What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Self-Made বাংলার জমিদার বাড়ি সমগ্র (1 Viewer)

০০১ : আহসান মঞ্জিল

S60NYX1h.jpg


GPS coordinates : 23°42'30.8"N 90°24'21.8"E
ছবি তোলার স্থান : পুরনো ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ৩০/০৯/২০১২ ইং
খুবই সুন্দর একটা দৃশ্য
 
০২৪ : সত্য বাবুর জমিদার বাড়ি

yDZ15O2h.jpg

মানিকগঞ্জের নালোরা পাড়ার শত বছরের পুরনো কলোনিয়াল আবাসিক এলাকা পার হয়ে সামান্য পশ্চিমে এগিয়ে গেলে হাতের বামে দেখা মেলে "জ্ঞান কুটীর" নামের একটি এক তলা বাড়ির।

জ্ঞান কুটীরের পাশেই ভিক্টোরিয়ান কায়দার একটি দোতলা ভবন আছে। এটি সত্য বাবুর জমিদার বাড়ি নামে পরিচিত। সত্য বাবুর পুরো নাম সত্যেন্দ্র নাথ চৌধুরী। সত্যেন্দ্র নাথ চৌধুরীর বাবা বিশ্বনাথ চৌধুরী এই বাড়ির নির্মাতা। বিশ্বনাথ চৌধুরীর ছোট ছেলে এই সত্যেন্দ্র নাথ চৌধুরী।

বাড়িটার সামনে একটি ছোট পুকুর এবং মন্দির আছে। ঠিক পাশেই রয়েছে সত্যেন্দ্র নাথ চৌধুরীর সমাধিসৌধ।

ছবি তোলার স্থান : নালোরা, বেতিলা মানিকগঞ্জ, বাংলাদেশ।
b]GPS coordinates :[/b] 23°50'10.9"N 90°01'32.0"E
ছবি তোলার তারিখ : ২৫/১১/২০১৬ ইং
 
০২৫ : রমেশ সেনের বাড়ি

HpRSwCrh.jpg


মানিকগঞ্জের নালোরা পাড়ার শত বছরের পুরনো কলোনিয়াল আবাসিক এলাকা পার হয়ে সামান্য পশ্চিমে এগিয়ে গেলে হাতের বামে দেখা মেলে "জ্ঞান কুটীর" নামের একটি একতলা বাড়ির। জ্ঞান কুটীর পার হয়ে সামান্য পশ্চিমে এগুলে হাতের বাম দিকে রাস্তা থেকে সামান্য ভিতরে আরেকটি ভবন আছে। ভবনটি মূল সড়ক থেকে সামান্য ভিতরে পরেগেছে বলে মূল সড়ক থেকে চোখে পরে না।

ভবনের ভিতরটা পুরো পাল্টে ফেললেও বাইরের একটা অংশ টিকে আছে। ছোট এই ভবনটি বড় একটা বাড়ির অংশ মাত্র।

এর মূল মালিক ছিল রমেশ সেন নামের এক ব্যাক্তি। বর্তমান মালিকের নাম মোহাম্মদ আলী চৌধুরী।

ছবি তোলার স্থান : নালোরা, বেতিলা, মানিকগঞ্জ, বাংলাদেশ।
GPS coordinates : 23°50'10.1"N 90°01'29.7"E
ছবি তোলার তারিখ : ২৫/১১/২০১৬ ইং
 
০২৬ : রাজেন্দ্র বাবুর বাড়ি

oZ4KIr1h.jpg


কেউ কেউ জমিদার বাড়ি বলে। বাড়ির পাশেই একটি প্রাচিন মহাদেব মন্দির আছে। বাড়িটিতে লোকজন বসবাস করে।
বাড়িটি সম্পর্কে কোনো তথ্যই আমার জানা নেই।

ছবি তোলার স্থান : ইছাপুরা, সিরাজদিখান, মুন্সীগঞ্জ, বাংলাদেশ।
GPS coordinate : 23°33'11.9"N 90°22'59.4"E
ছবি তোলার তারিখ : ১৯/০৫/২০১৭ ইং
 
০২৭ : বুদ্ধদেব বসুদের পারিবারিক আদি বাড়ি

WMO8JLmh.jpg

সপ্তদশ শতকে মগ ও পর্তুগিজ জলদস্যুদের অত্যাচার থেকে রক্ষার জন্য ১৬৬৪ সালে সম্রাট আওরঙ্গজেব সেনাধ্যক্ষ শায়েস্তা খানকে বাংলার সুবেদার নিযুক্ত করেন। শায়েস্তা খান সুবেদার নিযুক্ত হওয়ার পরপরই ৫৫টি পরগণা নিয়ে গঠিত নাওয়ারা মহালের কানুনগো নিযুক্ত করেন দেবীদাস বসু ঠাকুরকে। দেবীদাস বসু ঠাকুর মূলত মালখানগরের গোড়াপত্তনকারী। দেবীদাস বসু ঠাকুর ধলেশ্বরী নদীর দু’মাইল দক্ষিণে নাওয়ারা মহালের কাচারি বাড়ি নির্মাণ করেন। কাচারি বাড়িটি স্থানীয়দের কাছে “মালখানা” নামে পরিচিত ছিল। “মালখানা” হতে এ গ্রামের নাম হয় “মালখানা নগর”। সময়ের পরিক্রমায় স্থানীয় মানুষদের মুখে মুখে এটি “মালখানগর” হিসেবে পরিচিত হয়ে ওঠে। তবে অতীত দলিলপত্রে আঠারশো শতকে এ গ্রামের নাম “বসুরনগর” নামেও দেখা যায়।

১৯৪৭ সালে দেশ ভাগের পূর্বে গোটা মালখানগরে ১৬ টি বসু পরিবারের অস্তিত্ব পাওয়া যায়। মালখানগরে বসুদের এ বাড়িগুলো বিভিন্ন নামে পরিচিত ছিল। যেমন -নাজির বাড়ি, উত্তরের বাড়ি, কিশোরী মোহন বসু ঠাকুরের বাড়ি, অশ্বিনী কুমার বসু ঠাকুরের বাড়ি, রামমনি বসু ঠাকুরের বাড়ি, পুবের বাড়ি, ছোট বাড়ি, মধ্যের বাড়ি, বড় বাড়ি, দক্ষিণের বাড়ি, নয়া বাড়ি, গিরিশচন্দ্র/ রজনীনাথ বসু ঠাকুরের বাড়ি, কালীকিশোর বসু ঠাকুরের বাড়ি, দারোগা বাড়ি।

অতিবৃদ্ধ রামরাজা বসু ঠাকুরের ছিল তিন ছেলে - মহেশচন্দ্র বসু ঠাকুর, ভারত চন্দ্র বসু ঠাকুর ও ঈশ্বরচন্দ্র বসু ঠাকুর। ভারতচন্দ্র বসু ঠাকুরের একমাত্র ছেলে ছিল শরত্চন্দ্র বসু ঠাকুর। শরত্চন্দ্র বসু ঠাকুরের দুই সন্তান ছিল - বঙ্কিমচন্দ্র বসু ঠাকুর ও ভূদেবচন্দ্র বসু ঠাকুর। ভূদেবচন্দ্র বসু ঠাকুরের ঘরে জন্মনেন বুদ্ধদেব বসু। বুদ্ধদেব তাঁর বংশীয় পদবি থেকে “ঠাকুর” ছেঁটে ফেলেন।

ছবি তোলার স্থান : মালখানগর, সিরাজদিখান, মুন্সীগঞ্জ, বাংলাদেশ।
GPS coordinates : 23°33'07.6"N 90°25'31.9"E
ছবি তোলার তারিখ : ১৯/০৫/২০১৭ ইং
 
অসংখ্য ধন্যবাদ এমন একটি থ্রেড এর জন্য।

২৬ এবং ২৭ ন: পোস্ট দুটি পুনরাবৃত্তি হয়েছে। এছাড়া সমস্ত ফটো এবং তথ্যের জন্য এটি একটি দূর্লভ এবং অসামান্য প্রচেষ্টা!
 
অসংখ্য ধন্যবাদ এমন একটি থ্রেড এর জন্য।

২৬ এবং ২৭ ন: পোস্ট দুটি পুনরাবৃত্তি হয়েছে। এছাড়া সমস্ত ফটো এবং তথ্যের জন্য এটি একটি দূর্লভ এবং অসামান্য প্রচেষ্টা!
এখন ঠিক আছে মামা।
এমন আর শত শত ছড়িয়ে ছিটিয়ে আছে। দেখি কয়টা তুলে আনা যায়।
 

Users who are viewing this thread

Back
Top