What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Other বাংলা ব্যান্ড গানের লিরিক্স কালেকশন (1 Viewer)

ঘুমাও তুমি
শিল্পীঃ জেমস
অ্যালবামঃ দুখিনী দুঃখ করো না

তালপাখা হাতে নিয়ে
তোমার শিয়রে বসে
নির্ঘুম রাত কাটিয়ে দেব
ঘুমাও তুমি, ঘুমাও তুমি
ঘুমাও তুমি ঘুমাও……………।

দুর নক্ষত্রের প্রথম আলো
পড়বে যখন তোমার মুখে
তখন আমার ক্লান্ত দুচোখ
একটুখানি আসবে বুঁজে।
ঘুমাও তুমি, ঘুমাও তুমি
ঘুমাও তুমি ঘুমাও……………।

নৈ:শব্দের কান্না আমার
ছড়াব শুধু শিশির হয়ে
দীর্ঘশ্বাস খুব নীরবে
তোমায় ছুঁয়ে যাবে
ঘুমাও তুমি, ঘুমাও তুমি
ঘুমাও তুমি ঘুমাও……………।

ঘুমাও……………
ঘুমাও……………
ঘুমাও……………

তালপাখা হাতে নিয়ে
তোমার শিয়রে বসে
নির্ঘুম রাত কাটিয়ে দেব
ঘুমাও তুমি, ঘুমাও তুমি
ঘুমাও তুমি ঘুমাও……………।

ঘুমাও……………
ঘুমাও……………
ঘুমাও……………
ঘুমাও……………
ঘুমাও……………
ঘুমাও……………
ঘুমাও……………
ঘুমাও……………
ঘুমাও……………

ঘুমাও……………
 
যতটা পথ তুমি চিনে রেখেছ
শিল্পীঃ জেমস

যতটা পথ তুমি চিনে রেখেছ
ততটাই পথ আমি আমি চিনে রেখেছি
পারবে কি আমাকে ফেরাতে তুমি
আমি পথেরই মাঝে সবুজ ঘাস
তোমার পায়ে পায়ে জড়িয়ে রব
ছোঁড়াকাঁটার মত জড়াব আঁচল।
পারবে কি আমাকে ফেরাতে তুমি।

তোমার ঘুমে স্বপ্ন হয়ে আসব কাছে আমি
তোমার সকালে ঘুম ভাঙ্গাব দোয়েলের শিষ হয়ে
এভাবে সারাক্ষণ থাকব আমি
পারবে আমাকে ফেরাতে তুমি।

চলার পথে ক্লান্ত হলে ছায়া হব তোমার
দু:খ সুখে দীর্ঘশ্বাসে ছোঁব হৃদয় তোমার
আলোকিত আমি আঁধারে তোমার
পারবে আমাকে ফেরাতে তুমি।

যতটা পথ তুমি চিনে রেখেছ
ততটাই পথ আমি আমি চিনে রেখেছি
পারবে কি আমাকে ফেরাতে তুমি।
যতটা পথ তুমি চিনে রেখেছ
ততটাই পথ আমি আমি চিনে রেখেছি
পারবে কি আমাকে ফেরাতে তুমি।
আমি পথেরই মাঝে সবুজ ঘাস
তোমার পায়ে পায়ে জড়িয়ে রব
ছোঁড়াকাঁটার মত জড়াব আঁচল।

পারবে কি আমাকে ফেরাতে তুমি।
 
লিখতে পারি না
শিল্পীঃ জেমস
অ্যালবামঃ বহুরূপী

লিখতে পারিনা কোন গান আজ তুমি ছাড়া
ভাবতে পারিনা কোন কিছু আর তুমি ছাড়া।
কিযে যন্ত্রনা এই পথচলা।

বিরহ স্মৃতি তোমাকে ঘিরে তুমি জাননা।
লিখতে পারিনা কোন গান আজ তুমি ছাড়া
ভাবতে পারিনা কোন কিছু আর তুমি ছাড়া।
কিযে যন্ত্রনা এই পথচলা
বিরহ স্মৃতি তোমাকে ঘিরে তুমি জাননা।

হারানো দিনগুলিতে ছিলে তুমি জড়িয়ে
এই মনের সীমান্তে ছিল সুখ ছড়িয়ে
হারানো দিনগুলিতে ছিলে তুমি জড়িয়ে
এই মনের সীমান্তে ছিল সুখ ছড়িয়ে
কিযে যন্ত্রনা এই পথচলা
বিরহ স্মৃতি তোমাকে ঘিরে তুমি জাননা।।

আকাশে চাঁদ ছিল একা
পাহাড়ি ঝর্ণা ঝরা
তাদের মনেতে ব্যথা ছিল কিনা বুঝিনি
আকাশে চাঁদ ছিল একা
পাহাড়ি ঝর্ণা ঝরা
তাদের মনেতে ব্যথা ছিল কিনা বুঝিনি
সে ব্যথা বুঝার আগে
হারিয়ে তোমাকে
তোমাকে হারিয়ে বেদনা ঝরেছে হৃদয়ে
কিযে বেদনা তুমি বোঝনা

তোমাকে ভুলে থাকা কোনদিন বুঝি হল না।।
 
এই রাত
শিল্পীঃ জেমস
অ্যালবামঃ টিএন্ডটি

ছলনার বালুচরে
বুঁনেছি আমি
একটি স্বপ্ন
জ্বালিয়েছি শিখা
এই পূর্ণিমায়
এই রাত তোমার
আমার……..
এই রাত আর কারো নয়।
এই রাতে জন্ম নেবে
তোমার আমার একটা নি:শ্বাস
এই রাতে ছুঁয়ে যাবে
তোমার আমার সকল উচ্ছাস
এই রাতে ছুঁয়ে যাবে
এই রাত তোমার
আমার……..
এই রাত আর কারো নয়।

বুকেরই চিলেকোঠায়
বেঁচে আছি নীরবে আমি
জেগে আছি আজ ও
সেই চেনা পথ ধরে
এই রাত তোমার
আমার……..
এই রাত আর কারো নয়।
আ লা লা লা

এই রাতে সাজিয়ে দেব
আঁধার রাতের জোনাকির আলোয়
এই রাতে হারিয়ে যাব
তোমার আমার এই পথচলায়
এই রাত তোমার
আমার……..

এই রাত আর কারো নয়।
 
প্রথম স্পর্শ
শিল্পীঃ জেমস
অ্যালবামঃ শুধু তোমারই কারণে

প্রথম স্পর্শ
প্রথম অনুভূতি
প্রথম প্রেম
প্রথম আকুতি
প্রথম কামনা
প্রথম বাসনা
প্রথম মিলনে
চরম যাতনা।
প্রথম মিলনে
চরম যাতনা।

প্রথম চাওয়া
প্রথম বিরহ
প্রথম পাওয়া
প্রথম কলহ
প্রথম রাত্রি
প্রথম দিন
প্রথম ভালবাসায়
তুলনাহীনা
প্রথম ভালবাসায়
তুলনাহীনা।

প্রথম কবিতা
প্রথম ছন্দ
প্রথম আবেগ
প্রথম দন্দ্ব
প্রথম কবিতা
প্রথম ছন্দ
প্রথম যৌবন
প্রথম নষ্ট
তুলনাহীনা
প্রথম স্পর্শ
প্রথম আকুতি
প্রথম প্রেম
প্রথম আকুতি
প্রথম কামনা
প্রথম বাসনা
প্রথম মিলনে
চরম যাতনা
প্রথম মিলনে
চরম যাতনা
প্রথম ভালবাসায়
তুলনাহীনা
প্রথম মিলনে
চরম যাতনা
প্রথম ভালবাসায়

তুলনাহীনা
 
মাঝে মাঝে
শিল্পীঃ জেমস
অ্যালবামঃ বৃহস্পতি

মাঝে মাঝে নিজেকে বড় একা লাগে
অতীতের সাথে হয় কথোপকথন,
মাঝে মাঝে নিজেকে বড় শূণ্য লাগে
দাঁড়িয়ে থাকা দূরের সাদা কাফন।
ও থেমে যায়, ভেঙ্গে যায়
জীবনের কোলাহল।
মাঝে মাঝে নিজেকে বড় একা লাগে
অতীতের সাথে হয় কথোপকথন।

হৃদয়ের মাঝে সিংহাসনে
রেখেছিলাম যারে যতন করে
ভাবতেই অবাক লাগে যে বড়
সে আছে আজ অনেক দূরে।
হৃদয়ের মাঝে সিংহাসনে
রেখেছিলাম যারে যতন করে
ভাবতেই অবাক লাগে যে বড়
সে আছে আজ অনেক দূরে।
ও থেমে যায়, ভেঙ্গে যায়
জীবনের কোলাহল।
মাঝে মাঝে নিজেকে বড় একা লাগে
অতীতের সাথে হয় কথোপকথন।

আশার নয়ন সাগরেতে
ভাসিয়ে ছিলাম যে সুখের তরী
জেনেছি অনেকটা পথ এসে
মিথ্যে সকল আয়োজন।
আশার নয়ন সাগরেতে
ভাসিয়ে ছিলাম যে সুখের তরী
জেনেছি অনেকটা পথ এসে
মিথ্যে সকল আয়োজন।
ও থেমে যায়, ভেঙ্গে যায়
জীবনের কোলাহল।
…………………… বড় একা লাগে
…………………… কথোপকথন।
ও থেমে যায়, ভেঙ্গে যায়
জীবনের কোলাহল।

মাঝে মাঝে নিজেকে বড় একা লাগে

অতীতের সাথে হয় কথোপকথন।
 
সাদাকালো
শিল্পীঃ জেমস
অ্যালবামঃ নীরবতা

তুমি বল বৃষ্টি পড়ছে
তুমি হাস তাই দেখে
কেন বুঝিনা।
আমি বলি আকাশ কাঁদছে
আকাশেরও আছে দু:খ কিছু
না বলা কথা।
বুঝাতে পারিনা তোমায়
তাই স্বপ্ন আমার হয়না রঙ্গিন
থেকে যায় সাদাকালো।

সূর্যের অপমানে
আকাশে যখন জমে কালো মেঘ
আমি বলি আকাশ বিরহে কাতর
পেতে চায় মাটির আদর।
সূর্যের অপমানে
আকাশে যখন জমে কালো মেঘ
আমি বলি আকাশ বিরহে কাতর
পেতে চায় মাটির আদর।
বুঝাতে পারিনা তোমায়
তাই স্বপ্ন আমার হয়না রঙ্গিন
থেকে যায় সাদাকালো।

বর্জে্র হুংকারে
আকাশ যখন লুকায় মাটিতে
আমি বলি আকাশ স্বপ্ন দেখে
মাটিকে বুকে রেখে।
বর্জে্র হুংকারে
আকাশ যখন লুকায় মাটিতে
আমি বলি আকাশ স্বপ্ন দেখে
মাটিকে বুকে রেখে।
বুঝাতে পারিনা তোমায়
তাই স্বপ্ন আমার হয়না রঙ্গিন
থেকে যায় সাদাকালো।

তুমি বল বৃষ্টি পড়ছে
তুমি হাস তাই দেখে
কেন বুঝিনা।
আমি বলি আকাশ কাঁদছে
আকাশেরও আছে দু:খ কিছু
না বলা কথা।
বুঝাতে পারিনা তোমায়
তাই স্বপ্ন আমার হয়না রঙ্গিন

থেকে যায় সাদাকালো।
 
লুটপাট হয়ে যাবে
শিল্পীঃ জেমস
অ্যালবামঃ দুখিনী দুঃখ করো না

চলতি পথে যাদুকর ভালবাসা
প্রেমিক ডাকাতের মত
তোমাকে ছিনিয়ে নেবে
মৌসুমী বাতাসে উড়ে যাবে ভালবাসা
হৃদয়ের চোরা পথে
তুমি হারিয়ে যাবে
তুমি লুটপাট হয়ে যাবে
তুমি চৌচির হয়ে যাবে
তুমি লুটপাট হয়ে যাবে
তুমি চৌচির হয়ে যাবে।

চোখের ইশারায়
ছোড়ে দেব সুতীখ্ন চুম্বন
তুমি দিশেহারা হয়ে যাবে
তুমি পথহারা হয়ে যাবে
অনন্ত আকাশে উড়ে যাবে ভালবাসা
অন্তরে মাঠে ঘাটে
তুমি সব বিকিয়ে দেবে।
এই চোখে তাকিও না
লুটপাট হয়ে যাবে
তুমি এই চোখে তাকিও না
লুটপাট হয়ে যাবে।

তর্জনী উঁচিয়ে
জ্বেলে দেব সবুজ আগুন
তুমি নজরবন্দী হয়ে যাবে
তুমি ঘুমহারা হয়ে যাবে
নিশাচর স্বপনে
আততায়ী ভালবাসা
ভবঘুরে এই মন
তোমাকে কাছে টেনে নেবে।
এই চোখে তাকিও না
লুটপাট হয়ে যাবে
এই চোখে তাকিও না
লুটপাট হয়ে যাবে।

এই চোখে তাকিও না
তুমি লুটপাট হয়ে যাবে
তুমি চৌচির হয়ে যাবে

তুমি লুটপাট হয়ে যাবে।
 
এ শহর
শিল্পীঃ শহরতলী
অ্যালবামঃ বরাবর শহরতলী
সুরকারঃ মিশু
গীতিকারঃ গালিব
বছরঃ ২০১০

চোরাবালির শহরে মানুষ ভর্তি মুখোশে
আড়াল করে রাখে মানবিকতার ক্যাকটাসে৷
বিষাক্ত-পাশবিক বোধে দৃশ্যপট অবচেতন
গনিকার শরীর জুড়ে চলছে গোপন গমন৷
ছুটে চলার বাহনে প্রকাশ্য চুম্বন, অথবা
জৈবিক কোন আচরন…..
এ শহর বিকৃতের, এ শহর যৌনতার;
এ শহর প্রেতাত্মার, এ শহর হসত্মমৈথুনের৷
এ শহর আত্মহননের, এ শহর মৃত প্রতিমার;
এ শহর লালসার, এ শহর…..
তুমিও চাইতে পারো, আমাদের মতো,
এ শহর বদলাতে;
বদলাতে গেলে বদলাতে হবে, অথবা
মৃতু্য নিশ্চিত জেনো আততায়ীর অপঘাতে৷
তবুও সূর্য উঠে নিসর্গ নগরে,
নাগরিক হাসি চাতক ঠোঁটে৷
খোলা কোনো মাঠে, কিশোরীর হাতে,
আবার ফুটপাতে, অথবা রাজপথ
মিছিল-রাঙাতে দৃপ্ত জয়রথে৷
এ শহর সৃষ্টিতে, এ শহর সৌম্যতার;
এ শহর কৃষ্টিতে, এ শহর স্বপ্ন বিতরনের৷
এ শহর উত্‍সবের, এ শহর নজরুলের,

এ শহর রবীন্দ্রের, এ শহর ভালোবাসার৷
 
এখন অনেক রাত
শিল্পীঃ আইয়ূব বাচ্চু

এখন অনেক রাত
খোলা আকাশের নিচে
জীবনের অনেক আয়োজন
আমায় ডেকেছে
তাই আমি বসে আছি
দরজার ওপাশে, দরজার ওপাশে…

আবেগী এমন রাতে
ভুল করে এই পথে
এসে যদি ফিরে যাও
আমায় না পেয়ে ।।
তাই আমি বসে আছি
দরজার ওপাশে, দরজার ওপাশে…

চলে যাওয়া সেই পথে
ঝিরি ঝিরি বাতাসে
আমার এই মন কাঁদে

তোমায় না পেয়ে
 

Users who are viewing this thread

Back
Top