What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আমার স্ত্রী শিখা by Rimpikhatun (1 Viewer)

Ochena_Manush

Master Member
Elite Leader
Joined
Aug 12, 2022
Threads
355
Messages
22,754
Credits
481,463
LittleRed Car
Automobile
Strawberry
Audio speakers
ভূমিকা-

অভিনন্দন ও নমস্কার বন্ধুগণ। আমি রিম্পি .....আবার হাজির আপনাদের সামনে সম্পূর্ণ নতুন একটা গল্প নিয়ে। প্রত্যেকবার আমি আপনাদের নতুন স্বাদের কাহিনী উপহার দেয়ার চেষ্টা করি।


কিন্তু এবারে যে কাহিনীটি লিখতে চলেছি সেটা বলাবাহুল্য একটু অন্যরকম। কাহিনীতে নায়ক-নায়িকার যে মানসিকতার পরিচয় দেয়া হয়েছে সেটা বলতে গেলে একটু অদ্ভুত রকমই। স্বাভাবিক মুডে বা রুচিতে ভাবতে গেলে তাদের এই ধরণের আচরণ সমাজের চোখে দোষী। কিন্তু যৌন ফ্যান্টাসির দিক দিয়ে ভাবতে গেলে খুবই স্বাভাবিক ও মসলাদার। এটি একটি কাকোল্ড গল্প।শুধু Cuckold বললে ভুল হবে। এটাকে আরো কয়েকটা ক্যাটাগরিতে ফেলা যায়। যেমন- BDSM, Gangbang, Forced Sex, Lower Class Fantasy ইত্যাদি। হ্যাঁ ....যাদের এই ধরণের গল্প পছন্দ নয় বা এলার্জি আছে তারা এই থ্রেড থেকে স্বচ্ছন্দে দূরে থাকতে পারেন। কিন্তু আপডেট পড়ার দয়া করে কোন বিরূপ মন্তব্য করে লেখিকার উৎসাহকে কে অবদমিত করে দেবেন না। সেক্ষেত্রে লেখা মাঝপথে বন্ধ হয়ে গেলে যাঁরা এই ধরণের কাহিনী ভীষণ পছন্দ করেন তারা বঞ্চনার শিকার হবেন।

যৌনজীবনে ফ্যান্টাসি থাকলে যৌনজীবনে একঘেয়েমি আসেনা এবং যৌনজীবন তথা সংসারে শান্তি আসে। কিন্তু সেই ফ্যান্টাসি হতে হবে স্বামী-স্ত্রী উভয়ের সম্মতিতে। একে ওপরের মতৈক্যের ভিত্তিতে নিজেদের যৌনজীবনে মসলা নিয়ে আসলে সেখানে সমাজের তো ক্ষতি হয় না। তাই এতে কোন সমস্যা নেই বলেই আমি মনে করি।
আর একটা কথা। আমার গল্প পরে যদি কারোর ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। রেপুও দিতে পারেন। উপযুক্ত কমেন্ট/রেপু পেলে লেখক/লেখিকাদের নতুন আপডেট লিখতে উৎসাহ হয়। আর এক একটা আপডেট লিখতে কত সময় ব্যয় আর পরিশ্রম করতে হয় সেটা ফোরামের সমস্ত লেখকগন বিলক্ষণ জানেন। সঙ্গে থাকবেন।


আপডেট- ০১

"রামলাল !"

আমার বজ্রকণ্ঠে ডাক শুনে কয়েক সেকেন্ডের মধ্যে হেড কনস্টেবল রামলাল আমার রুমে পরি কি মরি করে প্রবেশ করল।
"জি স্যার ...বলুন"
"এই কয়টা মার্ডার, কিডন্যাপ ফাইল তোমাকে দিয়েছি আজ দু'মাস হয়ে গেল। এখনো এর উপর কোন রিপোর্ট দিতে পারো নি। সো নেগলিজেন্সি !"
"স্যার ...আপ্রাণ চেষ্টা করেছি ...কিন্তু কোন ক্লু পাইনি। "
"তোমরা এখানকার পুরোনো লোক। সব কিছু তো তোমাদেরই নখদর্পনে হওয়া উচিত তাই না? আমি নয় তো সবে এক মাস এই থানায় জয়েন করেছি। এলাকা, লোকজন, অপরাধ, জুয়ার ঠেকের খবর আমার থেকে তোমরাই বেশি রাখ।"
"এটা ঠিক স্যার। কিন্তু ইকবাল শেখের বিরুদ্ধে কেউ মুখ খুলতে চায় না প্রাণের ভয়ে। সেই জন্য কোন সাক্ষ্যপ্রমান জোগাড় করতে হিমশিম খেয়ে যেতে হয়।"
"ওঃ ! এই ইকবালের কথা এই থানাতে আসা ইস্তক শুনে আসছি। ব্যাটাকে একবার হাতের মুঠোয় পেলে না দেখিয়ে দিতাম কত ধানে কত চাল !"
"আস্তে স্যার ! কেউ শুনে ফেলবে। এই থানাতেই ওর অনেক পোষ্য আছে। এর আগে অনেক বড় অফিসার এসেছেন। কিন্তু ইকবাল সাহেবের সঙ্গে কেউ টক্কর দিতে পারেন নি। এর কারণ ওঁর লোকবল। এ ছাড়া পার্টির নেতারাও ওর কাছ থেকে টাকা পান।"
"দেখো রামলাল। তুমি তো আমাকে এই কিছুদিনে অন্ততঃ বুঝতে পেরেছ। আমি টাকার কাছে কোনদিন মাথা নত করিনা। অন্যায়ের সঙ্গে কোনদিন আপোষ করিনি। আর করবোও না। আমি মোটামুটি মনস্থ করে ফেলেছি। ইকবালকে জব্দ করাটাই আমার এখন মূল লক্ষ্য। আচ্ছা তুমি যাও। আমি দেখছি ফাইলগুলোতে চোখ বুলিয়ে।"
রামলাল বেরিয়ে যেতে ফাইলগুলো খুলে একে একে দেখতে লাগলাম।
ইকবাল এই মফঃস্বল টাউনের এক বড় ডন। যাবতীয় কুকর্ম বুক ফুলিয়ে করে বেড়ায়। চোরাচালান, হেরোইন পাচার, রেড লাইট এলাকা (বেশ্যা পাড়া) পরিচালনা ইত্যাদি। কিন্তু আমি সবচেয়ে বেশি যে কেসগুলোর পেছনে লেগে আছি সেগুলো হল ইকবাল ও তার সাঙ্গপাঙ্গদের দ্বারা বেশ কয়েকটি নৃশংস ;., ও গুম-খুন। যেগুলোর বিরুদ্ধে ইচ্ছা করলে অনেক প্রতক্ষ্যদর্শী, সাক্ষ্যপ্রমান জোগাড় করাটা কোন ব্যাপারই নয়। কিন্তু মুশকিল হচ্ছে প্রবল পরাক্রমশালী ইকবালের বিরুদ্ধে সাক্ষ্য দেয়ার মত বুকের পাটা কারোরই নেই।
এতক্ষনে আপনারা নিশ্চয় আন্দাজ করতে পারছেন আমি পুলিশ ডিপার্টমেন্টের সঙ্গে সংযুক্ত। হ্যাঁ। ঠিকই আন্দাজ করেছেন। আমি প্রমোশন পেয়ে এই মফঃস্বল টাউনের অফিসার ইন চার্জ অর্থাৎ থানার ও.সি. হিসেবে যোগদান করেছি। আমার নাম রজত সেন। বয়স – ৩২ . আমি সবই সহ্য করতে পারি। কিন্তু অন্যায় ও দুর্বলের ওপর অন্যায়-অত্যাচার মানতে পারি না। আর কালো টাকা উপার্জনের শখও নেই। কাজেই ডন ইকবালের ব্যাপারে যখন প্রথম জানতে পারি তখনই তাকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দেবার মনস্থ করে নিই। কিন্তু মুশকিল হচ্ছে ইকবালের লোক সর্বত্র ছড়ানো। রামলালের কোথায় এই থানাতেও অনেকে নাকি ইকবালের কাছ থেকে মাসোহারা পায়। সেক্ষেত্রে তো ইকবালের টিকি পাওয়া খুবই সমস্যার ব্যাপার। আর তাকে কাস্টডিতে আনলেও উপযুক্ত সাক্ষ্যপ্রমাণের অভাবে বাধ্য হয়ে ছেড়ে দিতে হবে।
এইসব সাত-পাঁচ ভাবতে ভাবতেই শিখার ফোন আসে। দুপুরে এই সময়টা শিখা রোজ একবার করে ফোন করে। শিখা আমার স্ত্রী। আমার প্রিয়তমা। ফোন ধরতেই শিখার গলা, "ডার্লিং কখন বাড়ি আসবে? কালকের মত আজও দেরি করবে না তো? আমি কিন্তু ভীষণ বোর ফিল করছি।"
"আরে জানেমন, আমি কি ইচ্ছা করে দেরি করি? বুঝতেই পারছ তো থানায় কত রকম চাপ। ইচ্ছে হলেও তাড়াতাড়ি বাড়ি ফেরা যায়না। নাহলে, তোমার মত কিউট ওয়াইফ কে ছেড়ে কে থাকতে চায়?"
"অ্যাই ! তোষামোদ করবে না বলে দিচ্ছি ! তুমি মিথ্যা কথা বলে শুধু আপাতে পারো বুঝেছো? আমি তোমায় বিশ্বাস করিনা।"
"সোনা এই ভাবে বলছ কেন? তোমার কি মনে হয় আমি তোমায় মিথ্যা বলি ? পৃথিবীতে যদি কাউকে সবচেয়ে ভালোবাসি সে হলে তুমি। বুঝলে?"
"ওকে ...মানলাম। বাট ...কখন আসছো বলো ? তোমার জন্য স্পেশাল আইটেম বানিয়েছি একটা।"
এইটা শিখার একটা অন্যতম বৈশিষ্ট্য। এক এক দিন এক একটা স্পেশাল পদ রান্না করে রাখে সে। সম্ভবত গুগল দেখে সে এগুলো আবিষ্কার করে আর আমাকে সারপ্রাইজ দেবার চেষ্টা করে।
"ওকে জানেমন, চেষ্টা করব। দেখি, আজকে বিশেষ একটা কাজের চাপও নেই । মনে হচ্ছে, সন্ধ্যার মধ্যেই পৌঁছতে পারব।"
"ওকে ..দেন বাই ...." বলে ফোনের মধ্যেই দুটো চুমু খেয়ে শিখা ফোনটা কেটে দেয়।
সেদিন সত্যিই কেসের খুব একটা চাপ ছিলনা। তাই এস.পি. সাহেবকে ফোন করে পারমিশন নিয়ে এবং জুনিয়রকে কাজ বুঝিয়ে দিয়ে বাড়ির পথে রওনা দিলাম।
থানা থেকে বাড়ি ৩০ মিনিটের পথ। অফিসের গাড়িই আমাকে বাড়ি থেকে ড্রপ, পিক আপ করে। ফ্যামিলির জন্য ডিপার্টমেন্টের কোয়াটার পেয়েছিলাম। কিন্তু শিখার পুলিশ কোয়াটার অপছন্দ। সে চায় সাধারণ মানুষের সঙ্গে মিশে থাকতে। অর্থাৎ একঘেয়েমিতা ওর বিশেষ পছন্দ নয়। তাই ওর ইচ্ছেমত খুব সুন্দর দেখে একটা বাড়ি ভাড়া করেছি। দুটো রুমের সম্পূর্ণ মারবেলাইজেড ফ্লোর। একদম বাংলো টাইপের সেপারেট বাড়ি। ভাড়াও সেইরকম হাই। বাট ...সেটা কোন ব্যাপার নয়। আমার প্রিয়তমা স্ত্রী শিখার সুখ, আনন্দের জন্য আমি সবকিছু করতে রাজি আছি। আমার নিজস্ব পার্সোনাল গাড়িও আছে। কিন্তু থানা থেকে যেহেতু গাড়ি প্রোভাইড করা হয় তাই নিজস্ব গাড়ি খুব একটা ব্যবহার করিনা। অবশ্য শিখাকে নিয়ে ঘুরতে বেরোলে আলাদা কথা। তখন পার্সোনাল গাড়িতে নিজে ড্রাইভ করে আমার লাভিং ওয়াইফকে নিয়ে বেড়াতে বেরোই।
গাড়ি আমাকে বাসায় পৌঁছে দিয়ে বিদায় নিল।
মেন্ গেট খুলে বন্ধ করে এগোতেই শিখা বাড়ির দরজা খুলল। কিন্তু ঘরে হাই পাওয়ারের আলো জ্বলছে না। এর মানে আমি জানি। আমাকে ইমপ্রেস করবার জন্য শিখা নিশ্চয় এমন কোন উত্তেজক পোশাক পড়েছে যে ঘরে আলো জ্বললে রাস্তার অন্য কোন তৃতীয় ব্যক্তির দৃষ্টিগোচর হবে। আলো-আঁধারিতে শিখাকে চোখে পড়ল। সে দরজাতেই দাঁড়িয়ে আছে। আমি ঘরে ঢুকতেই সে দরজাটা আগে বন্ধ করে আমাকে জড়িয়ে ধরল।
 

Users who are viewing this thread

Back
Top