What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Other বাংলা ব্যান্ড গানের লিরিক্স কালেকশন (2 Viewers)

এমন একটা সময় ছিলো
শিল্পীঃ আর্ক
অ্যালবামঃ ষ্টার
বছরঃ ১৯৯৩

এমন একটা সময় ছিলো
মায়াবী রাত নিঝুম ছিলো
তখন আকাশে ছিলো তারা
চাদের আলোর ফোয়ারা

তোমার হাতে হাত ছিলো
হৃদয়ে গুঞ্জন চলছিলো
নীরবে এই মন নিয়েছিলে
কেন তা ফিরিয়ে দিলে

চাঁদ আছে আকাশে
নীরবতা বাতাসে
সব কিছু আগের মত
শুধু তুমি নেই আমার সাথে

তোমার, আমার
পথ আজ চলে গেছে দুরে
কোথাও
সীমাহীন অজানায়।।

এমন একটা হৃদয় ছিলো
সুখগুলো বাস করছিলো
সুনিপুন অভিনয় করে তুমি
কেন আজ হারিয়ে গেলে

এই আমার পাশে তুমি ছিলে
মন ভরা ভালোবাসা নিয়ে
তখন হৃদয়ে দিয়ে সাড়া
কেন আজ অচেনা হলে

চাঁদ আছে আকাশে
নীরবতা বাতাসে
সব কিছু আগের মত
শুধু তুমি নেই আমার সাথে

তোমার, আমার
পথ আজ চলে গেছে দুরে
কোথাও

সীমাহীন অজানায়।।
 
দুঃখ কেন কররে মন
শিল্পীঃ ফিলিংস
অ্যালবামঃ ষ্টেশন রোড

দুঃখ কেন কররে মন
দুঃখ তোমার গোছবে না ও মন
দুঃখ যদি নাইবা পারে
সুখের কদর বুঝতে নারে

কাঁদতে কেন চাওরে ও মন
কান্না তোমার ফোরাবে না যখন
কাঁদতে গিয়ে হেসো এবার
সুখের লগন মিলবে না আর।।

কান্না নিয়ে জীবন শুরু
কান্না নিয়ে জীবন শেষ
মধ্যেখানে থাকনা শুধু

আনন্দ আর হাসির রেশ।
 
আবার দেখা হবে
শিল্পীঃ খালিদ
অ্যালবামঃ ক্ষমা
সুরকারঃ প্রিন্স মাহমুদ
গীতিকারঃ প্রিন্স মাহমুদ

বোঝাতে কি পেরেছি তোমাকে যে তা
বিরহে নিহিত সেই শোক বারতা
যখন আমি থাকব না তোমার কাছে
আমায় পাবে গীতিকবিতা মাঝে
যাবার বেলায় শুধু সান্তনা নয় কান্না
আবার দেখা হবে এখনি শেষ দেখা নয়
আবার কথা হবে এখনি শেষ কথা নয়

অশ্রু মুছে তুমি তাকাবে
মনকে আলোকিত করবে
তোমার অশ্রু আমায় দূর্বল করে দেয়।

হৃদয়ের না বলা কথা
সে আমার না লেখা বারতা

মেঘকে দূত করে পাঠাব কখনো তোমায়।
 
নীলাকাশ যতদূর দেখা যায়
শিল্পীঃ জেমস
অ্যালবামঃ জেল থেকে বলছি

নীলাকাশ যতদূর দেখা যায়
জীবনের এই আঙ্গিনায়
স্বপ্নগুলো এসে ধরা দেয়
ভুল যত করেছি এই জীবনে
কোনকিছু মিল হবেনা
এলোমেলো হয়ে গেছে যে সবই
পারিনা ভুলতে যে আমি
কঠিন সমাজের সে বাঁধন
স্বর্ণালী প্রতি প্রভাতে
বাঁধনের স্মৃতি এসে ধরা দেয়
জীবনের সবকিছু হতাশা
ভুলে যাও সমাজের যাতনা
কেন তুমি পারনি তা সইতে
তোমারই স্বপ্ন রয়ে যায়
রয়ে যায়…।
জীবনের সবকিছু হতাশা
ভুলে যাও সমাজের যাতনা
কেন তুমি পারনি তা সইতে
তোমারই স্বপ্ন রয়ে যায়
রয়ে যায়…।

আকাশের ঐ দূর নীলিমায়
স্বপ্নীল দু:খগুলো
আজীবন সঙ্গী হল আমার
আঁধারের ঐ শেষ সীমানায়
মায়াহরিনের বনে
মরিচীকা ডাকে ইশারায়
অপরাধী হয়ে শুধু আমি
নিজের কাছে আজ ফেরারী
রুপালী দ্বিপ আলোতে
মায়াবী রাত পিছু ডেকে যায়
তুমিহীনা সবকিছু বড় নিষ্প্রাণ
স্মৃতিভরা বেদনার বালুচর
নতজানু রাত্রির কান্নাতে
ভেঙ্গে গেছে স্বপ্নের বাঁধা ঘর
তুমিহীনা সবকিছু বড় নিষ্প্রাণ
স্মৃতিভরা বেদনার বালুচর
নতজানু রাত্রির কান্নাতে
ভেঙ্গে গেছে স্বপ্নের বাঁধা ঘর
বাঁধা ঘর……।

নীলাকাশ যতদূর দেখা যায়
জীবনের এই আঙ্গিনায়
স্বপ্নগুলো এসে ধরা দেয়
ভুল যত করেছি এই জীবনে
কোনকিছু মিল হবেনা
এলোমেলো হয়ে গেছে যে সবই
পারিনা ভুলতে যে আমি
কঠিন সমাজের সে বাঁধন
স্বর্ণালী প্রতি প্রভাতে
বাঁধনের স্মৃতি এসে ধরা দেয়
জীবনের সবকিছু হতাশা
ভুলে যাও সমাজের যাতনা
কেন তুমি পারনি তা সইতে
তোমারই স্বপ্ন রয়ে যায়
জীবনের সবকিছু হতাশা
ভুলে যাও সমাজের যাতনা
কেন তুমি পারনি তা সইতে
তোমারই স্বপ্ন রয়ে যায়

রয়ে যায়…।
 
মন
শিল্পীঃ চন্দ্রবিন্দু

মন হাওয়ায় পেয়েছি তোর নাম
মন হাওয়ায় হারিয়ে ফেললাম।।

হাওয়া দিলো শিশিরানিটা
হাওয়া দিলো ডানা
হাওয়া দিলো ছেঁড়া স্যান্ডল
ভুল ঠিকানা।।

মন রে, হলুদ আলোয় হাওয়ার আবীর মাখলাম
হে হে মন, আলেয়া পরালো খালি হাত
মন, জাগেনা জাগেনা সারা রাত।।

জেগে থাকে ঘুম পাহাড়ের মন
কেমন আলো
দূরদেশে ফিকে হওয়া রাত
ডাক পাঠালো।।

মন রে, ঘুমের গোপনে তোমাকে আবার ডাকলাম
হে হে
আদরের ডাক যদি মুছে
এই নাও কিছু ঘুম পাড়ানি গান আলগোছে
বোঝনা এটুকু শিলালিপি
মন রে, ব্যাথার আদরে অবুঝ আঙ্গুল রাখলাম
হে হে
মন, বুকের ভিতরে যে নরম
মন, ছুঁয়ো না ছুঁয়ো না এরকম।।

ছুঁয়ে দিলে বুক কুরে কুরে খায়
সোনা পোকা
বেপাড়ায় কাঁদবেনা এমা ছি: ছি: বোকা

মন রে, নাহয় পকেটে খুচরো পাথর রাখলাম
 
এই দূর পরবাসে
শিল্পীঃ আর্ক
অ্যালবামঃ জন্মভুমি
সুরকারঃ আসিকুজ্জামান টুলু
গীতিকারঃ আসিফ ইকবাল
বছরঃ ১৯৯৫

এই দূর পরবাসে তারাগুনি আকাশে আকাশে
কাটে নিঃসঙ্গ রাত্রিগুলো।।

মাঝে মাঝে স্বপ্নের বেশে স্মৃতিরা এসে
আমাকে করে যায় বড় বেশী এলোমেলো।।

মনে পড়ে যায় বন্ধুদের আড্ডা মুখর প্রহর
তমুল উল্লাসে ভরা প্রিয় শহর।।

সেখানে হয়ত সবাই ব্যস্ত মেলে না সময়
তবু সেখানেই ফিরে যেতে চায় ফেরারী হৃদয়

এই একাকী জীবন ভাল লাগে না আমার
বিষন্ন দিনের শেষে বিষন্ন রাতের শেষে।।

মনে পড়ে যায় কখনো পুরনো তোমাকে
প্রতিটি কষ্টমাখা দিনের ফাঁকে।

হয়ত বদলে গেছ,হয়ে গেছ অচেনা তুমি

তবু তোমাকেই ফিরে পেতে চায় দূরের আমি।।
 
সারাদিন তোমায় ভেবে
শিল্পীঃ সোলস
অ্যালবামঃ মুখরিত জীবন

সারাদিন তোমায় ভেবে
হলো না আমার কোন কাজ
হলো না তোমাকে পাওয়া
দিন যে বৃথাই গেল আজ

সারাদিন গাছের ছায়ায়
উদাসী দুপুর কেটেছে
যা শুনে ভেবেছি এসেছো
সে শুধু পাতারই আওয়াজ

হাওয়া রা হঠাৎ এসে জানালো
তুমি তো আমার কাছে আসবে না
এক হৃদয় হয়ে ভাসবে না

তবে কি একাই থাকবো
তবে কি আমার কেউ নেই
সারাদিন যেমন কেটেছে
তেমনি যাবে গো সাঁঝ

সারাদিন তোমায় ভেবে
হলো না আমার কোন কাজ
হলো না তোমাকে পাওয়া
দিন যে বৃথাই গেল আজ

সারাদিন তোমায় ভেবে
 
যত দূরেই থাকো
শিল্পীঃ ওয়ারফেজ
অ্যালবামঃ আলো

চুপচাপ চারিদিক মাতাল হাওয়া
পাখিদের কোলাহলে মন যে হারায়
হঠাৎ দেখি তোমাকে অচেনা ছায়ায়
আমার ই স্বপ্নে আকা এ যে তুমি
নিঃশব্দে এলে তুমি আমার ই ভুবনে
গোধুলি হয়ে রবে তুমি আমার ই চিরকাল
“যত দূরেই থাকো রবে আমার ই
হারিয়ে যেয়োনা কখনো তুমি।

কত কাল রয়েছি
তোমার ই পথ চেয়ে
কত কাল কেটেছে

তোমার ই আশাতে
 
নদী এসে পথ সাগরে মিশে যেতে চায়
শিল্পীঃ সোলস
অ্যালবামঃ সুপার সোলস
সুরকারঃ নকিব খান ও আইয়ুব বাচ্চু
গীতিকারঃ খালিদ আহসান
বছরঃ ১৯৮১

নদী এসে পথ সাগরে মিশে যেতে চায়
এই মিলন মেলাকে ঘিরে ভালবাসা সর্বনাশ
ফিরে আসে আর হারায় নদীর অচেনা বাকে।।

হাওয়া শুধু এসে এই খোলা বুকে রঙ্গিন ধুলো
স্মৃতির রুমাল উড়ায়।

আর উড়ে একটি ঝড়াপাতা পালক
মগ্ন বিষাদে এত বেশী আর মন ভরে থেকে
ফিরে আসে আর হারায় নদীর অচেনা বাকে।।

একদিন খুব রাতে চুপি চুপি
জোছনার মাঠে দাঁড়িয়ে একাকি দেখি।

সেই চলে যাওয়া পাখিটার ছায়া
শেষ ছায়া ধীরে মিলায় হৃদয় মেঘের ফাঁকে

ফিরে আসে আর হারায় নদীর অচেনা বাকে।।
 
সূর্য
শিল্পীঃ শিরোনামহীন
অ্যালবামঃ বন্ধ জানালা
সুরকারঃ তুষার
গীতিকারঃ তুহিন

অচিন পাখি দিল ফাঁকি, উদাস বাউল কাকে ডাকি
জলের মাঝে জীবনগুলো, তেপান্তরের পাথর ধুলো
সাগর তীরের জীবন দেয়াল,
সূর্যটাকে রাখিস খেয়াল

গাছের চূড়ায় নতুন শহর, নদী পানি ফুলের বহর
সময় কাঁটা আতশবাজি, কাঁটাতারে বৃক্ষরাজি
স্বপ্ন দহণ পূণ্য না সয়
সত্যবচন ধর্মে না রয়

কথার মাঝে নোনা দেয়াল
সূর্যটাকে রাখিস খেয়াল

কল্প সাধন মাতাল হাওয়া, আপন পথে হারিয়ে যাওয়া
জীবন দেখার অবাক টানে, সরল রেখার অন্য মানে
তোমার আমার কাঁচের দেয়াল

সূর্যটাকে রাখিস খেয়াল
 

Users who are viewing this thread

Back
Top