What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

একদম ফালতু কিছু জোকস (1 Viewer)

এই রাজন, এই চিঠিটা আমার রুমমেটকে দিয়ে আসো তো।’ বললেন জাফর ভাই।
গেলাম জাফর ভাইয়ের রুমমেট বিশাল রাগী ক্যাডেট রাজু ভাইয়ার কাছে। বললাম, ‘ভাই, চিঠি।’ রাজু ভাইয়ের ঘুম ভেঙে গেল। রেগে মেগে
জিজ্ঞেস করলেন, ‘কোন ছাগলের চিঠি?’
: ভাই, আপনার।
: কোন গাধা লিখেছে?
: ভাই, আপনার বাবা!
 
মালিক : আমাদের দোকানে যে পঁচা ডিম ছিলো সেগুলো কে নিল?
কর্মচারী : রহমান সাহেব…
মালিক : আর মেয়াদ শেষ হওয়া সেমাইগুলো?
কর্মচারী : রহমান সাহেব সবগুলোই নিয়ে গেছে…

একটু পরে মালিকের কাপাল থেকে ঘাম ঝরছে! কর্মচারী ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো-
কর্মচারী : হুজুর, আপনার কি শরীর খারাপ?
মালিক : না মানে একটু আগে স্বপরিবারে রহমান সাহেবের বাসা থেকে দাওয়াত খেয়ে আসলাম!
 
ছোট্ট ছেলে বাবলু প্রযুক্তি ব্যবহারে ওস্তাদ। কম্পিউটার, মোবাইল ফোন সব তার নখদর্পণে। একদিন বাবলুর বাবা তার জন্য একটা ফুটবল কিনে আনলেন।
বাবলু খুশিতে আত্মহারা হয়ে বলল, বাহ্! বাবা, দারুণ! কিন্তু ব্যবহারবিধিটা কোথায়?
 
>>>চাকরির ইন্টারভিউ দিতে গেছে এক তরুণ। শুরু হলোপ্রশ্নোত্তর

পর্ব>>>
প্র>>কংক্রিটের মেঝেতে ডিম ফেলবেন, কিন্তু ফাটবে না— কীভাবে করবেন এটা?
উ>>কংক্রিটের মেঝে আসলে খুব শক্ত, ফাটার কোনোআশঙ্কাই নেই!

প্র>>আপনার এক হাতে যদি তিনটি আপেল ও চারটিকমলা থাকে, আর আরেকটি হাতে থাকে চারটি আপেল ওতিনটি কমলা; তাহলে কী পেলেন আপনি?
উ>>বিশাল বড় হাত।

প্র>>এক হাতে একটা হাতিকে কীভাবে ওপরে উঠাবেন ?
উ>>এক হাতের আটবে এমনহাতিকে জীবনেও খুঁজেপাবেন না!

প্র>>একজন মানুষ কী করে আট দিন না ঘুমিয়ে থাকতেপারে?

উ>>কোনো সমস্যা নেই, সে রাতে গুমাবে!

প্র>>ব্রেকফাস্টে কোন জিনিসটা কখনোই খেতে পারেন না আপনি?
উ>>ডিনার।

প্র>>বে অব বেঙ্গল কোন স্টেটে অবস্থিত?
উ>>লিকুইড।

>>>পয়লা ধাক্কায় বেশ ভালোভাবেই উতরে গেল তরুণ।শুরু হলো দ্বিতীয় পর্ব>>>

প্রশ্নকর্তা বললেন>>
‘আপনাকে আমি ১০টি পানির মতো সহজ প্রশ্ন করবঅথবা কেবল একটা প্রশ্ন করব লোহার মতো কঠিন। উত্তরদেওয়ার আগে ভালো করে ভেবে দেখুন, কোন অপশনবেছে নেবেন আপনি।’
>>>তরুণ
কিছুক্ষণ ভাবনার চৌবাচ্চায় সাঁতার কাটল। তারপরবলল>>‘কঠিন প্রশ্নের উত্তরটাই দিতে চাই।<<< প্রশ্নকর্তা হেসে বললেন>>
‘ভালো, শুভকামনা আপনার জন্য।
আপনি আপনার সিদ্ধান্ত নিয়েছেন।
এবার বলুন>>>
কোনটা প্রথমে আসে? দিন না রাত?

তরুণের বুকে ঢাকের বাড়ি। কালঘাম ছুটে যাচ্ছে তার। এইপ্রশ্নের উত্তরেই ঝুলে আছে তার চাকরিটা। এবার ভাবনারসাগরে ডুব দিল সে।

উত্তরে বলল>>‘দিন প্রথমে আসে,স্যার!’

প্রশ্নকর্তার>>‘কীভাবে?’

>>‘দুঃখিত,
স্যার,
আপনি ওয়াদা করেছিলেন, দ্বিতীয় কোনো কঠিন প্রশ্নকরবেন না আমাকে!’
>>>চাকরি পাকা হয়ে গেল
তরুণের<<<
 
এক ভদ্রলোক নির্বাচনে দাঁড়ালেন। তিনি ভোটে হারার পর-
জনতা : আচ্ছা দাদা, আপনি কত ভোট পেয়েছেন?
ভদ্রলোক : তিনশ’ এক ভোট।
জনতা : আপনি তো জানতেন যে কিছুতেই জিততে পারবেন না। তাহলে দাঁড়ালেন কেন?
ভদ্রলোক : আমি ভোটে জেতার জন্য তো দাঁড়াইনি, আমি শুধু দেখতে চেয়েছিলাম এই শহরে কতজন বোকা আছে। তার একটা হিসাব নিলাম।
 
একদিন এক সবজি বিক্রেতা সেলুনে গিয়ে চুল কাটালেন। বিল পরিশোধের সময় নাপিত বললেন-
নাপিত : এই সপ্তাহে আমি সমাজ সেবা করছি, তোমার কাছ থেকে বিল নিতে পারব না।

সবজি বিক্রেতা খুশি হয়ে চলে গেলেন। পরের দিন সেলুন খুলতে গিয়ে নাপিত দেখলেন, দরজার সামনে একটি ‘ধন্যবাদপত্র’ ও সঙ্গে এক ব্যাগ তাজা সবজি।

সেই দিন এক মুদি দোকানদার আসে চুল কাটাতে এবং বিল পরিশোধের সময় নাপিত বললেন-
নাপিত : এই সপ্তাহে আমি সমাজ সেবা করছি, তোমার কাছ থেকে বিল নিতে পারব না।

মুদি দোকানদার খুশি হয়ে চলে গেলেন। পরের দিন সেলুন খুলতে গিয়ে নাপিত দেখলেন, দরজার সামনে একটি ‘ধন্যবাদপত্র’ ও সঙ্গে এক ব্যাগ মুদি সামগ্রী।

সেই দিন এক রাজনীতিবিদ আসে চুল কাটাতে এবং বিল পরিশোধের সময় নাপিত বললেন-
নাপিত : এই সপ্তাহে আমি সমাজ সেবা করছি, আপনার কাছ থেকে বিল নিতে পারব না।

নেতা খুশি হয়ে চলে গেলেন। পরের দিন সেলুন খুলতে গিয়ে নাপিত দেখলেন, দরজার সামনে এক ডজন নেতার লাইন। সবাই চুল কাটাতে এসেছে!
 
প্রশ্নকর্তা : যে ব্যাচেলর পুরুষটির সব আছে, তাকে আর কী দেওয়া যায়?
প্রার্থী : একজন স্ত্রী।
প্রশ্নকর্তা : কেন কেন?
প্রার্থী : স্ত্রীই শেখাবে তার সবগুলো জিনিসের ব্যবহারবিধি।
 
একবার এক লোক একটা উড়ন্ত হাঁস শিকার করল। গুলি খেয়ে হাঁসটি একটা ক্ষেতের উপর পড়ল। লোকটি বেড়া টপকে ক্ষেতে ঢুকতে গেলে বৃদ্ধ মালিক তাকে আটকালেন।
‘আমার জমিতে ঢোকা যাবে না। আমার জমিতে কিছু পড়লে সেটা আমার।’ বললেন তিনি।
লোকটি বলল, ‘আমি এ দেশের সবচেয়ে বড় উকিল। আমি তোমার বিরুদ্ধে মামলা করব। তারপর দেখবে হাঁস আমার নাকি তোমার।’

ক্ষেতের মালিক মনে মনে উকিলের উপর চটে গেলেন।
তিনি বললেন, ‘আমাদের এদিকে ঝগড়া মীমাংসা করার ধরণ একটু ভিন্ন। আমরা ঝগড়া মীমাংসা করি তিন লাত্থি পদ্ধতিতে।’
উকিল বলল, ‘তিন লাত্থি পদ্ধতি কি?’
ক্ষেতের মালিক বললেন, ‘প্রথমে আমি তোমাকে তিনটি লাত্থি দেব। তারপর তুমি আমাকে তিনটি লাত্থি দেবে। আবার আমি তোমাকে তিনটি লাত্থি দেব। এভাবে চলতেই থাকবে যতক্ষণ না কেউ সারেন্ডার করে।’

উকিল দেখল এখন মামলা করলে অনেক সময় নষ্ট হবে, হাঁস হয়তো পাওয়া যাবে না, পাওয়া গেলেও হয়তো নষ্ট হয়ে যাবে।
তাছাড়া এই বৃদ্ধকে সে অচিরেই তিন লাথিতে হারাতে পারবে। তাই সে এই পদ্ধতিতে মীমাংসা করতে রাজি হয়ে গেল।

বৃদ্ধ প্রথম লাথিটা মারলেন তার হাঁটুতে, উকিল চিৎকার করে মাটিতে পড়ে গেল। দ্বিতীয় লাথিটা ধেয়ে এল তার নাক বরাবর, উকিল রক্তাক্ত মুখে মাটিতে শুয়ে পড়ল। তৃতীয় লাথি আঘাত করল উকিলের বুকে, উকিল ব্যথায় ককিয়ে প্রায় অজ্ঞান হয়ে গেল।

অজ্ঞান হলে তো চলবে না। উকিল তার সমস্ত শক্তি একত্র করে উঠে দাঁড়াল। বৃদ্ধকে কষে একটা লাথি মারার জন্য পা তুলল সে। ঠিক সেই মুহূর্তে বৃদ্ধ হেসে বললেন, ‘আমি সারেন্ডার করলাম। তোমার হাঁস তুমি নিয়ে যাও।’
 
চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে-
প্রশ্নকর্তা : একটা প্লেনে ৫০টা ইট আছে, একটা ইট ফেলে দিলে থাকে কয়টা?
প্রার্থী : এটা তো সোজা। ৪৯টা।
প্রশ্নকর্তা : আচ্ছা, একটা ফ্রিজে হাতি রাখার তিনটা স্টেপ কী কী?
প্রার্থী : ফ্রিজটা খুলুন, হাতিটা ঢোকান, এরপর ফ্রিজের দরজা বন্ধ করে দিন।
প্রশ্নকর্তা : একটা ফ্রিজে একটা হরিণ রাখার চারটা স্টেপ কী কী?
প্রার্থী : ফ্রিজটা খুলুন, হাতিটা বের করুন, হরিণটা ঢোকান, এরপর ফ্রিজের দরজা বন্ধ করে দিন।
প্রশ্নকর্তা : বনে সিংহের আজকে জন্মদিন। সবাই এসেছে শুধু একজন ছাড়া। কে আসেনি এবং কেন?
প্রার্থী : হরিণ আসেনি। কারণ সে ফ্রিজে।
প্রশ্নকর্তা : এক বৃদ্ধা কুমিরভর্তি একটা খাল পার হলো কোনো ক্ষতি ছাড়াই, কীভাবে?
প্রার্থী : কারণ সব কুমির সিংহের জন্মদিনে গিয়েছে।
প্রশ্নকর্তা : শেষ প্রশ্ন, তারপরও বৃদ্ধা মারা গেলেন, কেন?
প্রার্থী : আমার মনে হয়, তিনি খালের পানিতে ডুবে গিয়েছিলেন?
প্রশ্নকর্তা : না, প্লেন থেকে যে ইটটা পড়ে গিয়েছিল, সেটা তার মাথায় পড়েছিল।
 
বাবুর্চি রান্না করছিল। গৃহকর্ত্রী ধমকে উঠলেন-
গৃহকর্ত্রী : এ কী, তুমি না ধুয়েই মাছ রান্না করছ!
বাবুর্চি : মাছ তো সারাজীবন জলেই ছিল মেমসাহেব। ওটা আবার ধোয়ার কী দরকার।
 

Users who are viewing this thread

Back
Top