What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

একদম ফালতু কিছু জোকস (1 Viewer)

এক মাসে বাড়ির ফোন বিল অস্বাভাবিক ভাবে বেশি এল। বাড়িতে জরুরি মিটিং বসল। বাবা বলল, ‘আমি গত মাসে বাড়ির ফোনটা একবারও ধরিনি। আমি সব ফোন করেছি অফিসের ফোন থেকে।’

তখন মা এসে বলল, ‘আমিও গত মাসে কোনো ফোন বাড়ি থেকে করেছি বলে মনে হয় না। আমার সমিতির অফিসের ফোনটাই আমি ব্যবহার করি।’

একমাত্র ছেলে এসে বলল, ‘আমার তো বাড়ি থেকে ফোন করার প্রশ্নই আসে না। কোম্পানি আমাকে মোবাইল বিল দেয়। আমি অফিসের সেই মোবাইল ব্যবহার করি।’

এরপর বাড়ির কাজের মেয়ে এসে বলল, ‘তাহলে তো কোনো সমস্যাই দেখি না। আমরা সবাই যার যার অফিসের ফোন ব্যবহার করি!’
 
গ্রীষ্মের ছুটিতে বাংলাদেশে বেড়াতে এসেছেন এক বিদেশি। তার গাইড হিসেবে দায়িত্ব পালন করছে শফিক।
বিদেশি : তোমাদের এলাকাটা ভালোই। তবে আশপাশে মানুষ যা দেখছি, সবাই গাধা প্রকৃতির।
পল্টু : সমস্যা নেই। ছুটি ফুরালেই গাধাগুলো সব ফিরে যাবে!
 
নেটে অনুশীলনের সময় ব্যাটসম্যানরা কেউই ব্যাটে বল লাগাতে পারছিলেন না। কোচ রেগে গিয়ে ব্যাটসম্যানের হাত থেকে ব্যাট কেড়ে নিয়ে-
কোচ : এবার আমাকে বল করো, আমি দেখাচ্ছি।

পরপর ছয়টি বল খেলে কোচ একটি বলও ব্যাটে লাগাতে পারলেন না। তারপর এদিক-ওদিক তাকিয়ে ঝাঁঝের সঙ্গে বললেন, ‘হ্যাঁ, আমি দেখলাম, তোমরা ঠিক এভাবেই খেলছিলে! এখন যাও, আর ঠিকমতো খেলো!
 
একদিন এক কৃষকের বাড়িতে তল্লাশি করতে গেলেন এক গোয়েন্দা। সহজ-সরল কৃষককে ধমক দিয়ে-
গোয়েন্দা : সরে দাঁড়াও, আজ তোমার বাড়িতে তল্লাশি করব!
কৃষক : তল্লাশি করতে চান, করুন স্যার। কিন্তু দয়াকরে বাড়ির উত্তর দিকের মাঠটাতে যাবেন না।

গোয়েন্দা কৃষকের নাকের ডগায় পরিচয়পত্রটা ঝুলিয়ে-
গোয়েন্দা : এটা চেন? এখানে আমার নাম লেখা আছে! এটা দেখলে যে কেউ ভয়ে কুঁকড়ে যায়! আর তুমি কিনা আমার কাজে বাধা দিতে চাও?

ধমক খেয়ে আর কিছু বললেন না কৃষক। কিছুক্ষণ পরই দেখা গেল উত্তর দিকের মাঠ থেকে গোয়েন্দা চিৎকার করে দৌড়াচ্ছেন-
গোয়েন্দা : বাঁচাও! আমাকে বাঁচাও।

কৃষক ছুটে গিয়ে দেখলেন একটা ষাঁড় গোয়েন্দাকে তাড়া করছে। দূর থেকে কৃষক বললেন, ‘স্যার, ওকে আপনার পরিচয়পত্রটা দেখান!’
 
প্রশিক্ষক : ফেসবুকের মাধ্যমে টাকা উপার্জন করতে চান?
প্রশিক্ষণার্থী : কীভাবে?
প্রশিক্ষক : আপনার প্রোফাইলের account settings অপশনে গিয়ে অ্যাকাউন্টটি deactivate করুন।
প্রশিক্ষণার্থী : তাতে কী হবে?
প্রশিক্ষক : এবার মন দিয়ে কাজ করুন!
 
খদ্দের আর হোটেল বেয়ারার মধ্যে কথা হচ্ছে-
বেয়ারা : আপনার ছেলে কিন্তু খেয়ে আপনার চেয়ে বেশি বখশিস দেয়।
খদ্দের : দিতে পারে। তার বড়লোক বাপ আছে। কিন্তু আমার তো সেটা নেই।
 
কনক আর বাবার মধ্যে কথা হচ্ছে-
কনক : বাবা, আমাদের প্রতিবেশী হাসানরা কি খুব গরীব?
বাবা : কি বলিস, তাদের অবস্থাতো বেশ ভালো।
কনক : গতকাল হাসানের ছোটো ভাই একটা পয়সা গিলে ফেলেছিলো। সেটা বের করার জন্য ওর বাবা-মা কি কাণ্ডটাই না করলো।
 
বাবা পুকুরে নেমে গোসল করছে। মা ও ছেলে পুকুর পাড়ে দাঁড়িয়ে দেখছে। হঠাৎ ছেলেটি বললো, ‘মা আমিও বাবার সঙ্গে পুকুরে গোসল করবো।’
মা বললেন, ‘না বাবা, তোমার এখনও ইন্স্যুরেন্স করা হয়নি।’
 
আদালতে প্রেমের বিয়ের ডিভোর্সের মামলা চলছে-
১ম আইনজীবী: প্রেমের সময়ে ছেলেরা যতটা আন্তরিক থাকে, বিয়ের পরে যদি তার অর্ধেকও থাকতো। তবে এত ডিভোর্সের ঘটনা ঘটতো না, স্যার।
২য় আইনজীবী: বিয়ের পরে মেয়েরা যে আচরণ করে; বিয়ের আগে যদি তার এক চতুর্থাংশও করতো, তাহলে কিন্তু স্যার, প্রেমের সূত্রে কোনো বিয়েই আর হতো না।
 
অ্যারিস্টটলকে একলোক একবার অনেক বিশ্রী ভাষায় গালিগালাজ করলো। কিন্তু তিনি টু শব্দটিও করলেন না।
পরবর্তীতে অপর এক ব্যক্তি তাঁকে জিজ্ঞাসা করলো যে, আপনাকে সে এভাবে গালি দিলো আর আপনি তাকে কিছুই বললেন না কেন?
তার জবাবে অ্যারিস্টটল বলেছিলেন, ‘তোমাকে আমি দুটো পয়সা দিলে তুমি যদি তা না নাও তবে তা কার কাছে থাকে?
 

Users who are viewing this thread

Back
Top