What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

একদম ফালতু কিছু জোকস (2 Viewers)

বাবা রাতের বেলা FTV তে ফ্যাশন শো দেখছিলো। হঠাৎ ছেলে এসে রুমে ঢুকলো-
বাবা : বেচারা গরিব মেয়েরা, কাপড়-চোপড় কেনার পয়সা নাই!

ছেলে : এর চেয়েও গরিব ছেলে আছে। আপুর রুমে ভিক্ষা করতে এসেছে।
 
Baba rater bela FTV te fashion show dekhche, hotath chele room e ase dhuklo-
Baba : Bechara gorib meyera, kapor-chopor kenar taka nai!
Chele : Er cheyeo gorib chele ache, apur room e vikka korte asche.
 
এক ছেলেকে তার মা বলছেন-
মা : খারাপ ছেলেদের সাথে মিশবি না।
ছেলে : ঠিক আছে মা।

এরপর থেকে ছেলেটি আর ছেলেদের সাথে মেশে না। কেননা সে তার মায়ের কথা রাখছে।

কিছুদিন পর তার মা দেখলেন, এখন তার অনেকগুলো গার্লফ্রেন্ড।
 
হাবলু : বাবা, এক ভদ্রলোক নতুন একটা সুইমিং পুল তৈরি করার জন্য চাঁদা চাইছেন।
বাবা : ওকে এক মগ পানি দিয়ে বিদায় করে দে।
 
ছেলে : বাবা তুমি অন্ধকারে লিখতে পারো?
বাবা : পারি। কি লিখতে হবে?
ছেলে : বেশি কিছু না বাবা। শুধু আমার রিপোর্ট কার্ডে একটি স্বাক্ষর দিলেই হবে।
 
টিটু তার বাবাকে বললো, বাবা ওই বাড়ির সুমনের আজ না বিয়ে?

বাবা: তাতে তোর কী?

টিটু: না মানে ইয়ে!

বাবা: (উচ্চস্বরে) ইয়ে কী?

টিটু: না মানে, সুমন তো আমার চেয়ে দুই বছরের ছোট!
 
বাবা: খোকা, তুমি কাকে বেশি ভালোবাসো? বাবাকে না মাকে?
খোকা : দুজনকেই।
বাবা : উহু। যেকোনো একজনের কথা বলতে হবে।
খোকা : না। আমি দুজনকেই ভালোবাসি।
বাবা : আচ্ছা ধরো, তোমার মা গেল প্যারিসে, আর আমি যুক্তরাষ্ট্রে। তুমি কার সঙ্গে যাবে?
খোকা : মায়ের সঙ্গে।
বাবা : তার মানে তুমি মাকে বেশি ভালোবাসো?
খোকা : না। প্যারিস যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি সুন্দর।
বাবা : ঠিক আছে। ধরো, আমি গেলাম প্যারিসে আর তোমার মা গেল যুক্তরাষ্ট্রে।
খোকা : তাহলে আমি যুক্তরাষ্ট্রে যাব।
বাবা : এবার প্যারিসে যাবে না কেন?
খোকা: প্যারিস তো একবার মায়ের সঙ্গে ঘুরলাম, আবার তোমার সঙ্গে যাব কেন?
 
বরাবর
আব্বাজান
বিষয়: শীত আগমনের কারণে উষ্ণ করার জন্য একটা বউ আবশ্যক

আব্বা,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার হোটেলের এক নিয়মিত এবং আজীবন বাকির খাতায় উল্লেখ্য কাস্টমার মানে আপনার পুত্র। আমি বিগত কয়েক বছর যাবত আপনার হোটেলে নিয়মিত বাকি খেয়ে যাচ্ছি, ইনশাআল্লাহ সামনেও খাব। এদিকে আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমার রয়েছে একটি বিশাল খাট। এই বিশাল খাটে আবার বিলাতি কম্বল। কিন্তু আমি সিঙ্গেল মানুষ, এত বিশাল খাট আর কম্বল দিয়া কী করবো? শুধু শুধু অপব্যবহার হচ্ছে।

সুতরাং আব্বাজানের নিকট আমার আকুল আবেদন এই যে, আমি যাতে এই খাট এবং কম্বল যথাযথভাবে ব্যবহার করতে পারি, সেই ব্যবস্থা করবেন। একখান বউ নিয়া আসার চিন্তা করবেন।

নিবেদক
আপনার ছেলে।
 
বাচ্চা ছেলে তার বাবাকে জিজ্ঞেস করল-
ছেলে : বাবা, বিয়ে জিনিসটি আসলে কী?
বাবা : আমার সামনে থেকে এই মুহূর্তে দূর হ!

বাবার ধমক খেয়ে ছেলে দূরে সরে গেল। এবার বাবা ফের বললেন-
বাবা : তুমি আমার সামনে আসছ না কেন?
ছেলে : বাবা আমি কী দোষ করলাম? তুমিই তো…
বাবা : ঠিক! বিবাহিত জীবন বিষয়টা হচ্ছে ঠিক এমনি। তুই বড় হলে বুঝবি বাবা, এখন খেলায় মন দে!
 
একদিন ছেলে বসে পড়ছিল তখন বাবা ছেলের পাশে বসল-
বাবা : তুই সারাদিন এমন চুপচাপ থাকিস কেন?
ছেলে : কেন বাবা আমি তো কথা বলি।
বাবা : তোকে অযথা এত বকাঝকা করি অথচ কিছু বলিস না। প্রতিবাদ করিস না।
ছেলে : কেন বাবা, আমি তো প্রতিবাদ করি।
বাবা : কই করিস? আমি যে দেখি না।
ছেলে : কেন বাবা, তুমি বকা দিলে আমি টয়লেটে যাই।
বাবা : টয়লেটে গেলে কি রাগ কমে? টয়লেটে গিয়ে কি করিস?
ছেলে : টয়লেট পরিষ্কার করি।
বাবা : টয়লেট পরিষ্কার করলে কি রাগ কমে?
ছেলে : কেন আমি তোমার দাঁত পরিষ্কার করার ব্রাশ দিয়ে টয়লেট পরিষ্কার করি।
 

Users who are viewing this thread

Back
Top