মেঘের বাড়ি যাবো
লামিয়া আক্তার
আমি উদাস কোনো পথিক
হেঁটে চলেছি নীলিমার বিশালতায়-
খুঁজে চলেছি সেই অমোঘ নির্মলতা!
আমার অপেক্ষারা ক্লান্ত হয়ে ফিরে আসে,
ইচ্ছেগুলো তৎক্ষনাৎ ছুটে যায় আদি দিগন্ত পথে,
নির্মলতার খোঁজ কি আমি পাবো আদৌ অবশেষে?
আমি ক্লান্ত কোনো এক পথিক
আমার পথের নাইকো কোনো শেষ।
আমি...