What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

একদম ফালতু কিছু জোকস (7 Viewers)

পিংকি: আমি আমাদের এই প্রতিদিনের ঝগড়ায় খুবই বিরক্ত। আমাদের মধ্যে এখন বোঝাপড়ার বড় অভাব। তাই আমার মতে আমাদের ব্রেকআপ হয়ে যাওয়া উচিত।

বল্টু: ঠিক আছে। প্রথমে চকোলেট খাও।

পিংকি: ওয়াও! তুমি আমায় চকোলেট দিলে, তার মানে তুমি আমাদের সম্পর্কটা চালাতে চাও?

বল্টু : আরে না। আম্মু বলেছে কোনো শুভ কাজ করার আগে মিষ্টি মুখ করতে!
 
জিন্স প্যান্ট ব্যবসায়ী ফখরুল সকালবেলা থানায় হাজির!
ডিউটি অফিসার: সকাল সকাল থানায় কেন আসছেন?
ফখরুল: আমার বউয়ের বিরুদ্ধে সেপারেশন কেস দেব। গত ৫ বছর ধরে বউয়ের সাথে আমার কোন কথা হয় না।
ডিউটি অফিসার: বাচ্চা-কাচ্চা ক’টা?
ফখরুল: ২টা ছেলে! বড় ছেলে ৪ বছর আর ছোটটা ২ বছর!
ডিউটি অফিসার: কী বলেন! একটু আগেই বললেন ৫ বছর ধরে কথা হয় না! তাহলে কিভাবে কী ভাই?
ফখরুল: কী যে বলেন স্যার! বাচ্চা হওয়ার জন্য কি কথা বলতে হয় না-কি!
 
জামান ভাই ভালো মানুষ! তিনি প্রাইভেটকার নিজে চালিয়ে অফিসে যাচ্ছিলেন। হঠাৎ রাস্তার পাশে চোখ গেল! এক নারী রাস্তায় অচেতনভাবে পড়ে আছে। পরোপকারী জামান সেখানে গাড়ি থামালেন। পথচারীরা মহিলাকে ধরে তার গাড়িতে তুলে দিল!

জামান মহিলাকে নিয়ে একটি ক্লিনিকে গেলেন। ডাক্তারের পরামর্শে ওষুধ এনে দিলেন। এক ব্যাগ ব্লাডও দিলেন। মহিলার সুস্থতা কামনা করে কেবিনের সামনে পায়চারী করছিলেন। এমন সময় ডাক্তার এসে হাসি দিয়ে বলল, ‘সুসংবাদ! আপনি বাবা হয়েছেন।’ জামান টাস্কি খেয়ে বললেন, ‘আমি ওই মহিলাকে চিনি না।’

অনেক ঝামেলার পর মামলা হলো! অনেক তদন্তের পর জামান সাহেবের ডিএনএ করা হলো। ডিএনএ টেস্টের পর জানা গেল, জামানের বাবা হওয়ার মত হরমোন ছিল না, আর এখনো নেই।

বহু ঝামেলার পর জামান মুক্তি পেলেন। হাফ ছেড়ে বেঁচে আদালতের বাইরে এসে গাড়িতে উঠেই মহা টেনশনে পরলেন। ঘরে যে তিনটা বাচ্চা, সেগুলো কিভাবে হলো? এটা তো মহা টেনশনের ব্যাপার।
 
ঝগড়ার পর বউ রাগ করে বাপের বাড়ি চলে গেছে। স্বামী রোজ কয়েকবার ফোন করে। কিন্তু স্ত্রীর বদলে শাশুড়ি ফোন ধরেন এবং বিরক্ত কণ্ঠে জানিয়ে দেন যে তার মেয়ে এমন ছেলের ঘর করবে না। আজও জামাই ফোন দিলো শ্বশুরবাড়িতে।

শাশুড়ি : কতোবার বলবো যে আমার মেয়ে তোমার সংসার আর করবে না! তারপরও বারবার ফোন করে বিরক্ত করছো কেন, বাবা?

জামাই : আপনার প্রথম কথাটা বারবার শুনতে খুউব ভালো লাগে, শান্তি পাই আম্মা। এজন্যই বারবার ফোন করি।
 
মন্টু : বাবা! বাবা! এটা কী করলে তুমি?
মন্টুর বাবা : কেন, হয়েছেটা কী?
মন্টু : আমার রেজাল্ট কার্ডে সই না দিয়ে টিপসই দিলে কেন?
মন্টুর বাপ : যে রেজাল্ট করেছিস, আমি চাই না স্কুলের কেউ জানুক এই বাড়িতে লেখাপড়া জানা কেউ থাকে!
 
শিক্ষকের প্রেমে পাগল এক ছাত্রী। কিন্তু শিক্ষক পাত্তা দেন না। একদিন মরিয়া ছাত্রী সরাসরি শিক্ষকের সামনে গিয়ে দাঁড়ালো-
ছাত্রী : স্যার, আপনি কি আমার চোখের ভাষা পড়তে পারেন না!
শিক্ষক : আরে রাখো তোমার চোখের ভাষা! গত পাঁচ বছর ধরে চেষ্টা করেও তোমার হাতের লেখা বুঝতে পারলাম না!
 
প্রেমিক : আমার মাঝে সবচেয়ে বেশি কোন জিনিসটা ভালোলাগে তোমার?
প্রেমিকা : সময়ের সঙ্গে সঙ্গে সব জিনিস বদলায় কিন্তু তুমি...!
প্রেমিক : বলো জান, আমি কী?
প্রেমিকা : তুমি বদলাওনি!
প্রেমিক : তোমাকে ভালোবাসার ক্ষেত্রে?
প্রেমিকা : না, পরিচয়ের প্রথমদিনও তুমি বেকার ছিলে, আজও বেকারই আছো!
 
দুই মাতালকে পুলিশ আটক করেছে-
পুলিশ: তোমার ঠিকানা বলো।
প্রথম মাতাল: আমার কোন নির্দিষ্ট ঠিকানা নাই।
পুলিশ: আর তোমার?
দ্বিতীয় মাতাল: আমি ওর উপরের ফ্ল্যাটের ঠিক উপরের ফ্ল্যাটটায় থাকি।
 
সিনেমা হল থেকে নাইট শো দেখে বাড়ি ফিরছে এক লোক। হঠাৎ দেখল, তার আগে একটা মাতাল টলতে টলতে যাচ্ছে। তার একটা পা ফুটপাতের উপরে, একটা পা রাস্তায়।

লোকটি এগিয়ে গিয়ে মাতালটাকে রাস্তায় নামিয়ে দিলো। মাতাল তখন সোজা হয়ে হাঁটতে হাঁটতে বলল, ‘আমি ভেবেছিলাম, আমি বুঝি খোঁড়া হয়ে গেছি।’
 
বল্টু এক চায়ের
দোকানে চা খাইতে ঢুকল, একটা রং চা খাইল।
যখন বিল দিতে গেল !
বল্টু : বিল কত হল?
.
দোকানদার: 6 টাকা।
.
বল্টু : কেন দুধ চা কত?
.
দোকানদার: 6 টাকা ।
বল্টু : কেন?
.
আমিতো
রং চা খাইলাম, তা হলে আমার 1
টাকার দুধ দিয়ে দিন।
.
দোকানদার: হাতের
তালুতে এক চামচ দুধ
দিল।
.
বল্টু জিহ্বা দিয়ে দুধ
খেয়ে মাটিতে গড়াগড়ি
শুরু করল এখন দোকানদার ভয়ে
অস্থির,,,
.
বল্টুর পকেটে 100
টাকা দিয়ে বললো ভাই তুই
হাসপাতালে যা ,
.
বল্টু উঠে দাঁড়িয়ে
বললো কেন?
.
দোকানদার: মনে হয় দুধ
খাওয়াতে তোমার সমস্যা হয়েছে।
বল্টু : আরে না ।
দোকানদার: তাহলে
গড়াগড়ি করছিলেন কেন?
.
বল্টু : আমি আগে চা
পরে দুধ খাইছিতো তাই মিক্সড
করছিলাম।
 

Users who are viewing this thread

Back
Top