What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Other বাংলা ব্যান্ড গানের লিরিক্স কালেকশন (1 Viewer)

ভালবাসা মেঘ
শিল্পীঃ তুহীন
অ্যালবামঃ বন্ধ জানালা
সুরকারঃ জিয়া
গীতিকারঃ জিয়া/কাঠুরিয়া
বছরঃ ২০০৯

মেঘ ঝড়ে ঝড়ে বৃষ্টি নামে,
বৃষ্টির নাম জল হয়ে যায়
জল উড়ে উড়ে আকাশের গায়ে
ভালবাসা নিয়ে বৃষ্টি সাজায়
ইচ্ছে গুলো ভবঘুরে হয়ে, চেনা অচেনা হিসেব মেলায়
ভালবাসা তাই ভিজে একাকার, ভেজা মন থাকে রোদের আশায়
ইচ্ছে হলে ভালবাসিস, না হয় থাকিস
যেমন থাকে স্নিগ্ধ গাংচিল।
চুপি চুপি রোদ, উঁচু নীচু মেঘ, সারি সারি গাড়ি
দূরে দূরে বাড়ি……
নিভু নিভু আলো, চুপ চাপ সব কনকনে শীত
ছম ছমে ভয়……
সংলাপ সব পড়ে থাক, বৃষ্টিতে মন ভিজে যাক
ভালবাসা মেঘ হয়ে যাক।
ঘুরে ঘুরে যদি, দূরে দূরে তবু মেঘে মেঘে থাক ভালবাসা
ইচ্ছে হলে ভালবাসিস, না হয় থাকিস
যেমন থাকে স্নিগ্ধ গাংচিল।
মেঘ ঝড়ে ঝড়ে …… জল উড়ে উড়ে …..
ভালবাসা তাই …… ভেজা মন থাক …..
ঝিরি ঝিরি হাওয়া কৃষ্ণচূড়ায়, লাল লাল ফুলে,
ছুটে ছুটে চলা ……
আধো আলো ছায়া, গুণ গুণ গাওয়া
পুরনো দিনের গল্প বলা ……
সংলাপ সব পড়ে থাকে, বৃষ্টিতে মন ভিজে যাক
ভালবাসা মেঘ হয়ে থাক।
ঘরে ফেরা পথে, নিরবে নিভৃতে মেঘে মেঘে থাক ভালবাসা
ইচ্ছে হলে ভালবাসিস, না হয় থাকিস

যেমন থাকে স্নিগ্ধ গাংচিল।
 
ভাল লাগে জোৎস্না রাতে
শিল্পীঃ রেনেসাঁ

ভাল লাগে জোৎস্না রাতে
মেঘ হয়ে আকাশে ভাসতে
ধানের শীষে বাতাস হয়ে
কৃষানীর মন ছুয়ে যেতে
ভাল লাগে রোদ হয়ে
ঐ পাখির ডানা ছুয়ে খেলতে।।

আমার জানালায় উদাস দুপুর
কবিতার বই খুলে দেখছি
গায়ের সে পথে জামের মুকুল
পরে আছে পাকা লাল বটফল।

এক গরুর গাড়ি সেই যে পথে
ক্লান্তির ছাপ রেখে চলছে।।

সেগুন কাঠের ঐ দরজা ভেঙ্গে
বিকালে রোদ এসে থামলে
আমার কবিতা শুক-সারী হয়ে
মগ্ন চেতনার শীষ দেয়।

আমি পিয়ানোতে হাত রেখে

ভাল লাগা সব ধরে রাখছি।।
 
শোনো ও বকুল
শিল্পীঃ ডিজিটাল
গীতিকারঃ রবীন্দ্র জৈন

শোনো ও বকুল
মল্লিকা হাসনু-হেনা
শোনো শোনো
তোমরা সবাই শোনো
মালতী আমার প্রিয় ফুল

কালো ভ্রমর হয়ে
তাকে ভালোবেসে আমি
করেছি কি কোন ভুল

জানি না কি চোখে আমায় দেখে সে
কালো বরন সে কি ভালোবাসে
প্রেমেরই অনুরাগে
দোলে কি তার মন দোদুল
শোনো ও বকুল
মল্লিকা হাসনু-হেনা

জানি না তার রূপে এমন কি আছে
দু’চোখ বরন হলো মধু সাঁঝে
করেছে বশীকরন
না দেখে হই যে আকুল

শোনো ও বকুল
মল্লিকা হাসনু-হেনা
শোনো শোনো
তোমরা সবাই শোনো

মালতী আমার প্রিয় ফুল
 
শেষ দেখা
শিল্পীঃ আইয়ূব বাচ্চু
অ্যালবামঃ শেষ দেখা
সুরকারঃ প্রিন্স মাহমুদ

যে তুমি কথা রাখ নি
কি লাভ এতদিন পর এই আমার কাছে এসে
ভুল ভেঙে অবশেষে
আমি তো আজ শুধু আমার
বুকে ব্যথার নিয়ে পাহাড়
আমার সমাধীর পর আমি চাই নাতোমার উপহার
নিষ্প্রাণ দেহের কাছে তুমি রেখো না তোমার অধিকার।

ছিঁড়ে গেছে গীটারের তার বাজবে না সুর তাতে আর
বুঝেও কি বোঝ নি
নতুন প্রণয় মিছিলে তুমি সেদিন হেসেছো
মনে আছে ভুলি নি
সে কথা আজ মনে করে ব্যথা পেতে চাই না আর
আমি তো আজ শুধু আমার বুকে ব্যথার নিয়ে পাহাড়।

জীবনের যোগ বিয়োগে অনেক কিছুই হারিয়ে
কি পেয়েছি জানি না
মেলাতে হিসাব গিয়ে তার ব্যর্থ হয়েছি বারেবার
কিছুতে যা পারি না

যে ক্ষতি হায় করে গেছো ক্ষত বুকে রয়েছে তার।
 
মা
শিল্পীঃ ম্যালেঞ্জ
গীতিকারঃ সেইন্ট আখুঞ্জি
বছরঃ ২০০৮

ঘুম পাড়ানিয়া গান আর কেউ গায় না
আর কোন মুখে তার ছায়া দেখা যায় না
তার কোলে লুকনো আদর কোথাও পাবো না
চোখ বুজলেই দেখি তাকে
সে তো আমার মা
মা আমার মা।

কোন জগতে দেখলে তোমায়
ভুলে যাই ভুলে যাই সব যাতনা
মা আমার মা।

দূর দেশেতে ডুবে থাকি কত ব্যস্ততায়
তবু মন পড়ে থাকে তোমার মমতায়
তুমি ভাব পাগল আমি খোজ রাখি না
শুধু জেনে নিও প্রতিক্ষণ তোমায় খুজি মা
মা আমার মা।

কোন জগতে দেখলে তোমায়
ভুলে যাই ভুলে যাই সব যাতনা
মা আমার মা।

একা ঘরে বসে ভাবি মায়ের হাসি
তবু মন ভাবে নাকি হয় অভিলাষি
কেউ জানে না কাঁদি একা কেউ বোঝে না
এই গানে সব ভালবাসা তোমায় দিলাম মা

মা আমার মা।
কোন জগতে দেখলে তোমায়
ভুলে যাই ভুলে যাই সব যাতনা

মা আমার মা।
 
কে বাঁশী বাজায় রে
শিল্পীঃ হ্যাপী আখন্দ
সুরকারঃ হ্যাপী আখন্দ
গীতিকারঃ হ্যাপী আখন্দ
বছরঃ ১৯৮০

আমার প্রান যে মানে না
কিছুই ভালো লাগে না

কে বাঁশী বাজায় রে
মন কেন নাচায় রে
আমার প্রান যে মানে না
কিছুই ভালো লাগে না।

ঐ বাঁশী কি বিষের বাঁশী
তবু কেন ভালোবাসি
লগ্ন ভোরে আড়াল থেকে
দেখেছি পোড়া হাসি।

সে যে হৃদয় কখন করলো হরণ
কিছুই জানি না।।

নাম ধরে সে ডাকে না যে
তবু কেন মরি লাজে
মন যেন আজ একা একা
বসে না কোন কাজে।

সে যে চুপিসারে আমায় কেন

দেখেও দেখে না।।
 
কেমন করে হায় বলবো তোমাকে
শিল্পীঃ ফিডব্যাক
অ্যালবামঃ উল্লাস
গীতিকারঃ আক্তার ফিরোজ

কেমন করে হায় বলবো তোমাকে
বন্ধু আমি তোমায় ভালোবাসি।।

এখন করি কি উপায়
এই মন রাখা যে দায়।

রঙ্গিন নেশার এই মনে রঙ লেগেছে
তাই চোখে চোখে বলছি ইশারায়।

সুনীল আকাশ এই প্রানে বান ডেকেছে

তাই মেঘে মেঘে ঘুরছি অজানায়।
 
অবাক ভালবাসা
শিল্পীঃ ওয়ারফেজ
অ্যালবামঃ অবাক ভালবাসা
বছরঃ ১৯৯৪

সব আলো নিভে যাক আঁধারে
শুধু জেগে থাক ঐ দূরের তারা রা
সব শব্দ থেমে যাক নিস্তব্ধতায়
শুধু জেগে থাক এই সাগর আমার পাশে
আহা হা হা আহা হা…………….।।
সব বেদনা মুছে যাক স্থিরতায়
হৃদয় ভরে যাক সহজ অবাক দৃষ্টিতে
থমকে দাঁড়িয়েছে মহাকাল এখানে
আহা হা হা আহা হা…………….।।
শুভ্র বালির সৈকতে এলোমেলো বাতাসে গীটার হাতে
নিস্তব্ধতা চৌচির উম্মাদ ঝংকারে কাঁদি
অবাক সুখের কান্না যেন চুনি হীরা পান্না
সাগরের বুকে আল্পনা এঁকে দিয়ে যায়
অবাক ভালোবাসায়……..
অবাক ভালোবাসায়……..।।
সব আলো নিভে যাক আঁধারে
শুধু জেগে থাক ঐ দূরের তারা রা
সব শব্দ থেমে যাক নিস্তব্ধতায়
শুধু জেগে থাক এই সাগর আমার পাশে
আহা হা হা আহা হা…………….।।
সব কষ্ট বয়ে যাক সুখের ঝড়
হৃদয় ভরে যাক সহজ মিল স্বপনে
হৃদয় গভীরে অবাক দৃষ্টিতে
থমকে দাঁড়িয়েছে মহাকাল এখানে
আহা হা হা আহা হা…………….।।
শুভ্র বালির সৈকতে এলোমেলো বাতাসে গীটার হাতে
নিস্তব্ধতা চৌচির উম্মাদ ঝংকারে কাঁদি
অবাক সুখের কান্না যেন চুনি হীরা পান্না
সাগরের বুকে আল্পনা এঁকে দিয়ে যায়
অবাক ভালোবাসায়……..

অবাক ভালোবাসায়……..।।
 
অনন্যা
শিল্পীঃ জেমস
অ্যালবামঃ অনন্যা

ভেবে ভেবে তোমার কথা উদাস হয়ে যাই
একা নির্জনে স্বপ্নের সংসারে খুঁজি তোমায়
কতদিন কতরাত্রি গিয়েছে পেরিয়ে
কভু আনমনে ছুঁয়ে তুমি লাজুক দৃষ্টি নিয়ে

অনন্যা অনন্যা তুমি আমার ভালবাসা।

নির্ঘুম প্রহর তোমার পানে পার
প্রেমের বিষাদ সুখে আমি তুমি নয়
কতভাবে ভেবেছি বলব তোমাকে
পেয়েছি খুঁজে ভালবাসা আমি
অবুঝ তোমার চোখে

ও অনন্যা অনন্যা তুমি আমার ভালবাসা।

দিশেহারা আমি কি পাব
ছোঁয়া তোমার ভবঘুরে জীবনে
সুপ্রভাতে দুঃখের রাতে
আমারই থেকো বেহিসেবি জীবনে
তুমি যে আমার বুকের গভীরে
আমার রক্তের প্রতিটি অণুতে অণুতে
প্রতিটি কোষে অনুভবে আছ মিশে

অনন্যা অনন্যা তুমি আমার ভালবাসা।।
 
আচ্ছা কেন মানুষগুলো এমন হয়ে যায়
শিল্পীঃ রেনেসাঁ

আচ্ছা কেন মানুষগুলো এমন হয়ে যায়
চেনাজানা মুখগুলো সব কেমন হয়ে যায়
দিন বদলের খেলাতে
মন বদলের মেলাতে
মানুষগুলো দিনে দিনে
বদলে কেন যায়।।

সুখের দিনে ভালোবাসা দেয় যে কতজন
কাছে আসে ভালোবাসে দেয় যে ভরে মন
দিন বদলের খেলাতে
মন বদলের মেলাতে
মানুষগুলো দিনে দিনে
বদলে কেন যায়।।

দুঃখের দিনে কাছে এসে পথ ভুলে কি কেউ
একা ঘরে পড়েই রবে জানবে নাতো কেউ
দিন বদলের খেলাতে
মন বদলের মেলাতে
মানুষগুলো দিনে দিনে

বদলে কেন যায়।।
 

Users who are viewing this thread

Back
Top