??
উপস্থাপক: কালোটারে...
কৃষক: ঘাস...
উপস্থাপক: আর সাদা??
কৃষক: ওইটারেও ঘাসই খাওয়াই...
উপস্থাপক: ও!! আচ্ছা, এগুলিরে কই বাইন্ধা
রাখেন??
কৃষক: কোনটা?? কালোটা না সাদাটা??
উপস্থাপক: সাদা...
কৃষক: ওইপাশে বাইরের ঘরে বাইন্ধা রাখি।
উপস্থাপক: আর কালোটা?
কৃষক: ওইটারেও বাইরের ঘরেই বান্ধি...
উপস্থাপক: আর গোসল করান কিভাবে?
কৃষক: কালো না সাদা??
উপস্থাপক: কালো...
কৃষক: পানি দিয়া।
উপস্থাপক: আর সাদাটা??
কৃষক: ওইটারেও পানি দিয়াই করাই...
উপস্থাপক: (চরম ক্ষিপ্ত): হ্যা...! সব কিছু যখন
একই রকম করেন তাইলে বার বার
জিগান ক্যান "কালা না সাদা"???
কৃষক: কারণ সাদা ছাগলটা আমার...
উপস্থাপক: ও!! আর কালোটা??
কৃষক: ওইটাও আমার ! ! ! ! ! !
উপস্থাপক বেহুশ....
 
দুনিয়া থেকে বিলুপ্ত হয়ে যাওয়া কিছু প্রাণী:
ডাইনোসর[
-ড্রাগন
-জোর করে ৫০০-১০০০ টাকা ধরিয়ে দেওয়া আত্মীয়-স্বজন..
 
Gf password না দিলে বুঝবেন ভেজাল আছে[
আর দিলে বুঝবেন আরেকটা আইডি আছে।
 

Users who are viewing this thread

Back
Top